-----BEGIN PGP SIGNED MESSAGE-----
Hash: SHA1

অমি,
> আমি মনে করি যাদের নিজেদের ইংরেজী রয়েছে (en-AU, en-NZ etc.), তারা তাঁদেরটা
> ফলো করে, কিন্তু যাদের নেই, ঝামেলাটা সেখানে। বেশীরভাগ স্থানে এখন আমেরিকা দখল
> করেছে। একটা ছোট্ট উদাহরণ দেই: আমি ব্রিটিশ ইংরেজী লোকেল সেট করে মজিলার
> (না-কি মোজিল্লা!) ফায়ারফক্স নামাতে গেলাম। সেখানে আমাকে en-US দিয়ে দিলো। আর
> আমেরিকার ইংরেজী থাকলে তো ওটাই দেয়। আমি আগে ভেবেছিলাম যে সেই ওয়েবসাইট
> লোকেল দেখে ডাউনলোড সার্ভ করে, কিন্তু পরে বুঝলাম যে ওঁরা en-US default হিসেবে
> দেয়। অন্যটা লাগলে আপনি খুঁজে নেবেন।
সব‌-ই বুঝলাম। আমাদের দেশে কিন্তু এখনো de-facto standard en_GB. মোজিলা
প্রজেক্ট en_US default হিসেবে consider করে বলে আমাদেরকেও করতে হবে এমন কোন
কথা নেই। এবং Consortium-এর সঠিক উচ্চারন বলতে গেলে দুটোই। আমি সুধু প্রচলিত
উচ্চারন‌টুকু আপনাকে জানানোর চেষ্টা করেছিলাম। ওই অনুবাদ‌টা আপনার করা, তাই আপনি
যা ভাল বুঝবেন তাই করবেন। I can only suggest, I can't force a decision
from here.

> এটা একটা ঝামেলা থেকে গেলো না? আমি যখন স্কুলে পড়তাম তখন color লিখে মার
> খেয়েছিলাম, আবার এখন ছেলেপেলে সেটাই ব্যবহার করছে। কি করবেন বলেন!!!
কিছুই করার নেই ... চলুন, আমরাও সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দি ... ;)
Regards,
BG

- --
Baishampayan Ghose
b.ghose at gmail.com

1024D/86361B74
BB2C E244 15AD 05C5 523A  90E7 4249 3494 8636 1B74

-----BEGIN PGP SIGNATURE-----
Version: GnuPG v1.4.2.2 (GNU/Linux)

iD4DBQFET6BxQkk0lIY2G3QRAubsAJYzIHctCjfV4DN8RbJnIccAx2OoAJ94MXb3
RI7h7fi/Bl0ur4no21AxPQ==
=9BFy
-----END PGP SIGNATURE-----


-------------------------------------------------------
Using Tomcat but need to do more? Need to support web services, security?
Get stuff done quickly with pre-integrated technology to make your job easier
Download IBM WebSphere Application Server v.1.0.1 based on Apache Geronimo
http://sel.as-us.falkag.net/sel?cmd=lnk&kid0709&bid&3057&dat1642
_______________________________________________
Bengalinux-core mailing list
Bengalinux-core@lists.sourceforge.net
https://lists.sourceforge.net/lists/listinfo/bengalinux-core

Reply via email to