বুঝতেছি না কারণটা কি? উবুন্টু 11.04 এ ফায়ারফক্স বিল্ট ইন দেওয়া ছিল। তাতে কোন
ভাবেই বুকমার্ক টুলবার শো করছে না। নানা ভাবে নানা দিক দিয়ে চেস্টা করে অবশেষে
ক্লান্ত। নেটে অনেক ঘাটা ঘাটি করেছি। সেখানে এ ব্যপারে তেমন কোন আলোচনা পেলাম
না। শেষ পর্যন্ত জানালায় দিয়ে দেখলাম সেখানে কি অবস্থা। অদ্ভুত ব্যপার হল
সেখানেও দেখি একই অবস্থা। কোন ভাবেই বুকমার্ক টুলবার শো করাতে পারছি না।
মজিলা ফায়ারফক্স ৪ এ কি কোন সমস্যা আছে?

-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] মজ... sagir khan
    • Re: [Ubun... সাজেদুর রহিম জোয়ারদার
      • Re: [... sagir khan
        • R... সাজেদুর রহিম জোয়ারদার
          • ... Jamal Khan
          • ... sagir khan
            • ... Arif Uddin
            • ... sagir khan
              • ... sagir khan
                • ... Shabab Mustafa

Reply via email to