[Ubuntu-BD] 5th Generation Ipod nano

2010-07-27 Thread Humayun Kabir
প্রিয় বন্টু ভাইয়েরা,
আমি সম্প্রতি একটা প্রবলেম এ পড়েছি আমার 5th generation ipod nano নিয়ে.
windows এ itunes ইনস্টল করতে পারায় প্রবলেম হয় না. কিন্তু উবুন্টু তে কিংবা
অন্য কোনো linux distro তে আমি এটা manage করতে পারছি নাহ. আমি rythmbox,
songbird , gtkpod  ইত্যাদি use করে দেখেছি কিন্তু প্রবলেম হচ্ছে 4th
generation পর্যন্ত support করে. কিন্তু ঐ software গুলোর website এ 5th gen
support বলা থাকলেও আমি চেষ্টা করে বিফল হয়েছি.  আমাকে কেউ কি দয়া করে কোনো
solution দিতে পারেন ?

সবাই ভালো থাকবেন এই কামনায় -
- মো. হুমায়ূন  কবীর (দিপু)
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] About Ubuntu and Mint customized DVD which was delivered on 23th July ADDA

2010-07-27 Thread সাজেদুর রহিম জোয়ারদ ার
@নির্ঝর

ভাই তোমার ডিভিডির মূল্য সংক্রান্ত প্রশ্নের জবাবে বলতে হয় যে লাভের অংকটা তুমি
দেখতে পাচ্ছো সেটা কাল্পনিক। কেননা ৪০০ সিডিই বিক্রিত হবার কোন কারন ছিলো না,
হয়ওনি, তবে আশা করছি হবে। আর লাভের কথা বলার আগে বুঝে শুনে বলা উচিত। ডিভিডির
সাথে এবার যে ইনফোলেটটা পেয়েছে সবাই ওটা তৈরী করিয়ে ছিলাম নিজের পরিচিত প্রেসে
তাই ওই খরচ পড়েছে। প্রতিবারতো ঐখানে কম টাকায় কাজ করিয়ে নেয়া যাবেনা। আর আমি
উল্লেখ করেই দিয়েছিলাম ডিভিডি গুলোয় ম্যানুফাকচারকারী কোম্পানী কিছু ছাড়
দিয়েছে। ম্যানুফ্যাকচারকারী কোম্পানী প্রতিটি ডিভিডিতে পরবর্তী সময়ে যদি কোন
ছাড় না দেয় তবে খরচ পড়বে *৫৮* (আটান্ন) টাকা করে। মাইক্রোসফট বাংলাদেশ তাঁদের
অফিস প্যাকেজের সিডিগুলো ঐ কোম্পানী থেকেই তৈরী করিয়ে নেয়। বিজয় এর সিডিও
ওখানেই তৈরী করা হয়। অতএব পরবর্তী বার আমি যতই বলিনা কেনো এটা একটা মুক্তসোর্স
আর মুক্ত প্রজেক্ট তাঁরা কোন ছাড় দিতে রাজি নাও হতে পারে। অতএব পরের বার এই
ধরনের ডিভিডি তৈরির জন্য খরচ পড়বে প্রায় *৭০* (সত্তুর) টাকা করে। সেই টাকাটাও
কি তুমি আমার নিজের পকেট থেকে গুনতে বলো? ডিভিডি তৈরী করার সময় যেমন আমি কারো
অনুদান নেইনি তেমনি ভবিষ্যৎদিনগুলোতেও নিতে চাইনা, আল্লাহ সক্ষমতা দিলে আরো
টাকা মুক্তসফট আর মুক্তর দুনিয়ার পেছনে খরচ করবো ইনশাল্লাহ।

নির্ঝর লিখেছো: আর ওপেনসোর্স কমিউনিটিতে কে কতদিন ধরে আছেন এবং কাকে কাকে কেমন
হেল্প করেছেন সেটাই মুখ্য বিষয়। আপনি উবুন্টু কমিউনিটিতে অনেক অনেক নতুন (এমনকি
আমার চেয়েও)। কিন্তু দুঃখের বিষয় আপনি অনেক সময় বিভিন্ন কাজে বাগড়া দেবার চেষ্টা
করেছেন (আমার মেটা/সুপার কি দিয়ে কে মেন্যু পপআপ করানোর পোস্ট টার কথা মনে
করুন)। আর আপনি তো আমাকে ওপেন সোর্স আর লিনাক্স বুঝানোর জন্য সেখানে এক রচনাও
লিখে বসেছিলেন। যাই হোক, বাদ দিন।

ভাই তুমি কবে থেকে আমার সাথে পরিচিত তাই যদি আমার মুক্তসোর্স আন্দোলনে থাকার
বয়স হিসেবে গন্য করো তবে সেটা তোমার হিসেবে ঠিকই আছে।

নির্ঝর লিখেছো: আর আপনি মিন্ট ফর উইন বা উবি দেন নাই কারণ হিসাবে লাইসেন্স
জটিলতার কথা বলেছেন। আমাকে কি বলা যাবে কোন লাইসেন্স এর শর্ত ভংগ হত এই গুলা
দিলে? আপনি যদি রিমাস্টারসিস ব্যবহার করে করতে না পারেন তাহলে অন্য সফট ব্যবহার
করতে পারতেন।

আমি মিন্ট ফর উইন আইনি জটিলতার জন্য দেইনি এটা কখনোই বলিনি। বরং বলেছি ওটা
মিন্ট ৮ বা 'হেলেনা' তেও ছিলো না। আর উবি দিতে হলে ইউবিক্যুইটি সাপোর্ট থাকতে
হয়। সেটা ক্যানোনিক্যাল উবুন্টুর বর্তমান রিলিজ ল্যুসিড থেকে সরিয়ে নেয়ায় আমি
কাস্টম ডিভিডিতে ওটা যোগ করার অধিকার রাখি না। যদি যোগ করতাম তবে শর্তঅনুযায়ী
এটা উবুন্টুর মূল রিলিজের সাথে মিলিয়ে নামকরন করা যেত না, কেননা কোন
গুরুত্বপূর্ণ অংশ (যেমন:বুট লোডার, ইন্সটলার, প্যাকেজ ম্যানেজার, ভাষা)
ইত্যাদিতে পরিবর্তন আনলে উবুন্টুর সাথে মিলিয়ে ডিস্ট্রোর নাম রাখা যায় না। যে
কারনেই উবুন্টুর ইউনিভার্সাল ডিস্ট্রো টা বর্তমানে শুধুই ইউনিভার্সাল
ডিস্ট্রো নামে রিলিজ হয়, উবুন্টু নামটা যুক্ত না করেই।

নির্ঝর লিখেছো: আর আপনাকে কি উবুন্টু বাংলাদেশ এই দায়িত্ব দিয়েছে (ডিভিডি
প্রস্তুত করা)? আমার মতে এই জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা কমিটির হাতে থাকা
উচিত। কোন ব্যক্তিবিশেষের হাতে নয়। আপনি কি মনে করেন?

