This font is not readable. What should to do????????
Abu Mohammad Omar Shehab Uddin Ayub <[EMAIL PROTECTED]> wrote:                  
           
দেশের বিভিন্ন স্থানে উবুন্টু 
লিনাক্সের নতুন সংস্করণ 
প্রকাশে পার্টি                             
    
  উবুন্টু লিনাক্স-এর নতুন 
সংস্করণ (৮.০৪) প্রকাশ 
উপলক্ষ্যে বাংলাদেশ ওপেস 
সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) 
উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে 
উবুন্টু প্রকাশ পার্টির আয়োজন 
করা হচ্ছে। এর আওতায় গতকাল ১৮ 
জুন, বুধবার চট্টগ্রামস্থ 
আন্তর্জাতিক ইসলামিক 
বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) 
ক্যাম্পাসে এক পার্টির আয়োজন 
করা হয়। আইআইইউসি ওপেন সোর্স 
নেটওয়ার্কের উদ্যোগে 
বিশ্ববিদ্যালয়ের একটি 
শ্রেণীকে
 আয়োজিত এই পার্টিতে প্রধান 
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার 
বিজ্ঞান কৌশল বিভাগের প্রধান 
ড. মোহাম্মদ শফিউল্লাহ। তিনি 
বিডিওএসন কতৃক বাংলাদেশে 
পুনঃবিতরণকৃত উবুন্টু ৮.০৪ 
লিনাক্স সিডির মোড়ক উন্মোচন 
করেন । পার্টিতে উপস্থিত সকলে 
দেশে সফটওয়্যারের স্বাধীনতা 
প্রতিষ্ঠায় অধিক হারে মুক্ত 
সফটওয়্যার ব্যবহারের আহবান 
জানান। আগামী ২০ তারিখ 
চট্টগ্রাম ওপেন সোর্স
 নেটওয়ার্কের উদ্যোগে নগরীর 
কেণ্টাকী রেস্তোরায় 
চট্টগ্রামের প্রকাশ পাটি এবং 
২২ জুন নোয়াখালী বিজ্ঞান ও 
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 
ক্যাম্পাসে পরবর্তী রিলিজ 
পার্টি অনুষ্ঠিত হবে। 
উল্লেখ্য যে, গত ১২ জুন বুয়েট 
ক্যাফেটারিয়ায় এক পার্টির 
মাধ্যমে বিডিওএসএনের 
দেশব্যাপী এই উবুন্টু লিনাক্স 
প্রকাশনা আনুষ্ঠানিকভাবে 
শুরু হয়েছে।    
  

-- 
Munir Hasan
General Secretary
Bangladesh Open Source Network
291 Sonargaon Road, Dhaka
http://www.bdosn.org
"The best way to predict the future is to invent it."--Alan Kay      
             


 


     
                                       


Cheers
Sumon Rayhan
Sr. Programmer

       

Reply via email to