রাসেল ভাই,

রিলিজ পার্টির জন্য আমি একটি চেকলিষ্ট তৈরি করেছি যেটি শেয়ার করতে চাই।

অনুষ্ঠান প্রস্তুতি

   1. ব্যানার তৈরি
   2. বিভিন্ন ফোরামে ম্যাসেজ পৌছানো
   3. মাল্টিমিডিয়া প্রজেক্টর সংগ্রহ
   4. রেজিষ্ট্রশন প্রক্রিয়া (ইমেইলে / ওয়েববেজড ফরম)
   5. প্রেজেন্টেশনগুলি তৈরি রাখা
   6. বক্তাদের তৈরি রাখা
   7. মূল উপস্থাপক ঠিক করা
   8. নাস্তা কি হবে ঠিক করা
   9. ভেনু ঠিক করা - হয়েছে - দায়িত্বে রুবন
   10. প্রেস রিলিজ তৈরি করা (ডামি)
   11. ছবি তোলা  - দায়িত্বে রুবন
   12. ভিডিও হবে কি না?
   13. উপরের কাজগুলো কয়েকজন ভলান্টিয়ারের মধ্যে ভাগ করে দেয়া।

কোন কিছু বাদ পড়লে যোগ করতে পারেন।

- রুবন




On Tue, May 6, 2008 at 3:56 PM, রুবন <[EMAIL PROTECTED]> wrote:

> কারেকশন আছে শাহরিয়ার ভাই।
>
>
> On Tue, May 6, 2008 at 3:30 PM, Shahriar Tariq <[EMAIL PROTECTED]>
> wrote:
>
> > আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের উবুন্টু হার্ডি রিলিজ পার্টি
> > অনুষ্ঠিত হচ্ছে মে ১৭, ২০০৮ তারিখে।
> >
> > অনুষ্ঠানটি  হবে
> >
> > *হাঙ্গরি বাংলাদেশ*
>
> *দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ *
>
> > ***
> > ৩/৭ আসাদ এভ্যানিউ, মোহাম্মদপুর, **৫ম তলা।*
> >
> > এই ঠিকানায়
> >
> > অনুষ্ঠানটি শুরু হবে ১৭ তারিখ বিকাল ৩টা থেকে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত
> >
> > পুরা অনুষ্ঠানটিই কয়েকটি সেশনে ভাগ করা থাকবে
> >
> > প্রথমে কথা বলা হবে ওপেনসোর্স ফিলোসফি ও ওপেনসোর্স সিস্টেম নিয়ে
> > এরপর উবুন্টু পরিচিতি
> > উবুন্টু সবগুলো ডিস্ট্রো, উবুন্টু, কুবুন্টু, এডুবুন্টু, জুবুন্টু,
> > মিথুবুন্টু ও স্টুডিওবুন্টু নিয়ে আলোচনা করা হবে
> > নতুন কি ফিচার এসেছে সেগুলোর আলোচনা
> > উবুন্টু ডিস্ট্রো প্রিভিউ
> > প্রশ্ন/উত্তর পর্ব
> > উন্মুক্ত আলোচনা
> > সিডি/ডিভিডি বিতরন।
> >
> > এব্যাপারে আরও বিস্তারিত জানাবেন রাসেল ভাই
> >
> > আর কেউ যদি আগ্রহী হন স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের সাথে কাজ করার জন্য তাহলে
> > আমাকে ইমেইল করুন [EMAIL PROTECTED] অথবা যোগাযোগ করতে পারেন রাসেল
> > ভাইয়ের সাথে।
> >
> > --
> > Thanking you
> > Shahriar
> > --
> > ubuntu-bd mailing list
> > ubuntu-bd@lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> >
>
>
> --
>
> -----------------------------------------------------------------------------------------------------------------
> Syed Ziaul Habib (Roobon), Program Officer
> The Hunger Project-Bangladesh,
> Volunteer Web Programmer of Shujan.org
> Team member and contributor of Biggani.org,
> Contributor photographer of photoshare.org
> Technology writer of jaijaidin.com
> Blog: http://roobon.wordpress.com
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to