Re: [Ubuntu-BD] বিষয়টি বিচ ার বিশ্লেষণ করে দেখার জন্য অনুর োধ করছি

2010-07-31 Thread Mehdi Hassan
শাবাব ভাই
সালাম
অাপনার চমৎকার চমৎকার কথা, উপমা, বুদ্ধিদীপ্ত অাইডিয়া অামাকে ভীষনভাবে অাকৃস্ট
করে। অাপনার পারশনালিটিই এমন যে কেউ ধারনাই করতে পারবেনা কতটা জ্বর নিয়ে কতটা
অসুস্থতা নিয়ে হেসে, গেয়ে দশর্ক মাতিয়ে সেদিন অনুষ্ঠান টি সাকসেসফুল করতে
ভুমিকা রাখনেল। হয়তো শারিরিক অসুস্থতার জন্য অনুস্ঠানের পর কিছুটা সাইলেন্ট
ছিলেন। এরই মধ্যে এক ব্যক্তি, অার এক মহান ব্যক্তিকে পচানোর জন্য উঠে পরে
লাগলো, যা ছিল এত বিরক্তিকর যে অামি মেইল চেক করা বন্ধ করে দিয়েছিলাম। অথচ
উবুন্ত বিডির বিভিন্ন থ্রেড গুলো ছিল  ভীষন পছন্দের। অামি শেয়ার করতে না পারলেও
বিভিন্ন জনের বিভিন্ন সম্যস্যা  ও সমাধান অামি উপভোগ করতাম। অাপনি বা অাপনারা
যথা সময়ে যথা ব্যবস্থা গ্রহন করতে পারলে হয়তো এতদুর গড়াতে পারতোনা। অাপনাদের
কাছে অামার অাকুল অাবেদন গাজী ভাইয়ের ব্যাপারটি যথাযথ ভাবে সমাধান করেন। উবুন্ত
বিডি কে বাংলাদেশের নোংরা রাজনিতির সাথে মিলতে দেয়া য়াবেনা। তদন্ত কমিটি করে তা
কখনো প্রকাশ না করার রাজনিতি থেকে বের হতে হবে। অামার তো মনে হয় জানালার চর
ঢুকে পরেছে। বিচক্ষনতার সাথে অাগাতে হবে। অাপনাদের নেতৃত্তের সফতলা কামনা করছি।




-- 
Z.M. Mehdi Hassan
Managing Director
Digital Watch Limited
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] বিষয়টি বিচ ার বিশ্লেষণ করে দেখার জন্য অনুর োধ করছি

2010-07-29 Thread Shabab Mustafa
আমি বিষ্মিত, হতবাক, মর্মাহত! এইটা কি রাজনীতির ময়দান? নাকি বাংলা সিনেমার
পর্দা? ভিলেন লাফিয়ে পড়ল 'আমায় ভোট দিস নি, এখন এই নে!' তারপর ফচাৎ করে ১০
ইঞ্চি একটা ছুরি সেঁধিয়ে দেয়া? আমাদের কারো কারো যে বয়স এবং সার্টিফিকেটের ঝোলা
বাড়লেও মনটা সেই অনুপাতে বাড়ে নি সেটা বেশ বোঝা গেল।

যাইহোক, উবুন্টু বিডি লিস্টে কে থাকবে আর কে থাকবে না সেটা প্রত্যেক সদস্যের
নিজস্ব ব্যাপার। আর মাঠে নেমে কাজ করার সময় কাকে কি কাজ কিভাবে দেয়া হবে
(এক্সিকিউশন) সেটা ঠিক করার দায়িত্ব / এখতিয়ার টিম লিডারদের। এইক্ষেত্রে টিম
লিডারগণ সদস্যদের মত চাইতেও পারেন (সুপারিশকৃত), কিংবা নাও চাইতে পারেন। অতএব,
'দেখে নেব' টাইপ কথাবার্তার সুযোগ খুবই নগন্য।

গাজীকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় কথাটা চুপচাপ হজম না করে সবার সাথে শেয়ার করার
মত সাহস দেখাবার জন্য। আমাদের কাছে আরো বেশ কিছু ভাসা ভাসা রিপোর্ট আসছে। মনে
হচ্ছে আমাদের কারো কিছু পুড়ে যাচ্ছে যার গন্ধ হঠাৎ হঠাৎ করে পাওয়া যাচ্ছে। তবে
এই ব্যাপারটি যথেষ্ট গুরুত্ব সহকারে নেয়া হল।

@গাজী,
আপনার কাজ করার যোগ্যতার অতীতের রেকর্ডের কারণেই আপনাকে ডাকা হয়েছিল এবং এবারও
আপনার স্বেচ্ছাশ্রম দারুণভাবে সাহায্য করেছে। নিশ্চয়ই আমাদের দেবার মত আরো অনেক
কিছু আপনার ঝোলায় রয়েছে। অতএব, আপনাকেই আমাদের বেশি প্রয়োজন। ব্যক্তিগতভাবে তো
আড্ডার দিন জানিয়েইছি, এইবারে অফিসিয়ালিও পুরো কমিউনিটির পক্ষ থেকে আবারো
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

আরো একটু বলে রাখি, যার যতই মন খারাপ হোক না কেন, নতুন নেতৃত্বের কাছে আরাম
কেদারার জেনারেলদের চাইতে মাঠে দৌড়ানো পদাতিক সেনা আর নিখুঁত মাপজোক করে
জায়গামত গোলা ফেলতে পারা গোলন্দাজদের কদরই বেশি। অতএব, নো চিন্তা! ডু ফূর্তি!!

