Is there any way I can receive a weekly digest rather than these individual 
emails?

Thanks
> On 24-Sep-2016, at 2:00 PM, Ananya Mondal <ananyanutrition...@gmail.com> 
> wrote:
> 
> বোধিসত্ত্ব দাদার প্রশ্নের উত্তরে বলি, উইকিপিডিয়া ট্রেক কালিন্দী খাল ২০১৫ তে
> আমায় দু-তিন খেপে মোট যে ২৫০০০ টাকা দিতে হয়েছিল, তার কোনোরকম রিএম্বার্সমেন্ট
> আমি পাইনি এবং উইকিমিডিয়া প্রদত্ত গ্রান্টটিতে আমার খরচ বাবদ যে ৫১,৮৮০ টাকা
> মঞ্জুর হয়েছিল সেটা বর্তমানে জানতে পেরে আমি স্তম্ভিত। সেই সময় একান্তই নতুন
> এবং নভীশ হওয়ায় আমার দুই সিনিয়ার মেন্টর দাদার কথাই আমার কাছে বেদবাক্য ছিল
> খুব স্বাভাবিক ভাবেই। আমাকে জানানো হয়েছিল গ্রান্ট প্রাপ্ত অর্থ কালিন্দী খাল
> ট্রেক এবং সেই সংক্রান্ত আরো প্রচুর অ্যাক্টিভিটিতে খরচ করা হবে; আমি ২৫০০০
> টাকা দিলে আমার বাকী খরচ ওই গ্রান্ট প্রাপ্ত অর্থ থেকে দেওয়া হবে।
> 
> 
> সেই মতো আমি ২৫০০০টাকা দিই এবং পরে যখন জিঞাসা করি যে আমার আর কোনো খরচ লাগবে
> কিনা সুজয় এবং শান্তনু দাদারা জানায় যে আর খরচ বাবদ টাকা লাগবে না, বাকীটা
> গ্রান্ট থেকে দিয়ে দেওয়া হয়েছে। এমতবস্তায়, পুরো ব্যাপারেই তো আমায় অন্ধকারে
> রাখা হয়েছিল, দুই দাদা আমাকে যা বুঝিয়েছে, আমি সেটাই সত্য মেনে এবং জেনে পুরো
> ২৫০০০ টাকা ওদের হাতে তুলে দিয়েছি।
> 
> 
> আমার নামে ৫১,৮৮০ টাকার গ্রান্ট, আমার দেওয়া ২৫০০০ টাকা এর রিএম্বার্সমেন্ট
> হবে এসব কিছুই আমি জানতাম না- তাই সেইজন্য এসব বিষয়ে Community page এ আমার
> কিছু লেখার প্রশ্নই আসছে না। জয়ন্ত দাদা এবং বোধিসত্ত্ব দাদা Mailing List এ
> এই বিষয়টি উত্থাপন করে তথ্য জানানোয়, ব্যাপারটা পরিস্কার হল, নচেৎ আজকেও আমি
> এই বিষয়ে অন্ধকারে থাকতাম। আমি আজ সত্যই মর্মাহত এবং স্তম্ভিত, আমি ভাবতেই
> পারছিনা যে উইকির জগতে আমার পদার্পন এর প্রথম লগ্নেই দুই সিনিয়র মেন্টর আমার
> সাথে এমন কাজ করল।
> 
> 
> 
> এখন আমার কতকগুলি সুনির্দিষ্ট প্রশ্ন রয়েছে-
> 
> 
> ১। উইকি মেন্টরদের কাজ নতুন আগতদের উইকি জগত এবং তার বিভিন্ন কার্যকারী
> দিকগুলি ভালো করে বুঝিয়ে দিয়ে তাকে Motivate করা। এক্ষেত্রে আমার দুই মেন্টর
> সুজয় এবং শান্তনু দাদা আমায় কোনদিকে এগোতে অথবা কোন লক্ষ্যে Motivate করতে
> চেয়েছেন ?
> 
> 
> ২। মেন্টরদের প্রতি যে বিশবাস এবং আস্থা থেকে নতুন উইকিপিডিয়ানদের- যে বিশবাস
> এবং আস্থাকে পাথেয় করে তারা এগোতে চায়; এই দুই দাদাদের মত মেন্টরদের আমার সাথে
> এহেন আচরনের পর নতুনদের সেই বিশবাস এবং আস্থা ধাক্কা খাবে নাতো ?
