হ্যা কাজ হয়েছে

On 11/18/08, Nasimul Haque <[EMAIL PROTECTED]> wrote:
> 2008/11/17 dark lord <[EMAIL PROTECTED]>:
>> এক্সপিতে থাকতে পুরো থান্ডারবাড এর প্রোফাইল ব্যাকআপ করে রাখছিলাম।
>
> উবুন্তু ইনস্টলের সময় মাইগ্রেট করার একটা অপশন ছিল। সেটা ব্যবহার করলে
> স্বয়ংক্রিয়ভাবেই প্রোফাইল মাইগ্রেট করা যেত।
>
>> এখন উবুন্টুতে থান্ডারবার্ডের সেই প্রোফাইল টা রিপ্লেস করতে চাই যাতে সবগুলো
>> মেইল
>> এবং সেটিং লিনাক্স থান্ডারবারডে পাওয়া যায়। কিন্তু লিনাক্সে থান্ডারবার্ডের
>> প্রোফাইল ফোল্ডার খুজে পাচ্ছি না যেখানে রিপ্লেস করলে আমার আগের সব মেইল
>> দেখতে
>> পারবো।
>
> লিনাক্সে ইউজার সেটিংস ফাইলগুলো থাকে ইউজারের হোম ফোল্ডারে। সেগুলো
> লুকানো থাকে নামের শুরুতে একটা . (ডট) বসিয়ে। নটিলাসে View > Show hidden
> files সিলেক্ট করলে এই ফাইল/ফোল্ডার গুলো দেখা যাবে। সাধারণত মোজিলার
> প্রডাক্টগুলোর সেটিংস .mozilla নামক ফোল্ডারের ভিতরে থাকে।
> থান্ডারবার্ডের জন্য .thunderbird থাকতে পারে (আমি ব্যবহার করি নাই)।
> সেখানে ব্যাকআপটা রাখতে হবে।
>
>> আর লিনাক্স থান্ডারবার্ডের প্রোফাইল যদি উইন্ডোজ থান্ডারবার্ডের
>> প্রোফাইলের উপর রিপ্লেস করি তাহলে মেইল একাউন্ট ও মেইল কি দেখতে পাবো
>>
>
> এটা থান্ডারবার্ডের ব্যাপার। উইন্ডোজে যদি সে এভাবে দেখতে পায়। তবে
> লিনাক্সেও পাবে। চেষ্টা করে দেখুন। তবে কোন ফাইল রিপ্লেস করার আগে তার
> ব্যাকআপ রাখবেন। যাতে ভুল হলে পূর্বের অবস্থায় ফেরা যায়।
>
> নাসিম
>
> --
> M. Nasimul Haque, M.Sc.(SUST)
> Wessex Institute of Technology
> Southampton, UK
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


-- 
DARKLORD (:=
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to