Prothom Alo, the largest circulating newspaper in Bangladesh, mentions Ankur in a pro-OSS article as they try to fashion the unfashionable BIOS into a fashionable BDOSN.
ref: http://www.prothom-alo.net/v1/2006-01-14/14cat3.html (caveat: IE only) Excerpts: দীঘদিন ধরে আমাদের প্রাণের দাবি একটা বাংলা কম্পিউটার অপারেটিং সিস্টেম। বিশ্বের বিভিন্ন দেশে এ সমস্যার সমাধান হয়েছে সোজা রাস্তায়–একটি ভালো অপারেটিং সিস্টেমকে নিজের ভাষায় অনুবাদ করে ফেলে। সফটওয়্যারের ক্ষেত্রে এ বিষয়টিকে বলা হয় লোকালাইজেশন–সফটওয়্যারের আত্মীকরণ। আমরা অবশ্য এ লাইনে গেলাম না। ভিক্ষুক এতিহ্যের ধারক হয়ে আমরা ধরনা দিয়ে বেড়াচ্ছি মাইক্রোসফটের কাছে। যদি তারা দয়া করে উইন্ডোজে বাংলা যোগ করে দেন, তাহলে এ জাতি বড়ই কৃতার্থ হতে পারে! [কী আশ্চর্য, ৫ ডিসেম্বর ২০০৫ হোটেল শেরাটনে আমাদের একজন কম্পিউটার নেতা মাইক্রোসফট স্থপতিকে এই বলে নিশ্চয়তা দিলেন যে, বাংলাদেশীরা অকৃতজ্ঞ নয়। তারা ভোরে ঘুম ভেঙে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বিল গেটসের বন্দনা করবে।] ... আজ থেকে প্রায় ২০ বছর আগে রিচার্ড স্টলম্যান নামে এক রাগী তরুণ জনগণের জন্য জনগণের সফটওয়্যার আন্দোলনের সূচনা করেছেন। ফ্রি/ওপেন সোর্স সফটওয়্যার আমাদের মতো দরিদ্র দেশগুলোর জন্য নিয়ে এসেছে নতুন সম্ভাবনা, নতুন আনন্দ। সাইবার পরাধীনতা থেকে মুক্তির সোপান। ... আমরা পিছিয়ে আছি বটে তবে একেবারে থেমেও নেই। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ওপেন সোর্সের একটি কমিউনিটি গড়ে উঠেছে। এদের কেউ কেউ করছেন উন্নত ওয়েবব্রাউজার তৈরির কাজ, কেউবা বানাতে চান বাংলা অপারেটিং সিস্টেম, কেউ কেউ দলবেঁধে কাজ করছেন, কেউবা এ পথ চলায় একাকী নিঃসঙ্গ। এরা দলবল মিলে এবারের সফটএক্সপোতে হাজির ছিল। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (http://www.bdosn.org) নামের স্টলটিতে অঙ্কুর, বায়োস, একুশে নামের কয়েকটি স্বেচ্ছাসেবী ওপেন সোর্স সংস্থার সদস্যরা তাদের কাজের নমুনা দেখিয়েছেন। যে বাংলা অপারেটিং সিস্টেমের জন্য আমরা বিল গেটসের কাছে ধরনা দিয়ে বেড়াচ্ছি, সে বাংলা অপারেটিং সিস্টেমের একটি নমুনাও সেখানে হাজির ছিল। জেনেছি, এ মাসেই অপর একটি বাংলা লিনাক্স বাজারে আসবে। ... মুনির হাসান: সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। N�HY隊X���'���u���[������� ަ�k��!���W�~�鮆�zk��C� [EMAIL PROTECTED],����a{���,�H��4�m���i�(��ܢo�v'