এরকম একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ। শিক্ষিত লোকের লেখা পড়লেই বোঝা যায় সে কি 
বলতে চাইছে। তবে ইমতায়াজ ভাই, আপনি একটা ভুল করলেন যে। আপনি তো জব্বারকে অনেক বড় 
আসনে বসিয়ে দিলেন বিল মামার সাথে তুলনা করে। বিল যা কিছুই করুক, সে বিল থাকবে। আর 
জব্বার যদি জান দিয়ে দেয় তাও বিল-এর সাথে তুলনা করা ঠিক হবেনা। আর এরকম তুলনা করলে 
জব্বার মামা'র পা আর মাটিতে পড়বেনা। এমনিতেই দেখছেন না নিশান গাড়ি কিনেছে...
 
 আপনি মনেহয় শাব্দিক ব্যবহার করেননি। যে বাংলা অক্ষর চেনেনা, সেও আমার মনেহয় 
শাব্দিক দিয়ে বাংলা লিখতে পারবে।
 
 :)
    --
 Omi Azad
 
 
 Contributor
 Bangla Computing and Localization Projects:
 Ankur: http://www.ankurbangla.org
 Ekushey: http://www.ekushey.org
    
 -----Original Message-----
 From: [EMAIL PROTECTED]
 To: ekushey@yahoogroups.com
 Sent: Tue, 20 Mar 2007 3:57 AM
 Subject: Re: [ekushey] Fw: Is SolaimanLipi Font a carbon copy of SutonnyMJ?
 
  ইউনিকোডে বাংলা লেখা অত্যন্ত সহজ এবং ব্রাউজারসহ সর্বত্র ব্যবহারের অবারিত সুযোগ 
সৃষ্টি হয়েছে। আমি বিজয় ক্লাসিক কিনে ব্যবহার করতাম। কিন্তু অভ্র যে সব সুযোগ ও 
সুবিধা সৃষ্টি করলো তাতে ঐ দিন থেকেই চিরতরে বিজয়কে বিদায় জানিয়েছি।
 
 জনাব জব্বার ওপেন সোর্সে করা কাজগুলোকে চুরি এবং উদ্যোক্তাদের চোর বলে সম্বোধন 
করছেন। বিল গেটসের সাথে তার কিছু সাদৃশ্য আছে বলে মনে হচ্ছে। প্রযুক্তির ব্যবহার, 
ভাষার ব্যবহারসহ প্রতিটি ক্ষেত্রে মানুষের স্বাধীনতা ও বিকাশকে যারা বাধাগ্রস্ত 
করে নিজের মুনাফাকে স্ফীত করার চিন্তায় আচ্ছন্ন তাদের স্তব্ধ করতে গণমানুষের 
সচেতনতা সৃষ্টির সামষ্টিক উদ্যোগ নিতে হবে। 
 
 প্রতিটি মানুষ তার মেধাকে স্বাধীনভাবে শতধারায় বিকশিত করুক এবং মুনাফালোলুপ 
ব্যক্তিরা সফটওয়্যার ছেড়ে আলু-পটলের ব্যবসায় জড়িত হোক - এই কামনা জানিয়ে শেষ করছি।
 
 ডা.ইমতিয়াজ
 
 On 13 Mar 2007 22:37:22 -0700, Zakir Hossain <[EMAIL PROTECTED]> wrote:      
মোস্তফা জব্বার এমনই এক মোড়ল হিসেবে ভাব দেখাচ্ছেন যেন মামলা না করে তিনি সুজন-কে 
দয়া করেছেন। সুজন-এর উচিত তার দয়া স্বীকার করা (lol)।  কম্পিউটার জগতে তিনি নিয়মিত 
লেখেন। তিনি কি সমালোচনার উপর কোন ডিগ্রি নিয়েছেন নাকি? কোন বিশ্ববিদ্যালয়ের উচিত 
তাকে সমালোচনার জন্য সম্মানসূচক(!) পিএইচডি ডিগ্রী দেয়া। তার লেখা পড়লে মনে হয় 
দেশে ভাল কিছুই হচ্ছে না। দেশের বাংলা নিয়ে যা কিছু হচ্ছে সবই বিজয়ের অনুকরণ। 
হাস্যকর। বিটিভি আগে কম্পিউটার বিষয়ক অনুষ্ঠানে প্রচুর বিজ্ঞাপন দিয়েছেন আনন্দ 
মাল্টিমিডিয়া এবং বিজয় (তার ছেলের)। ওটার তো কোন মানই ছিল না বরং ছিল শুধু 
বিজ্ঞাপনের অনুষ্ঠান।    তার বিলুপ্তির সময় বোধহয় এসেই চলেছে। আমি রাজশাহীতে 
ইউনিকোড জনপ্রিয় করার ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেকেই এখন অভ্র ব্যবহার করছে। 
আসুন কন্ঠ মিলাই "ভাষা হোক উম্মুক্ত"।      রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার 
সায়েন্স বিভাগের একজন ছাত্রী ইনস্টল করা ছাড়াই (এক ক্লিকেই) বাংলা লেখার একটি 
সফটওয়্যার তৈরি করেছিলেন। সফটওয়্যার মেলার বাছাই পর্বে সেটি বাদ পড়ে কারণ বাছাই 
পর্বে আমাদের এই মোড়লও ছিলেন। তিনি উদ্ভাবককে ব্যক্তিগত ভাবে তার সাথে যোগাযোগ 
করতে বলেছেন।    
 -- 
 Best Regard,
 Raju
 http://www.rajuru.xenexbd.com 
 ----------------------------         
    
________________________________________________________________________
Check out the new AOL.  Most comprehensive set of free safety and security 
tools, free access to millions of high-quality videos from across the web, free 
AOL Mail and more.

Reply via email to