Re: [Wikimedia-in-WB] কালিন্দী খাল সংক্রান্ত

2016-09-27 Thread Bodhisattwa Mandal
  সুধী,

অনন্যাকে আবার ধন্যবাদ আমার প্রশ্নগুলির উত্তরের জন্য।

অনন্যার অভিযোগগুলি অত্যন্ত গুরুতর এবং এখনো এই সকল অভিযোগের উত্তর পাওয়া যায়
নি। উত্তর বা যথার্থ রিপোর্টের অপেক্ষায় রইলাম।

বোধিসত্ত্ব


> > On 24-Sep-2016, at 2:00 PM, Ananya Mondal 

> > wrote:
> > >
> > > বোধিসত্ত্ব দাদার প্রশ্নের উত্তরে বলি, উইকিপিডিয়া ট্রেক কালিন্দী খাল
> ২০১৫
> > তে
> > > আমায় দু-তিন খেপে মোট যে ২৫০০০ টাকা দিতে হয়েছিল, তার কোনোরকম
> > রিএম্বার্সমেন্ট
> > > আমি পাইনি এবং উইকিমিডিয়া প্রদত্ত গ্রান্টটিতে আমার খরচ বাবদ যে ৫১,৮৮০
> টাকা
> > > মঞ্জুর হয়েছিল সেটা বর্তমানে জানতে পেরে আমি স্তম্ভিত। সেই সময় একান্তই
> নতুন
> > > এবং নভীশ হওয়ায় আমার দুই সিনিয়ার মেন্টর দাদার কথাই আমার কাছে বেদবাক্য
> ছিল
> > > খুব স্বাভাবিক ভাবেই। আমাকে জানানো হয়েছিল গ্রান্ট প্রাপ্ত অর্থ কালিন্দী
> > খাল
> > > ট্রেক এবং সেই সংক্রান্ত আরো প্রচুর অ্যাক্টিভিটিতে খরচ করা হবে; আমি
> ২৫০০০
> > > টাকা দিলে আমার বাকী খরচ ওই গ্রান্ট প্রাপ্ত অর্থ থেকে দেওয়া হবে।
> > >
> > >
> > > সেই মতো আমি ২৫০০০টাকা দিই এবং পরে যখন জিঞাসা করি যে আমার আর কোনো খরচ
> > লাগবে
> > > কিনা সুজয় এবং শান্তনু দাদারা জানায় যে আর খরচ বাবদ টাকা লাগবে না, বাকীটা
> > > গ্রান্ট থেকে দিয়ে দেওয়া হয়েছে। এমতবস্তায়, পুরো ব্যাপারেই তো আমায়
> অন্ধকারে
> > > রাখা হয়েছিল, দুই দাদা আমাকে যা বুঝিয়েছে, আমি সেটাই সত্য মেনে এবং জেনে
> > পুরো
> > > ২৫০০০ টাকা ওদের হাতে তুলে দিয়েছি।
> > >
> > >
> > > আমার নামে ৫১,৮৮০ টাকার গ্রান্ট, আমার দেওয়া ২৫০০০ টাকা এর
> রিএম্বার্সমেন্ট
> > > হবে এসব কিছুই আমি জানতাম না- তাই সেইজন্য এসব বিষয়ে Community page এ
> আমার
> > > কিছু লেখার প্রশ্নই আসছে না। জয়ন্ত দাদা এবং বোধিসত্ত্ব দাদা Mailing
> List এ
> > > এই বিষয়টি উত্থাপন করে তথ্য জানানোয়, ব্যাপারটা পরিস্কার হল, নচেৎ আজকেও
> আমি
> > > এই বিষয়ে অন্ধকারে থাকতাম। আমি আজ সত্যই মর্মাহত এবং স্তম্ভিত, আমি ভাবতেই
> > > পারছিনা যে উইকির জগতে আমার পদার্পন এর প্রথম লগ্নেই দুই সিনিয়র মেন্টর
> আমার
> > > সাথে এমন কাজ করল।
> > >
> > >
> > >
> > > এখন আমার কতকগুলি সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে-
> > >
> > >
> > > ১। উইকি মেন্টরদের কাজ নতুন আগতদের উইকি জগত এবং তার বিভিন্ন কার্যকারী
> > > দিকগুলি ভালো করে বুঝিয়ে দিয়ে তাকে Motivate করা। এক্ষেত্রে আমার দুই
> মেন্টর
> > > সুজয় এবং শান্তনু দাদা আমায় কোনদিকে এগোতে অথবা কোন লক্ষ্যে Motivate করতে
> > > চেয়েছেন ?
> > >
> > >
> > > ২। মেন্টরদের প্রতি যে বিশবাস এবং আস্থা থেকে নতুন উইকিপিডিয়ানদের- যে
> > বিশবাস
> > > এবং আস্থাকে পাথেয় করে তারা এগোতে চায়; এই দুই দাদাদের মত মেন্টরদের আমার
> > সাথে
> > > এহেন আচরনের পর নতুনদের সেই বিশবাস এবং আস্থা ধাক্কা খাবে নাতো ?
> > >
> > >
> > > ৩। ৫১,৮৮০ টাকা গ্রান্ট আমার নামে মঞ্জুর করানোর পরও ২৫০০০ টাকা যে আমার
> > থেকে
> > > নেওয়া হল- সেটা কোথায় গেল? কলকাতা থেকে বাসুকিতাল অবধি গিয়ে আমি, শান্তনু