---
Shabab Mustafa



2010/7/30 Kazi Md. Shahidul Haque Gazi shahidul_...@y7mail.com

 প্রিয় উবুন্টু বিডির টিম লিডার ভাইয়েরা,

 সবাই আমার সালাম নিবেন।আশা করি সবাই ভাল আছেন।আমি একটি বিষয় সবাইকে জানাতে
  চাই,যা
 মূল বিষয় থেকে ভিন্ন ...আমি মেইলিং লিস্টে  ভিজিবল না, তবে আমি   গত কয়েকটি
 উবুন্টু বিডি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি। সেই  কারণে
 বন্টু-মিন্টুর
 আড্ডা উপলখ্যে আমাকে ডাকা হয়েছিল কাজ করার জন্য। আমি  গত  ২১ তারিখের
 সেচ্ছাসেবকদের মিটিংয়েও উপস্থিত ছিলাম।

 এই লিষ্টের কারো কারো মেইল আমার কাছে ভাল লাগলে আমি আমার মত প্রকাশ  করেছি।
 সেইদিন
 যখন কাজ নিয়ে কোন অংশ কে  করবে তা নিয়ে যখন ভোটাভুটি হয়েছিল, আমিও সবার মত
 আমার
 নিজের  মতামত জানিয়ে ছিলাম।
 কিন্তু দুঃখের কথা এই যে এই লিস্টেরই একজন সিনিয়র ভাই  আমাকে ব্যক্তিগতভাবে
 মেসেঞ্জারে অই দিন কেন আমি তাকে ভোট দেই নাই, কেন তার  মেইল বাদ দিয়ে অন্য
 আরেকজনের
 মেইলকে আমি ভাল বলেছি,তার ব্যক্তিগত এক জনের  সাথে জগড়া হওয়ার কারনে অই
 ব্যক্তির
 পরামশে নাকি তার বিরুদ্দে লেগেছি  ইত্যাদি বিষয়ে চার্জ করছেন। আমাকে বলছেন যে
 আমি
 উবুন্টু বিডির কেউ না।  আমাকে খালি চা বিক্রির জন্য ডাকা হয়।ও উবুন্টু বিডি
 লিস্টে
 আমি থাকতে পারব কি না বলে হুমকি দিয়েছেন।

  আমি সবসময় মনে করেছি যে উবুন্টু বিডি  আমারও সংগঠন। উবুন্টু বিডির কোন কাজে
 সাহায্য করতে পারলেই আমার নিজের কাছে অনেক ভাল লাগে।অনুষ্ঠানে আমাকে যা করতে
 বলা
 হয়ছে  আমি তা আমার সাধ্যমত  করার চেষ্টা করেছি।এই ব্যাপার নিয়ে যদি ব্যঙ্গ করে
 তাচ্ছিল্য করা হই তবে  নতুনেরা কেও কাজ করতে আসবে না,সবাই আগ্রহ হারিয়ে
 ফেলবে...

 আমার মনে হয়, আমাদের নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পাওয়াটা উচিৎ। আমি জানি
  না আরো
 কেউ এই রকম পরিস্থিতির স্বীকার হয়েছেন কিনা।তবে আমার কাছে মনে  হয়েছে যে
 সবারই এই
 ব্যাপারটা জানার দরকার আছে তাই পোস্ট করলাম। যদি কাউকে  বিরক্ত করে থাকি তাহলে
 দয়া
 করে কিছু মুনে করবেন নাহ।


 আর আমার সাথে তার হওয়া কথাবার্তার প্রমানও আমার কাছে আছে। আমি তা টিম
  লিডারদের
 কাছে পাঠায় দিচ্ছি। তারা যা ভাল মনে করেন তাই করবেন। আমি মনে করি  আমাদের
 সবারই
 উবুন্টুর কথা ছড়িয়ে দেয়া উচিত ও একসাথে ছোটবড় বেধাবেদ  না রেখে কাজ চালিয়ে
 যাওয়া
 উচিত এবং এইজন্য যদি সামান্যতম  সহযোগীতাও কখনও করতে পারি তবে আমি তা করার
 চেষ্টা
 করব।


 বিষয়টি বিচার বিশ্লেষণ করে দেখার জন্য অনুরোধ করছি...

 অনুরোধে...

  গাজী 



 --
 Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
 ubuntu-bd@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] বিষয়টি বিচ ার বিশ্লেষণ করে দেখার জন্য অনুর োধ করছি

2010-07-29 Thread Abir Sadik
গাজী ভাই আপনাকে অনেক থাঙ্কস. এইধরনের মানুষদের বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার
হতে হবে. নাহলে উবুন্টু bd বাংলাদেশের রাজনীতির মত জঘন্য আকার ধারণ করবে,

2010/7/29 Kazi Md. Shahidul Haque Gazi shahidul_...@y7mail.com

 প্রিয় উবুন্টু বিডির টিম লিডার ভাইয়েরা,

 সবাই আমার সালাম নিবেন।আশা করি সবাই ভাল আছেন।আমি একটি বিষয় সবাইকে জানাতে
  চাই,যা
 মূল বিষয় থেকে ভিন্ন ...আমি মেইলিং লিস্টে  ভিজিবল না, তবে আমি   গত কয়েকটি
 উবুন্টু বিডি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি। সেই  কারণে
 বন্টু-মিন্টুর
 আড্ডা উপলখ্যে আমাকে ডাকা হয়েছিল কাজ করার জন্য। আমি  গত  ২১ তারিখের
 সেচ্ছাসেবকদের মিটিংয়েও উপস্থিত ছিলাম।