> 
> 
> ৩। ৫১,৮৮০ টাকা গ্রান্ট আমার নামে মঞ্জুর করানোর পরও ২৫০০০ টাকা যে আমার থেকে
> নেওয়া হল- সেটা কোথায় গেল? কলকাতা থেকে বাসুকিতাল অবধি গিয়ে আমি, শান্তনু
> দাদা, দিব্যেন্দু দাদা এবং প্রসেনজিত দাদা ফিরে আসি, সুজয় দাদা আরও আগে
> ভুজবাসা থেকে ফিরে আসে। আমার বাসুকিতাল অবধি খরচ বাবদ তবে কি ৭৬৮৮০ টাকা
> লেগেছিল ? এটা কি বিশ্বাসযোগ্য ?
> 
> ৪। আমার দেওয়া ২৫০০০ টাকা নিয়মানুসারে কবে রিএম্বার্স হবে?
> 
> 
> ধন্যবাদ
> 
> অনন্যা
> 
> 
> 
> 
> 
> অনন্যা,
> 
> কালিন্দী খাল প্রকল্পে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য ধন্যবাদ। তোমার
> বক্তব্য থেকে এই প্রকল্প সম্বন্ধে বেশ কিছু অসঙ্গতি ও প্রশ্ন উঠে আসছে।
> 
> ১) কালিন্দী খাল প্রকল্পে মোট যত জন সদস্যের নাম রয়েছে, তার মধ্যে তোমাকে নিয়ে
> মাত্র তিনজন উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখতেন। সেক্ষেত্রে উইকিমিডিয়া
> ফাউন্ডেশন এই তিনজনকেই গ্র্যান্ট প্রদান করেছে।[১] গ্র্যাট আবেদনের আগে যারা
> উইকিমিডিয়ায় কোনদিন অবদান রাখেননি, সেই সমস্ত সদস্যদের স্বাভাবিক কারণেই কোন
> গ্র্যাণ্ট দেওয়ার কথা নয়।
> 
> গ্র্যাণ্ট আবেদনে বলা হয় যে এই অভিযানে মোট ৬,৬৩৪ ডলার বা ৪,৬৬,৯১৭ টাকা খরচ
> হবে যার ৩৩% অর্থাৎ ২,৩৩৩ ডলার বা ১,৫৫,৬৩৯ টাকা ফাউণ্ডেশনের কাছে চাওয়া হয়।
> আমার যতদূর মনে পড়ে, ১০ জন সদস্যের মধ্যে ৩ জন উইকিমিডিয়ান হওয়ায় সেই হিসেবে
> ৩৩% টাকা চাওয়া হয়েছিল। সেই হিসেবে প্রতি উইকিমিডিয়ান পিছু ফাউন্ডেশন ৫১,৮৮০
> টাকা ধার্য করে। অর্থাৎ তোমার জন্যও ৫১,৮৮০ টাকা ধার্য করা হয়।[২] তা সত্ত্বেও
> তুমি নিজের পকেট থেকে ২৫,০০০ টাকা দিয়েছ।
> 
> প্রশ্ন হল, যখন ফাউন্ডেশন এই টাকা পাঠিয়ে দেয়, তুমি কি তোমার নামে ধার্য টাকা
> পেয়েছ? যদি না পেয়ে থাক, তবে তুমি কি ফাউন্ডেশনকে বা কমিউনিটিকে তা জানিয়েছ?
