প্রিয় অঙ্কুর পরিবারের সদসবৃন্দ, আমি শরফু জ্জামান, আমি এক মোবাইল কন্টেন এবং সফটওয়্যার ডেভেলপার, আমি অনেক আগে থেকেই আপনাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছি। আপনাদের বাংলা ভাষা বিষয়ক সকল কর্মকাণ্ড সর্বদা আমাকে অনুপ্রেরণা দিয়েছে নতুন কিছু করার। তাই আমি সর্বদা চেষ্টা করি বাংলা ভাষার জন্য কিছু করার। আপনারা বেশ কিছু দিন ধরে ইন্টারনেট-ভিত্তিক ইংরেজী থেকে বাংলা অভিধান নিয়ে কাজ করছেন যা সত্যি প্রশংসার দাবিদার। আমি এই উদ্দোগকে স্বাগত জানাই এবং আমি ব্যক্তিগত ভাবে এই প্রকল্পে কাজ করতে উৎসাহী। আমি নিজেও একটি ইন্টারনেট-ভিত্তিক ইংরেজী থেকে বাংলা অভিধান তৈরির কাজ শুরু করেছিলাম কিন্তু বিশাল ডাটা ইক্টাকচারের জন্য আমার একার পক্ষে করার সম্ভব হয় নাই। পরে আমার কাছে থাকা শব্দার্থ তালিকা থেকে কাছু অংশ GPL এর অধীনে অভিধান প্রকল্পটির বর্তমান রক্ষণাবেক্ষণকারী গোলাম মোর্তুজা হোসেনের (gmhossain at gmail.com) নিকট ই-মেলই এর মাধ্যমে পাঠাই। অশাকরি আমার পাঠানো শব্দভান্ডার আপনাদের কাজে আসবে। এছাড়াও আমি Joomla CMS এর জন্য অঙ্কুর ইংরেজী থেকে বাংলা অভিধান মডিউল তৈরি করেছে। এই মডিউলটি ব্যবহার করে যে কোন Joomla 1.5 নির্ভর ওয়েব সাইটে অঙ্কুরের ইংরেজী থেকে বাংলা অভিধানটি সরাসরি ব্যবহার করতে পারবে। যার ফলে ওই ওয়েব সাইট থেকেই ব্যবহারকারীরা তাদের প্রিয় অনলাইল অঙ্কুর অভিধানকে ব্যবহার করার সুযোগ পাবে। আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা অঙ্কুর পরিবার সাদরে গ্রহন করে আমার কাজের মূল্যায়ন করবে। আজ আর কিছু নয়। আমার প্রস্তাবনা বিবেচনা করে দেখার জন্য অঙ্কুর পরিবারের নিকট অনুরোধ জানিয়ে এখানেই ইতি টানছি। [**Joomla অঙ্কুর ইংরেজী থেকে বাংলা অভিধান মডিউল সম্পর্কে কোন প্রশ্ন বা মডিউলটি পেতে আমার সাথে ই-মেইলে যোগাযোগ করুন। ] ধন্যবাদান্তে, শরফু জ্জামান ৮৮০১৭১৬১০৭৮৯৫ ৮৮০১৭১৪১৭৩৪৩৫ ------------------------------------------------------------------------------ Let Crystal Reports handle the reporting - Free Crystal Reports 2008 30-Day trial. Simplify your report design, integration and deployment - and focus on what you do best, core application coding. Discover what's new with Crystal Reports now. http://p.sf.net/sfu/bobj-july _______________________________________________ Bengalinux-core mailing list Bengalinux-core@lists.sourceforge.net https://lists.sourceforge.net/lists/listinfo/bengalinux-core