প্রিয় সুধী,

আপনার হয়তো অবগত আছেন, গত মাসের ৪ থেকে ১৮ তারিখ পর্যন্ত বাংলা
উইকিপিডিয়ায় একটি পাঠক জরিপ পরিচালনা করেছি। এই জরিপে আমারা আমাদের প্রিয়
বাংলা উইকিপিডিয়ার অনেক বিষয়েই একটি পরিষ্কার ধারণা পেয়েছি। জরিপটি
বিস্তারিত ফলাফল ও প্রতিবেদন গতকাল রাতে মেটা-উইকিতে প্রকাশিত হয়েছে। [১]

দুই সপ্তাহব্যাপী পরিচালিত এই জরিপে আমরা অনেক ভালো সাড়া পেয়েছি। এ
জরিপে অংশগ্রহণ করেছেন মোট ১১০৭ জন। সবার জন্য এই জরিপ উন্মুক্ত থাকলেও
এ জরিপে আমাদের মূল লক্ষ্য ছিলো পাঠকদের মতামত জানা। এবং আমরা দেখতে
পেয়েছি মূলত পাঠকরাই এই জরিপে অংশগ্রহণের শীর্ষে ছিলেন, কারণ জরিপে
অংশগ্রহণকারীতে দুই তৃতীয়াংশই জানিয়েছেন তাঁরা উইকিপিডিয়ায় সম্পাদনা করেন
না। কিন্তু অপরদিকে অংশগ্রহণকারীদের বেশিরভাগই প্রায় প্রতিদিনই বিভিন্ন
কাজে বাংলা উইকিপিডিয়া ব্যবহার করেন।

জরিপে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা। ৬০%-এর বেশি
অংশগ্রহণকারী পেশায় ছাত্র ও তাঁরা পড়াশোনার কাজেই উইকিপিডিয়া ব্যবহার
করেন। জরিপের পাঠকরা বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদানসহ বাংলা উইকিপিডিয়ার
আরও বেশি কার্যকর না হওয়ার জন্য কয়েকটি কারণ উল্লেখ করেছেন, যার মধ্যে
আছে:

* ৮০.৭% জানিয়েছেন নিবন্ধগুলোতে যথেষ্ট তথ্য না থাকাটাই প্রধান সমস্যা
* ৩২.৫% মনে করেন নিবন্ধগুলো সুলিখিত নয়
* ২৪.৬% এর মধ্যে তথ্য হালনাগাদকৃত না থাকাটাই প্রধান সমস্যা
* ১৪.৬% আরও অন্যান্য কিছু কারণ উল্লেখ করেছেন যা মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে

জরিপে সম্পাদনায় আগ্রহীরা কি কি বিষয়ে সাহায্য পেতে ইচ্ছুক সে বিষয়েও
একটি পরিস্কার ধারণা দিয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই ধাপে ধাপে পরিচালিত
সাহায্য পাতার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও যে সকল বিষয়ে
তাঁরা সাহায্য চেয়েছেন তার মধ্যে রয়েছে:

* নতুন নিবন্ধ লেখা
* ইংরেজি থেকে বাংলায় নিবন্ধ অনুবাদ করা
* তথ্যসূত্র যোগ করা
* ছবি আপলোড করা, ইত্যাদি।

জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগের বয়স সীমা ১৬ থেকে ২৬-এর মধ্যে।
অংশ্গ্রহণকারীদের মাঝে ৮১.২% বাংলাদেশ থেকে, ১৬.৩% ভারত থেকে, এবং ২.৫%
অন্যান্য দেশ থেকে অংশ নিয়েছেন। অন্যান্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র
থেকেই সবচেয়ে বেশি পাঠক অংশ নিয়েছেন। জরিপে নারীদের অংশগ্রহণ ছিলো ৫.৬%।
যদিও সংখ্যাটি অনেক কম, কিন্তু অনেক ক্ষেত্রেই এই সংখ্যাটি আরও অনেক
উইকিপিডিয়ার থেকে ভালো অপস্থানে। জরিপটি আমাদেরকে নির্দেশ করছে যে নারী
ব্যবহারকারীদের বাংলা উইকিপিডিয়ার প্রতি আগ্রহী করে তুলতে আমাদের অনেক
কিছুই করার আছে।

সবাইকে জরিপের প্রতিবেদন পড়ে এ বিষয়ক মতামত ও ফিডব্যাক জানানোর
অনুরোধ। এই মেইলিং থ্রেডে মতামত প্রদান ছাড়াও আপনারা বাংলা উইকিপিডিয়ার
এ সংক্রান্ত আলাপ পাতায় [২] আপনাদের জিজ্ঞাসা বা মতামত রাখতে পারেন।
এছাড়াও এ সংক্রান্ত যে-কোনো জিজ্ঞাসায় আমার সাথে যোগাযোগ করার জন্য
সকলের প্রতি অনুরোধ রইলো।

জরিপের পর এই প্রকল্পের অধীনে বাংলা উইকিপিডিয়া সাহায্য পাতা রিডিজাইনের
কাজ করা শুরু হবে বলে আমি আশা প্রকাশ করছি। এ বিষয়ক আলোচনা শীঘ্রই
বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সাথে বাংলা উইকিপিডিয়ার পাতায় শুরু হবে।

সবশেষে এই জরিপে অংশগ্রহণের মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে এগিয়ে নিয়ে
যাওয়ার এই প্রকল্পে অংশগ্রহণের জন্য আপনাদের সবার প্রতি অত্যন্ত ধন্যবাদ
ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সবার সহযোগীতায় বাংলা উইকিপিডিয়া আরও
দ্রুত এগিয়ে যাক -- এই শুভকামনা।

তানভির

[১] http://bit.ly/PMoCUu
[২] http://bit.ly/OHwVSB


-- 
Tanvir Rahman
Community Fellow
Wikimedia Foundation, Inc.
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to