> 
> ২) আমি যতদূর জানি ফাউন্ডেশন যাঁদেরকে অর্থ সাহায্য করেছিল সেই তিনজন
> উইকিমিডিয়ান সদস্যই বিভিন্ন কারণেই হোক, কালিন্দী খাল ট্রেক সম্পন্ন করতে
> পারেননি। প্রথম কয়েকদিনের মধ্যেই সকলেই মাঝ পথ থেকে ফিরে আসেন। সেই ক্ষেত্রে
> ফাউন্ডেশনকে প্রকল্প অসমাপ্ত রাখার কারণ সম্বন্ধে রিপোর্ট দিয়ে প্রকল্পের জন্য
> ধার্য টাকা ফেরত দিয়ে দেওয়া নৈতিক দায়ত্বের মধ্যে পড়ে। প্রায় এক বছর আগে এই
> প্রকল্প হলেও এই প্রকল্প যে অসমাপ্ত ছিল, তা জানিয়ে কোন রিপোর্ট দেওয়া হয়নি,
> এবং যতদূর সম্ভব কোন টাকাও ফেরত দেওয়া হয়নি। তুমি যে রিপোর্ট লিখেছ, সেটি
> গ্র্যাণ্ট রিপোর্ট নয়, সেটিকে ভ্রমণ অভিজ্ঞতা বলা যেতে পারে, তাই সেটি গ্রাহ্য
> নয়।
> 
> প্রশ্ন হল, সেই টাকা কি কাজে ব্যবহৃত হচ্ছে এবং কবে ফেরত দেওয়া হবে? সঠিক
> রিপোর্ট কবে জমা পড়বে?
> 
> অবগতির জন্য জানাই, রিপোর্ট জমা না পড়লে বা  টাকা ফাউন্ডেশনকে ফেরত না দিলে বা
> সেটি ফাউন্ডেশনকে না জানিয়ে অন্য কাজে ব্যবহার করলে সেই উইকিমিডিয়ানদের
> ভবিষ্যতে ফাউন্ডেশন কোন প্রকল্পের জন্যই কোন ধরণের গ্রান্ট দেয় না। এবং
> কমিউনিটির থেকে কোন প্রকল্পেই সমর্থন পাওয়াও তখন দুষ্কর হয়ে পড়ে, কারণ
> কমিউনিটির কাছে সেই উইকিমিডিয়ানদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়।
> 
> আবারও বলছি, যদিও এটি ছিল ব্যক্তিগত প্রকল্প এবং বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়
> এই প্রকল্পের সঙ্গে কোনভাবেই যুক্ত ছিল না বা দায়বদ্ধ নয়, তবুও স্থানীয় ও
> জাতীয় স্তরে বিভিন্ন আলোচনায় পশ্চিমবঙ্গের অন্যান্য উইকিমিডিয়ানদের এই প্রকল্প
> সম্বন্ধে অনেক অপ্রীতিকর আরোপ ও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যার কোন সঠিক
> উত্তর ছিল না বললেই চলে। একথা পরিষ্কার এই প্রকল্পের স্বচ্ছতা সম্বন্ধে অনেকেই
> সন্দিহান।
> 
> আশা করি সকল অসঙ্গতি দূর হবে ও ব্যাপারটি দ্রুত মিটবে।
> 
> [১]
> https://meta.wikimedia.org/wiki/Grants:PEG/Sujay25/Wikipedia
> _Treks_Kalindi_Khal#Core_Team
> [২]
> https://meta.wikimedia.org/wiki/Grants:PEG/Sujay25/Wikipedia
> _Treks_Kalindi_Khal#Budget
> 
> বোধিসত্ত্ব
> 
> 
> সুধী,
> 
> 
> 
>                                    কালিন্দী খাল প্রকল্প বিষয়ক জয়ন্ত দাদা
> এবং বোধিসত্ত্ব দাদার তোলা যুক্তিযুক্ত প্রশ্নগুলি দেখে এই বিষয়ে কিছু কথা
> জানানোর আশু প্রয়োজন মনে হল। শান্তনু দাদা আমাকে প্রথম উইকিপিডিয়া পরিবারের
> সংস্পর্শে নিয়ে আসেন। শান্তনু দাদা আমাকে কালিন্দী খাল নিয়ে যাওয়ার কথা জানান, 
> তখন
> আমি উইকিপিডিয়াতে নতুন। উইকি প্রকল্পের বিষয়ে, প্রকল্পের গঠনগত ধাঁচ ইত্যাদি
> বিভিন্ন খুটিনাটি বিষয়ে সেই সময় কোনরকম সমক্ষ ধারনাই ছিলনা । শুধু জানতাম
> উইকিপিডিয়ার কালিন্দী খাল প্রকল্পে যাব শান্তনু দাদা এবং সুজয় দাদা র
> সংগে। মাউন্টেনিয়ারিং
> ক্লাবের সদস্য-তাই পাহাড়ে যাওয়ার কথা শুনে স্বভাবতই রাজী হয়ে যাই।
> 
> 