> > > দাদা, দিব্যেন্দু দাদা এবং প্রসেনজিত দাদা ফিরে আসি, সুজয় দাদা আরও আগে
> > > ভুজবাসা থেকে ফিরে আসে। আমার বাসুকিতাল অবধি খরচ বাবদ তবে কি ৭৬৮৮০ টাকা
> > > লেগেছিল ? এটা কি বিশ্বাসযোগ্য ?
> > >
> > > ৪। আমার দেওয়া ২৫০০০ টাকা নিয়মানুসারে কবে রিএম্বার্স হবে?
> > >
> > >
> > > ধন্যবাদ
> > >
> > > অনন্যা
> > >
> > >
> > >
> > >
> > >
> > > অনন্যা,
> > >
> > > কালিন্দী খাল প্রকল্পে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য ধন্যবাদ। তোমার
> > > বক্তব্য থেকে এই প্রকল্প সম্বন্ধে বেশ কিছু অসঙ্গতি ও প্রশ্ন উঠে আসছে।
> > >
> > > ১) কালিন্দী খাল প্রকল্পে মোট যত জন সদস্যের নাম রয়েছে, তার মধ্যে তোমাকে
> > নিয়ে
> > > মাত্র তিনজন উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখতেন। সেক্ষেত্রে উইকিমিডিয়া
> > > ফাউন্ডেশন এই তিনজনকেই গ্র্যান্ট প্রদান করেছে।[১] গ্র্যাট আবেদনের আগে
> যারা
> > > উইকিমিডিয়ায় কোনদিন অবদান রাখেননি, সেই সমস্ত সদস্যদের স্বাভাবিক কারণেই
> কোন
> > > গ্র্যাণ্ট দেওয়ার কথা নয়।
> > >
> > > গ্র্যাণ্ট আবেদনে বলা হয় যে এই অভিযানে মোট ৬,৬৩৪ ডলার বা ৪,৬৬,৯১৭ টাকা
> খরচ
> > > হবে যার ৩৩% অর্থাৎ ২,৩৩৩ ডলার বা ১,৫৫,৬৩৯ টাকা ফাউণ্ডেশনের কাছে চাওয়া
> হয়।
> > > আমার যতদূর মনে পড়ে, ১০ জন সদস্যের মধ্যে ৩ জন উইকিমিডিয়ান হওয়ায় সেই
> হিসেবে
> > > ৩৩% টাকা চাওয়া হয়েছিল। সেই হিসেবে প্রতি উইকিমিডিয়ান পিছু ফাউন্ডেশন
> ৫১,৮৮০
> > > টাকা ধার্য করে। অর্থাৎ তোমার জন্যও ৫১,৮৮০ টাকা ধার্য করা হয়।[২] তা
> > সত্ত্বেও
> > > তুমি নিজের পকেট থেকে ২৫,০০০ টাকা দিয়েছ।
> > >
> > > প্রশ্ন হল, যখন ফাউন্ডেশন এই টাকা পাঠিয়ে দেয়, তুমি কি তোমার নামে ধার্য
> > টাকা
> > > পেয়েছ? যদি না পেয়ে থাক, তবে তুমি কি ফাউন্ডেশনকে বা কমিউনিটিকে তা
> জানিয়েছ?
> > >
> > > ২) আমি যতদূর জানি ফাউন্ডেশন যাঁদেরকে অর্থ সাহায্য করেছিল সেই তিনজন
> > > উইকিমিডিয়ান সদস্যই বিভিন্ন কারণেই হোক, কালিন্দী খাল ট্রেক সম্পন্ন করতে
> > > পারেননি। প্রথম কয়েকদিনের মধ্যেই সকলেই মাঝ পথ থেকে ফিরে আসেন। সেই
> ক্ষেত্রে
> > > ফাউন্ডেশনকে প্রকল্প অসমাপ্ত রাখার কারণ সম্বন্ধে রিপোর্ট দিয়ে প্রকল্পের
> > জন্য
> > > ধার্য টাকা ফেরত দিয়ে দেওয়া নৈতিক দায়ত্বের মধ্যে পড়ে। প্রায় এক বছর আগে
> এই
> > > প্রকল্প হলেও এই প্রকল্প যে অসমাপ্ত ছিল, তা জানিয়ে কোন রিপোর্ট দেওয়া
> হয়নি,
> > > এবং যতদূর সম্ভব কোন টাকাও ফেরত দেওয়া হয়নি। তুমি যে রিপোর্ট লিখেছ, সেটি
> > > গ্র্যাণ্ট রিপোর্ট নয়, সেটিকে ভ্রমণ অভিজ্ঞতা বলা যেতে পারে, তাই সেটি
> > গ্রাহ্য
> > > নয়।
> > >
> > > প্রশ্ন হল, সেই টাকা কি কাজে ব্যবহৃত হচ্ছে এবং কবে ফেরত দেওয়া হবে? সঠিক
> > > রিপোর্ট কবে জমা পড়বে?
> > >
> > > অবগতির জন্য জানাই, রিপোর্ট জমা না পড়লে বা  টাকা ফাউন্ডেশনকে ফেরত না
> দিলে
> > বা
> > > সেটি ফাউন্ডেশনকে না জানিয়ে অন্য কাজে ব্যবহার ক

Re: [Wikimedia-in-WB] কালিন্দী খাল সংক্রান্ত

2016-09-25 Thread Kalyan Sarkar
Have set you up for digest. Revert back in case its not working.

