সুধী,দেরি, (আসলে প্রায় ১ মাস) হওয়ার জন্য অত্তন্ত দুঃখিত। বাস্তব জীবনের 
ব্যস্ততার কারণে দেরি হয়ে গেল। যাই হোক আসল বিষয়ে যাই।
গত ২৯ আগস্ট ২০১৫, রোজ শনিবার, ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুলে 
উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে উইকিপিডিয়ার স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এই 
স্কুল প্রোগ্রামের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা উইকিপিডিয়া ও 
উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্প ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি এসব সঠিকভাবে 
ব্যবহারের উপায় সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ৮০-৯০ জন শিক্ষার্থী উপস্থিত 
ছিলেন। অনুষ্ঠানে উইকিমিডিয়ার পক্ষ থেকে, আমি (স্কুলের প্রাক্তন ছাত্র), নাহিদ 
সুলতান এবং নুরুন্নবী চৌধুরী হাসিব উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত 
তাঁরা উপস্থিত থাকতে পারেন নি। তাই অনুষ্ঠানটি সঞ্চালনা করি আমি এছাড়াও অনুষ্ঠানে 
স্বেচ্ছাসেবক হিসেবে আরও উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রাক্তন ছাত্র ও উইকিপিডিয়ার 
সম্পাদক ইফতিখার উদ্দিন সিয়াম ও মোহাম্মদ বিন তৌহিদ। শিক্ষকদের মধ্যে অনুষ্ঠানে 
উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কস্তূরী দত্ত মজুমদার, সহকারী প্রধান শিক্ষক লায়লা 
ফারজানা, বিজ্ঞান ক্লাব এর পরিচালক রওনাক জাহান এবং বিজ্ঞান শিক্ষক ছবি রানী কর। 
এই আয়োজনের অন্যতম মূখ্য উদ্দেশ্য হলো ছোটদের মধ্যে উইকিপিডিয়া ব্যবহার 
জনপ্রিয়করণ।এই আয়োজনের ছবিগুলো অতিসত্বর উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হবে। ধন্যবাদ
 Pratyya Ghosh 
Volunteer Editor at Wikipedia
Associate Member of Wikimedia BangladeshTwitter - Pratyya10Facebook - Pratyya 
Ghosh
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to