 এই লিষ্টের কারো কারো মেইল আমার কাছে ভাল লাগলে আমি আমার মত প্রকাশ  করেছি।
 সেইদিন
 যখন কাজ নিয়ে কোন অংশ কে  করবে তা নিয়ে যখন ভোটাভুটি হয়েছিল, আমিও সবার মত
 আমার
 নিজের  মতামত জানিয়ে ছিলাম।
 কিন্তু দুঃখের কথা এই যে এই লিস্টেরই একজন সিনিয়র ভাই  আমাকে ব্যক্তিগতভাবে
 মেসেঞ্জারে অই দিন কেন আমি তাকে ভোট দেই নাই, কেন তার  মেইল বাদ দিয়ে অন্য
 আরেকজনের
 মেইলকে আমি ভাল বলেছি,তার ব্যক্তিগত এক জনের  সাথে জগড়া হওয়ার কারনে অই
 ব্যক্তির
 পরামশে নাকি তার বিরুদ্দে লেগেছি  ইত্যাদি বিষয়ে চার্জ করছেন। আমাকে বলছেন যে
 আমি
 উবুন্টু বিডির কেউ না।  আমাকে খালি চা বিক্রির জন্য ডাকা হয়।ও উবুন্টু বিডি
 লিস্টে
 আমি থাকতে পারব কি না বলে হুমকি দিয়েছেন।

  আমি সবসময় মনে করেছি যে উবুন্টু বিডি  আমারও সংগঠন। উবুন্টু বিডির কোন কাজে
 সাহায্য করতে পারলেই আমার নিজের কাছে অনেক ভাল লাগে।অনুষ্ঠানে আমাকে যা করতে
 বলা
 হয়ছে  আমি তা আমার সাধ্যমত  করার চেষ্টা করেছি।এই ব্যাপার নিয়ে যদি ব্যঙ্গ করে
 তাচ্ছিল্য করা হই তবে  নতুনেরা কেও কাজ করতে আসবে না,সবাই আগ্রহ হারিয়ে
 ফেলবে...

 আমার মনে হয়, আমাদের নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পাওয়াটা উচিৎ। আমি জানি
  না আরো
 কেউ এই রকম পরিস্থিতির স্বীকার হয়েছেন কিনা।তবে আমার কাছে মনে  হয়েছে যে
 সবারই এই
 ব্যাপারটা জানার দরকার আছে তাই পোস্ট করলাম। যদি কাউকে  বিরক্ত করে থাকি তাহলে
 দয়া
 করে কিছু মুনে করবেন নাহ।


 আর আমার সাথে তার হওয়া কথাবার্তার প্রমানও আমার কাছে আছে। আমি তা টিম
  লিডারদের
 কাছে পাঠায় দিচ্ছি। তারা যা ভাল মনে করেন তাই করবেন। আমি মনে করি  আমাদের
 সবারই
 উবুন্টুর কথা ছড়িয়ে দেয়া উচিত ও একসাথে ছোটবড় বেধাবেদ  না রেখে কাজ চালিয়ে
 যাওয়া
 উচিত এবং এইজন্য যদি সামান্যতম  সহযোগীতাও কখনও করতে পারি তবে আমি তা করার
 চেষ্টা
 করব।


 বিষয়টি বিচার বিশ্লেষণ করে দেখার জন্য অনুরোধ করছি...

 অনুরোধে...

  গাজী 



 --
 Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
 ubuntu-bd@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] বিষয়টি বিচ ার বিশ্লেষণ করে দেখার জন্য অনুর োধ করছি

2010-07-29 Thread Anup
আশাকরি বিচারের পর ফলাফল জানতে পারবো

আর এই ধরনের লোক দের চিনে রাখতে পারব।

তার নাম যেন প্রকাশ করা হয়
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] বিষয়টি বিচ ার বিশ্লেষণ করে দেখার জন্য অনুর োধ করছি

2010-07-29 Thread Russell John
জল অনেকদুর গড়িয়েছে দেখছি আমি এসব কান্ড কারখানা দেখে খুবই আপসেট।

আমি গাজীকে আমাদের সামনের প্রোগামে দেখতে চাই, কে কি বললো এসব গায়ে
মাখালে কাজ কর্ম কিছুই করা যাবেনা। আমরা এখনো খুব ছোট একটা গ্রুপ, এর
মধ্যে এত দলাদলি হলে খুবই মুসকিল।

2010/7/30 Kazi Md. Shahidul Haque Gazi shahidul_...@y7mail.com:

 প্রিয় উবুন্টু বিডির টিম লিডার ভাইয়েরা,

 সবাই আমার সালাম নিবেন।আশা করি সবাই ভাল আছেন।আমি একটি বিষয় সবাইকে জানাতে  
 চাই,যা
 মূল বিষয় থেকে ভিন্ন ...আমি মেইলিং লিস্টে  ভিজিবল না, তবে আমি   গত কয়েকটি
 উবুন্টু বিডি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি। সেই  কারণে বন্টু-মিন্টুর
 আড্ডা উপলখ্যে আমাকে ডাকা হয়েছিল কাজ করার জন্য। আমি  গত  ২১ তারিখের
 সেচ্ছাসেবকদের মিটিংয়েও উপস্থিত ছিলাম।