কমিউনিটিতে কাউকে নিযুক্ত কিংবা কাজ করার অনুমতি দিতে হয় না। সবাই নিজ নিজ
উদ্যোগের কথা জানিয়ে আগ্রহ প্রকাশ করে কিংবা কাজ শুরু করে দেয়। যদি কমিটি গঠন
আর সওয়াল-জবাবে জর্জরিত হতে থাকতো তবে শুধুই একটা কার্নেল (লিনাক্স) মাত্র বিশ
বছরের মাথায় তাবৎদুনিয়া শাসন করতো না। এজন্য দরকার ছিলো মূল যে জিনিষে সেটা হলো
কমিটমেন্ট। সেটা আছে বলেই দুনিয়ায় উবুন্টুর কমিউনিটি এতো বিশাল। আমি এই
বিশালতার মাঝে ছোট্ট একটা বিন্দু হয়ে থাকতে পারলেই নিজেকে ধন্য মনে করবো। আমি
নিজে এই দ্বায়িত্বটা নিজের লাভের জন্য নেইনি, আর এই থ্রেডেই আগের পোষ্টগুলো
পড়লেই জানতে পারবে কিভাবে আমি এ উদ্যোগে জড়িয়েছি। তাই আমি এ উদ্যোগকে কোনভাবেই
কুক্ষিগত করে রাখিনি, রাখছিনা বা রাখবোনা। আমি শুধুমাত্র একজন সক্রিয় সদ্যসের
দ্বায়িত্ব পালন করতে চেয়েছি।

একটা উদ্যোগে প্রত্যক্ষ/পরোক্ষ সাহায্য করাটা বড়ই কঠিন, সমালোচনা করাটা খুবই
সহজ। আশাকরি আগামী দিনগুলোয় গঠনমূলক সমালোচনা করে আমার এই উদ্যোগকে সফল করতে আর
আগামী দিনগুলোতে এগিয়ে নিতে সাহায্য করবে।

ধন্যবাদ নির্ঝর তোমার প্রশ্নগুলোর জন্য।

রিং
+8801671411437
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] About Ubuntu and Mint customized DVD which was delivered on 23th July ADDA

2010-07-27 Thread সাজেদুর রহিম জোয়ারদ ার
আমার এই কাস্টমাইজড ডিভিডি তৈরীতে যাঁরা আমাকে প্রত্যক্ষ/পরোক্ষ সাহায্য করেছেন
তাঁদের সকলকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যাঁরা আমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন
তাঁদের মন্তব্যগুলোকে যেমন আমি গর্বভরে নিচ্ছি ঠিক তেমনি যাঁরা সমালোচনা করেছেন
তাঁদের মন্তব্যগুলো আরো গুরুত্বের সাথে বিবেচনা করে আগামী দিনে ভুলগুলো সংশোধন
করে আরো ভালো কিছু উদ্যোগ নেবো বলে কথা দিচ্ছি।

ধন্যবাদ সবাইকে।

রিং
+8801671411437
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] About Ubuntu and Mint customized DVD which was delivered on 23th July ADDA

2010-07-27 Thread Sarim Khan
এখন কি এমন কোন প্যাচ তৈরী করা সম্ভব যা দিয়ে ওই লাইভ ডিভিডি গুলি ইন্সটল করার
ব্যবস্থা করা সম্ভব ?

২৭ জুলাই, ২০১০ ২:০৮ pm এ তে, সাজেদুর রহিম জোয়ারদার tosha...@gmail.comলিখেছে:

 আমার এই কাস্টমাইজড ডিভিডি তৈরীতে যাঁরা আমাকে প্রত্যক্ষ/পরোক্ষ সাহায্য
 করেছেন
 তাঁদের সকলকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যাঁরা আমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন
 তাঁদের মন্তব্যগুলোকে যেমন আমি গর্বভরে নিচ্ছি ঠিক তেমনি যাঁরা সমালোচনা
 করেছেন
 তাঁদের মন্তব্যগুলো আরো গুরুত্বের সাথে বিবেচনা করে আগামী দিনে ভুলগুলো সংশোধন
 করে আরো ভালো কিছু উদ্যোগ নেবো বলে কথা দিচ্ছি।

 ধন্যবাদ সবাইকে।

 রিং
 +8801671411437
 --
 Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
 ubuntu-bd@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] 5th Generation Ipod nano

2010-07-27 Thread সাজেদুর রহিম জোয়ারদ ার
ভাই হুমায়ুন

আপনার সমস্যার সমাধান হবে কিনা তা বলতে পারছি না তবে আপনি উবুন্টুতে
SystemAdministrationSynaptic Package Manager থেকে সার্চ বক্সে ipod লিখে
সার্চ দিন। যা পাবেন সেখান থেকে ipod নামে টুলস টা ইন্সটল করে নিন। আশা করি
আপনার কাজে আসবে। আমার একটা সেকেন্ড জেনারেশন আইপড শাফল আছে ওটা ঠিকঠাক মতোই
ম্যানেজ হয় এই টুলস দিয়ে।

ধন্যবাদ আপনাকে

রিং
+8801671411437
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] 5th Generation Ipod nano

2010-07-27 Thread Ovro Niil
which version of Ubuntu are you using? From 10.04, ubuntu supports iPod
(touch, nano, classics - all of them) from out-of-box.

২৭ জুলাই, ২০১০ ৯:৪০ am এ তে, Humayun Kabir dip...@gmail.com লিখেছে:

 প্রিয় বন্টু ভাইয়েরা,
 আমি সম্প্রতি একটা প্রবলেম এ পড়েছি আমার 5th generation ipod nano নিয়ে.
 windows এ itunes ইনস্টল করতে পারায় প্রবলেম হয় না. কিন্তু উবুন্টু তে কিংবা
 অন্য কোনো linux distro তে আমি এটা manage করতে পারছি নাহ. আমি rythmbox,
 songbird , gtkpod  ইত্যাদি use করে দেখেছি কিন্তু প্রবলেম হচ্ছে 4th
 generation পর্যন্ত support করে. কিন্তু ঐ software গুলোর website এ 5th gen
 support বলা থাকলেও আমি চেষ্টা করে বিফল হয়েছি.  আমাকে কেউ কি দয়া করে কোনো
 solution দিতে পারেন ?