2016-09-24 23:32 GMT+05:30 Leothelion :

> Is there any way I can receive a weekly digest rather than these
> individual emails?
>
> Thanks
> > On 24-Sep-2016, at 2:00 PM, Ananya Mondal 
> wrote:
> >
> > বোধিসত্ত্ব দাদার প্রশ্নের উত্তরে বলি, উইকিপিডিয়া ট্রেক কালিন্দী খাল ২০১৫
> তে
> > আমায় দু-তিন খেপে মোট যে ২৫০০০ টাকা দিতে হয়েছিল, তার কোনোরকম
> রিএম্বার্সমেন্ট
> > আমি পাইনি এবং উইকিমিডিয়া প্রদত্ত গ্রান্টটিতে আমার খরচ বাবদ যে ৫১,৮৮০ টাকা
> > মঞ্জুর হয়েছিল সেটা বর্তমানে জানতে পেরে আমি স্তম্ভিত। সেই সময় একান্তই নতুন
> > এবং নভীশ হওয়ায় আমার দুই সিনিয়ার মেন্টর দাদার কথাই আমার কাছে বেদবাক্য ছিল
> > খুব স্বাভাবিক ভাবেই। আমাকে জানানো হয়েছিল গ্রান্ট প্রাপ্ত অর্থ কালিন্দী
> খাল
> > ট্রেক এবং সেই সংক্রান্ত আরো প্রচুর অ্যাক্টিভিটিতে খরচ করা হবে; আমি ২৫০০০
> > টাকা দিলে আমার বাকী খরচ ওই গ্রান্ট প্রাপ্ত অর্থ থেকে দেওয়া হবে।
> >
> >
> > সেই মতো আমি ২৫০০০টাকা দিই এবং পরে যখন জিঞাসা করি যে আমার আর কোনো খরচ
> লাগবে
> > কিনা সুজয় এবং শান্তনু দাদারা জানায় যে আর খরচ বাবদ টাকা লাগবে না, বাকীটা
> > গ্রান্ট থেকে দিয়ে দেওয়া হয়েছে। এমতবস্তায়, পুরো ব্যাপারেই তো আমায় অন্ধকারে
> > রাখা হয়েছিল, দুই দাদা আমাকে যা বুঝিয়েছে, আমি সেটাই সত্য মেনে এবং জেনে
> পুরো
> > ২৫০০০ টাকা ওদের হাতে তুলে দিয়েছি।
> >
> >
> > আমার নামে ৫১,৮৮০ টাকার গ্রান্ট, আমার দেওয়া ২৫০০০ টাকা এর রিএম্বার্সমেন্ট
> > হবে এসব কিছুই আমি জানতাম না- তাই সেইজন্য এসব বিষয়ে Community page এ আমার
> > কিছু লেখার প্রশ্নই আসছে না। জয়ন্ত দাদা এবং বোধিসত্ত্ব দাদা Mailing List এ
> > এই বিষয়টি উত্থাপন করে তথ্য জানানোয়, ব্যাপারটা পরিস্কার হল, নচেৎ আজকেও আমি
> > এই বিষয়ে অন্ধকারে থাকতাম। আমি আজ সত্যই মর্মাহত এবং স্তম্ভিত, আমি ভাবতেই
> > পারছিনা যে উইকির জগতে আমার পদার্পন এর প্রথম লগ্নেই দুই সিনিয়র মেন্টর আমার
> > সাথে এমন কাজ করল।
> >
> >
> >
> > এখন আমার কতকগুলি সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে-
> >
> >
> > ১। উইকি মেন্টরদের কাজ নতুন আগতদের উইকি জগত এবং তার বিভিন্ন কার্যকারী
> > দিকগুলি ভালো করে বুঝিয়ে দিয়ে তাকে Motivate করা। এক্ষেত্রে আমার দুই মেন্টর
> > সুজয় এবং শান্তনু দাদা আমায় কোনদিকে এগোতে অথবা কোন লক্ষ্যে Motivate করতে
> > চেয়েছেন ?
> >
> >
> > ২। মেন্টরদের প্রতি যে বিশবাস এবং আস্থা থেকে নতুন উইকিপিডিয়ানদের- যে
> বিশবাস
> > এবং আস্থাকে পাথেয় করে তারা এগোতে চায়; এই দুই দাদাদের মত মেন্টরদের আমার
> সাথে
> > এহেন আচরনের পর নতুনদের সেই বিশবাস এবং আস্থা ধাক্কা খাবে নাতো ?
> >
> >
> > ৩। ৫১,৮৮০ টাকা গ্রান্ট আমার নামে মঞ্জুর করানোর পরও ২৫০০০ টাকা যে আমার
> থেকে
> > নেওয়া হল- সেটা কোথায় গেল? কলকাতা থেকে বাসুকিতাল অবধি গিয়ে আমি, শান্তনু
> > দাদা, দিব্যেন্দু দাদা এবং প্রসেনজিত দাদা ফিরে আসি, সুজয় দাদা আরও আগে
> > ভুজবাসা থেকে ফিরে আসে। আমার বাসুকিতাল অবধি খরচ বাবদ তবে কি ৭৬৮৮০ টাকা
> > লেগেছিল ? এটা কি বিশ্বাসযোগ্য ?