 এই লিষ্টের কারো কারো মেইল আমার কাছে ভাল লাগলে আমি আমার মত প্রকাশ  করেছি। 
 সেইদিন
 যখন কাজ নিয়ে কোন অংশ কে  করবে তা নিয়ে যখন ভোটাভুটি হয়েছিল, আমিও সবার মত 
 আমার
 নিজের  মতামত জানিয়ে ছিলাম।
 কিন্তু দুঃখের কথা এই যে এই লিস্টেরই একজন সিনিয়র ভাই  আমাকে ব্যক্তিগতভাবে
 মেসেঞ্জারে অই দিন কেন আমি তাকে ভোট দেই নাই, কেন তার  মেইল বাদ দিয়ে অন্য 
 আরেকজনের
 মেইলকে আমি ভাল বলেছি,তার ব্যক্তিগত এক জনের  সাথে জগড়া হওয়ার কারনে অই 
 ব্যক্তির
 পরামশে নাকি তার বিরুদ্দে লেগেছি  ইত্যাদি বিষয়ে চার্জ করছেন। আমাকে বলছেন যে 
 আমি
 উবুন্টু বিডির কেউ না।  আমাকে খালি চা বিক্রির জন্য ডাকা হয়।ও উবুন্টু বিডি 
 লিস্টে
 আমি থাকতে পারব কি না বলে হুমকি দিয়েছেন।

  আমি সবসময় মনে করেছি যে উবুন্টু বিডি  আমারও সংগঠন। উবুন্টু বিডির কোন কাজে
 সাহায্য করতে পারলেই আমার নিজের কাছে অনেক ভাল লাগে।অনুষ্ঠানে আমাকে যা করতে বলা
 হয়ছে  আমি তা আমার সাধ্যমত  করার চেষ্টা করেছি।এই ব্যাপার নিয়ে যদি ব্যঙ্গ করে
 তাচ্ছিল্য করা হই তবে  নতুনেরা কেও কাজ করতে আসবে না,সবাই আগ্রহ হারিয়ে ফেলবে...

 আমার মনে হয়, আমাদের নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পাওয়াটা উচিৎ। আমি জানি  না 
 আরো
 কেউ এই রকম পরিস্থিতির স্বীকার হয়েছেন কিনা।তবে আমার কাছে মনে  হয়েছে যে সবারই 
 এই
 ব্যাপারটা জানার দরকার আছে তাই পোস্ট করলাম। যদি কাউকে  বিরক্ত করে থাকি তাহলে 
 দয়া
 করে কিছু মুনে করবেন নাহ।


 আর আমার সাথে তার হওয়া কথাবার্তার প্রমানও আমার কাছে আছে। আমি তা টিম  লিডারদের
 কাছে পাঠায় দিচ্ছি। তারা যা ভাল মনে করেন তাই করবেন। আমি মনে করি  আমাদের সবারই
 উবুন্টুর কথা ছড়িয়ে দেয়া উচিত ও একসাথে ছোটবড় বেধাবেদ  না রেখে কাজ চালিয়ে 
 যাওয়া
 উচিত এবং এইজন্য যদি সামান্যতম  সহযোগীতাও কখনও করতে পারি তবে আমি তা করার চেষ্টা
 করব।


 বিষয়টি বিচার বিশ্লেষণ করে দেখার জন্য অনুরোধ করছি...

 অনুরোধে...

  গাজী 



 --
 Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
 ubuntu-bd@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
TranceHost.com - Reliable  Affordable Web Hosting
Linux Powered | cPanel Accelerated | 99.9% Uptime | 24/7 Support
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] বিষয়টি বিচ ার বিশ্লেষণ করে দেখার জন্য অনুর োধ করছি

2010-07-29 Thread A. Al Sabbir
আমাদের সব কিছু তেই...দ্বন্দ, বিতর্ক, হিংসা, লোভ লেগেই থাকে...
দেখা যাক কোনখান কার পানি কোনখানে যায় ?

2010/7/30 Abir Sadik abir.sa...@gmail.com

 mailing লিস্ট এ কাদা চরাচরি দেখতে আর ভাল্লাগেনা. তার উপর senior রা যদি নতুন
 মেম্বার দের উপর এধরনের আচরণ করেন তাহলে তো নতুন কেউ কখনই join করতে আগ্রহী
 হবে
 না,

 2010/7/29 Shabab Mustafa sha...@linux.org.bd

  আমি বিষ্মিত, হতবাক, মর্মাহত! এইটা কি রাজনীতির ময়দান? নাকি বাংলা সিনেমার
  পর্দা? ভিলেন লাফিয়ে পড়ল 'আমায় ভোট দিস নি, এখন এই নে!' তারপর ফচাৎ করে ১০
  ইঞ্চি একটা ছুরি সেঁধিয়ে দেয়া? আমাদের কারো কারো যে বয়স এবং সার্টিফিকেটের
  ঝোলা
  বাড়লেও মনটা সেই অনুপাতে বাড়ে নি সেটা বেশ বোঝা গেল।
 
  যাইহোক, উবুন্টু বিডি লিস্টে কে থাকবে আর কে থাকবে না সেটা প্রত্যেক সদস্যের
  নিজস্ব ব্যাপার। আর মাঠে নেমে কাজ করার সময় কাকে কি কাজ কিভাবে দেয়া হবে
  (এক্সিকিউশন) সেটা ঠিক করার দায়িত্ব / এখতিয়ার টিম লিডারদের। এইক্ষেত্রে টিম
  লিডারগণ সদস্যদের মত চাইতেও পারেন (সুপারিশকৃত), কিংবা নাও চাইতে পারেন।
 অতএব,
  'দেখে নেব' টাইপ কথাবার্তার সুযোগ খুবই নগন্য।
 
  গাজীকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় কথাটা চুপচাপ হজম না করে সবার সাথে শেয়ার
 করার
  মত সাহস দেখাবার জন্য। আমাদের কাছে আরো বেশ কিছু ভাসা ভাসা রিপোর্ট আসছে।
 মনে
  হচ্ছে আমাদের কারো কিছু পুড়ে যাচ্ছে যার গন্ধ হঠাৎ হঠাৎ করে পাওয়া যাচ্ছে।
 তবে
  এই ব্যাপারটি যথেষ্ট গুরুত্ব সহকারে নেয়া হল।
 
  @গাজী,
  আপনার কাজ করার যোগ্যতার অতীতের রেকর্ডের কারণেই আপনাকে ডাকা হয়েছিল এবং
 এবারও
  আপনার স্বেচ্ছাশ্রম দারুণভাবে সাহায্য করেছে। নিশ্চয়ই আমাদের দেবার মত আরো
  অনেক
  কিছু আপনার ঝোলায় রয়েছে। অতএব, আপনাকেই আমাদের বেশি প্রয়োজন। ব্যক্তিগতভাবে
 তো
  আড্ডার দিন জানিয়েইছি, এইবারে অফিসিয়ালিও পুরো কমিউনিটির পক্ষ থেকে আবারো
  আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
 
  আরো একটু বলে রাখি, যার যতই মন খারাপ হোক না কেন, নতুন নেতৃত্বের কাছে আরাম
  কেদারার জেনারেলদের চাইতে মাঠে দৌড়ানো পদাতিক সেনা আর নিখুঁত মাপজোক করে
  জায়গামত গোলা ফেলতে পারা গোলন্দাজদের কদরই বেশি। অতএব, নো চিন্তা! ডু
 ফূর্তি!!
 
  ---
  Shabab Mustafa
 
 
 
  2010/7/30 Kazi Md. Shahidul Haque Gazi shahidul_...@y7mail.com
 
   প্রিয় উবুন্টু বিডির টিম লিডার ভাইয়েরা,
  
   সবাই আমার সালাম নিবেন।আশা করি সবাই ভাল আছেন।আমি একটি বিষয় সবাইকে জানাতে
চাই,যা
   মূল বিষয় থেকে ভিন্ন ...আমি মেইলিং লিস্টে  ভিজিবল না, তবে আমি   গত
 কয়েকটি
   উবুন্টু বিডি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি। সেই  কারণে
   বন্টু-মিন্টুর
   আড্ডা উপলখ্যে আমাকে ডাকা হয়েছিল কাজ করার জন্য। আমি  গত  ২১ তারিখের
   সেচ্ছাসেবকদের মিটিংয়েও উপস্থিত ছিলাম।
  
   এই লিষ্টের কারো কারো মেইল আমার কাছে ভাল লাগলে আমি আমার মত প্রকাশ
  করেছি।
   সেইদিন
   যখন কাজ নিয়ে কোন অংশ কে  করবে তা নিয়ে যখন ভোটাভুটি হয়েছিল, আমিও সবার
  মত
   আমার
   নিজের  মতামত জানিয়ে ছিলাম।
   কিন্তু দুঃখের কথা এই যে এই লিস্টেরই একজন সিনিয়র ভাই  আমাকে
 ব্যক্তিগতভাবে
   মেসেঞ্জারে অই দিন কেন আমি তাকে ভোট দেই নাই, কেন তার  মেইল বাদ দিয়ে অন্য
   আরেকজনের
   মেইলকে আমি ভাল বলেছি,তার ব্যক্তিগত এক জনের  সাথে জগড়া হওয়ার কারনে অই
   ব্যক্তির
   পরামশে নাকি তার বিরুদ্দে লেগেছি  ইত্যাদি বিষয়ে চার্জ করছেন। আমাকে
 বলছেন
  যে
   আমি
   উবুন্টু বিডির কেউ না।  আমাকে খালি চা বিক্রির জন্য ডাকা হয়।ও উবুন্টু
 বিডি
   লিস্টে
   আমি থাকতে পারব কি না বলে হুমকি দিয়েছেন।
  
আমি সবসময় মনে করেছি যে উবুন্টু বিডি  আমারও সংগঠন। উবুন্টু বিডির কোন
  কাজে
   সাহায্য করতে পারলেই আমার নিজের কাছে অনেক ভাল লাগে।অনুষ্ঠানে আমাকে যা
 করতে
   বলা
   হয়ছে  আমি তা আমার সাধ্যমত  করার চেষ্টা করেছি।এই ব্যাপার নিয়ে যদি ব্যঙ্গ
  করে
   তাচ্ছিল্য করা হই তবে  নতুনেরা কেও কাজ করতে আসবে না,সবাই আগ্রহ হারিয়ে
   ফেলবে...
  