 সবাই ভালো থাকবেন এই কামনায় -
 - মো. হুমায়ূন  কবীর (দিপু)
 --
 Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
 ubuntu-bd@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
.:: অভ্রনীল ::: Ovroniil ::.

❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] About Ubuntu and Mint customized DVD which was delivered on 23th July ADDA

2010-07-27 Thread Shahriar Tariq
*এটা টিম লিডার হিসেবে বলা কথা নয় ব্যক্তিগত মতামত*

ভাই এখানে অনেক বড় বড় মহারতিরা তাদের জ্ঞানী মন্তব্য প্রদান করছেন তাদের আমি
তাদের নিজেদের যোগ্যতার বিচারে সম্মান করি। কিন্তু যখন তাদের ব্যবহারে অন্য
সদস্যের প্রতি নূন্যতম সম্মান প্রদর্শন পায় না তা খুবই পীড়াদায়ক।

কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে ফিরিয়ে খারাপ ব্যবহার করতে হবে তা কি ঠিক?

কমিউনিটি কোন একজন ব্যক্তির স্বেচ্ছাচারিতায় পরিচালিত হতে পারে না তা যেমন ঠিক
তেমনই এটাও ঠিক অতি সন্নাসীতে গাজন নষ্ট। প্রতিটি কাজের দায়িত্বই নির্দিষ্ট
কয়েকজন ব্যক্তির হাতে ছেড়ে দিতে হয়। সেটা যতোটা না সিনিয়িটির উপর তারচেয়ে বেশি
যোগ্যতার উপর। কোন একজন নতুন সদস্য এসে নতুন কিছু করলে সিনিয়ররা গাইড করবেন
ঠিকই, কিন্তু তাদের পরামর্শ গৃহীত হবে নাকি সেটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই
নির্ধারণ করবে।

ডিভিডির মূল্য কোনভাবেই অতিরিক্ত ধরা হয়নি। ওপেনসোর্স/লিনাক্স প্রজেক্ট মানেই
নূন্যতম মূল্যের জিনিস নয়। এটা আমি আগেও বলেছি এখনও বলছি। ওখানে ডিভিডির যে
মূল্য ধরা হয়েছে তা কিছু অতিরিক্ত সুবিধা যোগ করেই ধরা হয়েছে ইংরেজীতে যাকে
আমরা value addition বলেই জানি। আমার ক্ষেত্র আর রিং ভাইয়ের ক্ষেত্র এক নয় এটা
প্রত্যেককে বুঝতে হবে, ব্যবসায়িক স্বার্থে মুখ কিছুটা বন্ধ রাখতে হয় তবে এখানে
এটুকু বলতে পারি ব্যবসায়িক কারনে বা পরিচিতির কারণে যেভাবেই হোক টিশার্টের
প্রজেক্টে আমি বকেয়া রেখেই টিশার্ট সংগ্রহ করে প্রিন্ট করতে পেরেছি (যদিও টাকা
ইভেন্টের রাতেই আমি পে করেছি)। যেখানে রিং ভাইকে নগদে সব কাজ করতে হয়েছে এক
কথায় ১৮,৮০০ টাকা বের করে দেয়া মুখের কথা নয়। যখন এর আগে বিভিন্ন সময়ে অনুষ্ঠান
আয়োজনে আমরা পাঁচ হাজার টাকার জন্যও বিভিন্ন সদস্যকে অনুদানের কথা বলেছিলাম তখন
বিফল হতে হয়েছিলো, সে ঘটনা অতীত বলে এখানে আর টেনে আনছি না।

যারা কমিউনিটিতে তাদের অবদানের জাহির করছে তাদের নিকট আমার প্রশ্ন তারা কি সব
সময় সক্রিয় অবদান রেখেছেন? এখানে কেউ কেউ তাদের একটি বা দুইটি সফল অনুষ্ঠানের
বরাই করছেন। কিন্তু সবার সার্বিক সহযোগিতায় এখন পর্যন্ত উবুন্টু বাংলাদেশ অথবা
বিএলইউএ-র ব্যানারে ৫-৬টি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেগুলো সবগুলোই যে সফল তা
যেমন নয় সবগুলো যে ব্যার্থ তাও নয়। সেসব অনুষ্ঠানে করা ভুলগুলো থেকে আমরা
ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়ে পরবর্তী অনুষ্ঠানগুলোকে কিছুটা হলেও উন্নত করেছি।
আশা করি পরবর্তীতে যেসব অনুষ্ঠান আয়োজন হবে সেগুলো আরও সুসংগঠিত হবে। ভুল
ভ্রান্তি আমাদেরও হয়েছে সেখান থেকে আমরা শিখেছিও, কিন্তু সেটা নিয়ে যদি কাঁদা
ছোড়াছুড়ি শুরু হয় তবে তা খুবই লজ্জার বিষয় পুরো কমিউনিটির জন্যই।

কাস্টোমাইজড ডিভিডি তৈরির প্রজেক্ট তিন বছরেরও বেশি পুরাতন, কই আমাদের মাঝে
যেসব মহারথী কোডার আছেন তারা তো কখনও এগিয়ে এসে তা তৈরি করেননি। কখনও সীমিত
আকারেও প্রচেষ্টা চালাননি তাদের মূল্যবান সময় থেকে একটু অবসর সময় বের করে নিয়ে।
আলোচনার টেবিলে অনেক বড় বড় বিষয় নিয়েই তর্ক বিতর্ক হয়েছে কিন্তু কাজের সময়
ফলাফল লবডঙ্গাই ছিলো। এজন্যই হয়তো এবার সবার মতামত নিয়ে কাজকে না পিছিয়ে একক
দায়িত্বেই ছেড়ে দেয়া হয়েছিলো প্রজেক্টটি। হয়তো তিনি সবকিছু ফাইন্যাল করার আগে
আর কারও পরামর্শ নিতে পারতেন সেটা পরের কথা।

ইভেন্টের দুইদিন আগে করা ইভেন্ট মিটিং এ এসব আলোচনা করে পরিবর্তন করার সুযোগ
খুবই কম কারণ ততোদিনে সবকিছুই ফাইন্যালাইজড হয়ে গেছে, নতুন করে পুনরায় সবকিছু
কেঁচে গন্ডুল করা কঠিন। সময়ের স্বল্পতার জন্য হোক আর যে কারণেই হোক রিগোরাস
টেস্টিং সম্ভব হয়নি, মেম্বাররাও পরখ করতে পারেননি। টেকনিক্যাল কারণে উবুন্টু
ডিভিডি ইনস্টলেবল করা সম্ভব হয়নি এটা রিং ভাই বলেছেন সেটা পুরোপুরি টেকনিক্যাল
নাকি পদ্ধতি সম্পর্কে অজ্ঞতা সেটা পরের কথা। রিং ভাই একটা ভুল করেছেন, সেটা
পরবর্তীতে শোধরানো হবে সে বিষয়ে রিং ভাইসহ অনেকেই একমত হয়েছেন, সেটাকে এভাবে
প্যাঁচানোর কি আছে?

