অভিনন্দন!!!
On 10 Jun 2014 23:31, "Tonmoy Khan" <tonmoy...@gmail.com> wrote:

> প্রিয় সবাই,
>
> আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের রেজিস্ট্রেশন
> সফল ভাবে সম্পন্ন হয়েছে। আমাদের নিবন্ধনের আবেদনটি ৯ জুন, ২০১৪ অনুমোদিত হয়েছে
> এবং আমি আজ (১০ জুন) রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কম্পানিজ এন্ড ফার্মস,
> বাংলাদেশ – এর কার্যালয় থেকে আমাদের নিবন্ধন সনদ গ্রহন করেছি। উইকিমিডিয়া
> বাংলাদেশের দাপ্তরিক নাম হবে উইকিমিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন।
>
> উইকিমিডিয়া বাংলাদেশের নিবন্ধনের কাজটি বেশ কঠিন ছিল, কেননা সোসাইটি হিসেবে
> নিবন্ধনের জন্য এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই এর
> ছাড়পত্র, লাগে যেটা অনেক সময়ই পাওয়া যায়না। তবে প্রায় দুই বছরের চেষ্টায় আমরা
> শেষ পর্যন্ত সফলভাবে এই দুরুহ প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি।
>
> উইকিমিডিয়া ফাইন্ডেশনের স্হানীয় চ্যাপ্টার হিসেবে আমাদের যে যে কাজগুলো করতে
> হতো, এই নিবন্ধনের মাধ্যমের আমরা তার সবকটিই সম্পন্ন করতে পেরেছি। এবার নতুন
> উদ্যমে আমাদের কাজ শুরু করতে হবে এবং বাংলা উইকিপিডিয়াকে বিশ্বের সমৃদ্ধতম
> উইকিপিডিয়া হিসেবে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা আমরা শুরু করেছি তা আরো এগিয়ে
> নিতে হবে। উইকিপিডিয়ার মুক্ত বিশ্বকোষ এবং অন্যান্য মুক্ত প্রকল্পের মাধ্যমে
> বাংলাদেশের সব মানুষের জন্য জ্ঞানকে উন্মুক্ত করাই আমাদের একমাত্র লক্ষ্য।
>
>
>
> ধন্যবাদ
>
>
>
> আলী হায়দার খান (তন্ময়)
>
> কোষাধ্যক্ষ, উইকিমিডিয়া বাংলাদেশে ফাউন্ডেশন
>
>
> Ali Haidar Khan (tOnmOy)
> Treasurer
> Wikimedia Bangladesh
>
> "ভাবুনতো এমন এক পৃথিবীর কথা, যেখানে প্রতিটি মানুষ সমস্ত জ্ঞান বাধাহীন
> ভাবে আদান প্রদান করতে পারবে। এটাই আমাদের অঙ্গীকার।"
>
>
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
> Wikimedia-BD@lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
>
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to