> >
> > ৪। আমার দেওয়া ২৫০০০ টাকা নিয়মানুসারে কবে রিএম্বার্স হবে?
> >
> >
> > ধন্যবাদ
> >
> > অনন্যা
> >
> >
> >
> >
> >
> > অনন্যা,
> >
> > কালিন্দী খাল প্রকল্পে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য ধন্যবাদ। তোমার
> > বক্তব্য থেকে এই প্রকল্প সম্বন্ধে বেশ কিছু অসঙ্গতি ও প্রশ্ন উঠে আসছে।
> >
> > ১) কালিন্দী খাল প্রকল্পে মোট যত জন সদস্যের নাম রয়েছে, তার মধ্যে তোমাকে
> নিয়ে
> > মাত্র তিনজন উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখতেন। সেক্ষেত্রে উইকিমিডিয়া
> > ফাউন্ডেশন এই তিনজনকেই গ্র্যান্ট প্রদান করেছে।[১] গ্র্যাট আবেদনের আগে যারা
> > উইকিমিডিয়ায় কোনদিন অবদান রাখেননি, সেই সমস্ত সদস্যদের স্বাভাবিক কারণেই কোন
> > গ্র্যাণ্ট দেওয়ার কথা নয়।
> >
> > গ্র্যাণ্ট আবেদনে বলা হয় যে এই অভিযানে মোট ৬,৬৩৪ ডলার বা ৪,৬৬,৯১৭ টাকা খরচ
> > হবে যার ৩৩% অর্থাৎ ২,৩৩৩ ডলার বা ১,৫৫,৬৩৯ টাকা ফাউণ্ডেশনের কাছে চাওয়া হয়।
> > আমার যতদূর মনে পড়ে, ১০ জন সদস্যের মধ্যে ৩ জন উইকিমিডিয়ান হওয়ায় সেই হিসেবে
> > ৩৩% টাকা চাওয়া হয়েছিল। সেই হিসেবে প্রতি উইকিমিডিয়ান পিছু ফাউন্ডেশন ৫১,৮৮০
> > টাকা ধার্য করে। অর্থাৎ তোমার জন্যও ৫১,৮৮০ টাকা ধার্য করা হয়।[২] তা
> সত্ত্বেও
> > তুমি নিজের পকেট থেকে ২৫,০০০ টাকা দিয়েছ।
> >
> > প্রশ্ন হল, যখন ফাউন্ডেশন এই টাকা পাঠিয়ে দেয়, তুমি কি তোমার নামে ধার্য
> টাকা
> > পেয়েছ? যদি না পেয়ে থাক, তবে তুমি কি ফাউন্ডেশনকে বা কমিউনিটিকে তা জানিয়েছ?
> >
> > ২) আমি যতদূর জানি ফাউন্ডেশন যাঁদেরকে অর্থ সাহায্য করেছিল সেই তিনজন
> > উইকিমিডিয়ান সদস্যই বিভিন্ন কারণেই হোক, কালিন্দী খাল ট্রেক সম্পন্ন করতে
> > পারেননি। প্রথম কয়েকদিনের মধ্যেই সকলেই মাঝ পথ থেকে ফিরে আসেন। সেই ক্ষেত্রে
> > ফাউন্ডেশনকে প্রকল্প অসমাপ্ত রাখার কারণ সম্বন্ধে রিপোর্ট দিয়ে প্রকল্পের
> জন্য
> > ধার্য টাকা ফেরত দিয়ে দেওয়া নৈতিক দায়ত্বের মধ্যে পড়ে। প্রায় এক বছর আগে এই
> > প্রকল্প হলেও এই প্রকল্প যে অসমাপ্ত ছিল, তা জানিয়ে কোন রিপোর্ট দেওয়া হয়নি,
> > এবং যতদূর সম্ভব কোন টাকাও ফেরত দেওয়া হয়নি। তুমি যে রিপোর্ট লিখেছ, সেটি
> > গ্র্যাণ্ট রিপোর্ট নয়, সেটিকে ভ্রমণ অভিজ্ঞতা বলা যেতে পারে, তাই সেটি
> গ্রাহ্য
> > নয়।
> >
> > প্রশ্ন হল, সেই টাকা কি কাজে ব্যবহৃত হচ্ছে এবং কবে ফেরত দেওয়া হবে? সঠিক
> > রিপোর্ট কবে জমা পড়বে?
> >
> > অবগতির জন্য জানাই, রিপোর্ট জমা না পড়লে বা  টাকা ফাউন্ডেশনকে ফেরত না দিলে
> বা
> > সেটি ফাউন্ডেশনকে না জানিয়ে অন্য কাজে ব্যবহার করলে সেই উইকিমিডিয়ানদের
> > ভবিষ্যতে ফাউন্ডেশন কোন প্রকল্পের জন্যই কোন ধরণের গ্রান্ট দেয় না। এবং
> > কমিউনিটির থেকে কোন প্রকল্পেই সমর্থন পাওয়াও তখন দুষ্কর হয়ে পড়ে, কারণ
> > কমিউনিটির কাছে সেই উইকিমিডিয়ানদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়।
> >
> > আবারও বলছি, যদিও

Re: [Wikimedia-in-WB] কালিন্দী খাল সংক্রান্ত

2016-09-24 Thread Leothelion
Is there any way I can receive a weekly digest rather than these individual 
emails?

