ধন্যবাদ। জবাবগুলো স্পষ্ট হয়েছে। তাহলে আগে সিডি দিয়ে দুজনে মিলে পরীক্ষা করে
দেখি কি অবস্থা হয়।

৮ জুন, ২০১১ ১২:৪০ am এ তে, Abhi <arup...@gmail.com> লিখেছে:

> সগীর ভাই,
> ১. লিনাক্স মিন্ট ও যথেষ্ট ইউজার-ফ্রেন্ডলি, মূলত যারা সদ্য উইন্ডোজ থেকে
> শিফট করে লিনাক্সে এসেছেন তাদের জন্য বেশ কার্যকর (ইন্টারফেস, কোডেক ও
> অন্যান্য কিছু কারনে)। আর হাঁ, শূন্য থেকেই শুরু করতে পারবেন :)
> ২. উবুন্টু আর লিনাক্স মিন্টের মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই, এটি
> উবুন্টুর উপর ভিত্তি করেই তৈরি, ফলে উবুন্টুর সকল প্যাকেজ, রিপো সবই
> লিনাক্স মিন্টের জন্যও কার্যকর।
> ৩. উবুন্টুরগুলো যেভাবে পাওয়া যায় সেভাবেই।
> ৪. লিনাক্সের ডিস্ট্রোগুলোর মধ্যে কোনটি বেশি ভালো, কোনটি কম ভালো এটি
> বলতে গেলে বিতর্ক সৃষ্টির সুযোগ আছে, একেক জনের কাছে একেকটি ভালো লাগে,
> যার কাছে যেটি ভালো লাগে তিনি সেটিকেই ভালো বলতে পারেন, কিন্তু সেটিই যে
> সবচেয়ে বেশি ভালো সেটা কি বলা যাবে? ফলে ডিস্ট্রোগুলোর মধ্যে উবুন্টু
> বেশি ভালো- এটি ঠিক বলা যাবে না। আমি নিজে আগে উবুন্টু ব্যবহার করতাম,
> এখন ফেডোরা ইউজ করি, কারন আমার উবুন্টুর চেয়ে ফেডোরা ভালো লাগছে, কিন্তু
> আমি এটা জোর দিয়ে বলতে পারবো না যে- ফেডোরাই সবচেয়ে বেশি ভালো ডিস্ট্রো।
> তবে এটুকু বলতে পারেন ডেস্কটপ ডিস্ট্রোগুলোর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে
> উবুন্টু এগিয়ে আছে।
>
> On 6/8/11, sagir khan <sagi...@gmail.com> wrote:
> > আমার পক্ষথেকে কিছু জিজ্ঞাসা ছিল।
> >
> > ১. লিনাক্স মিন্ট কি উবুন্টুর মত ইউজার ফ্রেন্ডলি। মানে আমি যেমন শূণ্য থেকে
> > উবুন্টু শুরু করেছি সেভাবে লিনাক্স মিন্ট শুরু করা যাবে?
> > ২. এর এ্যপ্লিকেশনগুলো সহজে পাওয়া যায়?
> > ৩. সমস্যার সমাধানগুলো নেটে কেমন পাওয়া যায়?
> > ৪. আমি বন্ধুকে উৎসাহ দিচ্ছি উবুন্টু ব্যবহার করতে। আমি জানি লিনাক্সের
> > ডেস্ট্রোগুলোর মধ্যে উবুন্টু বেশি ভাল। আমি কি ভুল বলেছি?
> >
> > ৮ জুন, ২০১১ ১২:০৬ am এ তে, Arafat Rahman <opurah...@gmail.com> লিখেছে:
> >
> >> সগীর ভাইয়ের প্রশ্নের উত্তর আমি এভাবে দিতে চেয়েছিলাম।
> >>
> >> "আবার জিগায়!"
> >>
> >> *Arafat Rahman*
> >> Web Application Developer, SolutionArena.com <
> http://www.solutionarena.com
> >> >
> >> http://arafatbd.net
> >> --
> >> Ubuntu Bangladesh
> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >>
> >
> >
> >
> > --
> > ধন্যবাদ
> > সগীর হোসাইন খান
> > _______________________________________________________________
> > ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽
> ✽
> > _______________________________________________________________
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> -------------------------
> Abhi
> Opensource Enthusiast
> My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> E-mail <abhi...@ovi.com>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to