সত্যি বলতে কি আমরা যতোটা না সাহায্য করতে পারদর্শী তারচেয়ে বেশি আগ্রহী অন্যের
সমালোচনা করতে।




টিম লিডার হিসেবে এইটুকুই বলতে পারি যে আপনাদের কোন বিষয় ভালো না লাগলে সেটা
সিনিয়র মেম্বারদের জানান। লিস্টে বা প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলুন।

-- 
Thanking you
Shahriar Tariq

Founding Member, Amigos Clothing
http://amigosclothing.com

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd

Marketing  Contents Officer, Ubuntu Bangladesh
http://www.ubuntu.linux.org.bd

Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] About Ubuntu and Mint customized DVD which was delivered on 23th July ADDA

2010-07-27 Thread Lenin
এখানে এক ব্যক্তির স্তুূতি এটাই প্রমাণ করে যে গ্রুপের অস্তিত্ত্ব প্রশ্নের
সম্মুখীন। কারণ তা না হলে এভাবে সব সিনিয়র সদস্যের আত্মসমর্পণ কেনো?

যিনি ভুল করেছেন তিনি ভুলকে ভুল না বলে লাইসেন্সের জটিলতার মতো খল-ছল চাতুরির
আশ্রয় নিচ্ছেন। আর সেগুলোকে সমর্থন দিয়ে অপরকে অপমানের হেতু কি শাহরিয়ার?

একজনের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হবার ব্যাপারটি এমন যে, আমার গায়ে আঁচড়টা না
লাগুক। অন্যে যা করে করুক।

গত নভেম্বরে অনুষ্ঠিত পার্টিটিতে আপনার অনুপস্থিতি ছাড়াও অন্যান্য সদস্যদের
অনেক অনুরোধ সত্ত্বেও নিষ্ক্রিয়তা ছিলো। এর আগে কখনো  উবুন্তু রিলিজ পার্টি
ফাঁকা যায়নি তাই আমি স্ব-উদ্যোগেই অনুষ্ঠানটি আয়োজন করি, পার্টিটি কিন্তু
লেনিন আয়োজিত পার্টি ছিলোনা। উবুন্তু বিডি'র ব্যানারেই ছিলো। সহযোগিতায়
ছিলো আমার বিশ্ববিদ্যালেয়ের ছোট ভাইয়েরা। কোন প্রকার পয়সা খরচ করা হয়নি
তাতে। যাতায়াত ছাড়া।

গ্রুপ থেকে এ পর্যন্ত কোনো সক্রিয় ওয়ার্কশপ আয়োজন কি হয়েছে?


সম্পূর্ণ ডিভিডিগুলো ব্লান্ডার করার পরও ঔদ্ধত্যসহকারে সেই একই ব্যক্তি পরের
অনুষ্ঠানগুলোতেও বিতরণের ইচ্ছা দম্ভভরে প্রকাশ কী প্রমাণ করে?

এধরণের ব্লান্ডারের দায় কি একা ব্যক্তি রিংয়ের উপর বর্তায় নাকি পুরো গ্রুপের
উপর? লিনাক্সের প্রতি কি আগ্রহ থাকবে ক্ষতিগ্রস্ত লোকদের?

ডিভিডিগুলো বদলাবদলি বাবদ মোট কতো খরচ পড়বে?

লিফলেটগুলো প্রতি পিস আমি তো ১২/১৫টাকা দিয়ে কিনবোনা। তাহলে কেন দর্শকরা
কিনবে?

কোনোকিছুই প্যাচানো হয়নি। বরং শোধরানোর জন্যই আত্মসমালোচনা করা হয়েছে।

নেতৃত্বে থেকে নিরপেক্ষতার অভাব নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন জাগায়।

2010/7/27 Shahriar Tariq shahr...@linux.org.bd

 *এটা টিম লিডার হিসেবে বলা কথা নয় ব্যক্তিগত মতামত*

 ভাই এখানে অনেক বড় বড় মহারতিরা তাদের জ্ঞানী মন্তব্য প্রদান করছেন তাদের আমি
 তাদের নিজেদের যোগ্যতার বিচারে সম্মান করি। কিন্তু যখন তাদের ব্যবহারে অন্য
 সদস্যের প্রতি নূন্যতম সম্মান প্রদর্শন পায় না তা খুবই পীড়াদায়ক।

 কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে ফিরিয়ে খারাপ ব্যবহার করতে হবে তা কি ঠিক?

 কমিউনিটি কোন একজন ব্যক্তির স্বেচ্ছাচারিতায় পরিচালিত হতে পারে না তা যেমন ঠিক
 তেমনই এটাও ঠিক অতি সন্নাসীতে গাজন নষ্ট। প্রতিটি কাজের দায়িত্বই নির্দিষ্ট
 কয়েকজন ব্যক্তির হাতে ছেড়ে দিতে হয়। সেটা যতোটা না সিনিয়িটির উপর তারচেয়ে বেশি
 যোগ্যতার উপর। কোন একজন নতুন সদস্য এসে নতুন কিছু করলে সিনিয়ররা গাইড করবেন
 ঠিকই, কিন্তু তাদের পরামর্শ গৃহীত হবে নাকি সেটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই
 নির্ধারণ করবে।