Thanks
> On 24-Sep-2016, at 2:00 PM, Ananya Mondal  
> wrote:
> 
> বোধিসত্ত্ব দাদার প্রশ্নের উত্তরে বলি, উইকিপিডিয়া ট্রেক কালিন্দী খাল ২০১৫ তে
> আমায় দু-তিন খেপে মোট যে ২৫০০০ টাকা দিতে হয়েছিল, তার কোনোরকম রিএম্বার্সমেন্ট
> আমি পাইনি এবং উইকিমিডিয়া প্রদত্ত গ্রান্টটিতে আমার খরচ বাবদ যে ৫১,৮৮০ টাকা
> মঞ্জুর হয়েছিল সেটা বর্তমানে জানতে পেরে আমি স্তম্ভিত। সেই সময় একান্তই নতুন
> এবং নভীশ হওয়ায় আমার দুই সিনিয়ার মেন্টর দাদার কথাই আমার কাছে বেদবাক্য ছিল
> খুব স্বাভাবিক ভাবেই। আমাকে জানানো হয়েছিল গ্রান্ট প্রাপ্ত অর্থ কালিন্দী খাল
> ট্রেক এবং সেই সংক্রান্ত আরো প্রচুর অ্যাক্টিভিটিতে খরচ করা হবে; আমি ২৫০০০
> টাকা দিলে আমার বাকী খরচ ওই গ্রান্ট প্রাপ্ত অর্থ থেকে দেওয়া হবে।
> 
> 
> সেই মতো আমি ২৫০০০টাকা দিই এবং পরে যখন জিঞাসা করি যে আমার আর কোনো খরচ লাগবে
> কিনা সুজয় এবং শান্তনু দাদারা জানায় যে আর খরচ বাবদ টাকা লাগবে না, বাকীটা
> গ্রান্ট থেকে দিয়ে দেওয়া হয়েছে। এমতবস্তায়, পুরো ব্যাপারেই তো আমায় অন্ধকারে
> রাখা হয়েছিল, দুই দাদা আমাকে যা বুঝিয়েছে, আমি সেটাই সত্য মেনে এবং জেনে পুরো
> ২৫০০০ টাকা ওদের হাতে তুলে দিয়েছি।
> 
> 
> আমার নামে ৫১,৮৮০ টাকার গ্রান্ট, আমার দেওয়া ২৫০০০ টাকা এর রিএম্বার্সমেন্ট
> হবে এসব কিছুই আমি জানতাম না- তাই সেইজন্য এসব বিষয়ে Community page এ আমার
> কিছু লেখার প্রশ্নই আসছে না। জয়ন্ত দাদা এবং বোধিসত্ত্ব দাদা Mailing List এ
> এই বিষয়টি উত্থাপন করে তথ্য জানানোয়, ব্যাপারটা পরিস্কার হল, নচেৎ আজকেও আমি
> এই বিষয়ে অন্ধকারে থাকতাম। আমি আজ সত্যই মর্মাহত এবং স্তম্ভিত, আমি ভাবতেই
> পারছিনা যে উইকির জগতে আমার পদার্পন এর প্রথম লগ্নেই দুই সিনিয়র মেন্টর আমার
> সাথে এমন কাজ করল।
> 
> 
> 
> এখন আমার কতকগুলি সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে-
> 
> 
> ১। উইকি মেন্টরদের কাজ নতুন আগতদের উইকি জগত এবং তার বিভিন্ন কার্যকারী
> দিকগুলি ভালো করে বুঝিয়ে দিয়ে তাকে Motivate করা। এক্ষেত্রে আমার দুই মেন্টর
> সুজয় এবং শান্তনু দাদা আমায় কোনদিকে এগোতে অথবা কোন লক্ষ্যে Motivate করতে
> চেয়েছেন ?
> 
> 
> ২। মেন্টরদের প্রতি যে বিশবাস এবং আস্থা থেকে নতুন উইকিপিডিয়ানদের- যে বিশবাস
> এবং আস্থাকে পাথেয় করে তারা এগোতে চায়; এই দুই দাদাদের মত মেন্টরদের আমার সাথে
> এহেন আচরনের পর নতুনদের সেই বিশবাস এবং আস্থা ধাক্কা খাবে নাতো ?
> 
> 
> ৩। ৫১,৮৮০ টাকা গ্রান্ট আমার নামে মঞ্জুর করানোর পরও ২৫০০০ টাকা যে আমার থেকে
> নেওয়া হল- সেটা কোথায় গেল? কলকাতা থেকে বাসুকিতাল অবধি গিয়ে আমি, শান্তনু
> দাদা, দিব্যেন্দু দাদা এবং প্রসেনজিত দাদা ফিরে আসি, সুজয় দাদা আরও আগে
> ভুজবাসা থেকে ফিরে আসে। আমার বাসুকিতাল অবধি খরচ বাবদ তবে কি ৭৬৮৮০ টাকা
> লেগেছিল ? এটা কি বিশ্বাসযোগ্য ?
> 
> ৪। আমার দেওয়া ২৫০০০ টাকা নিয়মানুসারে কবে রিএম্বার্স হবে?
> 
> 
> ধন্যবাদ
> 
> অনন্যা
> 
> 
> 
> 
> 
> অনন্যা,
> 
> কালিন্দী খাল প্রকল্পে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য ধন্যবাদ। তোমার