> এরপর কালিন্দী খাল অভিযানের দিন এগিয়ে আসে এবং এর মাঝেই দলের অন্য সদস্যদের
> সাথে পরিচয় হয়। প্রাথমিক ভাবে জানতাম যে কালিন্দী খাল যাওয়ার জন্য আমার ৩০,০০০
> টাকা খরচা হবে। যাওয়ার কিছুদিন আগে শান্তনু দাদার কাছে প্রথম উইকিপিডিয়ার
> গ্রান্ট এর কথা জানতে পারি এবং সে আমাকে জানায় এই প্রকল্প খরচ বাবদ উইকি
> ফাউন্ডেশন ১,৫০,০০০ টাকা আর্থিক অনুদান দেবে এবং সেটা হাতে আসতে সময় লাগবে, তাই
> সেই মুহুর্তে নিজ খরচ আমাকে বহন করতে হবে। কলকাতায় এবং উত্তরকাশীতে আমি ভাগে
> ভাগে মোট ২৫,০০০ টাকা দিই। সেই সময় উইকিপিডিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমার
> নিজস্ব কোনো পরিস্কার ধারনা ছিল না, ফলতঃ আমার দুই মেন্টর শান্তনু দাদা এবং
> সুজয় দাদা যেরকম বলতেন সেই ধারনা এবং নির্দেশ মেনে চলতাম। যাওয়ার আগে আমাকে ওই
> অঞ্চলে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির তালিকা বানাতে বলা হয়েছিল যেগুলি ডকুমেন্টেশন
> করা হবে, আমি শান্তনু দাদার সাথে ভেরুকা মাউন্টেনিয়ারিং ক্লাব এর লাইবেরিতে
> গিয়ে তথ্য সংগ্রহ করি এবং আমার পরিচিত তাপস কংসবনিক ( ভেরুকা মাউন্টেনিয়ারিং
> ক্লাব এর সম্পাদক ) এই বিষয়ে আমাকে সাহায্য করেন। তারপর একটি তালিকা প্রস্তুত
> করে দিই।
> 
> 
> অভিযান শেষ হওয়ার পর আমাকে রিপোর্ট লিখতে বলা হয়। আমি সেইমত বাসুকিতাল অর্থাৎ
> আমি যতটা গেছি যেই পর্যন্ত লেখা লিখে দেই এবং ছবি আপলোড করি। আমার রিপোর্ট
> সম্বন্ধে ধারনা পরিস্কার নয় বলে,বর্ননামূলক লেখা লিখি এবং যা যা দেখেছি তাই
> রিপোর্টে লিখি। পরবর্তীকালে তালিকাভুক্ত প্রজাতি থেকে কিছু আর্টিকেল লিখি।
> আমার খরচের বিষয়ে জানতে চাইলে চন্দ দাদা রা বলেন, আমাকে আর কোনো টাকা দিতে হবে
> না।
> 
> 
> এই অভিযান এ, আমি ২৫,০০০ টাকা দিয়েছিলাম এবং বাকী টাকাটা উইকিপিডিয়া
> গ্রান্টের আওতায় পড়ে যাওয়াতে আমাকে আর কিছু টাকা দিতে হয় নি।
> 
> লিঙ্ক গুলি হল
> ১।  https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Treks_Kalindi_Khal/Proposed
> <https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Treks_Kalindi_Khal/Proposed_Content_development>
> ২। https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Treks_Kalindi_Khal/Report
> -- 
> Regards,
> 
> Ananya Mondal M.Sc in Applied Nutrition,CDE,PGDSS
> 
> *Clinical Nutritionist*
> *+91 9674344313*
> -------------- next part --------------
> An HTML attachment was scrubbed...
> URL: 
> <https://lists.wikimedia.org/pipermail/wikimedia-in-wb/attachments/20160924/f78109f9/attachment.html>
> _______________________________________________
> Wikimedia-in-WB mailing list
> Wikimedia-in-WB@lists.wikimedia.org
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-wb

_______________________________________________
Wikimedia-in-WB mailing list
Wikimedia-in-WB@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-wb

Reply via email to