 ডিভিডির মূল্য কোনভাবেই অতিরিক্ত ধরা হয়নি। ওপেনসোর্স/লিনাক্স প্রজেক্ট মানেই
 নূন্যতম মূল্যের জিনিস নয়। এটা আমি আগেও বলেছি এখনও বলছি। ওখানে ডিভিডির যে
 মূল্য ধরা হয়েছে তা কিছু অতিরিক্ত সুবিধা যোগ করেই ধরা হয়েছে ইংরেজীতে যাকে
 আমরা value addition বলেই জানি। আমার ক্ষেত্র আর রিং ভাইয়ের ক্ষেত্র এক নয় এটা
 প্রত্যেককে বুঝতে হবে, ব্যবসায়িক স্বার্থে মুখ কিছুটা বন্ধ রাখতে হয় তবে এখানে
 এটুকু বলতে পারি ব্যবসায়িক কারনে বা পরিচিতির কারণে যেভাবেই হোক টিশার্টের
 প্রজেক্টে আমি বকেয়া রেখেই টিশার্ট সংগ্রহ করে প্রিন্ট করতে পেরেছি (যদিও টাকা
 ইভেন্টের রাতেই আমি পে করেছি)। যেখানে রিং ভাইকে নগদে সব কাজ করতে হয়েছে এক
 কথায় ১৮,৮০০ টাকা বের করে দেয়া মুখের কথা নয়। যখন এর আগে বিভিন্ন সময়ে
 অনুষ্ঠান
 আয়োজনে আমরা পাঁচ হাজার টাকার জন্যও বিভিন্ন সদস্যকে অনুদানের কথা বলেছিলাম
 তখন
 বিফল হতে হয়েছিলো, সে ঘটনা অতীত বলে এখানে আর টেনে আনছি না।

 যারা কমিউনিটিতে তাদের অবদানের জাহির করছে তাদের নিকট আমার প্রশ্ন তারা কি সব
 সময় সক্রিয় অবদান রেখেছেন? এখানে কেউ কেউ তাদের একটি বা দুইটি সফল অনুষ্ঠানের
 বরাই করছেন। কিন্তু সবার সার্বিক সহযোগিতায় এখন পর্যন্ত উবুন্টু বাংলাদেশ অথবা
 বিএলইউএ-র ব্যানারে ৫-৬টি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেগুলো সবগুলোই যে সফল তা
 যেমন নয় সবগুলো যে ব্যার্থ তাও নয়। সেসব অনুষ্ঠানে করা ভুলগুলো থেকে আমরা
 ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়ে পরবর্তী অনুষ্ঠানগুলোকে কিছুটা হলেও উন্নত করেছি।
 আশা করি পরবর্তীতে যেসব অনুষ্ঠান আয়োজন হবে সেগুলো আরও সুসংগঠিত হবে। ভুল
 ভ্রান্তি আমাদেরও হয়েছে সেখান থেকে আমরা শিখেছিও, কিন্তু সেটা নিয়ে যদি কাঁদা
 ছোড়াছুড়ি শুরু হয় তবে তা খুবই লজ্জার বিষয় পুরো কমিউনিটির জন্যই।

 কাস্টোমাইজড ডিভিডি তৈরির প্রজেক্ট তিন বছরেরও বেশি পুরাতন, কই আমাদের মাঝে
 যেসব মহারথী কোডার আছেন তারা তো কখনও এগিয়ে এসে তা তৈরি করেননি। কখনও সীমিত
 আকারেও প্রচেষ্টা চালাননি তাদের মূল্যবান সময় থেকে একটু অবসর সময় বের করে
 নিয়ে।
 আলোচনার টেবিলে অনেক বড় বড় বিষয় নিয়েই তর্ক বিতর্ক হয়েছে কিন্তু কাজের সময়
 ফলাফল লবডঙ্গাই ছিলো। এজন্যই হয়তো এবার সবার মতামত নিয়ে কাজকে না পিছিয়ে একক
 দায়িত্বেই ছেড়ে দেয়া হয়েছিলো প্রজেক্টটি। হয়তো তিনি সবকিছু ফাইন্যাল করার আগে
 আর কারও পরামর্শ নিতে পারতেন সেটা পরের কথা।

 ইভেন্টের দুইদিন আগে করা ইভেন্ট মিটিং এ এসব আলোচনা করে পরিবর্তন করার সুযোগ
 খুবই কম কারণ ততোদিনে সবকিছুই ফাইন্যালাইজড হয়ে গেছে, নতুন করে পুনরায় সবকিছু
 কেঁচে গন্ডুল করা কঠিন। সময়ের স্বল্পতার জন্য হোক আর যে কারণেই হোক রিগোরাস
 টেস্টিং সম্ভব হয়নি, মেম্বাররাও পরখ করতে পারেননি। টেকনিক্যাল কারণে উবুন্টু
 ডিভিডি ইনস্টলেবল করা সম্ভব হয়নি এটা রিং ভাই বলেছেন সেটা পুরোপুরি টেকনিক্যাল
 নাকি পদ্ধতি সম্পর্কে অজ্ঞতা সেটা পরের কথা। রিং ভাই একটা ভুল করেছেন, সেটা
 পরবর্তীতে শোধরানো হবে সে বিষয়ে রিং ভাইসহ অনেকেই একমত হয়েছেন, সেটাকে এভাবে
 প্যাঁচানোর কি আছে?

 সত্যি বলতে কি আমরা যতোটা না সাহায্য করতে পারদর্শী তারচেয়ে বেশি আগ্রহী
 অন্যের
 সমালোচনা করতে।


 

 টিম লিডার হিসেবে এইটুকুই বলতে পারি যে আপনাদের কোন বিষয় ভালো না লাগলে সেটা
 সিনিয়র মেম্বারদের জানান। লিস্টে বা প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলুন।

 --
 Thanking you
 Shahriar 

Re: [Ubuntu-BD] About Ubuntu and Mint customized DVD which was delivered on 23th July ADDA

2010-07-27 Thread Russell John
Let this be the last email on this topic.

4 members ubsubscribed today, and the new subscribers who've joined us
after the program on 23rd are getting a very bad impression about us.
Please send all your frustrations and complaints to the team leaders
off-the-list.

I'm temporarily making this list moderated, no further emails on this
topic will pass through.

2010/7/27 Lenin le...@phpxperts.net:

 এখানে এক ব্যক্তির স্তুূতি এটাই প্রমাণ করে যে গ্রুপের অস্তিত্ত্ব প্রশ্নের
 সম্মুখীন। কারণ তা না হলে এভাবে সব সিনিয়র সদস্যের আত্মসমর্পণ কেনো?

 যিনি ভুল করেছেন তিনি ভুলকে ভুল না বলে লাইসেন্সের জটিলতার মতো খল-ছল চাতুরির
 আশ্রয় নিচ্ছেন। আর সেগুলোকে সমর্থন দিয়ে অপরকে অপমানের হেতু কি শাহরিয়ার?

