On Wed, Aug 27, 2008 at 10:40 PM, shiplu <[EMAIL PROTECTED]> wrote:

> এরকম একটা নিয়ম করলে মনে হয় খারাপ হয় না।
>
> যার প্রথম ইমেইলটাই এমন, তাকে ব্যান করা হবে
> বা, যেই ইমেইল থেকে দ্বিতীয়বার এমন মেইল আসবে তাকে ব্যান করা হবে।
>
> এ ধরণের মেইল একটা পেইন। তাই বললাম।
> --
>

শিপলু ভাই এর আগে একটি সাইটকে ব্লক করা হয়েছে স্প্যামিং করার জন্য। আমরা
প্রথমেই কোন ব্যক্তিকে ব্যান করতে চাই না। যেমন ধরুন এই মেইলিং লিস্টে যতোজন
আছেন সবাই কিন্তু সক্রিয় অংশগ্রহণ করেন না। এখন তারা ভুল করে ডিসিলেক্ট না করলে
প্রথম মেইল স্প্যাম ধারনা করে ব্যান করলে অনাকাঙ্খিত ঘটনা হবে।

তবে বার বার পাঠালে ব্যান করা হবে সেটা ঠিক।

শাহরিয়ার।
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to