Re: [Ubuntu-BD] শুধুমাত্র উবুন্টু ব্যবহার করে একটা পুরো বই লিখে ফেললাম!

2014-05-23 Thread আব্দুল্লাহ আল মামুন রাসেল
@নিউটন স্যার। আপনি যেভাবে করেছেন সেভাবেই যদি বই করতে চান তো এগুলোকে শুধুমাত্র সেইভ এজ পিডিএফ করে এর থেকেই আউটপুট করে নিতে পারবেন। এবং সে আউটপুট থেকেই প্লেট / সিটিপি করা সম্ভব। এর বাইরে কোন হেল্প লাগলে বলবেন আমি প্রিন্টিং এবং পাবলিকেশন ব্যবসার সাথে জরিত। আশা করি ফোনে ফোনে ও আপনার কাজে আসতে পারবো

Re: [Ubuntu-BD] শুধুমাত্র উবুন্টু ব্যবহার করে একটা পুরো বই লিখে ফেললাম!

2014-05-22 Thread আব্দুল্লাহ আল মামুন রাসেল
সগীর সাহেব, আমি পুরা দস্তর ১০৮ ফর্মার পাবলিকেশন বের করেছি আরো ২ বছর আগে। আর রিং তারও আগে এই আকাম :P করে রেখেছে। এনি ওয়ে কংগ্রেচুলেশন। 2014-05-22 3:32 GMT+06:00 Salim Reza Newton salimrezanew...@gmail.com: আন্তরিক অভিনন্দন! *Salim Reza Newton* Mass Communication and Journalism Rajshahi