Re: [Ubuntu-BD] ওপেন অফিসের ফাইল বন্ধুদের জানালায় খুলছে না।

2011-07-18 Thread Shahriar Tariq
I might be wrong but afaik ms office 2007 supports open document format. So why not try saving in open format then open with ms office? On masnun bhai's remark. I've completed my whole university life using ooo at home then opening it at university. Only problem I sometime found is formating not

Re: [Ubuntu-BD] ওপেন অফিসের ফাইল বন্ধুদের জানালায় খুলছে না।

2011-07-18 Thread Pritimoy Das
I used open ofice and now using libra. I write official documents in my libra then save as .doc format from file menu. Then a message comes. I click keep current setting. Then i send the files to others janala users. They can open it. No problems yet. -- Dr. Pritimoy Das MBBS, MPH (Dhaka

[Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs

2011-07-18 Thread Arafat Rahman
সালাম নেবেন সবাই, আশা করি সবাই ভাল আছেন। লিস্টের প্রতিটি মেইলে এক নজর করে চোখ বুলাতে ভুল করি না। তবে রিপ্লাই দেয়া হয় ওঠে না। আমি একটি ল্যাবের ৩০ টি কম্পিউটারে উবুন্টু ইনস্টল করতে চাচ্ছি। উবুন্টু ইনস্টল করার পরে প্রয়োজনীয় সফটওয়্যার ও কনফিগারেশন সব একই রকম করতে চাচ্ছি। পিসিগুলোর কনফিগারেশন মোটামুটি

Re: [Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs

2011-07-18 Thread Tanvir Rahman
উল্লেখ্য, যেখানে ইনস্টল করবো সেখানে জানালা ব্যবহারকারী আছে কিন্তু উবুন্টু ইনস্টল করার মত সাহয্যকারী পাব বলে মনে হচ্ছে না। সবকিছু আমাকেই করতে হবে। সুতরাং কম সময়ে ৩০ টি পিসিতে কিভাবে করা যায় সেটাই আমার টার্গেট। কম্পিউটার কেনার আগে দোকানগুলোতে হার্ডডিস্ক রাইট করে দেওয়া নামক একটি টার্মের কথা

Re: [Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs

2011-07-18 Thread সাজেদুর রহিম জোয়ারদার
প্রিয় আরাফাত ভাই আপনার এই কাজের জন্য আপনার কাছ থেকে কতকগুলো বিষয়ে জেনে নেয়াটা জরুরী। ১। আপনার ল্যাবে কি শুধুই উবুন্ট চালিত পিসি হবে এগুলো নাকি ডুয়েল বুট? ২। সবগুলো পিসির মেমরি বা র‍্যাম এবং হার্ডডিস্কের ধারনক্ষমতা কি একই? একেবারে সাধারন গড়পড়তা সমাধান হলো আপনি Parted Magic নামের ডিস্ট্রো টা