   আমার মনে হয়, আমাদের নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পাওয়াটা উচিৎ। আমি
 জানি
না আরো
   কেউ এই রকম পরিস্থিতির স্বীকার হয়েছেন কিনা।তবে আমার কাছে মনে  হয়েছে যে
   সবারই এই
   ব্যাপারটা জানার দরকার আছে তাই পোস্ট করলাম। যদি কাউকে  বিরক্ত করে থাকি
  তাহলে
   দয়া
   করে কিছু মুনে করবেন নাহ।
  
  
   আর আমার সাথে তার হওয়া কথাবার্তার প্রমানও আমার কাছে আছে। আমি তা টিম
লিডারদের
   কাছে পাঠায় দিচ্ছি। তারা যা ভাল মনে করেন তাই করবেন। আমি মনে করি  আমাদের
   সবারই
   উবুন্টুর কথা ছড়িয়ে দেয়া উচিত ও একসাথে ছোটবড় বেধাবেদ  না রেখে কাজ
  চালিয়ে
   যাওয়া
   উচিত এবং এইজন্য যদি সামান্যতম  সহযোগীতাও কখনও করতে পারি তবে আমি তা করার
   চেষ্টা
   করব।
  
  
   বিষয়টি বিচার বিশ্লেষণ করে দেখার জন্য অনুরোধ করছি...
  
   অনুরোধে...
  
গাজী 
  
  
  
   --
   Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
   ubuntu-bd@lists.ubuntu.com
   https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  --
  Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
  ubuntu-bd@lists.ubuntu.com
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 
 --
 Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
 ubuntu-bd@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
 *মোঃ আব্দুল্লাহ আল সাব্বির (রাহাত)
===http://www.my-shout.co.nr===
* http://goog_1775470906*Always Confused...*
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] বিষয়টি বিচ ার বিশ্লেষণ করে দেখার জন্য অনুর োধ করছি

2010-07-29 Thread ~Split_Fire~
কিছু তথাকথিত 'টেকি' people নীরব কাজের চেয়ে নিজেকে প্রচারে বেশি বিশ্বাসী,
ওপেন সোর্স পর্দার আড়ালে নিজেদের ফায়দা বেশ ভালই লুঠছেন এরা। সত্যি দঃখজনক, এই
ধরনের ধান্ধাবাজ চরিত্র দেশের মোটামুটি সব ক্ষেত্রেই বিদ্যমান। প্রকৃতপক্ষে এই
মানষিকতাগুলোই তো ডোবাচ্ছে আমাদের। শিল্প বিপ্লব আমরা ধরতে পারিনি, তাই আজো
আমরা অনুন্নত, অবহেলিত। আর এখন এই স্বার্থান্বেষীদের ভীড়ে যদি তথ্য বিপ্লবটাও
ধরতে না পারি, তাহলে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকশো বছর...

2010/7/30 Abir Sadik abir.sa...@gmail.com

 mailing লিস্ট এ কাদা চরাচরি দেখতে আর ভাল্লাগেনা. তার উপর senior রা যদি নতুন
 মেম্বার দের উপর এধরনের আচরণ করেন তাহলে তো নতুন কেউ কখনই join করতে আগ্রহী
 হবে
 না,

 2010/7/29 Shabab Mustafa sha...@linux.org.bd

  আমি বিষ্মিত, হতবাক, মর্মাহত! এইটা কি রাজনীতির ময়দান? নাকি বাংলা সিনেমার
  পর্দা? ভিলেন লাফিয়ে পড়ল 'আমায় ভোট দিস নি, এখন এই নে!' তারপর ফচাৎ করে ১০
  ইঞ্চি একটা ছুরি সেঁধিয়ে দেয়া? আমাদের কারো কারো যে বয়স এবং সার্টিফিকেটের
  ঝোলা
  বাড়লেও মনটা সেই অনুপাতে বাড়ে নি সেটা বেশ বোঝা গেল।
 
  যাইহোক, উবুন্টু বিডি লিস্টে কে থাকবে আর কে থাকবে না সেটা প্রত্যেক সদস্যের
  নিজস্ব ব্যাপার। আর মাঠে নেমে কাজ করার সময় কাকে কি কাজ কিভাবে দেয়া হবে
  (এক্সিকিউশন) সেটা ঠিক করার দায়িত্ব / এখতিয়ার টিম লিডারদের। এইক্ষেত্রে টিম
  লিডারগণ সদস্যদের মত চাইতেও পারেন (সুপারিশকৃত), কিংবা নাও চাইতে পারেন।
 অতএব,
  'দেখে নেব' টাইপ কথাবার্তার সুযোগ খুবই নগন্য।
 
  গাজীকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় কথাটা চুপচাপ হজম না করে সবার সাথে শেয়ার
 করার
  মত সাহস দেখাবার জন্য। আমাদের কাছে আরো বেশ কিছু ভাসা ভাসা রিপোর্ট আসছে।
 মনে
  হচ্ছে আমাদের কারো কিছু পুড়ে যাচ্ছে যার গন্ধ হঠাৎ হঠাৎ করে পাওয়া যাচ্ছে।
 তবে
  এই ব্যাপারটি যথেষ্ট গুরুত্ব সহকারে নেয়া হল।
 
  @গাজী,
  আপনার কাজ করার যোগ্যতার অতীতের রেকর্ডের কারণেই আপনাকে ডাকা হয়েছিল এবং
 এবারও
  আপনার স্বেচ্ছাশ্রম দারুণভাবে সাহায্য করেছে। নিশ্চয়ই আমাদের দেবার মত আরো
  অনেক
  কিছু আপনার ঝোলায় রয়েছে। অতএব, আপনাকেই আমাদের বেশি প্রয়োজন। ব্যক্তিগতভাবে
 তো
  আড্ডার দিন জানিয়েইছি, এইবারে অফিসিয়ালিও পুরো কমিউনিটির পক্ষ থেকে আবারো
  আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
 
  আরো একটু বলে রাখি, যার যতই মন খারাপ হোক না কেন, নতুন নেতৃত্বের কাছে আরাম
  কেদারার জেনারেলদের চাইতে মাঠে দৌড়ানো পদাতিক সেনা আর নিখুঁত মাপজোক করে
  জায়গামত গোলা ফেলতে পারা গোলন্দাজদের কদরই বেশি। অতএব, নো চিন্তা! ডু
 ফূর্তি!!
 
