গুগলে সার্চ করতে হলে সমস্যাটা আগে নিজে বুঝতে হয়। কিন্তু নিজেই যদি না
বুঝি তাহলে কিভাবে গুগলের দ্বারস্ত হওয়া যায়।

আমার কথা বলি। আমি উবুন্টুতে নতুন। আমাদের প্রযুক্তি এবং এই মেইলিং
লিস্টের সাহায্য নিয়ে এপ্রিল মাসের পর থেকে এখন পর্যন্ত উবুন্টু ব্যবহার
করছি। কিন্তু আমি তো ভাই কোন এক্সপার্ট নই। টেকনোলজির ছাত্র নই।
লিনাক্সের উপর কোন প্রশিক্ষণ নেইনি। লিনাক্স ব্যবহারকারী কোন বন্ধুও নেই।
আমি তো কোন নতুন সমস্যা বুঝতেই পারবোনা। সেটাই তো স্বাভাবিক। যেমন এর
আগের সমস্যাটার কথা আবার বলি?
হঠাৎ করে আমার ডেস্কটপ সেটিংস, ওয়ালপেপার তালিকা, মেনুবারের লাঞ্চার,
ডাউনলোড তালিকা মুছে গেছে। কোন বিদ্যুৎ বিভ্রাট হয়নি। কম্পিউটার
স্বাভাবিকভাবেই বন্ধ করেছিলাম। সিস্টেম স্টার্ট করে দেখি অনেককিছু পাল্টে
গেছে। আবার সব সেটিংস নতুন করে সাজাতে হয়েছে।

এই সমস্যাটার 'কীওয়ার্ড কি হতে পারে' সেটা আমি কিভাবে বুঝবো। আমাকে বোকা
বলে বকা দেবেন তো দিন। কিন্তু আমার সমস্যাটার তো সমাধান হয়নি। ইংরেজির
সঠিক শব্দ না জানাটা কি আমার অপরাধ? বাংলাভাষায় এমন সমস্যার কথা খুঁজে
পাইনি।

তার আগে একবার মনিটরের রেজুলেশন নতুন কার্ণেল ইনস্টল করলেই নষ্ট হয়ে যায়।
১০২৪×৭৬৮ দেখায় না। ৮০০×৬০০ তে চলে যায়। বারবার রিস্টার্ট বাটন টিপলে
তারপর ঠিক হয়। এবারও কার্ণেল ×××১৫ ইনস্টল করার পর একই অবস্থা হল। কেন
এমন হয় তা বুঝতে পারলাম না। একজন জিজ্ঞাসা করেছিলেন আমার ভিজিএ কার্ড কি?
আমার কার্ড বিল্টইন। এটার মডেল কিভাবে দেখে বুঝবো কি করে। কোন হার্ডওয়ার
মেইলিং লিস্ট তো বাংলাতে নেই। তাহলে?

পুরনো কার্ণেল সিনাপ্টিক থেকে আনইনস্টল করলাম। তবুও বুটিং এর সময় ×××১১,
১৩, ১৪ দেখাচ্ছে। আমি কি আবারও জিজ্ঞাসা করবো?

আপনাদের আলোচনার যে ভঙ্গী তা আসলে এটা কারও ব্যক্তিগত ব্যর্থতা নয়।
আমাদের জাতিগত ব্যর্থতা। আমাদের মধ্য থেকে গ্রাম্যতা দূর হতে এখনএ কয়েক
শতাব্দী লাগবে। এতে মনে করার কিছু নেই। এটাই স্বাভাবিক।
গুলশান, বনানী, ধানমন্ডীটাই তো যে আর সম্পূর্ণ বাংলাদেশ নয় এটা অনেকেই জানে না।

(আমি কোন অভিযোগ করিনি। শুধু বিদেশী নীতির প্রেক্ষিতে আমাদের দেশীয়
অভিজ্ঞতার সারাংশ ও অনুভূতিটাই তুলে ধরলাম।)

On 8/29/09, dark lord <darklord2...@gmail.com> wrote:
> গুগলের কথা বললে আমি বলব প্রায় অনেক সমাধান ই গুগলে খুজে পাওয়া যায়, তবে
> একটা টপিক ডিসকাশনের মাধ্যমে নানা জনের নানা মত উঠে আসে। আর আলোচনা এমন
> একটা জিনিষ যেটার মাধ্যমে লিস্টের নতুন রা আমাদের সাথে পরিচিত হতে পারে
> এবং বন্ধুত্ব পূর্ন সম্পর্ক সৃষ্টি হয়।
>
> "আর লেট মি গুগল ফর ইউ" জাতীয় লিন্ক দেয়া হতে বিরত থাকার চেষ্টা করুন
>
> আশাকরি বোঝাতে পেরেছি
>
> On 8/28/09, Shahriar Tariq <shahr...@linux.org.bd> wrote:
>> ২৮ আগস্ট, ২০০৯ ৯:২৬ pm এ তে, shiplu <shiplu....@gmail.com> লিখেছে:
>>
>>>  we can not expect people to read rfc. If anyone is capable of reading
>>> it.
>>> He wont be in  this mailing list. I mean if someone can read a whole rfc
>>> he
>>> can read  a manpage, FAQ, documentation, manual, etc. Those who read
>>> these,
>>> need  not come here. Most people we see here are non-technical. So its
>>> confirmed that no one will read such document.
>>>
>>
>> OT
>> Well I have read it still I come over to mailing list for help :P
>>
>> Sometimes I feel man page/documentation are poorly put up or missing
>> critical details which man page won't point out automatically while human
>> being can point out by asking "Did you try this out? If not then do it
>> this
>> way..."
>>
>> --
>> Thanking you
>> Shahriar
>>
>> Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
>> http://forum.linux.org.bd
>>
>> Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
>> http://www.ubuntu.linux.org.bd
>>
>> Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
>> মুক্ত.অর্গ http://mukto.org
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> ubuntu-bd@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> DARKLORD (:=
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Aero
http://banglahacks.blogspot.com
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to