উবুন্টুর সংগঠন, সাংগঠনিক কর্মপ্রণালী, নেতৃত্বের ধারণা, নেতা-নির্বাচন-প্রণালী
সম্পর্কে আমি কিছুই জানি না। কিন্তু, মনেপ্রাণে চাই যে, ওপেন
সোর্স আন্দোলন এগিয়ে যাক।

মুনাফাখোরী ব্যবসার সাহায্যে জ্ঞান-কুক্ষীগতকারী উইন্ডোজ-বাজারকে মোকাবেলা করতে
না-পারলে জনমানুষের ওপরকার সব ধরনের শাসন-ত্রাসন-হুকুমদারির হাত থেকে আমরা
স্বাধীন হতে পারব না।

আমার কাছে উবুন্টু মানে স্বাধীনতা।
উবুন্টু মানে পারস্পরিক সহযোগিতা।
উবুন্টু মানে জ্ঞানের অবাধ প্রসার।

সকলকে, বিশেষত নতুন নেতাদেরকে, আমার সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই।

নিউটন
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to