> বক্তব্য থেকে এই প্রকল্প সম্বন্ধে বেশ কিছু অসঙ্গতি ও প্রশ্ন উঠে আসছে।
> 
> ১) কালিন্দী খাল প্রকল্পে মোট যত জন সদস্যের নাম রয়েছে, তার মধ্যে তোমাকে নিয়ে
> মাত্র তিনজন উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখতেন। সেক্ষেত্রে উইকিমিডিয়া
> ফাউন্ডেশন এই তিনজনকেই গ্র্যান্ট প্রদান করেছে।[১] গ্র্যাট আবেদনের আগে যারা
> উইকিমিডিয়ায় কোনদিন অবদান রাখেননি, সেই সমস্ত সদস্যদের স্বাভাবিক কারণেই কোন
> গ্র্যাণ্ট দেওয়ার কথা নয়।
> 
> গ্র্যাণ্ট আবেদনে বলা হয় যে এই অভিযানে মোট ৬,৬৩৪ ডলার বা ৪,৬৬,৯১৭ টাকা খরচ
> হবে যার ৩৩% অর্থাৎ ২,৩৩৩ ডলার বা ১,৫৫,৬৩৯ টাকা ফাউণ্ডেশনের কাছে চাওয়া হয়।
> আমার যতদূর মনে পড়ে, ১০ জন সদস্যের মধ্যে ৩ জন উইকিমিডিয়ান হওয়ায় সেই হিসেবে
> ৩৩% টাকা চাওয়া হয়েছিল। সেই হিসেবে প্রতি উইকিমিডিয়ান পিছু ফাউন্ডেশন ৫১,৮৮০
> টাকা ধার্য করে। অর্থাৎ তোমার জন্যও ৫১,৮৮০ টাকা ধার্য করা হয়।[২] তা সত্ত্বেও
> তুমি নিজের পকেট থেকে ২৫,০০০ টাকা দিয়েছ।
> 
> প্রশ্ন হল, যখন ফাউন্ডেশন এই টাকা পাঠিয়ে দেয়, তুমি কি তোমার নামে ধার্য টাকা
> পেয়েছ? যদি না পেয়ে থাক, তবে তুমি কি ফাউন্ডেশনকে বা কমিউনিটিকে তা জানিয়েছ?
> 
> ২) আমি যতদূর জানি ফাউন্ডেশন যাঁদেরকে অর্থ সাহায্য করেছিল সেই তিনজন
> উইকিমিডিয়ান সদস্যই বিভিন্ন কারণেই হোক, কালিন্দী খাল ট্রেক সম্পন্ন করতে
> পারেননি। প্রথম কয়েকদিনের মধ্যেই সকলেই মাঝ পথ থেকে ফিরে আসেন। সেই ক্ষেত্রে
> ফাউন্ডেশনকে প্রকল্প অসমাপ্ত রাখার কারণ সম্বন্ধে রিপোর্ট দিয়ে প্রকল্পের জন্য
> ধার্য টাকা ফেরত দিয়ে দেওয়া নৈতিক দায়ত্বের মধ্যে পড়ে। প্রায় এক বছর আগে এই
> প্রকল্প হলেও এই প্রকল্প যে অসমাপ্ত ছিল, তা জানিয়ে কোন রিপোর্ট দেওয়া হয়নি,
> এবং যতদূর সম্ভব কোন টাকাও ফেরত দেওয়া হয়নি। তুমি যে রিপোর্ট লিখেছ, সেটি
> গ্র্যাণ্ট রিপোর্ট নয়, সেটিকে ভ্রমণ অভিজ্ঞতা বলা যেতে পারে, তাই সেটি গ্রাহ্য
> নয়।
> 
> প্রশ্ন হল, সেই টাকা কি কাজে ব্যবহৃত হচ্ছে এবং কবে ফেরত দেওয়া হবে? সঠিক
> রিপোর্ট কবে জমা পড়বে?
> 
> অবগতির জন্য জানাই, রিপোর্ট জমা না পড়লে বা  টাকা ফাউন্ডেশনকে ফেরত না দিলে বা
> সেটি ফাউন্ডেশনকে না জানিয়ে অন্য কাজে ব্যবহার করলে সেই উইকিমিডিয়ানদের
> ভবিষ্যতে ফাউন্ডেশন কোন প্রকল্পের জন্যই কোন ধরণের গ্রান্ট দেয় না। এবং
> কমিউনিটির থেকে কোন প্রকল্পেই সমর্থন পাওয়াও তখন দুষ্কর হয়ে পড়ে, কারণ
> কমিউনিটির কাছে সেই উইকিমিডিয়ানদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়।
> 
> আবারও বলছি, যদিও এটি ছিল ব্যক্তিগত প্রকল্প এবং বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়
> এই প্রকল্পের সঙ্গে কোনভাবেই যুক্ত ছিল না বা দায়বদ্ধ নয়, তবুও স্থানীয় ও
> জাতীয় স্তরে বিভিন্ন আলোচনায় পশ্চিমবঙ্গের অন্যান্য উইকিমিডিয়ানদের এই প্রকল্প
> সম্বন্ধে অনেক অপ্রীতিকর আরোপ ও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যার কোন সঠিক
> উত্তর ছিল না বললেই চলে। এক

