Re: [Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs

2011-07-19 Thread Nasimul Haque
প্রথমে একটা সার্ভার ইনস্টল করুন। তারপর সেখানে অন্যান্য পিসির ম্যাক আইডি নিয়ে একটা dhcpd.conf ফাইল লিখুন। তারপর এক কমান্ডেই ইনস্টল করা যাবে। এই পদ্ধতিকে PXE নেটইনস্টল বলে। বিস্তারিত এখানে https://help.ubuntu.com/community/Installation/LocalNet এখানে প্রথম অংশে সার্ভার ইনস্টল করার পর Advanced:

Re: [Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs

2011-07-19 Thread Ahmad Firoz
রিং ভাই আমি ডুয়েল বুটে একই কাজ করতে চাচ্ছি। আমাদের পিসি পাচটা এবং ল্যান কানেক্ট করতে না পারায় ফেলে রেখেছি ল্যন তার । ল্যন কানেক্ট করার কোণ টিউটোরিয়াল ( জানালা এবং উবুন্টু তে) এর লিঙ্ক থাকলে আমাকে দিন । আর -- আমি যাই করি না কেন প্রত্যেকেটা হার্ড ডিস্কের নির্দিষ্ট পার্টিশনে করতে চাই । বাকি

Re: [Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs

2011-07-19 Thread সাজেদুর রহিম জোয়ারদার
প্রিয় ফিরোজ ১৯ জুলাই, ২০১১ ১১:১০ pm এ তে, Ahmad Firoz firoz@gmail.com লিখেছে: রিং ভাই আমি ডুয়েল বুটে একই কাজ করতে চাচ্ছি। ডুয়েল বুটের ক্ষেত্রে নাসিম ভাইয়ের পদ্ধতিটা সরাসরি কাজ করবে না। কাহিনী করতে হবে। আমাদের পিসি পাচটা এবং ল্যান কানেক্ট করতে না পারায় ফেলে রেখেছি ল্যন তার। ল্যন

Re: [Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs

2011-07-19 Thread shiplu
রেডহ্যাট লিনাক্সে এ কাজটা করা হয় kickstart এর মাধ্যমে। আপনার এই পোস্ট পেয়ে একটু গুগল করলাম। পরে পেলাম এই লিংকে[1]। এখানে[1] সব কিছুই লেখা আছে। কাজটা কঠিনও না। [1] https://help.ubuntu.com/10.04/installation-guide/i386/automatic-install.html -- Shiplu Mokadd.im Follow me,

[Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs

2011-07-18 Thread Arafat Rahman
সালাম নেবেন সবাই, আশা করি সবাই ভাল আছেন। লিস্টের প্রতিটি মেইলে এক নজর করে চোখ বুলাতে ভুল করি না। তবে রিপ্লাই দেয়া হয় ওঠে না। আমি একটি ল্যাবের ৩০ টি কম্পিউটারে উবুন্টু ইনস্টল করতে চাচ্ছি। উবুন্টু ইনস্টল করার পরে প্রয়োজনীয় সফটওয়্যার ও কনফিগারেশন সব একই রকম করতে চাচ্ছি। পিসিগুলোর কনফিগারেশন মোটামুটি

Re: [Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs

2011-07-18 Thread Tanvir Rahman
উল্লেখ্য, যেখানে ইনস্টল করবো সেখানে জানালা ব্যবহারকারী আছে কিন্তু উবুন্টু ইনস্টল করার মত সাহয্যকারী পাব বলে মনে হচ্ছে না। সবকিছু আমাকেই করতে হবে। সুতরাং কম সময়ে ৩০ টি পিসিতে কিভাবে করা যায় সেটাই আমার টার্গেট। কম্পিউটার কেনার আগে দোকানগুলোতে হার্ডডিস্ক রাইট করে দেওয়া নামক একটি টার্মের কথা

Re: [Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs

2011-07-18 Thread সাজেদুর রহিম জোয়ারদার
প্রিয় আরাফাত ভাই আপনার এই কাজের জন্য আপনার কাছ থেকে কতকগুলো বিষয়ে জেনে নেয়াটা জরুরী। ১। আপনার ল্যাবে কি শুধুই উবুন্ট চালিত পিসি হবে এগুলো নাকি ডুয়েল বুট? ২। সবগুলো পিসির মেমরি বা র‍্যাম এবং হার্ডডিস্কের ধারনক্ষমতা কি একই? একেবারে সাধারন গড়পড়তা সমাধান হলো আপনি Parted Magic নামের ডিস্ট্রো টা