ভাই আরিফ আহমেদ রনি

আপনি যে সমস্যাটার কথা বললেন সেটা কোন সমস্যা না। বরং মেমোরি ক্যাশ জনিত একটা
সেটিংসের কারনে এটা হয়। উবুন্টুতে আপনি যখন কোন উইন্ডোর ফোকাস থেকে সরে অন্য
উইন্ডোতে যান (মানে সুইচ করেন বা মিনিমাইজ করেন) তখন আগের উইন্ডোর সব ডাটাই
ক্যাশড অবস্থায় মেমরিতে থাকে ফলে আপনি চাইলেই সেই উইন্ডোর যে কোন আইটেম মেমরি
থেকে অন্য উইন্ডোতে পেস্ট করে দিতে পারেন। কিন্তু আপনি উইন্ডোটি বন্ধ করে দেয়া
মাত্রই সিস্টেমে কমান্ড চলে যায় যে, আপনার কাজ শেষ এবং ক্যাশড আইটেম মুছে দেয়া
হোক। তাই অন্য উইন্ডোতে আপনি যখন পেস্ট করতে যান তখন কিছুই পেস্ট হয় না। সোর্স
মুছে ফেললে তো আর তা কপি করা যাবে না।

সমাধান হলোঃ *আপনি সোর্স উইন্ডো এবং ডেস্টিনেশান দুটোকেই অ্যাকটিভ রাখুন। *কাজ
সম্পূর্ণ শেষ হলে তারপর বন্ধ করে দিন।

ধন্যবাদ

রিং
+8801671411437
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] c... Md Arif Ahmed Roni
    • Re: [Ubu... Nasimul Haque
      • Re: ... Md Arif Ahmed Roni
        • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
          • ... Md Arif Ahmed Roni
            • ... shiplu
              • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
                • ... Md Arif Ahmed Roni
                • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
                • ... Md Arif Ahmed Roni
          • ... Ripon Majumder
            • ... Salim Reza Newton
              • ... Ovro Niil
                • ... Salim Reza Newton

Reply via email to