Re: [Wikimedia-in-WB] কালিন্দী খাল সংক্রান্ত

2016-09-16 Thread Bodhisattwa Mandal
অনন্যা,

কালিন্দী খাল প্রকল্পে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য ধন্যবাদ। তোমার
বক্তব্য থেকে এই প্রকল্প সম্বন্ধে বেশ কিছু অসঙ্গতি ও প্রশ্ন উঠে আসছে।

১) কালিন্দী খাল প্রকল্পে মোট যত জন সদস্যের নাম রয়েছে, তার মধ্যে তোমাকে নিয়ে
মাত্র তিনজন উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখতেন। সেক্ষেত্রে উইকিমিডিয়া
ফাউন্ডেশন এই তিনজনকেই গ্র্যান্ট প্রদান করেছে।[১] গ্র্যাট আবেদনের আগে যারা
উইকিমিডিয়ায় কোনদিন অবদান রাখেননি, সেই সমস্ত সদস্যদের স্বাভাবিক কারণেই কোন
গ্র্যাণ্ট দেওয়ার কথা নয়।

গ্র্যাণ্ট আবেদনে বলা হয় যে এই অভিযানে মোট ৬,৬৩৪ ডলার বা ৪,৬৬,৯১৭ টাকা খরচ
হবে যার ৩৩% অর্থাৎ ২,৩৩৩ ডলার বা ১,৫৫,৬৩৯ টাকা ফাউণ্ডেশনের কাছে চাওয়া হয়।
আমার যতদূর মনে পড়ে, ১০ জন সদস্যের মধ্যে ৩ জন উইকিমিডিয়ান হওয়ায় সেই হিসেবে
৩৩% টাকা চাওয়া হয়েছিল। সেই হিসেবে প্রতি উইকিমিডিয়ান পিছু ফাউন্ডেশন ৫১,৮৮০
টাকা ধার্য করে। অর্থাৎ তোমার জন্যও ৫১,৮৮০ টাকা ধার্য করা হয়।[২] তা সত্ত্বেও
তুমি নিজের পকেট থেকে ২৫,০০০ টাকা দিয়েছ।

প্রশ্ন হল, যখন ফাউন্ডেশন এই টাকা পাঠিয়ে দেয়, তুমি কি তোমার নামে ধার্য টাকা
পেয়েছ? যদি না পেয়ে থাক, তবে তুমি কি ফাউন্ডেশনকে বা কমিউনিটিকে তা জানিয়েছ?

২) আমি যতদূর জানি ফাউন্ডেশন যাঁদেরকে অর্থ সাহায্য করেছিল সেই তিনজন
উইকিমিডিয়ান সদস্যই বিভিন্ন কারণেই হোক, কালিন্দী খাল ট্রেক সম্পন্ন করতে
পারেননি। প্রথম কয়েকদিনের মধ্যেই সকলেই মাঝ পথ থেকে ফিরে আসেন। সেই ক্ষেত্রে
ফাউন্ডেশনকে প্রকল্প অসমাপ্ত রাখার কারণ সম্বন্ধে রিপোর্ট দিয়ে প্রকল্পের জন্য
ধার্য টাকা ফেরত দিয়ে দেওয়া নৈতিক দায়ত্বের মধ্যে পড়ে। প্রায় এক বছর আগে এই
প্রকল্প হলেও এই প্রকল্প যে অসমাপ্ত ছিল, তা জানিয়ে কোন রিপোর্ট দেওয়া হয়নি,
এবং যতদূর সম্ভব কোন টাকাও ফেরত দেওয়া হয়নি। তুমি যে রিপোর্ট লিখেছ, সেটি
গ্র্যাণ্ট রিপোর্ট নয়, সেটিকে ভ্রমণ অভিজ্ঞতা বলা যেতে পারে, তাই সেটি গ্রাহ্য
নয়।

প্রশ্ন হল, সেই টাকা কি কাজে ব্যবহৃত হচ্ছে এবং কবে ফেরত দেওয়া হবে? সঠিক
রিপোর্ট কবে জমা পড়বে?

অবগতির জন্য জানাই, রিপোর্ট জমা না পড়লে বা  টাকা ফাউন্ডেশনকে ফেরত না দিলে বা
সেটি ফাউন্ডেশনকে না জানিয়ে অন্য কাজে ব্যবহার করলে সেই উইকিমিডিয়ানদের
ভবিষ্যতে ফাউন্ডেশন কোন প্রকল্পের জন্যই কোন ধরণের গ্রান্ট দেয় না। এবং
কমিউনিটির থেকে কোন প্রকল্পেই সমর্থন পাওয়াও তখন দুষ্কর হয়ে পড়ে, কারণ
কমিউনিটির কাছে সেই উইকিমিডিয়ানদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়।

আবারও বলছি, যদিও এটি ছিল ব্যক্তিগত প্রকল্প এবং বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়
এই প্রকল্পের সঙ্গে কোনভাবেই যুক্ত ছিল না বা দায়বদ্ধ নয়, তবুও স্থানীয় ও
জাতীয় স্তরে বিভিন্ন আলোচনায় পশ্চিমবঙ্গের অন্যান্য উইকিমিডিয়ানদের এই প্রকল্প
সম্বন্ধে অনেক অপ্রীতিকর আরোপ ও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যার কোন সঠিক
উত্তর ছিল না বললেই চলে। একথা পরিষ্কার এই প্রকল্পের স্বচ্ছতা সম্বন্ধে অনেকেই
সন্দিহান।