 একজনের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হবার ব্যাপারটি এমন যে, আমার গায়ে আঁচড়টা না
 লাগুক। অন্যে যা করে করুক।

 গত নভেম্বরে অনুষ্ঠিত পার্টিটিতে আপনার অনুপস্থিতি ছাড়াও অন্যান্য সদস্যদের
 অনেক অনুরোধ সত্ত্বেও নিষ্ক্রিয়তা ছিলো। এর আগে কখনো  উবুন্তু রিলিজ পার্টি
 ফাঁকা যায়নি তাই আমি স্ব-উদ্যোগেই অনুষ্ঠানটি আয়োজন করি, পার্টিটি কিন্তু
 লেনিন আয়োজিত পার্টি ছিলোনা। উবুন্তু বিডি'র ব্যানারেই ছিলো। সহযোগিতায়
 ছিলো আমার বিশ্ববিদ্যালেয়ের ছোট ভাইয়েরা। কোন প্রকার পয়সা খরচ করা হয়নি
 তাতে। যাতায়াত ছাড়া।

 গ্রুপ থেকে এ পর্যন্ত কোনো সক্রিয় ওয়ার্কশপ আয়োজন কি হয়েছে?


 সম্পূর্ণ ডিভিডিগুলো ব্লান্ডার করার পরও ঔদ্ধত্যসহকারে সেই একই ব্যক্তি পরের
 অনুষ্ঠানগুলোতেও বিতরণের ইচ্ছা দম্ভভরে প্রকাশ কী প্রমাণ করে?

 এধরণের ব্লান্ডারের দায় কি একা ব্যক্তি রিংয়ের উপর বর্তায় নাকি পুরো গ্রুপের
 উপর? লিনাক্সের প্রতি কি আগ্রহ থাকবে ক্ষতিগ্রস্ত লোকদের?

 ডিভিডিগুলো বদলাবদলি বাবদ মোট কতো খরচ পড়বে?

 লিফলেটগুলো প্রতি পিস আমি তো ১২/১৫টাকা দিয়ে কিনবোনা। তাহলে কেন দর্শকরা
 কিনবে?

 কোনোকিছুই প্যাচানো হয়নি। বরং শোধরানোর জন্যই আত্মসমালোচনা করা হয়েছে।

 নেতৃত্বে থেকে নিরপেক্ষতার অভাব নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন জাগায়।

 2010/7/27 Shahriar Tariq shahr...@linux.org.bd

 *এটা টিম লিডার হিসেবে বলা কথা নয় ব্যক্তিগত মতামত*

 ভাই এখানে অনেক বড় বড় মহারতিরা তাদের জ্ঞানী মন্তব্য প্রদান করছেন তাদের আমি
 তাদের নিজেদের যোগ্যতার বিচারে সম্মান করি। কিন্তু যখন তাদের ব্যবহারে অন্য
 সদস্যের প্রতি নূন্যতম সম্মান প্রদর্শন পায় না তা খুবই পীড়াদায়ক।

 কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে ফিরিয়ে খারাপ ব্যবহার করতে হবে তা কি ঠিক?

 কমিউনিটি কোন একজন ব্যক্তির স্বেচ্ছাচারিতায় পরিচালিত হতে পারে না তা যেমন ঠিক
 তেমনই এটাও ঠিক অতি সন্নাসীতে গাজন নষ্ট। প্রতিটি কাজের দায়িত্বই নির্দিষ্ট
 কয়েকজন ব্যক্তির হাতে ছেড়ে দিতে হয়। সেটা যতোটা না সিনিয়িটির উপর তারচেয়ে বেশি
 যোগ্যতার উপর। কোন একজন নতুন সদস্য এসে নতুন কিছু করলে সিনিয়ররা গাইড করবেন
 ঠিকই, কিন্তু তাদের পরামর্শ গৃহীত হবে নাকি সেটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই
 নির্ধারণ করবে।

 ডিভিডির মূল্য কোনভাবেই অতিরিক্ত ধরা হয়নি। ওপেনসোর্স/লিনাক্স প্রজেক্ট মানেই
 নূন্যতম মূল্যের জিনিস নয়। এটা আমি আগেও বলেছি এখনও বলছি। ওখানে ডিভিডির যে
 মূল্য ধরা হয়েছে তা কিছু অতিরিক্ত সুবিধা যোগ করেই ধরা হয়েছে ইংরেজীতে যাকে
 আমরা value addition বলেই জানি। আমার ক্ষেত্র আর রিং ভাইয়ের ক্ষেত্র এক নয় এটা
 প্রত্যেককে বুঝতে হবে, ব্যবসায়িক স্বার্থে মুখ কিছুটা বন্ধ রাখতে হয় তবে এখানে
 এটুকু বলতে পারি ব্যবসায়িক কারনে বা পরিচিতির কারণে যেভাবেই হোক টিশার্টের
 প্রজেক্টে আমি বকেয়া রেখেই টিশার্ট সংগ্রহ করে প্রিন্ট করতে পেরেছি (যদিও টাকা
 ইভেন্টের রাতেই আমি পে করেছি)। যেখানে রিং ভাইকে নগদে সব কাজ করতে হয়েছে এক
 কথায় ১৮,৮০০ টাকা বের করে দেয়া মুখের কথা নয়। যখন এর আগে বিভিন্ন সময়ে
 অনুষ্ঠান
 আয়োজনে আমরা পাঁচ হাজার টাকার জন্যও বিভিন্ন সদস্যকে অনুদানের কথা বলেছিলাম
 তখন
 বিফল হতে হয়েছিলো, সে ঘটনা অতীত বলে এখানে আর টেনে আনছি না।

 যারা কমিউনিটিতে তাদের অবদানের জাহির করছে তাদের নিকট আমার প্রশ্ন তারা কি সব
 সময় সক্রিয় অবদান রেখেছেন? এখানে কেউ কেউ তাদের একটি বা দুইটি সফল অনুষ্ঠানের
 বরাই করছেন। কিন্তু সবার সার্বিক সহযোগিতায় এখন পর্যন্ত উবুন্টু বাংলাদেশ অথবা
 বিএলইউএ-র ব্যানারে ৫-৬টি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেগুলো সবগুলোই যে সফল তা
 যেমন নয় সবগুলো যে ব্যার্থ তাও নয়। সেসব অনুষ্ঠানে করা ভুলগুলো থেকে আমরা
 ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়ে পরবর্তী অনুষ্ঠানগুলোকে কিছুটা হলেও উন্নত করেছি।
 আশা করি পরবর্তীতে যেসব অনুষ্ঠান আয়োজন হবে সেগুলো আরও সুসংগঠিত হবে। ভুল
 ভ্রান্তি আমাদেরও হয়েছে সেখান থেকে আমরা শিখেছিও, কিন্তু সেটা নিয়ে যদি কাঁদা
 ছোড়াছুড়ি শুরু হয় তবে তা খুবই লজ্জার বিষয় পুরো কমিউনিটির জন্যই।

 কাস্টোমাইজড ডিভিডি তৈরির প্রজেক্ট তিন বছরেরও বেশি পুরাতন, কই আমাদের মাঝে
 যেসব মহারথী কোডার আছেন তারা তো কখনও এগিয়ে এসে তা তৈরি করেননি। কখনও সীমিত
 আকারেও প্রচেষ্টা চালাননি তাদের মূল্যবান সময় থেকে একটু অবসর সময় বের করে
 নিয়ে।
 আলোচনার টেবিলে অনেক বড় বড় বিষয় নিয়েই তর্ক বিতর্ক হয়েছে কিন্তু কাজের সময়
 ফলাফল লবডঙ্গাই ছিলো। এজন্যই হয়তো এবার সবার মতামত নিয়ে কাজকে না পিছিয়ে একক
 দায়িত্বেই ছেড়ে দেয়া হয়েছিলো প্রজেক্টটি। হয়তো তিনি সবকিছু ফাইন্যাল করার আগে
 আর কারও পরামর্শ নিতে পারতেন সেটা পরের কথা।

 ইভেন্টের দুইদিন আগে করা ইভেন্ট মিটিং এ এসব আলোচনা করে পরিবর্তন করার সুযোগ
 খুবই কম কারণ ততোদিনে সবকিছুই ফাইন্যালাইজড হয়ে গেছে, নতুন করে পুনরায় সবকিছু
 কেঁচে গন্ডুল করা কঠিন। সময়ের স্বল্পতার জন্য হোক আর যে কারণেই হোক রিগোরাস
 টেস্টিং সম্ভব হয়নি, মেম্বাররাও পরখ করতে পারেননি। টেকনিক্যাল কারণে উবুন্টু
 ডিভিডি ইনস্টলেবল করা সম্ভব হয়নি এটা রিং ভাই বলেছেন সেটা পুরোপুরি টেকনিক্যাল
 নাকি পদ্ধতি সম্পর্কে অজ্ঞতা সেটা পরের কথা। রিং 

[Ubuntu-BD] Ubuntu-Mint

2010-07-27 Thread Moin Sorif
Please help me
1- i want to Setup Ubuntu10.04 , Isadora , Windows-7 , Xp in one Hard-Disk
how can i do that (Ubuntu10.04 , Isadora , Windows-7) is Grab loding/ BDC
system
2- Say the Administrator of Ubuntu (example- Mint's Administrator is root)
3- how can i use any exe file in Mint by wine softwere
send ALL info with Screen Shot
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


Re: [Ubuntu-BD] Ubuntu-Mint

2010-07-27 Thread Lenin
On Mon, Jul 26, 2010 at 12:02 PM, Moin Sorif sobu...@gmail.com wrote:

 Please help me
 1- i want to Setup Ubuntu10.04 , Isadora , Windows-7 , Xp in one Hard-Disk
 how can i do that (Ubuntu10.04 , Isadora , Windows-7) is Grab loding/ BDC
 system
 2- Say the Administrator of Ubuntu (example- Mint's Administrator is root)
 3- how can i use any exe file in Mint by wine softwere
 send ALL info with Screen Shot


Very easy. First install XP on a drive then install Win7 on another.

Now, I'll suggest you to create two individual free unpartitioned spaces.
And then install Mint and/or Ubuntu at any sequence. Though there's almost
no point trying both of them together. Because either Ubuntu or Mint will
give you almost the same experience.

2. You probably did want to say how you can have root permission. You can do
so in any Debian distributions (ie Debian, Ubuntu, Mint etc) with the sudo
prefix.

3. From www.winehq.org get the latest of Wine and by double-clicking you can
run most windows .exe applications. Simply easy.
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


Re: [Ubuntu-BD] Ubuntu-Mint

2010-07-27 Thread সাজেদুর রহিম জোয়ারদ ার
প্রিয় মঈন শরীফ

আপনার মনের চাওয়াগুলো সহজেই বাস্তবায়ন সম্ভব। তবে তার আগে আমার কিছু প্রশ্নের
উত্তর আপনাকে দিতে হবে। কেননা ওগুলো না জানলে আমি আপনাকে সঠিক দিক নির্দেশনা
দিতে পারবো না।

১। আপনি যে পিসি বা ল্যাপিতে উবুন্টু ১০.০৪, লিনাক্স মিন্ট ৯, আর উইন্ডোজ ৭
একসাথে চালাতে চাচ্ছেন ওটার সাথে কি কি হার্ডওয়্যার আছে? মানে ওটার কনফিগারেশন
টা জানতে চাচ্ছিলাম আর কি।

২। প্রতিটি লিনাক্স ডিস্ট্রোরই এডমিন ইউজার হলো root, তা সে উবুন্টুই হোক আর
লিনাক্স মিন্টই হোক।

৩। ওয়াইন ব্যবহার করে আপনি .exe ফাইলগুলো খুব সহজেই চালাতে পারবেন। আগে উবুন্টু
কিংবা মিন্ট ইন্সটলড হোক আপনার পিসি বা ল্যাপিতে তারপর বাকিটাও করে দেয়া কিংবা
দেখিয়ে দেয়া যাবে।

যত দ্রুত আপনি প্রশ্নগুলোর উত্তর দেবেন আমি তত দ্রুতই আপনার সাথে কাজ করতে
পারবো।

ধন্যবাদ আপনাকে

রিং
+8801671411437
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] Ubuntu-Mint

2010-07-27 Thread arafat sultan
Hello, you can install them os's in one hard disc. Install windows 7
at first. Then ubuntu and other linux os's. Sometimes installin
windows 7 after linux, makes grab faulty. So i think, at first windows
and then others can be installed. This is How far i know. I am also a
new linux user.
Another thing, It will be better, if you send different query in
different threads. Thanks.

On 7/26/10, Moin Sorif sobu...@gmail.com wrote:
 Please help me
 1- i want to Setup Ubuntu10.04 , Isadora , Windows-7 , Xp in one Hard-Disk
 how can i do that (Ubuntu10.04 , Isadora , Windows-7) is Grab loding/ BDC
 system
 2- Say the Administrator of Ubuntu (example- Mint's Administrator is root)
 3- how can i use any exe file in Mint by wine softwere
 send ALL info with Screen Shot
 --
 Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
 ubuntu-bd@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


[Ubuntu-BD] সাহায্য চা ই

2010-07-27 Thread mahmood shoyeb
আমি একজন আগ্রহী লিনাক্স ইউজার । আমার আগ্রহ দেখে কর্তৃপক্ষ আমাকে একটা
ক্লাস কন্ডাক্ট করতে বলেছে লিনাক্সের উপরে যেখানে প্রশিক্ষণার্থী বিভিন্ন
কলেজ/স্কুলের শিক্ষকবৃন্দ। আমি মনে করি এটা একটা বড় সুযোগ লিনাক্স
ব্যবহার প্রসারিত করার জন্য। এবিষয়ে আপনাদের পরামর্শ চাচ্ছি। উল্লেখ্য
আমি ক্লাসটা নেব উবুন্টু ল্যুসিডকে কেন্দ্র করে।





শোয়েব মাহমুদ
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ
বরিশাল।
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] সাহায্য চা ই

2010-07-27 Thread shiplu
2010/7/27 mahmood shoyeb shm...@gmail.com:
 আমি একজন আগ্রহী লিনাক্স ইউজার । আমার আগ্রহ দেখে কর্তৃপক্ষ আমাকে একটা
 ক্লাস কন্ডাক্ট করতে বলেছে লিনাক্সের উপরে যেখানে প্রশিক্ষণার্থী বিভিন্ন
 কলেজ/স্কুলের শিক্ষকবৃন্দ। আমি মনে করি এটা একটা বড় সুযোগ লিনাক্স
 ব্যবহার প্রসারিত করার জন্য। এবিষয়ে আপনাদের পরামর্শ চাচ্ছি। উল্লেখ্য
 আমি ক্লাসটা নেব উবুন্টু ল্যুসিডকে কেন্দ্র করে।

এ তো খুবই ভাল একটা ব্যাপার। একটা পরামর্শ দিতে পারি। তা হল উবুন্টুর
কিছু টিউটোরিয়াল আছে বিভিন্ন সাইটে।
সেগুলো পড়ে নিন। তাহলে সবার প্রশ্নের উত্তর দিতে পারবেন। অনেকেই হয়ত
জিজ্ঞাসা করবে বিভিন্ন জিনিষ। উইন্ডোজের সাথে তুলনাও করবে। কেন উইন্ডোজ
ছেড়ে উবুন্টু ব্যবহার করবে তাও জানতে চাইবে। এসব ব্যাপার আপনি
পুঙ্খানুপুঙ্খ ভাবে জেনে নিন। কেন উইন্ডোজ ছেড়ে উবুন্টু আর উইন্ডোজের
X সফটওয়্যারের মত লিনাক্সে কি আছে এই দুটো ব্যাপার ভালভাবে জেনে নিন।
তাহলে বেশির ভাগ ইউজারই লিনাক্স ব্যবহার করতে চাইবে।
এরকম কিছু ব্যাপারই নতুন ইউজারদের থামিয়ে দেয়।



Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
SUST Programmers, http://groups.google.com/group/p2psust
Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] সাহায্য চা ই

2010-07-27 Thread Anup
একটা বিষয় কখনো উইনডোজ আর লিনাক্স দুটোর মধ্য তুলনা করবেন না। কারন দুটোই
দুজনের জায়গায় অতুলনিয়।
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] সাহায্য চা ই

2010-07-27 Thread Ovro Niil
@অবুপ,
তুলনা চলে আসবে, উইন্ডোজ ব্যবহারকারীই তুলনা টেনে আনবেন। তিনি কেন উইন্ডোজ ফেলে
উবুন্টু ধরবেন সেটা সবসময়ই জানতে চাইবেন। তাই ইচ্ছা না থাকলেও তুলনা করতে হবে।


@মাহমুদ শোয়েব

তুলনা যদি চলেই আসে তবে সিকিউরিটি নিয়ে বলবেন, বিশেষ করে _NSAKEY'র কথা (আজকেই
জানলাম কথাটা, বিস্তারিত দেখতে পড়ুন
http://www.sachalayatan.com/hussainuzzaman/33911 )। আর প্রশিক্ষণের জন্য এই
লিংকটা দেখতে পারেন ( http://ovroniil.wordpress.com/ubuntux/sus/ )...


২৮ জুলাই, ২০১০ ১:০৮ am এ তে, Anup d.anu...@gmail.com লিখেছে:

 একটা বিষয় কখনো উইনডোজ আর লিনাক্স দুটোর মধ্য তুলনা করবেন না। কারন দুটোই
 দুজনের জায়গায় অতুলনিয়।
 --
 Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
 ubuntu-bd@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
.:: অভ্রনীল ::: Ovroniil ::.

❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] সাহায্য চা ই

2010-07-27 Thread mahmood shoyeb
ধন্যবাদ সবাই বিশেষ করে অভ্রনীলকে। আপনার লিংক আমাকে নানাভাবে সাহায্য
করবে কৌতুহলী প্রশ্নের উত্তর দিতে।

On 7/28/10, Ovro Niil ovron...@gmail.com wrote:
 @অবুপ,
 তুলনা চলে আসবে, উইন্ডোজ ব্যবহারকারীই তুলনা টেনে আনবেন। তিনি কেন উইন্ডোজ ফেলে
 উবুন্টু ধরবেন সেটা সবসময়ই জানতে চাইবেন। তাই ইচ্ছা না থাকলেও তুলনা করতে হবে।


 @মাহমুদ শোয়েব

 তুলনা যদি চলেই আসে তবে সিকিউরিটি নিয়ে বলবেন, বিশেষ করে _NSAKEY'র কথা (আজকেই
 জানলাম কথাটা, বিস্তারিত দেখতে পড়ুন
 http://www.sachalayatan.com/hussainuzzaman/33911 )। আর প্রশিক্ষণের জন্য এই
 লিংকটা দেখতে পারেন ( http://ovroniil.wordpress.com/ubuntux/sus/ )...


 ২৮ জুলাই, ২০১০ ১:০৮ am এ তে, Anup d.anu...@gmail.com লিখেছে:

 একটা বিষয় কখনো উইনডোজ আর লিনাক্স দুটোর মধ্য তুলনা করবেন না। কারন দুটোই
 দুজনের জায়গায় অতুলনিয়।
 --
 Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
 ubuntu-bd@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




 --
 .:: অভ্রনীল ::: Ovroniil ::.

 ❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
 ❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/
 --
 Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
 ubuntu-bd@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd