সমস্যাটা জটিল। আশা করি বিশেষজ্ঞ ভাইয়েরা আপনার সমস্যার সমাধান করে দিবেন।

১৭ মে, ২০১১ ৩:২১ pm এ তে, istiaque ahamed <ahamedistia...@yahoo.com> লিখেছে:

>
>
>
> প্রিয় ভাইয়ারা ,
> কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন। আমি লিনাক্স মিন্ট ১০ জুলিয়া এবং উবুন্টু
> ১১.৪ ব্যাবহার করছি । কিন্তু ব্যাবহার করতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতে
> হচ্ছে যেমন : আমার একাটি নাম করা কি না জানি তবে নাম টি তার জানি আসউুস। এই
> আসউুস নিয়ে আমার যত জল্পনা কল্পনা কারন এটি আমার ল্যাপটপ। আমি ল্যাপটপটি কিনি
> একটা মোটামুটি ভাল পরিচিত দোকান থেকে যাতে ভববিষ্যতে কোন সমস্যা হলে তা যেন
>  তারাতাড়ি সমাধান পাওয়া যায়। কিন্তু এ দেখি উল্টো কোন কিছুতেই কিছু হয়না ।  ও
> এ কথা শুধু কেন লিখছি সমস্যাটা তো লিখছি না , তাই সমস্যা টা হল ল্যাপটপ টি র
> অপারেটিং থাকে না, তা যে  অপারেটিং হোক না কেন (যেমন : জানালা ২০০৩, জানালা ৭,
> উবুন্টু,কুবুন্টু, লিনাক্স মিন্ট ইত্যাদি)। অপারেটিং দেওয়ার পর কখনও ১-২ ঘন্টা
> বা বড় জোর ২-৩ দিন থাকে তারপর অপারেটিং ক্র্যাস হয় ফলে আমাকে আবার অপারেটিং
> দিতে
>  হয়। আসউুস এর  সাথে যোগাযোগ করে কোন লাভ হয়নি ,তাদের মেইন শাখাতে ইমেইল করে
> কোন লাভ হয়নি,তারা যোগাযোগ করতে বলে পান্ত পথের আসউুস  সাভিসিং সেন্টারে
> ,সেখানে গেলাম তারা কোন কিছু পরীক্ষা না করে সরাসরি বলে দিল ভাইরাসের সমস্যা ।
> আমি সেদিন প্রথম জানলাম লিনাক্স  এ ভাইরাস ধরে !!! তারা আমার পার্টিশান ডিলিট
> করে নতুন করে পার্টিশান তৈরী করে দিল। আর বলে  দিল লিনাক্স ব্যাবহার করলে
>  আমরা(আসউুস সাভিসিং সেন্টার) কোন পণ্য সেবা দিব না। তারা আমাকে উন্ডৈাজ  ৭
> ব্যাবহার করার জন্য বলে এবং নামি একটা এন্টি ভাইরাস কিনতে বলে যেটার দাম প্রায়
> ২২০০-২৫০০ টাকা তাহলে আর কোন সমস্যা হবে  না । অবশেষে কি করা গেলাম পরিচিত
> দোকান টি তে গিয়ে একই অবস্থা উন্ডোজ দিয়ে এন্টি ভাইরাস কিনতে বলে ।
> আমার এই আসউুস নিয়ে আসউুস করতে করতে লিনাক্স  ব্যাবহার করব সারা জীবন।
> আমার এই লেখাটা শুধু  লিনাক্স প্রেমীদের জন্য যারা আজীবন লিনাক্স ব্যাবহার
> করবে এবং আমি করব কেউ করবে কিনা জানি না।
>
>
>
> ধন্যবাদ
> ইসতিয়াক আহম্মেদ।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to