আশা করি সকল অসঙ্গতি দূর হবে ও ব্যাপারটি দ্রুত মিটবে।

[১]
https://meta.wikimedia.org/wiki/Grants:PEG/Sujay25/Wikipedia_Treks_Kalindi_Khal#Core_Team
[২]
https://meta.wikimedia.org/wiki/Grants:PEG/Sujay25/Wikipedia_Treks_Kalindi_Khal#Budget

বোধিসত্ত্ব

On Sep 16, 2016 5:12 PM, "Ananya Mondal" 
wrote:

> সুধী,
>
>
> কালিন্দী খাল প্রকল্প বিষয়ক জয়ন্ত দাদা এবং বোধিসত্ত্ব দাদার তোলা যুক্তিযুক্ত
> প্রশ্নগুলি দেখে এই বিষয়ে কিছু কথা জানানোর আশু প্রয়োজন মনে হল। শান্তনু দাদা
> আমাকে প্রথম উইকিপিডিয়া পরিবারের সংস্পর্শে নিয়ে আসেন। শান্তনু দাদা আমাকে
> কালিন্দী খাল নিয়ে যাওয়ার কথা জানান, তখন আমি উইকিপিডিয়াতে নতুন। উইকি
> প্রকল্পের বিষয়ে, প্রকল্পের গঠনগত ধাঁচ ইত্যাদি বিভিন্ন খুটিনাটি বিষয়ে সেই
> সময় কোনরকম সমক্ষ ধারনাই ছিলনা । শুধু জানতাম উইকিপিডিয়ার কালিন্দী খাল
> প্রকল্পে যাব শান্তনু দাদা এবং সুজয় দাদা র সংগে। মাউন্টেনিয়ারিং ক্লাবের
> সদস্য
> -তাই পাহাড়ে যাওয়ার কথা শুনে স্বভাবতই রাজী হয়ে যাই।
>
>
> এরপর কালিন্দী খাল অভিযানের দিন এগিয়ে আসে এবং এর মাঝেই দলের অন্য সদস্যদের
> সাথে পরিচয় হয়। প্রাথমিক ভাবে জানতাম যে কালিন্দী খাল যাওয়ার জন্য আমার ৩০,০০০
> টাকা খরচা হবে। যাওয়ার কিছুদিন আগে শান্তনু দাদার কাছে প্রথম উইকিপিডিয়ার
> গ্রান্ট এর কথা জানতে পারি এবং সে আমাকে জানায় এই প্রকল্প খরচ বাবদ উইকি
> ফাউন্ডেশন ১,৫০,০০০ টাকা আর্থিক অনুদান দেবে এবং সেটা হাতে আসতে সময় লাগবে,
> তাই
> সেই মুহুর্তে নিজ খরচ আমাকে বহন করতে হবে। কলকাতায় এবং উত্তরকাশীতে আমি ভাগে
> ভাগে মোট ২৫,০০০ টাকা দিই। সেই সময় উইকিপিডিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমার
> নিজস্ব কোনো পরিস্কার ধারনা ছিল না, ফলতঃ আমার দুই মেন্টর শান্তনু দাদা এবং
> সুজয় দাদা যেরকম বলতেন সেই ধারনা এবং নির্দেশ মেনে চলতাম। যাওয়ার আগে আমাকে ওই
> অঞ্চলে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির তালিকা বানাতে বলা হয়েছিল যেগুলি ডকুমেন্টেশন
> করা হবে, আমি শান্তনু দাদার সাথে ভেরুকা মাউন্টেনিয়ারিং ক্লাব এর লাইবেরিতে
> গিয়ে তথ্য সংগ্রহ করি এবং আমার পরিচিত তাপস কংসবনিক ( ভেরুকা মাউন্টেনিয়ারিং
> ক্লাব এর সম্পাদক ) এই বিষয়ে আমাকে সাহায্য করেন। তারপর একটি তালিকা প্রস্তুত
> করে দিই।
>
>
> অভিযান শেষ হওয়ার পর আমাকে রিপোর্ট লিখতে বলা হয়। আমি সেইমত বাসুকিতাল অর্থাৎ
> আমি যতটা গেছি যেই পর্যন্ত লেখা লিখে দেই এবং ছবি আপলোড করি। আমার রিপোর্ট
> সম্বন্ধে ধারনা পরিস্কার নয় বলে,বর্ননামূলক লেখা লিখি এবং যা যা দেখেছি তাই
> রিপোর্টে লিখি। পরবর্তীকালে তালিকাভুক্ত প্রজাতি থেকে কিছু আর্টিকেল লিখি।
> আমার খরচের বিষয়ে জানতে চাইলে চন্দ দাদা রা বলেন, আমাকে আর কোনো টাকা দিতে হবে
> না।
>
>
> এই অভিযান এ, আমি ২৫,০০০ টাকা দিয়েছিলাম এবং বাকী টাকাটা উইকিপিডিয়া
> গ্রান্টের আওতায় পড়ে যাওয়াতে আমাকে আর কিছু টাকা দিতে হয় নি।
>
> লিঙ্ক গুলি হল
> ১।
> https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Treks_Kalindi_Khal
> /Proposed_Content_development
> ২। https://meta.wikimed