Re: [Ubuntu-BD] bleachbit -এ কোন কোন অপশনে টিক দিবো না?

2011-05-26 Thread Abhi
@সগীর ভাই, লিফোতে bleachbit নিয়ে পোস্টখানা আমারই ছিল (অরণ্যচারী নিক), রিংদা যেগুলো বলেছেন যেমন- ক্যাশ, প্লেসেস ইত্যাদি টিক দিবেন না (যদি না আপনি ব্রাউজারের কিছু রাখতে না চান), এছাড়া system এ দেখবেন কিছু অপশন টিক দেওয়ার সময় ওয়ার্নিং দেখাচ্ছে, ওগুলোও টিক দেওয়ার দরকার নেই, cancel করে দিবেন। আর

[Ubuntu-BD] bleachbit -এ কোন কোন অপশনে টিক দিবো না?

2011-05-25 Thread sagir khan
bleachbit ইন্সটল করলাম। এর আগের বার করেছিলাম লিফো থেকে। সেখানে লিখা ছিল কি কি অপশান ক্লিন করলে সমস্যা হবে। সেগুলো থেকে টিক উঠিয়ে রাখতাম। ঐ যে প্রথমে একবার করেছিলাম তার পর আর চেয়ে দেখিনি। যখন দরকার হত শুধু ক্লিনে ক্লিক করতাম। কিন্তু এখন bleachbit চালাতে গিয়ে পরলাম সমস্যায়। ক্রমের কি কি করবো আর

Re: [Ubuntu-BD] bleachbit -এ কোন কোন অপশনে টিক দিবো না?

2011-05-25 Thread sagir khan
ভাই সাজেদুর রহিম জোয়ারদা দু:খ পেলাম কথাটা শুনে। যদি শিখতেই না চাইতাম তাহলে উবুন্টু ব্যবহারে আগ্রহ আসতো না। আমার বন্ধুদের মত জোড়া তালী দিয়ে জানালায় বসে থাকতাম। তবে এটি ভুলে গিয়ে অপরাধ করেছি তা মেনে নিলাম। তবে উবুন্টুর অনেক বিষয় কিন্তু আমি নিজে নিজেই শিখেছি এবং তা একদম মনে আছে। বিপদে পড়লে আপনাদের

Re: [Ubuntu-BD] bleachbit -এ কোন কোন অপশনে টিক দিবো না?

2011-05-25 Thread M. Adnan Quaium
সগির ভাই, অন্যদের কথায় কিছু মনে করবেননা। আপনি যে কত ঝামেলা করার পরও উবুন্টু শিখছেন সেটা অন্যরা জানেনা কিন্তু আমি তো জানি! নিজের ব্যস্ততার অযুহাতে আপনাকে ঠিক ঠাক ভাবে সাহায্য করতে পারতামনা বলে খুবই খারাপ লাগতো। অনেকদিন ব্যবহার না করলে অনভ্যস্ততায় অনেক কিছু ভুল হওয়াটাই স্বাভাবিক, এতে লজ্জা পাবার