  ---
  Shabab Mustafa
 
 
 
  2010/7/30 Kazi Md. Shahidul Haque Gazi shahidul_...@y7mail.com
 
   প্রিয় উবুন্টু বিডির টিম লিডার ভাইয়েরা,
  
   সবাই আমার সালাম নিবেন।আশা করি সবাই ভাল আছেন।আমি একটি বিষয় সবাইকে জানাতে
চাই,যা
   মূল বিষয় থেকে ভিন্ন ...আমি মেইলিং লিস্টে  ভিজিবল না, তবে আমি   গত
 কয়েকটি
   উবুন্টু বিডি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি। সেই  কারণে
   বন্টু-মিন্টুর
   আড্ডা উপলখ্যে আমাকে ডাকা হয়েছিল কাজ করার জন্য। আমি  গত  ২১ তারিখের
   সেচ্ছাসেবকদের মিটিংয়েও উপস্থিত ছিলাম।
  
   এই লিষ্টের কারো কারো মেইল আমার কাছে ভাল লাগলে আমি আমার মত প্রকাশ
  করেছি।
   সেইদিন
   যখন কাজ নিয়ে কোন অংশ কে  করবে তা নিয়ে যখন ভোটাভুটি হয়েছিল, আমিও সবার
  মত
   আমার
   নিজের  মতামত জানিয়ে ছিলাম।
   কিন্তু দুঃখের কথা এই যে এই লিস্টেরই একজন সিনিয়র ভাই  আমাকে
 ব্যক্তিগতভাবে
   মেসেঞ্জারে অই দিন কেন আমি তাকে ভোট দেই নাই, কেন তার  মেইল বাদ দিয়ে অন্য
   আরেকজনের
   মেইলকে আমি ভাল বলেছি,তার ব্যক্তিগত এক জনের  সাথে জগড়া হওয়ার কারনে অই
   ব্যক্তির
   পরামশে নাকি তার বিরুদ্দে লেগেছি  ইত্যাদি বিষয়ে চার্জ করছেন। আমাকে
 বলছেন
  যে
   আমি
   উবুন্টু বিডির কেউ না।  আমাকে খালি চা বিক্রির জন্য ডাকা হয়।ও উবুন্টু
 বিডি
   লিস্টে
   আমি থাকতে পারব কি না বলে হুমকি দিয়েছেন।
  
আমি সবসময় মনে করেছি যে উবুন্টু বিডি  আমারও সংগঠন। উবুন্টু বিডির কোন
  কাজে
   সাহায্য করতে পারলেই আমার নিজের কাছে অনেক ভাল লাগে।অনুষ্ঠানে আমাকে যা
 করতে
   বলা
   হয়ছে  আমি তা আমার সাধ্যমত  করার চেষ্টা করেছি।এই ব্যাপার নিয়ে যদি ব্যঙ্গ
  করে
   তাচ্ছিল্য করা হই তবে  নতুনেরা কেও কাজ করতে আসবে না,সবাই আগ্রহ হারিয়ে
   ফেলবে...
  
   আমার মনে হয়, আমাদের নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পাওয়াটা উচিৎ। আমি
 জানি
না আরো
   কেউ এই রকম পরিস্থিতির স্বীকার হয়েছেন কিনা।তবে আমার কাছে মনে  হয়েছে যে
   সবারই এই
   ব্যাপারটা জানার দরকার আছে তাই পোস্ট করলাম। যদি কাউকে  বিরক্ত করে থাকি
  তাহলে
   দয়া
   করে কিছু মুনে করবেন নাহ।
  
  
   আর আমার সাথে তার হওয়া কথাবার্তার প্রমানও আমার কাছে আছে। আমি তা টিম
লিডারদের
   কাছে পাঠায় দিচ্ছি। তারা যা ভাল মনে করেন তাই করবেন। আমি মনে করি  আমাদের
   সবারই
   উবুন্টুর কথা ছড়িয়ে দেয়া উচিত ও একসাথে ছোটবড় বেধাবেদ  না রেখে কাজ
  চালিয়ে
   যাওয়া
   উচিত এবং এইজন্য যদি সামান্যতম  সহযোগীতাও কখনও করতে পারি তবে আমি তা করার
   চেষ্টা
   করব।
  
  
   বিষয়টি বিচার বিশ্লেষণ করে দেখার জন্য অনুরোধ করছি...
  
   অনুরোধে...
  
