অভিনন্দন, এবং শুভ কামনা রইল...

*Mayeenul Islam*
*Front-end Designer & WordPress Developer*
<http://nanodesignsbd.com/>
email: wz.is...@gmail.com
blog: nishachor.com
*Bangla Wikipedia* Editor <https://bn.wikipedia.org/s/23ar>| Founding
member of Wikimedia Bangladesh <http://bd.wikimedia.org/wiki/নির্বাহী_পরিষদ>


2016-01-27 13:22 GMT+06:00 Munir Hasan <munir.ha...@bdosn.org>:

> প্রিয় বাংলা উইকিপিডিয়ান, উইকিমিডিয়ান এবং শুভানুধ্যায়ী,
>
> ১। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা
> ও অভিনন্দন। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা গত ১৫ জানুয়ারি সফলভাবে
> ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সভা সম্পন্ন করেছি। এর মাধ্যমে ২০১১ সাল থেকে
> আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন ও প্রতিষ্ঠাতা নির্বাহী কমিটির কার্যক্রমের
> সমাপ্তি হলো। ২০১১ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশনের চ্যাপ্টার স্বীকৃতি পাওয়ার
> দীর্ঘ সময় পর আমরা দেশে আইনীকাঠামোর আওতায় এসেছি এবং প্রথম বার্সিক সাধারণ
> সভার মাধ্যমে আমাদের প্রাথমিক আইনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। এই কাজে
> নিরলসভাবে যারা লেগে ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং সকল
> প্রতিষ্ঠাতা সদস্যকেও আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
>
> ২। বার্ষিক সাধারণ সভার স্বাক্ষরিত কার্যবিবরনী নিচের লিংকে দেখা যাবে
> https://goo.gl/0ZJ9OR
>
> ৩। বার্ষিক সাধারণ সভা উইকিমিডিয়া বাংলাদেশের ২০১৬-২০১৭ সালের জন্য নির্বাহী
> কমিটির ৯ জন সদস্যকে নির্বাচিত করেছে। তারা হলেন -
>
> ১. মুনির হাসান,
>
> ২. তানভির রহমান,
>
> ৩. তানভির মোর্শেদ,
>
> ৪. নুরুন্নবী চৌধুরী হাছিব,
>
> ৫. নাহিদ সুলতান,
>
> ৬. শাবাব মুস্তফা,
>
> ৭. এ.কে. আল মহিউদ্দিন,
>
> ৮. মাসুম আল হাসান, এবং
>
> ৯. আলী হায়দার খান।
>
> নবনির্বাচিত নির্বাহী সদস্যদের অভিনন্দন। নির্বাহী কমিটি তাদের প্রথম সভায়
> সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচন করবে। এছাড়া কমিটি ২০১৬ সালের
> বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রাক্কলিত বাজেট তৈরি করে উইকিমিডিয়া বাংলাদেশকে
> এগিয়ে নিয়ে যাবে। নতুন নির্বাহী কমিটির জন্য শুভ কামনা।
>
> ৪। নির্বাহী কমিটি, অপারেশনস কমিটি ইত্যাদি থাকলেও উইকিমিডিয়ার সকল প্রকল্পের
> মূল শক্তি একর ব্যবহারকারী, সম্পাদক এবং সম্প্রদায়ের সদস্যবৃন্দ। বিগত বছর
> সমূহে আমরা সকরে মিলে অনেকগুলো ভালকাজ করেছি, বাংলা উইকিপিডিয়াকে ডেপথ হিসাবে
> তৃতীয় স্থানে এনেছি, বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে জিমিকে
> বাংলাদেশে আনতে সক্ষম হয়েছি। আমি নিশ্চিত যে, আগামী দিনগুলোতে আমরা সবাই মিলে
> আরো ভাল ভাল কাজ করতে পারবো যার লক্ষ্য হবে এমন একটা পৃথিবীর পথে অগ্রসর হওয়া
> যেখানে মানবজাতির সমগ্র জ্ঞানভান্ডার সবার জন্য উন্মুক্ত থাকবে।
>
> ৫। সব আয়োজনে, উদ্যোগে সবার অংশগ্রহণ কামনা করি।
>
> সবার জন্য শুভ কামনা।
>
> ধন্যবাদ
>
> মুনির হাসান
>
>
>
> --
> Munir Hasan
> http://www.munirhasan.com
> Coordinator, Youth Programme, Prothom Alo <http://www.prothom-alo.com>
> General Secretary, Bangladesh Open Source Network (BdOSN)
> <http://www.bdosn.org>
> General Secretary, Bangladesh Mathematical Olympiad Committee (BdMOC)
> <http://www.matholympiad.org.bd>
> Vice-President, Society for the Popularization of Science, Bangladesh
> (SPSB) <http://www.spsb.org>
> Asoka Fellow. http://www.ashoka.org/fellow/munir-hasan
>
>
>
>
>
> _______________________________________________
> Wikimedia-BD-Members mailing list
> wikimedia-bd-memb...@lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd-members
>
>
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to