গাজী 
  
  
  
   --
   Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
   ubuntu-bd@lists.ubuntu.com
   https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  --
  Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
  ubuntu-bd@lists.ubuntu.com
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 
 --
 Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
 ubuntu-bd@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] বিষয়টি বিচ ার বিশ্লেষণ করে দেখার জন্য অনুর োধ করছি

2010-07-29 Thread Ovro Niil
কী লিখব বুঝতে পারছিনা! অনেকক্ষণ ধরে বুঝতে পারিনি বলে কিছু লিখতেও পারিনি।
কিন্তু কিছু না লিখতে গাজী ভাইয়ের মত স্বেচ্ছাসেবকরা হতোদ্যম পড়বে - সেটাই
স্বাভাবিক! সেজন্যই এই চিঠি।

গাজী ভাই,

উবুন্টু মিন্টের জন্য আমি দেশের বাইরে থেকে যতটুকু করা সম্ভব ততটুকু করি।
আপনাদেরকে দেখে মাঝে মাঝে হিংসা হয়, যখন দেখি যে আপনারা স্বশরীরে উবুন্টু-মিন্ট
ছড়িয়ে দেবার জন্য কাজ করছেন। সোফায় বসে যিনি ভাস্কর্য দেখেন তার চেয়ে যিনি
ভাস্কর্য বানান তার কদরই বেশি। সোফায় বসে সমালোচনা করা যায় ঠিকই, কিন্তু
সমস্যাটা কি জানেন? জনগন ঐ সোফায় বসা লোকগুলোকে খুব একটা পাত্তা দেয়না। সোফায়
বসে কী বললো না বললো তাতে জনগনের কিছুই আসে যায়না, তারা কেবল কাজটাই দেখে, কাজ
দেখেই কদর করে।

গত কয়েকদিন ধরে কাদা ছোঁড়াছুঁড়ি দেখে খোলা চোখে একটা ব্যাপার ভালোমত বুঝলাম।
সেটা হল কিছু লোকের স্বরূপ। আগে তাদেরকে মন থেকে শ্রদ্ধা করতাম, কিন্তু এই
কদিনেই তাদের প্রতি মন বিতৃষ্ণায় ভরে গিয়েছে। কাদা ছোঁড়াছুঁড়ির পর এখন আসলো
দলাদলির ব্যাপার! আজব লাগলো এটা ভেবে যে স্বেচ্ছাসেবী একটা প্রতিষ্ঠানে দলাদলি
করার মানসিকতা যাদের মধ্যে আসে তারা মানুষ হিসেবে কতটুকু মর্যাদার যোগ্য?
তাছাড়া এখানে দলাদলি করেই বা লাভটা কি? আমার হিসেবে উবুন্টু-মিন্টকে ছড়িয়ে
দেবার জন্য কাজ করাটা এক অর্থে দেশের জন্য কাজ করা। পাইরেসি নিয়ে বাংলাদেশের
যেই দুর্নাম, হাজার বাধা সত্ত্বেও সেটা ঘোচানোর জন্য যারা স্বতঃপ্রণোদিত হয়ে
কাজ করে যাচ্ছে সোজা বাংলায় তাদের আরেক নাম দেশপ্রেমিক। দেশপ্রেম খুব বিশাল
জিনিস। সবার মধ্যে সেটা দেখা যায়না। সবাই সেটা অনুধাবনও করেনা। মুখে আই লাভ
বাংলাদেশ বলে কিংবা টিশার্টে লাল-সবুজ রং লাগিয়ে যে দেশপ্রেম দেখানো হয় তার
চেয়ে অনেক কার্যকরী দেশপ্রেম দেখিয়ে যাচ্ছে দেশে পাইরেসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
করা স্বেচ্ছাসেবী এই তরুণগুলো। দেশপ্রমিকদের কোনো শর্ত থাকেনা, তারা পদমর্যাদা
নিয়ে ভাবেনা, তাদের কোন দল থাকেনা- তারা নীরবে নিঃস্বার্থভাবে কাজ করে যায়। তাই
যারা নিজের মানসম্মান বা প্রভাব-প্রতিপত্তি বাড়াবার জন্য দলাদলি করেন, অন্যকে
হুমকি ধামকি দেন- তাদের অবস্থান কখনোই এসব অকুতোভয় দেশপ্রেমিক বন্টু-মিন্টুদের
কাতারে হতে পারেনা, এমনকি এসব বন্টু-মিন্টুদের মাঝে থেকেও না। তারা আপনা-আপনিই
আস্তাকুঁড়েতে নিক্ষিপ্ত হবে, কাউকেই কিছু করতে হবেনা।

তাই গাজী ভাই, আপনি এসব আস্তাকুঁড়ের লোকজনদের কথায় মন খারাপ করবেননা। আপনার
কাজের যোগ্যতাই আপনাকে সবার সামনে তুলে ধরবে। আমি আড্ডায় ছিলামনা, তাই সেখানে
আপনি কতটুকু সফলভাবে আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন সেটা আমি না দেখলেও
অন্য সবাই দেখেছেন। একগুলো চোককে ফাঁকি দিয়ে কি আর আপনি লুকিয়ে লুকিয়ে কাজ করে
যেতে পারবেন? কখনোই না। আড্ডার লোকজনই আপনার কাজের মূল্যয়ন করবে। তাই একজন
দু'জন লোক আপনাকে কি বলল না বলল তাতে কিছু আসে যায়না। তবে ব্যাপারটা সবার সামনে
তুলে ধরে খুব ভালো করেছেন। নতুন কোনো সদস্য এরকম পরিস্থিতির মুখোমুখি হলে
অবশ্যই মানে-মানে কেটে পড়তো (এরকম হুমকিতে আদৌ কেউ কেটে পড়েছে কিনা সেটাও তো
নিশ্চিত না)।





-- 
.:: অভ্রনীল ::: Ovroniil ::.

❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd