Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread Shabab Mustafa
প্রশ্ন করার পর প্রায় ৪৫ ঘন্টা পেরিয়ে গেলেও উত্তর পাওয়া গেল না। যদিও এরমধ্যে
অনুষ্ঠানের আয়োজকরা লিস্টের অন্যান্য থ্রেডের উত্তর দিয়ে চলেছেন। সম্ভবত আমার
মত আলতু লোকের ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নাই। সে যাইহোক, আমার
অভিমান আমার কাছেই থাকুক।

আমার নিজের স্বভাবগত কিছু বদঅভ্যাস আছে। কোন বিষয়ে খটকা লাগলে বা গড়বড় দেখলে
আত্মসংবরণ করা বা চুপচাপ হজম করা আমার জন্য বেশ কষ্টকর। এই বদঅভ্যাসের কারণে
আমার অজনপ্রিয়তাও কম নয়।

যেহেতু অতিথিদের কোন ছবি অনুষ্ঠানের অ্যালবামে দেখলাম না সেহেতু আমার ধারণা
তাদের কেউই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এরপরও সকালের খবরের সাংবাদিক বাদল খান
লিখেছেন অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে মহাসচিব আশ্বস্ত করছেন যে
দ্বিধান্বিত হবার কোন কারণ নেই। সাংবাদিকগণ উড়ো খবর ছাপাননি। তারা সকাল থেকেই
ঘটনাস্থলে ছিলেন এবং মহাসচিব ও সভাপতির সাথে কথা বলেছেন। এখানে আমার খটকাটা হল
তাহলে অতিথিরা উপস্থিত ছিলেন এই ভুল তথ্যটা বাদল খান কার কাছে থেকে পেলেন?
মহাসচিব নাকি সভাপতি? উত্তরটা বোধহয় আমি ইতিমধ্যেই জানি। নিশ্চয় বাদল খান-ই
খারাপ লোক। তিনি পুরো না বুঝেই লিখেছেন। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। মহাসচিব
আমাকে মিষ্টভাষ্যে দ্বিধান্বিত না হবার জন্য আশ্বস্ত করলেও আমার খটকাটা গেল না।

আমি আরো অবাক হচ্ছি শোভাযাত্রার ছবি দেখে। অবশ্য আমার মত সবাই অবাক হচ্ছেন কিনা
জানি না। শোভাযাত্রা বেশি বড় হয় নি। অল্প কয়েকজন লোককেই সেখানে উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা বেশিদূর যায়ও নি। টিএসসির একমাথা দিয়ে রাজপথে নেমে আরেকমাথা দিয়ে
টিএসসির ভেতরে ঢুকে গেছে। এরমধ্যেই বেশ কিছু ছবি তোলা হয়েছে। FOSSBD-র অফিসিয়াল
সাইটে গিয়ে অফিসিয়াল অ্যালবামের ঠিকানা পাওয়া যাচ্ছে ( http://is.gd/ZxMW5G ) ।
সেখানে শোভাযাত্রার প্রথম ছবিতেই চোখ আটকে গেল। দ্বিতীয় ছবিতে আরো পরিষ্কার
দেখা যাচ্ছে ( http://is.gd/8e5Y10 )।  প্রথম সারিতে যাদের দেখা যাচ্ছে তারা
আমার অপরিচিত নন। একদম বামে যাকে কালো টাই পড়া যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন
মাসুদ ভাই, প্রজন্ম ফোরামের ফোরামিক। এর পাশে যেই আপুকে দেখা যাচ্ছে তিনি
হচ্ছেন FOSSBD-র মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদারের ছোটবোন (দুঃখিত আমি তার নামটা
ভুলে গেছি)। তার ডানে জলপাই রংয়ের শার্ট পড়া একজনকে দেখা যাচ্ছে। যতদূর মনে পড়ে
এনার নাম রাসেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের ছাত্র।
সম্পর্কে মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদার রিং-এর ফুফাতো ভাই। এরপর মহাসচিব
সাহেবকে দেখা যাচ্ছে। তাকে আমরা সবাই চিনি। তারপাশের চশমাপরা ব্যক্তিটি হচ্ছেন
FOSSBD-র সভাপতি জেড এম মেহেদি হাসান। যদি চিনতে ভুল না করে থাকি মেহেদি
হাসানের পাশের মহিলাটি হচ্ছেন সম্ভবত তার বড়বোন। এই বছরের জানুয়ারিতে মেহেদি
ভাইয়ের বাড়িতে যখন লিনাক্সমিন্ট বাংলাদেশের বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়েছিলাম তখন
তার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। তার পাশে ব্যানারের আরেকমাথা ধরে আছেন যিনি
এনার নাম সোহান। সোহান হচ্ছেন সাজেদুর রহিম জোয়ারদারের আপন ছোট ভাই।

অন্যদিকে এই অনুষ্ঠানের সহকারী সমন্বয়ক, লিনাক্সদেশ ফোরামের প্রধান সমন্বয়ক,
আশিকুর রহমান নূর-এর মাথাটা পেছনের সারি থেকে কোনমতে দেখা যাচ্ছে। সেখানে তার
সাথের লোকটা যে শামীম ভাই (মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান) সেটা বুঝতে বেশ
কিছুটা সময় লাগল। শামীম ভাই মাথাটা একটু ঘুরিয়ে রাখায় আরো বেশি করে চেনা যাচ্ছে
না। শোভাযাত্রার প্রায় শেষ পর্যন্ত ফর্মেশনটা প্রায় এইরকমই ছিল বলে ছবিতে দেখতে
পাচ্ছি।

অ্যালবামে আর কিছু ছবি আছে। কিন্তু সেইখানে শুধুই বক্তা আর আয়োজকের ছবির
আধিপত্য। কিন্তু তাদের বক্তব্য কারা শুনছিলেন তাদের ছবি দেখতে পেলাম না।

ইংরেজিতে একটা কথা আছে। A picture is stronger than thousand words. হঠাৎ করে
আমার এই প্রবাদটিই মনে পড়ে গেল।

আরো অনেক প্রশ্নই মাথার মধ্যে গুট গুট করছে। সেগুলো নাহয় নাইবা করলাম। মানুষ
এখন অনেক বেশি সচেতন। প্রশ্নগুলো হয়ত তারাই করা শুরু করবে।

---
Shabab Mustafa
 https://wiki.ubuntu.com/Shabab


2011/8/29 Shabab Mustafa sha...@linux.org.bd

 2011/8/28 Shabab Mustafa sha...@linux.org.bd

 @ রিং,

 আমার প্রশ্নটা পরিষ্কার করে আবার করি:

 অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? তাদের ছবিগুলো কোথায়
 পাওয়া যাবে?


 প্রশ্ন করার ২৪ ঘন্টা পরও কোন উত্তর না পাওয়ায় সন্দেহ হওয়ায় আর্কাইভ পরীক্ষা
 করে দেখলাম মেইল তো ঠিকমতই পৌঁছছে [0]। অন্য থ্রেডে রিং-দার উত্তরও দেখলাম।
 কিন্তু এই প্রশ্নটার উত্তরটা তো পেলাম না।

 ---
 Shabab Mustafa

 [0]  https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-August/009816.html

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread Aniruddha Adhikary
শাবাব ভাই, আমি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে ছিলাম। আমি শুরু থেকে শেষ
পর্যন্ত যেহেতু উপস্থিত ছিলাম, তারা না বললেও আমি বলতে পারি।

আমন্ত্রিত অতিথিদের সকলে না আসলেই তিনজন এসেছিলেন, অনুষ্ঠানের শেষ দিকে। আর
জনমানবের উপস্থিতি ছিল অনেক কম। ৫০ জনের কিছু কম। যেহেতু সেদিনই ঢাবির ছুটি
আরম্ভ হয়েছিল, বেশি লোক সমাগম হয় নি। আর সিজনই ঈদের সিজন, অনেক আগ্রহী ব্যক্তিই
আসতে পারেননি।

তবুও, অনুষ্ঠান যে একেবারেই বিফল হয়েছে, তা বলব না। FOSS বাংলাদেশের প্রথম
জন্মদিন পালন অনুষ্ঠান হিসেবে এটা খুব একটা খারাপ হয় নি!

2011/8/30 Shabab Mustafa sha...@linux.org.bd

 প্রশ্ন করার পর প্রায় ৪৫ ঘন্টা পেরিয়ে গেলেও উত্তর পাওয়া গেল না। যদিও এরমধ্যে
 অনুষ্ঠানের আয়োজকরা লিস্টের অন্যান্য থ্রেডের উত্তর দিয়ে চলেছেন। সম্ভবত আমার
 মত আলতু লোকের ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নাই। সে যাইহোক, আমার
 অভিমান আমার কাছেই থাকুক।

 আমার নিজের স্বভাবগত কিছু বদঅভ্যাস আছে। কোন বিষয়ে খটকা লাগলে বা গড়বড় দেখলে
 আত্মসংবরণ করা বা চুপচাপ হজম করা আমার জন্য বেশ কষ্টকর। এই বদঅভ্যাসের কারণে
 আমার অজনপ্রিয়তাও কম নয়।

 যেহেতু অতিথিদের কোন ছবি অনুষ্ঠানের অ্যালবামে দেখলাম না সেহেতু আমার ধারণা
 তাদের কেউই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এরপরও সকালের খবরের সাংবাদিক বাদল খান
 লিখেছেন অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে মহাসচিব আশ্বস্ত করছেন যে
 দ্বিধান্বিত হবার কোন কারণ নেই। সাংবাদিকগণ উড়ো খবর ছাপাননি। তারা সকাল থেকেই
 ঘটনাস্থলে ছিলেন এবং মহাসচিব ও সভাপতির সাথে কথা বলেছেন। এখানে আমার খটকাটা হল
 তাহলে অতিথিরা উপস্থিত ছিলেন এই ভুল তথ্যটা বাদল খান কার কাছে থেকে পেলেন?
 মহাসচিব নাকি সভাপতি? উত্তরটা বোধহয় আমি ইতিমধ্যেই জানি। নিশ্চয় বাদল খান-ই
 খারাপ লোক। তিনি পুরো না বুঝেই লিখেছেন। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। মহাসচিব
 আমাকে মিষ্টভাষ্যে দ্বিধান্বিত না হবার জন্য আশ্বস্ত করলেও আমার খটকাটা গেল
 না।

 আমি আরো অবাক হচ্ছি শোভাযাত্রার ছবি দেখে। অবশ্য আমার মত সবাই অবাক হচ্ছেন
 কিনা
 জানি না। শোভাযাত্রা বেশি বড় হয় নি। অল্প কয়েকজন লোককেই সেখানে উপস্থিত ছিলেন।
 শোভাযাত্রা বেশিদূর যায়ও নি। টিএসসির একমাথা দিয়ে রাজপথে নেমে আরেকমাথা দিয়ে
 টিএসসির ভেতরে ঢুকে গেছে। এরমধ্যেই বেশ কিছু ছবি তোলা হয়েছে। FOSSBD-র
 অফিসিয়াল
 সাইটে গিয়ে অফিসিয়াল অ্যালবামের ঠিকানা পাওয়া যাচ্ছে ( http://is.gd/ZxMW5G )
 ।
 সেখানে শোভাযাত্রার প্রথম ছবিতেই চোখ আটকে গেল। দ্বিতীয় ছবিতে আরো পরিষ্কার
 দেখা যাচ্ছে ( http://is.gd/8e5Y10 )।  প্রথম সারিতে যাদের দেখা যাচ্ছে তারা
 আমার অপরিচিত নন। একদম বামে যাকে কালো টাই পড়া যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন
 মাসুদ ভাই, প্রজন্ম ফোরামের ফোরামিক। এর পাশে যেই আপুকে দেখা যাচ্ছে তিনি
 হচ্ছেন FOSSBD-র মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদারের ছোটবোন (দুঃখিত আমি তার
 নামটা
 ভুলে গেছি)। তার ডানে জলপাই রংয়ের শার্ট পড়া একজনকে দেখা যাচ্ছে। যতদূর মনে
 পড়ে
 এনার নাম রাসেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের ছাত্র।
 সম্পর্কে মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদার রিং-এর ফুফাতো ভাই। এরপর মহাসচিব
 সাহেবকে দেখা যাচ্ছে। তাকে আমরা সবাই চিনি। তারপাশের চশমাপরা ব্যক্তিটি হচ্ছেন
 FOSSBD-র সভাপতি জেড এম মেহেদি হাসান। যদি চিনতে ভুল না করে থাকি মেহেদি
 হাসানের পাশের মহিলাটি হচ্ছেন সম্ভবত তার বড়বোন। এই বছরের জানুয়ারিতে মেহেদি
 ভাইয়ের বাড়িতে যখন লিনাক্সমিন্ট বাংলাদেশের বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়েছিলাম
 তখন
 তার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। তার পাশে ব্যানারের আরেকমাথা ধরে আছেন যিনি
 এনার নাম সোহান। সোহান হচ্ছেন সাজেদুর রহিম জোয়ারদারের আপন ছোট ভাই।

 অন্যদিকে এই অনুষ্ঠানের সহকারী সমন্বয়ক, লিনাক্সদেশ ফোরামের প্রধান সমন্বয়ক,
 আশিকুর রহমান নূর-এর মাথাটা পেছনের সারি থেকে কোনমতে দেখা যাচ্ছে। সেখানে তার
 সাথের লোকটা যে শামীম ভাই (মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান) সেটা বুঝতে বেশ
 কিছুটা সময় লাগল। শামীম ভাই মাথাটা একটু ঘুরিয়ে রাখায় আরো বেশি করে চেনা
 যাচ্ছে
 না। শোভাযাত্রার প্রায় শেষ পর্যন্ত ফর্মেশনটা প্রায় এইরকমই ছিল বলে ছবিতে
 দেখতে
 পাচ্ছি।

 অ্যালবামে আর কিছু ছবি আছে। কিন্তু সেইখানে শুধুই বক্তা আর আয়োজকের ছবির
 আধিপত্য। কিন্তু তাদের বক্তব্য কারা শুনছিলেন তাদের ছবি দেখতে পেলাম না।

 ইংরেজিতে একটা কথা আছে। A picture is stronger than thousand words. হঠাৎ করে
 আমার এই প্রবাদটিই মনে পড়ে গেল।

 আরো অনেক প্রশ্নই মাথার মধ্যে গুট গুট করছে। সেগুলো নাহয় নাইবা করলাম। মানুষ
 এখন অনেক বেশি সচেতন। প্রশ্নগুলো হয়ত তারাই করা শুরু করবে।

 ---
 Shabab Mustafa
  https://wiki.ubuntu.com/Shabab


 2011/8/29 Shabab Mustafa sha...@linux.org.bd

  2011/8/28 Shabab Mustafa sha...@linux.org.bd
 
  @ রিং,
 
  আমার প্রশ্নটা পরিষ্কার করে আবার করি:
 
  অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? তাদের ছবিগুলো
 কোথায়
  পাওয়া যাবে?
 
 
  প্রশ্ন করার ২৪ ঘন্টা পরও কোন উত্তর না পাওয়ায় সন্দেহ হওয়ায় আর্কাইভ পরীক্ষা
  করে দেখলাম মেইল তো ঠিকমতই পৌঁছছে [0]। অন্য থ্রেডে রিং-দার উত্তরও দেখলাম।
  কিন্তু এই প্রশ্নটার উত্তরটা তো পেলাম না।
 
  ---
  Shabab Mustafa
 
  [0]  https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-August/009816.html
 
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread Aniruddha Adhikary
ভুল সংশোধন! ওখানে ৫০ এর বদলে ১০০ হবে! (প্রায়)

তবে, অতিথিদের সকলেই লিনাক্সের ব্যাপারে আগ্রহ দেখান নি। দেখিয়েছেন ১০-১৫ জন।

2011/8/30 Aniruddha Adhikary anirud...@adhikary.net

 শাবাব ভাই, আমি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে ছিলাম। আমি শুরু থেকে শেষ
 পর্যন্ত যেহেতু উপস্থিত ছিলাম, তারা না বললেও আমি বলতে পারি।

 আমন্ত্রিত অতিথিদের সকলে না আসলেই তিনজন এসেছিলেন, অনুষ্ঠানের শেষ দিকে। আর
 জনমানবের উপস্থিতি ছিল অনেক কম। ৫০ জনের কিছু কম। যেহেতু সেদিনই ঢাবির ছুটি
 আরম্ভ হয়েছিল, বেশি লোক সমাগম হয় নি। আর সিজনই ঈদের সিজন, অনেক আগ্রহী ব্যক্তিই
 আসতে পারেননি।

 তবুও, অনুষ্ঠান যে একেবারেই বিফল হয়েছে, তা বলব না। FOSS বাংলাদেশের প্রথম
 জন্মদিন পালন অনুষ্ঠান হিসেবে এটা খুব একটা খারাপ হয় নি!


 2011/8/30 Shabab Mustafa sha...@linux.org.bd

 প্রশ্ন করার পর প্রায় ৪৫ ঘন্টা পেরিয়ে গেলেও উত্তর পাওয়া গেল না। যদিও
 এরমধ্যে
 অনুষ্ঠানের আয়োজকরা লিস্টের অন্যান্য থ্রেডের উত্তর দিয়ে চলেছেন। সম্ভবত আমার
 মত আলতু লোকের ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নাই। সে যাইহোক, আমার
 অভিমান আমার কাছেই থাকুক।

 আমার নিজের স্বভাবগত কিছু বদঅভ্যাস আছে। কোন বিষয়ে খটকা লাগলে বা গড়বড় দেখলে
 আত্মসংবরণ করা বা চুপচাপ হজম করা আমার জন্য বেশ কষ্টকর। এই বদঅভ্যাসের কারণে
 আমার অজনপ্রিয়তাও কম নয়।

 যেহেতু অতিথিদের কোন ছবি অনুষ্ঠানের অ্যালবামে দেখলাম না সেহেতু আমার ধারণা
 তাদের কেউই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এরপরও সকালের খবরের সাংবাদিক বাদল
 খান
 লিখেছেন অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে মহাসচিব আশ্বস্ত করছেন যে
 দ্বিধান্বিত হবার কোন কারণ নেই। সাংবাদিকগণ উড়ো খবর ছাপাননি। তারা সকাল থেকেই
 ঘটনাস্থলে ছিলেন এবং মহাসচিব ও সভাপতির সাথে কথা বলেছেন। এখানে আমার খটকাটা
 হল
 তাহলে অতিথিরা উপস্থিত ছিলেন এই ভুল তথ্যটা বাদল খান কার কাছে থেকে পেলেন?
 মহাসচিব নাকি সভাপতি? উত্তরটা বোধহয় আমি ইতিমধ্যেই জানি। নিশ্চয় বাদল খান-ই
 খারাপ লোক। তিনি পুরো না বুঝেই লিখেছেন। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। মহাসচিব
 আমাকে মিষ্টভাষ্যে দ্বিধান্বিত না হবার জন্য আশ্বস্ত করলেও আমার খটকাটা গেল
 না।

 আমি আরো অবাক হচ্ছি শোভাযাত্রার ছবি দেখে। অবশ্য আমার মত সবাই অবাক হচ্ছেন
 কিনা
 জানি না। শোভাযাত্রা বেশি বড় হয় নি। অল্প কয়েকজন লোককেই সেখানে উপস্থিত
 ছিলেন।
 শোভাযাত্রা বেশিদূর যায়ও নি। টিএসসির একমাথা দিয়ে রাজপথে নেমে আরেকমাথা দিয়ে
 টিএসসির ভেতরে ঢুকে গেছে। এরমধ্যেই বেশ কিছু ছবি তোলা হয়েছে। FOSSBD-র
 অফিসিয়াল
 সাইটে গিয়ে অফিসিয়াল অ্যালবামের ঠিকানা পাওয়া যাচ্ছে ( http://is.gd/ZxMW5G) ।
 সেখানে শোভাযাত্রার প্রথম ছবিতেই চোখ আটকে গেল। দ্বিতীয় ছবিতে আরো পরিষ্কার
 দেখা যাচ্ছে ( http://is.gd/8e5Y10 )।  প্রথম সারিতে যাদের দেখা যাচ্ছে তারা
 আমার অপরিচিত নন। একদম বামে যাকে কালো টাই পড়া যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন
 মাসুদ ভাই, প্রজন্ম ফোরামের ফোরামিক। এর পাশে যেই আপুকে দেখা যাচ্ছে তিনি
 হচ্ছেন FOSSBD-র মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদারের ছোটবোন (দুঃখিত আমি তার
 নামটা
 ভুলে গেছি)। তার ডানে জলপাই রংয়ের শার্ট পড়া একজনকে দেখা যাচ্ছে। যতদূর মনে
 পড়ে
 এনার নাম রাসেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের ছাত্র।
 সম্পর্কে মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদার রিং-এর ফুফাতো ভাই। এরপর মহাসচিব
 সাহেবকে দেখা যাচ্ছে। তাকে আমরা সবাই চিনি। তারপাশের চশমাপরা ব্যক্তিটি
 হচ্ছেন
 FOSSBD-র সভাপতি জেড এম মেহেদি হাসান। যদি চিনতে ভুল না করে থাকি মেহেদি
 হাসানের পাশের মহিলাটি হচ্ছেন সম্ভবত তার বড়বোন। এই বছরের জানুয়ারিতে মেহেদি
 ভাইয়ের বাড়িতে যখন লিনাক্সমিন্ট বাংলাদেশের বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়েছিলাম
 তখন
 তার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। তার পাশে ব্যানারের আরেকমাথা ধরে আছেন
 যিনি
 এনার নাম সোহান। সোহান হচ্ছেন সাজেদুর রহিম জোয়ারদারের আপন ছোট ভাই।

 অন্যদিকে এই অনুষ্ঠানের সহকারী সমন্বয়ক, লিনাক্সদেশ ফোরামের প্রধান সমন্বয়ক,
 আশিকুর রহমান নূর-এর মাথাটা পেছনের সারি থেকে কোনমতে দেখা যাচ্ছে। সেখানে তার
 সাথের লোকটা যে শামীম ভাই (মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান) সেটা বুঝতে বেশ
 কিছুটা সময় লাগল। শামীম ভাই মাথাটা একটু ঘুরিয়ে রাখায় আরো বেশি করে চেনা
 যাচ্ছে
 না। শোভাযাত্রার প্রায় শেষ পর্যন্ত ফর্মেশনটা প্রায় এইরকমই ছিল বলে ছবিতে
 দেখতে
 পাচ্ছি।

 অ্যালবামে আর কিছু ছবি আছে। কিন্তু সেইখানে শুধুই বক্তা আর আয়োজকের ছবির
 আধিপত্য। কিন্তু তাদের বক্তব্য কারা শুনছিলেন তাদের ছবি দেখতে পেলাম না।

 ইংরেজিতে একটা কথা আছে। A picture is stronger than thousand words. হঠাৎ করে
 আমার এই প্রবাদটিই মনে পড়ে গেল।

 আরো অনেক প্রশ্নই মাথার মধ্যে গুট গুট করছে। সেগুলো নাহয় নাইবা করলাম। মানুষ
 এখন অনেক বেশি সচেতন। প্রশ্নগুলো হয়ত তারাই করা শুরু করবে।

 ---
 Shabab Mustafa
  https://wiki.ubuntu.com/Shabab


 2011/8/29 Shabab Mustafa sha...@linux.org.bd

  2011/8/28 Shabab Mustafa sha...@linux.org.bd
 
  @ রিং,
 
  আমার প্রশ্নটা পরিষ্কার করে আবার করি:
 
  অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? তাদের ছবিগুলো
 কোথায়
  পাওয়া যাবে?
 
 
  প্রশ্ন করার ২৪ ঘন্টা পরও কোন উত্তর না পাওয়ায় সন্দেহ হওয়ায় আর্কাইভ
 পরীক্ষা
  করে দেখলাম মেইল তো ঠিকমতই পৌঁছছে [0]। অন্য থ্রেডে রিং-দার উত্তরও দেখলাম।
  কিন্তু এই প্রশ্নটার উত্তরটা তো পেলাম না।
 
  ---
  Shabab Mustafa
 
  [0]
 https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-August/009816.html
 
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread maSnun
আমি তিনটি এলবামের ছবি দেখেছি, যারা গিয়েছিলেন তাদের কাছ থেকেও শুনেছি । আপনার
কথা তাদের সাথে মিলে না । রিং ভাই বললেন ১৩৭ জনের কথা । আপনার সংখ্যাটা আরো কমে
আসল ।

তিনজন আমন্ত্রিত অতিথি যারা এসেছিলেন তাদের কোন ছবি আছে কি?

তবে, অতিথিদের সকলেই লিনাক্সের ব্যাপারে আগ্রহ দেখান নি। দেখিয়েছেন ১০-১৫ জন।


টিএসসিতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তো সব সময়ই ২০-২৫ জন বা আরো বেশী
মানুষ থাকে । ওখানে যে ১০০ জনের কথা বলছেন তারা সবাই আপনাদের অনুষ্ঠানের জন্য
এসেছিলেন শুনে ভাল লাগল । তবে পরের বার এই সব জনগনের বসার ব্যবস্থা আপনাদের
অনুষ্ঠানের কাছাকাছি করার চেষ্টা করবেন যাতে তাদের একাংশও দেখা যায় ছবিতে ।




  তবুও, অনুষ্ঠান যে একেবারেই বিফল হয়েছে, তা বলব না। FOSS বাংলাদেশের প্রথম
  জন্মদিন পালন অনুষ্ঠান হিসেবে এটা খুব একটা খারাপ হয় নি!
 


এটা কি FOSS বাংলাদেশের জন্মদিন পালন অনুষ্ঠান ছিল? আমি তো জানতাম এটা লিনাক্স
ডে যার আয়োজক FOSS বাংলাদেশ । হয়ত আমি ভুল জানতাম । শুধরে নিলাম । তথ্যটা
জানানোর জন্য আপনাকে ধন্যবাদ ।


-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread Aniruddha Adhikary
আসলে সংক্ষেপে লিখতে গিয়ে আউলে গেছে! দুঃখিত! কথাটা হবে FOSS বাংলাদেশ
আয়োজিত...।

2011/8/30 maSnun mas...@gmail.com


 এটা কি FOSS বাংলাদেশের জন্মদিন পালন অনুষ্ঠান ছিল? আমি তো জানতাম এটা
 লিনাক্স
 ডে যার আয়োজক FOSS বাংলাদেশ । হয়ত আমি ভুল জানতাম । শুধরে নিলাম । তথ্যটা
 জানানোর জন্য আপনাকে ধন্যবাদ ।


 --
 Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread Aniruddha Adhikary
যাক, পিসির সামনে বসলাম।

কথাটা হল এটা FOSS বাংলাদেশের ১ম আয়োজিত লিনাক্সের জন্মদিন। আশা করি ক্লিয়ার
হয়েছে ব্যাপারটা।

2011/8/30 Aniruddha Adhikary anirud...@adhikary.net

 আসলে সংক্ষেপে লিখতে গিয়ে আউলে গেছে! দুঃখিত! কথাটা হবে FOSS বাংলাদেশ
 আয়োজিত...।


 2011/8/30 maSnun mas...@gmail.com


 এটা কি FOSS বাংলাদেশের জন্মদিন পালন অনুষ্ঠান ছিল? আমি তো জানতাম এটা
 লিনাক্স
 ডে যার আয়োজক FOSS বাংলাদেশ । হয়ত আমি ভুল জানতাম । শুধরে নিলাম । তথ্যটা
 জানানোর জন্য আপনাকে ধন্যবাদ ।


 --
 Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
 
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread Miah M. Hussainuzzaman
যদিও মেইলটা শাবাব ভাইকে করা হয়েছে, আলোচ্য ব্যানারটা আমার লেখা, তাই একটু নাক
গলালাম।

পরবর্তী প্রজন্মকে টার্গেট করা হয়েছে লেখাতে। আমি চাইবো না আমার সন্তানকে কেউ
নিচু চোখে দেখুন এই কারণে। পাইরেসীর কারণে অসম্মানটা কি অস্বীকার করতে পারবেন?
আমি নিজেও যখন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম নিজের মধ্যে সবসময় চোরের মন
পুলিশ পুলিশ ভাব থাকতো --- বলাই বাহুল্য এটা এদেশে নয়, বিদেশে।

'তাহাদের' 'আমাদের' বলে একটা স্পষ্ট বিভাজন দেখছি।

পত্রিকায় যদি ভুল ছাপায় তাহলে জবাবদিহিতা করতে হবে কেন? পত্রিকাওয়ালা যদি না
এসে শুধু প্রেস রিলিজ দেখে ছাপায়, কিন্তু শেষে নিজের নাম দেয় তবে দায়িত্বটা তো
তার। যা হোক, যেহেতু 'তাহাদের' 'আমাদের' টার্মগুলো চলে এসেছে, তাই এ ধরণের
খোঁচাখুচি হওয়াটাও অবাক হচ্ছি না।

সমালোচনাগুলো সামনের অনুষ্ঠানগুলোকে আরো সুন্দর করবে। তবে সমালোচনার বদলে
খোঁচাখুঁচি হইলে কষ্ট লাগে। শুধু অনলাইনে সাপোর্ট বা টিউটোরিয়াল লিখছি না আমি,
সাথে কুকুরের মত দৌড়াচ্ছি -- এটা একটা ভালবাসা, একটা আকাঙ্খা থেকে। সকলের
সামর্থ এক রকম নয়; কেউ উপদেশ দিয়ে সেবা করবে, কেউ চমৎকার লেখনীর মাধ্যমে সেবা
করবে, কেউবা দৌড়াতে থাকবে; কেউ অনলাইনে সাপোর্ট দেবে, কেউ দৌড়িয়ে গিয়ে সাহায্য
করবে; কেউ হয়তো এগুলোর কোনকিছুই করবে না, কিন্তু সাহায্য করার জন্য হয়তো ডোনেশন
দিবে -- সবগুলোই স্বেচ্ছাসেবার বিভিন্ন রূপ। ওপেন সোর্স বা লিনাক্স নিয়ে যদি
বলা হয়, তবে সম্পুর্ন ভাবে এটাকে ছড়িয়ে দেয়ার জন্য সবগুলো ক্ষেত্রেই সেবার
দরকার আছে: শুধু অনলাইন সাপোর্ট ফোরাম দিয়ে কর্পোরেট চলবে না। আবার অনলাইন
সাপোর্ট দিয়ে অনেক ব্যক্তিরও চলবে না। শুধু অনলাইন মেইলিং লিস্টে কুপাকুপি করে
সরকারী লেভেলে প্রমোট করা যাবে না। হয়তো দৃষ্টিটাকে আরোও প্রসারিত করতে হবে।

যা হোক, টিএসসিতে অনেক কর্পোরেট বাধার মধ্যেও অনুষ্ঠান করা গেছে, যা সরাসরি
শিক্ষকের সহযোগীতা ছাড়া সম্ভব ছিল না। আর আমন্ত্রন জানিয়েছিলাম কয়েকশ লোককে;
কাউকে মেইলে, কাউকে মুখে, অনলাইন ফোরামে ইত্যাদি। তবে ব্যানারে কয়েকজনের নাম
লেখাটা চরম একটা ভুল সিদ্ধান্ত ছিল, বিশেষত যখন তাঁদের বেশিরভাগই এটাতে
অনুপস্থিত ছিলেন। মুনির ভাই শেষ পর্যন্ত ফোনে যোগাযোগ রেখেছিলেন কিন্তু আসতে
পারেন নাই। সাইফুল ইসলাম ভাই এসেছিলেন ইফতারের আগ দিয়ে। ডালেম স্যার, যিনি কিনা
সব ব্যবস্থা করলেন, উনি হয়ে গেলেন অসুস্থ। সাব্বির স্যারের খবর নিতে হবে -- উনি
আমার খুব কাছের আত্মীয়।

শোভাযাত্রা বাদ দিতে চেয়েছিলাম কয়েকজন -- কারণ এই গরমে এতদুর হাঁটা কষ্টকর, তাও
একটা ছোট করে করা হয়েছে - শাবাবের অবজার্ভেশন সঠিক। আর বক্তৃতা দেয়ার জন্য কোন
জনসমাগম করা হয়নি। এটা আমাদের উদ্দেশ্যও ছিল না -- এবার আমরা চেয়েছিলাম
ডিসপ্লেতে যত বেশি সম্ভব তথ্য তুলে ধরতে। বক্তৃতা দিলে একটু পরই সেটার আবেদন
চলে যায়, আবার অনেকে ঐ সময়ে কিছু বিষয় মিস করে যায়। তাই আমরা চেযেছি তথ্যগুলো
সবার চোখের সামনে ঝুলতে থাকুক, যে যার সুবিধামত দেখে নিবে। আর শেষে মাইকে যা
বলা হয়েছে সেটা হল প্যাসিভ প্রচারণা -- অনেকটা টিভিতে চলতে থাকা ভালোচনার মত।
কেউ কেউ হয়তো নিজের কোনা থেকেই শুনেছে এবং প্রভাবিত হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে আরও ভুল ছিল, যা fossbdর মিটিংএ আমাদের আলোচনা হয়েছে।
ভবিষ্যতের অনুষ্ঠানগুলোতে এরকম অতিথিদের নাম দেয়া হবে না, নিজেদের কার্যক্রমের
বিজ্ঞাপনও এটার মত থাকবে না। আপনাদের সুপরামর্শগুলো লিনাক্স ও ওপেনসোর্স
প্রসারে সহায়ক হউক। গঠনমূলক সমালোচনাগুলো আমাদেরকে আরও সুসংগঠিত করুক।

ভাষার চয়নে কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।
ধন্যবাদ।

2011/8/30 maSnun mas...@gmail.com

 শাবাব ভাই,

 এই ফটো ( http://bit.ly/rtRyHj ) অনুসারে যারা পাইরেসী করে তারা চোর অথবা
 চোরের
 সন্তান । এইবার একটু মনে করে দেখেন কোন কালে কোন কিছু পাইরেসী করছিলেন কিনা ।
 তাহলে বুঝতে পারবেন কেন আপনার মেইলের রেপ্লাই দেওয়ার মত রুচি তাহাদের হয় নাই
 ।

 ভাল থাকবেন । আর দুঃখ পাবেন না, আমিও আপনার মত চোর ।

 -- মাসনুন

 2011/8/30 Shabab Mustafa sha...@linux.org.bd

  প্রশ্ন করার পর প্রায় ৪৫ ঘন্টা পেরিয়ে গেলেও উত্তর পাওয়া গেল না। যদিও
 এরমধ্যে
  অনুষ্ঠানের আয়োজকরা লিস্টের অন্যান্য থ্রেডের উত্তর দিয়ে চলেছেন। সম্ভবত
 আমার
  মত আলতু লোকের ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নাই। সে যাইহোক,
 আমার
  অভিমান আমার কাছেই থাকুক।
 
  আমার নিজের স্বভাবগত কিছু বদঅভ্যাস আছে। কোন বিষয়ে খটকা লাগলে বা গড়বড় দেখলে
  আত্মসংবরণ করা বা চুপচাপ হজম করা আমার জন্য বেশ কষ্টকর। এই বদঅভ্যাসের কারণে
  আমার অজনপ্রিয়তাও কম নয়।
 
  যেহেতু অতিথিদের কোন ছবি অনুষ্ঠানের অ্যালবামে দেখলাম না সেহেতু আমার ধারণা
  তাদের কেউই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এরপরও সকালের খবরের সাংবাদিক বাদল
 খান
  লিখেছেন অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে মহাসচিব আশ্বস্ত করছেন যে
  দ্বিধান্বিত হবার কোন কারণ নেই। সাংবাদিকগণ উড়ো খবর ছাপাননি। তারা সকাল
 থেকেই
  ঘটনাস্থলে ছিলেন এবং মহাসচিব ও সভাপতির সাথে কথা বলেছেন। এখানে আমার খটকাটা
 হল
  তাহলে অতিথিরা উপস্থিত ছিলেন এই ভুল তথ্যটা বাদল খান কার কাছে থেকে পেলেন?
  মহাসচিব নাকি সভাপতি? উত্তরটা বোধহয় আমি ইতিমধ্যেই জানি। নিশ্চয় বাদল খান-ই
  খারাপ লোক। তিনি পুরো না বুঝেই লিখেছেন। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। মহাসচিব
  আমাকে মিষ্টভাষ্যে দ্বিধান্বিত না হবার জন্য আশ্বস্ত করলেও আমার খটকাটা গেল
  না।
 
  আমি আরো অবাক হচ্ছি শোভাযাত্রার ছবি দেখে। অবশ্য আমার মত সবাই অবাক হচ্ছেন
  কিনা
  জানি না। শোভাযাত্রা বেশি বড় হয় নি। অল্প কয়েকজন লোককেই সেখানে উপস্থিত
 ছিলেন।
  শোভাযাত্রা বেশিদূর যায়ও নি। টিএসসির একমাথা দিয়ে রাজপথে নেমে আরেকমাথা দিয়ে
  টিএসসির ভেতরে ঢুকে গেছে। এরমধ্যেই বেশ কিছু ছবি তোলা হয়েছে। FOSSBD-র
  অফিসিয়াল
  সাইটে গিয়ে অফিসিয়াল অ্যালবামের ঠিকানা পাওয়া যাচ্ছে ( http://is.gd/ZxMW5G)
  ।
  সেখানে শোভাযাত্রার প্রথম ছবিতেই চোখ আটকে গেল। দ্বিতীয় ছবিতে আরো পরিষ্কার
  দেখা যাচ্ছে ( http://is.gd/8e5Y10 )।  প্রথম 

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread sagir khan
আস্সালামুআলাইকুম।
লিনাক্স এমন কোন বিষয়না যেটাতে মানুষ আগ্রহ নিয়ে ঝাপিয়ে পড়বে। দেখা যায় যারা
লিনাক্স ব্যবহার করে তারা নিজেরাই সচেনতন না। যে কারনে অনলাইনে কোন জরিপ হলে
কাউকে ঠিক ভাবে খুজে পাওয়া যায় না। নিজ গরজে কেউ অংশগ্রহণ করতে চায় না। আর সেটা
যদি সশরীরে হয় তাহলে মানুষের কাজের চাপ আরো বেরে যায়। তাই মানুষের উপস্থিতি
এক্ষেত্রে বেড়ে যায়।

আমাদের যে আয়োজন ছিল তা ছিল প্রচারের জন্য। আজ রাস্তায় কিছু মানুষ দেখলেও
আমাদের লাভ। কারা আসলো আর কারা আসলোনা তা নিয়ে আমাদের চিন্তার কোন কারন দেখিনা।
দর্শক না হলে আমাদের কাজ ব্যর্থ হয় না। কারন এই আয়োজন থেকে আমরা আর্থিক বা
রাজনৈনিত কোন ফায়দা পাবো না।


এখন একদল মানুষ এটা করেছে বলে এই ভাবে খুটিয়ে খুটিয়ে কি হয়েছে না হয়েছে তা বের
করে দোষ ধরা কিংবা এটি ব্যর্থ হয়েছে প্রমাণ করার মধ্যে আমি কোন ফায়দা খুজে পাই
না। কারন আমিও লিনাক্সের প্রচার চাই। আপনিও লিনাক্সের প্রচার চান। কিন্তু আপনি
বসে ছিলেন অনলাইনে আমি অনলাইনের সাথে সাথে অফলাইনেও কাজ করেছি।

মাঝে মাঝে মেইলিং লিস্টে এমন মেইল চরম বিরক্তের কারন ঘটায়। আমারা আমাদের মাঝে
আর বিভক্তি রেখা সৃষ্টি না করি।

৩০ আগস্ট, ২০১১ ৪:৩০ pm এ তে, Miah M. Hussainuzzaman mmhza...@gmail.comলিখেছে:

 যদিও মেইলটা শাবাব ভাইকে করা হয়েছে, আলোচ্য ব্যানারটা আমার লেখা, তাই একটু নাক
 গলালাম।

 পরবর্তী প্রজন্মকে টার্গেট করা হয়েছে লেখাতে। আমি চাইবো না আমার সন্তানকে কেউ
 নিচু চোখে দেখুন এই কারণে। পাইরেসীর কারণে অসম্মানটা কি অস্বীকার করতে পারবেন?
 আমি নিজেও যখন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম নিজের মধ্যে সবসময় চোরের মন
 পুলিশ পুলিশ ভাব থাকতো --- বলাই বাহুল্য এটা এদেশে নয়, বিদেশে।

 'তাহাদের' 'আমাদের' বলে একটা স্পষ্ট বিভাজন দেখছি।

 পত্রিকায় যদি ভুল ছাপায় তাহলে জবাবদিহিতা করতে হবে কেন? পত্রিকাওয়ালা যদি না
 এসে শুধু প্রেস রিলিজ দেখে ছাপায়, কিন্তু শেষে নিজের নাম দেয় তবে দায়িত্বটা তো
 তার। যা হোক, যেহেতু 'তাহাদের' 'আমাদের' টার্মগুলো চলে এসেছে, তাই এ ধরণের
 খোঁচাখুচি হওয়াটাও অবাক হচ্ছি না।

 সমালোচনাগুলো সামনের অনুষ্ঠানগুলোকে আরো সুন্দর করবে। তবে সমালোচনার বদলে
 খোঁচাখুঁচি হইলে কষ্ট লাগে। শুধু অনলাইনে সাপোর্ট বা টিউটোরিয়াল লিখছি না আমি,
 সাথে কুকুরের মত দৌড়াচ্ছি -- এটা একটা ভালবাসা, একটা আকাঙ্খা থেকে। সকলের
 সামর্থ এক রকম নয়; কেউ উপদেশ দিয়ে সেবা করবে, কেউ চমৎকার লেখনীর মাধ্যমে সেবা
 করবে, কেউবা দৌড়াতে থাকবে; কেউ অনলাইনে সাপোর্ট দেবে, কেউ দৌড়িয়ে গিয়ে সাহায্য
 করবে; কেউ হয়তো এগুলোর কোনকিছুই করবে না, কিন্তু সাহায্য করার জন্য হয়তো
 ডোনেশন
 দিবে -- সবগুলোই স্বেচ্ছাসেবার বিভিন্ন রূপ। ওপেন সোর্স বা লিনাক্স নিয়ে যদি
 বলা হয়, তবে সম্পুর্ন ভাবে এটাকে ছড়িয়ে দেয়ার জন্য সবগুলো ক্ষেত্রেই সেবার
 দরকার আছে: শুধু অনলাইন সাপোর্ট ফোরাম দিয়ে কর্পোরেট চলবে না। আবার অনলাইন
 সাপোর্ট দিয়ে অনেক ব্যক্তিরও চলবে না। শুধু অনলাইন মেইলিং লিস্টে কুপাকুপি করে
 সরকারী লেভেলে প্রমোট করা যাবে না। হয়তো দৃষ্টিটাকে আরোও প্রসারিত করতে হবে।

 যা হোক, টিএসসিতে অনেক কর্পোরেট বাধার মধ্যেও অনুষ্ঠান করা গেছে, যা সরাসরি
 শিক্ষকের সহযোগীতা ছাড়া সম্ভব ছিল না। আর আমন্ত্রন জানিয়েছিলাম কয়েকশ লোককে;
 কাউকে মেইলে, কাউকে মুখে, অনলাইন ফোরামে ইত্যাদি। তবে ব্যানারে কয়েকজনের নাম
 লেখাটা চরম একটা ভুল সিদ্ধান্ত ছিল, বিশেষত যখন তাঁদের বেশিরভাগই এটাতে
 অনুপস্থিত ছিলেন। মুনির ভাই শেষ পর্যন্ত ফোনে যোগাযোগ রেখেছিলেন কিন্তু আসতে
 পারেন নাই। সাইফুল ইসলাম ভাই এসেছিলেন ইফতারের আগ দিয়ে। ডালেম স্যার, যিনি
 কিনা
 সব ব্যবস্থা করলেন, উনি হয়ে গেলেন অসুস্থ। সাব্বির স্যারের খবর নিতে হবে --
 উনি
 আমার খুব কাছের আত্মীয়।

 শোভাযাত্রা বাদ দিতে চেয়েছিলাম কয়েকজন -- কারণ এই গরমে এতদুর হাঁটা কষ্টকর,
 তাও
 একটা ছোট করে করা হয়েছে - শাবাবের অবজার্ভেশন সঠিক। আর বক্তৃতা দেয়ার জন্য কোন
 জনসমাগম করা হয়নি। এটা আমাদের উদ্দেশ্যও ছিল না -- এবার আমরা চেয়েছিলাম
 ডিসপ্লেতে যত বেশি সম্ভব তথ্য তুলে ধরতে। বক্তৃতা দিলে একটু পরই সেটার আবেদন
 চলে যায়, আবার অনেকে ঐ সময়ে কিছু বিষয় মিস করে যায়। তাই আমরা চেযেছি তথ্যগুলো
 সবার চোখের সামনে ঝুলতে থাকুক, যে যার সুবিধামত দেখে নিবে। আর শেষে মাইকে যা
 বলা হয়েছে সেটা হল প্যাসিভ প্রচারণা -- অনেকটা টিভিতে চলতে থাকা ভালোচনার মত।
 কেউ কেউ হয়তো নিজের কোনা থেকেই শুনেছে এবং প্রভাবিত হয়েছে।

 এছাড়া অনুষ্ঠানে আরও ভুল ছিল, যা fossbdর মিটিংএ আমাদের আলোচনা হয়েছে।
 ভবিষ্যতের অনুষ্ঠানগুলোতে এরকম অতিথিদের নাম দেয়া হবে না, নিজেদের কার্যক্রমের
 বিজ্ঞাপনও এটার মত থাকবে না। আপনাদের সুপরামর্শগুলো লিনাক্স ও ওপেনসোর্স
 প্রসারে সহায়ক হউক। গঠনমূলক সমালোচনাগুলো আমাদেরকে আরও সুসংগঠিত করুক।

 ভাষার চয়নে কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।
 ধন্যবাদ।

 2011/8/30 maSnun mas...@gmail.com

  শাবাব ভাই,
 
  এই ফটো ( http://bit.ly/rtRyHj ) অনুসারে যারা পাইরেসী করে তারা চোর অথবা
  চোরের
  সন্তান । এইবার একটু মনে করে দেখেন কোন কালে কোন কিছু পাইরেসী করছিলেন কিনা
 ।
  তাহলে বুঝতে পারবেন কেন আপনার মেইলের রেপ্লাই দেওয়ার মত রুচি তাহাদের হয়
 নাই
  ।
 
  ভাল থাকবেন । আর দুঃখ পাবেন না, আমিও আপনার মত চোর ।
 
  -- মাসনুন
 
  2011/8/30 Shabab Mustafa sha...@linux.org.bd
 
   প্রশ্ন করার পর প্রায় ৪৫ ঘন্টা পেরিয়ে গেলেও উত্তর পাওয়া গেল না। যদিও
  এরমধ্যে
   অনুষ্ঠানের আয়োজকরা লিস্টের অন্যান্য থ্রেডের উত্তর দিয়ে চলেছেন। সম্ভবত
  আমার
   মত আলতু লোকের ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নাই। সে যাইহোক,
  আমার
   অভিমান আমার কাছেই থাকুক।
  
   আমার নিজের স্বভাবগত কিছু বদঅভ্যাস আছে। কোন বিষয়ে খটকা লাগলে বা গড়বড়
 দেখলে
   আত্মসংবরণ করা বা চুপচাপ হজম করা আমার জন্য বেশ কষ্টকর। এই বদঅভ্যাসের
 কারণে
   আমার অজনপ্রিয়তাও কম নয়।
  
   যেহেতু অতিথিদের কোন ছবি অনুষ্ঠানের অ্যালবামে দেখলাম না সেহেতু আমার

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread maSnun
পরবর্তী প্রজন্মকে টার্গেট করা হয়েছে লেখাতে। আমি চাইবো না আমার সন্তানকে কেউ
 নিচু চোখে দেখুন এই কারণে। পাইরেসীর কারণে অসম্মানটা কি অস্বীকার করতে পারবেন?
 আমি নিজেও যখন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম নিজের মধ্যে সবসময় চোরের মন
 পুলিশ পুলিশ ভাব থাকতো --- বলাই বাহুল্য এটা এদেশে নয়, বিদেশে।


পাইরেসী নিয়ে আমাদের দেশে বোধহয় মাতামাতিটা একটু বেশীই হয় । আজ পাইরেসী না হলে
পেটেন্ট সংক্রান্ত অনেক ঝামেলায় পড়তে হত যেটা শুধু কম্পিউটার সেক্টরেই সীমাবদ্ধ
থাকত না, পাট কিংবা ধান চাষের জন্যও হয়ত আমাদের রয়ালটি দিতে হত বা ভবিষ্যতে হবে
। তাই বলে পাইরেসীকে সাধুবাদ জানানোর সুযোগ নেই । তবে পাইরেসীকে চুরি বলা
মূর্খতা হবে । আর এই ধরণের আগ্রাসী ব্যানার ও নিন্দনীয় । আরো দুঃখ জনক হল এই
ধরণের আগ্রাসী প্রচারনা শুধু মাত্র গুটি কয়েক লোকের কাছ থেকে দেখা যায় যেটার
দায়ভার সমগ্র কমিউনিটির উপর পড়ে ।




 'তাহাদের' 'আমাদের' বলে একটা স্পষ্ট বিভাজন দেখছি।


জ্বী, শাবাব ভাইয়ের প্রশ্ন ছিল আয়োজকদের উদ্দেশ্যে । যেহেতু শাবাব ভাই বা
আমরা অনেকেই আয়োজক নই তাই এক্ষেত্রে তাহাদের আমাদের সম্পর্কটা থেকেই যায়
। এটাকে আপনি এভাবে নেগেটিভলি কেন নিলেন বুঝতে পারলাম না । তবে এই কন্টেক্সটে
বিভাজনটা স্পষ্ট এবং অন্যায় কিছু না বলেই মনে করছি ।




 পত্রিকায় যদি ভুল ছাপায় তাহলে জবাবদিহিতা করতে হবে কেন? পত্রিকাওয়ালা যদি না
 এসে শুধু প্রেস রিলিজ দেখে ছাপায়, কিন্তু শেষে নিজের নাম দেয় তবে দায়িত্বটা তো
 তার। যা হোক, যেহেতু 'তাহাদের' 'আমাদের' টার্মগুলো চলে এসেছে, তাই এ ধরণের
 খোঁচাখুচি হওয়াটাও অবাক হচ্ছি না।


জবাবদিহিতার বিষয় এখানে না । রিং ভাই বলেছিলেন সাংবাদিকরা সর্বদাই আপনাদের সাথে
ছিলেন । তাই তাদের সংবাদকে বিশ্বাস করে নিতে । এখন আপনি বলছেন পত্রিকাওয়ালারা
যদি না এসে প্রেস রিলিজ দেখে ছাপায় তাহলে দায়িত্বটা তাদের । আমি আপনার সাথে
পুরোপুরি একমত । তবে আপনি বলতে চাইছেন সাংবাদিকরা আসেন নি, রিং ভাইয়া বললেন
তারা আপনাদের সাথেই ছিল । একটু সংশয় ছিল । এধরনের বিশাল আয়োজনে এ ধরনের তথ্য
বিভ্রাট পীড়াদায়ক এবং প্রকারান্তরে আয়োজকদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে
।




 যা হোক, টিএসসিতে অনেক কর্পোরেট বাধার মধ্যেও অনুষ্ঠান করা গেছে, যা সরাসরি
 শিক্ষকের সহযোগীতা ছাড়া সম্ভব ছিল না। আর আমন্ত্রন জানিয়েছিলাম কয়েকশ লোককে;
 কাউকে মেইলে, কাউকে মুখে, অনলাইন ফোরামে ইত্যাদি। তবে ব্যানারে কয়েকজনের নাম
 লেখাটা চরম একটা ভুল সিদ্ধান্ত ছিল, বিশেষত যখন তাঁদের বেশিরভাগই এটাতে
 অনুপস্থিত ছিলেন। মুনির ভাই শেষ পর্যন্ত ফোনে যোগাযোগ রেখেছিলেন কিন্তু আসতে
 পারেন নাই। সাইফুল ইসলাম ভাই এসেছিলেন ইফতারের আগ দিয়ে। ডালেম স্যার, যিনি
 কিনা
 সব ব্যবস্থা করলেন, উনি হয়ে গেলেন অসুস্থ। সাব্বির স্যারের খবর নিতে হবে --
 উনি
 আমার খুব কাছের আত্মীয়।


গত তিনটি মেইলে শাবাব ভাই এই তথ্যটুকুই চেয়েছিলেন । জানানোর জন্য ধন্যবাদ ।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread maSnun
 দেখা যায় যারা লিনাক্স ব্যবহার করে তারা নিজেরাই সচেনতন না।


এ কথাটি যথেষ্ট অপমানজনক । সচেতন এবং স্মার্ট না হলে কেউ লিনাক্স ব্যবহার করত
না । সবাই উইন্ডোজ বা ম্যাকেই পড়ে থাকত । লিনাক্সের অনেক সীমাবদ্ধতার পরেও
মানুষ লিনাক্স ব্যবহার করে মূলত সচেতনতা থেকে । আপনার এরকম অবজার্ভেশনের কারন
জানি না তবে এর সাথে আমি দ্বি-মত পোষন করছি ।



 যে কারনে অনলাইনে কোন জরিপ হলে কাউকে ঠিক ভাবে খুজে পাওয়া যায় না। নিজ গরজে
 কেউ অংশগ্রহণ করতে চায় না।


দেখুন লিনাক্স জরিপের ফলাফল উন্মুক্ত ছিল । কেউ তার নিজের প্রাইভেসী রক্ষা করতে
চাইতেই পারে । আপনার আর আরেকজনের অবস্থা একই রকম হতে নাও পারে । এ বিষয়ে আক্ষেপ
না করাই ভাল । ইনশা আল্লাহ একদিন লিনাক্স ছড়িয়ে পড়বে এবং তখন জরিপ ছাড়াই মানুষ
বুঝবে লিনাক্সের ইউজারবেইজ বেশ বড় ।



 আর সেটা যদি সশরীরে হয় তাহলে মানুষের কাজের চাপ আরো বেরে যায়। তাই মানুষের
 উপস্থিতি
 এক্ষেত্রে বেড়ে যায়।


কাজের চাপ বেড়ে গেলে উপস্থিতি কমে যাওয়ার কথা । আপনি বোধহয় তাড়াহুড়ো করে
লিখেছেন । অসুবিধা নেই, বুঝতে পেরেছি ।



 আমাদের যে আয়োজন ছিল তা ছিল প্রচারের জন্য। আজ রাস্তায় কিছু মানুষ দেখলেও
 আমাদের লাভ। কারা আসলো আর কারা আসলোনা তা নিয়ে আমাদের চিন্তার কোন কারন
 দেখিনা।
 দর্শক না হলে আমাদের কাজ ব্যর্থ হয় না। কারন এই আয়োজন থেকে আমরা আর্থিক বা
 রাজনৈনিত কোন ফায়দা পাবো না।


আপনি আর্থিক বা রাজনৈতিক ফায়েদার কথা ভাবছেন, অনেকে এটুকুর কথা ভাবেও না । তবে
এটা ঠিক রাস্তার সাধারন মানুষের কাছে মেসেজ পৌছে দেওয়াটাও একটা সফলতা । এটা
অস্বীকার করা যাবে না ।



 এখন একদল মানুষ এটা করেছে বলে এই ভাবে খুটিয়ে খুটিয়ে কি হয়েছে না হয়েছে তা বের
 করে দোষ ধরা কিংবা এটি ব্যর্থ হয়েছে প্রমাণ করার মধ্যে আমি কোন ফায়দা খুজে পাই
 না। কারন আমিও লিনাক্সের প্রচার চাই।


আমি যদি এটাকে ব্যার্থ প্রমান করার চেষ্টা করতাম তাহলে প্রথম মেইলেই শুভেচ্ছা
জানাতাম না । আর যদি এই ধরনের সমালোচনা গ্রহন করার মত মানসিকতা না থাকে তাহলে
সেটা দুঃখ জনক । আপনাদের দোষ তো কেউ ধরেনি । শাবাব ভাই জানতে চাইলেন প্রধান
অতিথিরা কে কে এসেছিলেন, তাদের কোন ছবি আছে কিনা । এখানে আপনি খোটানোর কি
দেখলেন ? আজকে রিং ভাই এক রকম, অনিরুদ্ধ আরেক রকম বা শামীম ভাই অন্য রকম তথ্য
দিলে মানুষের কৌতুহল সৃষ্টি হতেই পারে ।

আপনিও লিনাক্সের প্রচার চান। কিন্তু আপনি
 বসে ছিলেন অনলাইনে আমি অনলাইনের সাথে সাথে অফলাইনেও কাজ করেছি।


চমৎকার বলেছেন । বাংলাদেশে লিনাক্স নিয়ে শুধু আপনি আর FOSSBD -ই কাজ করছে । আর
আমরা বসে ছিলাম অফলাইনে সাপোর্ট দিতে । ভাই আপনারা মহাত্না, মহামানব, আমরা তো
অসচেতন লিনাক্স ব্যবহারকারী । আমাদের এই ব্যর্থতা আপনাদের সাফল্য দিয়ে ঘুচিয়ে
দিবেন সেই কামনা করি ।



 মাঝে মাঝে মেইলিং লিস্টে এমন মেইল চরম বিরক্তের কারন ঘটায়। আমারা আমাদের মাঝে
 আর বিভক্তি রেখা সৃষ্টি না করি।



মাঝে মাঝে কিছু বিরক্তিকর মেইলের পাশাপাশি বিনোদনমূলক মেইলও আসে । সুতরাং এটা
একেবারে খারাপ কিছু না ।

ভাল থাকবেন সগীর ভাই, আপনাদের এই মহা কর্মযজ্ঞ চলতে থাকুক আর বারংবার সফলতার
মুখ দেখুক, এই কামনায় ।


-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread Miah M. Hussainuzzaman
2011/8/30 maSnun mas...@gmail.com

 পরবর্তী প্রজন্মকে টার্গেট করা হয়েছে লেখাতে। আমি চাইবো না আমার সন্তানকে কেউ
  নিচু চোখে দেখুন এই কারণে। পাইরেসীর কারণে অসম্মানটা কি অস্বীকার করতে
 পারবেন?
  আমি নিজেও যখন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম নিজের মধ্যে সবসময় চোরের মন
  পুলিশ পুলিশ ভাব থাকতো --- বলাই বাহুল্য এটা এদেশে নয়, বিদেশে।
 

 পাইরেসী নিয়ে আমাদের দেশে বোধহয় মাতামাতিটা একটু বেশীই হয় । আজ পাইরেসী না হলে
 পেটেন্ট সংক্রান্ত অনেক ঝামেলায় পড়তে হত যেটা শুধু কম্পিউটার সেক্টরেই
 সীমাবদ্ধ
 থাকত না, পাট কিংবা ধান চাষের জন্যও হয়ত আমাদের রয়ালটি দিতে হত বা ভবিষ্যতে
 হবে
 । তাই বলে পাইরেসীকে সাধুবাদ জানানোর সুযোগ নেই । তবে পাইরেসীকে চুরি বলা
 মূর্খতা হবে । আর এই ধরণের আগ্রাসী ব্যানার ও নিন্দনীয় । আরো দুঃখ জনক হল এই
 ধরণের আগ্রাসী প্রচারনা শুধু মাত্র গুটি কয়েক লোকের কাছ থেকে দেখা যায় যেটার
 দায়ভার সমগ্র কমিউনিটির উপর পড়ে ।


পাইরেসীর বাংলা তাহলে কী?  তাহলে কি দস্যূতা লিখতে হবে -- মূর্খ হিসেবে
জন্মেছিলাম বলে সারাজীবন সেই মূর্খই হয়ে থাকতে চাইনা, পরামর্শ দিন।

আগ্রাসী ব্যানার মনে করে নিন্দা করলেও কিছু করার নাই। দেশের বাইরে এসব কারণে
প্রচুর অপমানজনক পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। তবে ফেসবুকে দেয়া আপনার
আইডিয়াটাও মনে ধরেছে :) । মানুষ হিসেবে আমার সীমাবদ্ধতা আছে, কাজেই সবকিছুই
সঠিক হতে পারে না।

সাংবাদিক ব্যক্তি আমার পরিচিত নন। কাজেই উনি অনুষ্ঠানস্থলে থাকলেও আমার অজানা।
এছাড়া, অনুষ্ঠানের মাঝে আমি দুইবার একটু বাইরে গিয়েছিলাম (খাওয়া দাওয়ার জন্য)।
তবে প্রতি অনুষ্ঠানের পর প্রেস রিলিজ পাঠানো হয়, সেটা আমার জানা ছিল।

-- শামীম।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread maSnun

 পাইরেসীর বাংলা তাহলে কী?  তাহলে কি দস্যূতা লিখতে হবে -- মূর্খ হিসেবে
 জন্মেছিলাম বলে সারাজীবন সেই মূর্খই হয়ে থাকতে চাইনা, পরামর্শ দিন।



সব সময় সব কিছুর বাংলা করলে সঠিক হয় না । বাংলায় আমরা যেটাকে চুরি করা বলি
সেটাকে ইংরেজীতে বলা হয় Theft। উইকিপিডিয়ায় দেখুন: Copyright holders
frequently refer to copyright infringement as theft. In law copyright
infringement does not refer to actual
thefthttp://en.wikipedia.org/wiki/Theft,
but an instance where a person exercises one of the exclusive rights of the
copyright holder without authorization.

-- http://en.wikipedia.org/wiki/Copyright_infringement

এটাকে আপনি কপিরাইট ভঙ্গ করা বলতে পারেন, তবে আমার মতামত পাইরেসী হিসেবেই
আখ্যায়িত করা । যদি আতেল বাংলায় বলতে চান তাহলে অবৈধ প্রতিলিপন (নাকি
অনুলিপন?) বা এই টাইপের কিছু বলতে পারেন । আমি সাহিত্যে খুব একটা জ্ঞান রাখি
না । আপনার যেটা ভাল মনে হয় আপনি ব্যবহার করুন কিন্তু তাতে যেন পাইরেসীর আসল
রূপটা বোঝা যায়, এর অর্থের যেন পরিবর্তন না ঘটে । চুরি করা মানে অরিজিনাল কপি
সরিয়ে ফেলা, আর পাইরেসী মানে অরিজিনাল কপি থেকে নতুন নতুন কপি তৈরি করা ।

উইকিপিডিয়া থেকে আরেকটি ছবি দেখুন:
http://en.wikipedia.org/wiki/File:Piracynottheft.png

তবে আমি এটাকে পাইরেসী বলি, পাইরেসী-ই বলব । অন্য কিছু না ।


-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread Shabab Mustafa
@শামীম ভাই এবং অন্য সবাই,

আমি খোঁচানোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করি নি। মূলত আমার ক্ষোভ উজবুকীয়
সাংবাদিকতার প্রতিই ছিল। কিন্তু মহাসচিব সাহেব যেভাবে কনফিডেন্সের সাথে বললেন
যে সাংবাদিকরা অনুষ্ঠানে ছিলেন এবং তাদের পরিবেশিত খবরে দ্বিধান্বিত হবার কিছু
নেই, তথ্যগত অমিলের কারণে আমি তখন আরো বেশি খুঁতখুঁতে হয়ে গেলাম এবং আরো কিছু
অসংগতি নজরে এল।

মহাসচিব বলছেন, সাংবাদিকদের সংবাদে দ্বিধন্বিত হবার কিছু নেই। এখন শামীম ভাই
বলছেন, প্রেস রিলিজ দেখে ছাপালে দায় সাংবাদিকদের নিজের। তাহলে আবার প্রশ্ন জাগে
প্রেস রিলিজটা লিখেছেন কে? সেখানে কি 'অতিথি উপস্থিত ছিলেন' লেখা ছিল? ‌

অনিরুদ্ধ বলছে সে সারাদিন ছিল। অনু্ষ্ঠানের শেষের দিকে তিনজনই এসেছিলেন। এইদিকে
শামীম ভাই বলছেন মুনির হাসান ফোন যোগাযোগ রেখেছিলেন। ডালেম স্যার অসুস্থ হয়ে
পড়েছিলেন। তিনজনের হিসাবটা তো মিলল না।
‌
মহাসচিব বলছেন ১৩৭ জনের উপস্থিত ছিলেন। লিখিত রেজিস্ট্রেশন ফর্দ আছে। অনিরুদ্ধ
বলছে ১০০ জনের মত ছিল যাদের সবাই লিনাক্স সম্পর্কে আগ্রহী ছিল না। তাহলে কি
লোকজন ধরে ধরে এনে জোর করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করানো হয়েছে?

এইরকম আরো অনেক কিছুই আছে যেগুলোর হিসেব মিলছে না।

দেখুন আমরা সবাই মানুষ এবং কেউই পারফেক্ট নই। ভুল-ত্রুটি আমাদের হতেই পারে।
কিছু সেটার কথা বলতে গেলে যদি সেটা শোধরাবার উদ্যোগ না নিয়ে যদি সপক্ষে বার বার
জোর করে ঠিক প্রমাণিত করার চেষ্টা করা হতে থাকে তাহলে এইরকম অযথা বিতর্ক একের
পর এক চলতেই থাকবে। আমরা স্বচ্ছতা চাই। বিভ্রান্তি চাই না।

এই যেমন ধরুন, এখন এত এত গরম গরম কথাবার্তার সহকারে লম্বা লম্বা মেইল পাওয়া
যাচ্ছে। কিন্তু গত দুইদিন ধরে আমি যখন একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করছিলাম তখনই
যদি কেউ বলে দিতেন যে ভুলটা সাংবাদিকের এবং অতিথিরা সমস্যার কারণে উপস্থিত হতে
পারেন নি তবেই ল্যাঠা চুকে যেত, তাই না? এত কথাও তো খরচের কেন প্রয়োজন হত না।

FOSSBD যে কাজ করছে তা নিশ্চয়ই প্রসংশাযোগ্য। কিন্তু আমার কাছে মনে হয়েছে এর
অর্জনগুলো যে বড় দুটো দুর্বলতার ফুটো দিয়ে পড়ে যাচ্ছে সে দুটো হল সমন্বয়হীনতা
এবং পর্যাপ্ত বিনয়ের অভাব। তবে এটা একান্তই আমার নিজস্ব মতামত। আশাকরি ভবিষ্যতে
সংগঠনটি এর দুর্বলতা কাটিয়ে উঠবে এবং কাজ করে যাবে।

সবাই ঈদের শুভেচ্ছা।
---
Shabab Mustafa
https://wiki.ubuntu.com/Shabab


2011/8/30 Miah M. Hussainuzzaman mmhza...@gmail.com

 2011/8/30 maSnun mas...@gmail.com

  পরবর্তী প্রজন্মকে টার্গেট করা হয়েছে লেখাতে। আমি চাইবো না আমার সন্তানকে
 কেউ
   নিচু চোখে দেখুন এই কারণে। পাইরেসীর কারণে অসম্মানটা কি অস্বীকার করতে
  পারবেন?
   আমি নিজেও যখন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম নিজের মধ্যে সবসময় চোরের
 মন
   পুলিশ পুলিশ ভাব থাকতো --- বলাই বাহুল্য এটা এদেশে নয়, বিদেশে।
  
 
  পাইরেসী নিয়ে আমাদের দেশে বোধহয় মাতামাতিটা একটু বেশীই হয় । আজ পাইরেসী না
 হলে
  পেটেন্ট সংক্রান্ত অনেক ঝামেলায় পড়তে হত যেটা শুধু কম্পিউটার সেক্টরেই
  সীমাবদ্ধ
  থাকত না, পাট কিংবা ধান চাষের জন্যও হয়ত আমাদের রয়ালটি দিতে হত বা ভবিষ্যতে
  হবে
  । তাই বলে পাইরেসীকে সাধুবাদ জানানোর সুযোগ নেই । তবে পাইরেসীকে চুরি বলা
  মূর্খতা হবে । আর এই ধরণের আগ্রাসী ব্যানার ও নিন্দনীয় । আরো দুঃখ জনক হল এই
  ধরণের আগ্রাসী প্রচারনা শুধু মাত্র গুটি কয়েক লোকের কাছ থেকে দেখা যায় যেটার
  দায়ভার সমগ্র কমিউনিটির উপর পড়ে ।


 পাইরেসীর বাংলা তাহলে কী?  তাহলে কি দস্যূতা লিখতে হবে -- মূর্খ হিসেবে
 জন্মেছিলাম বলে সারাজীবন সেই মূর্খই হয়ে থাকতে চাইনা, পরামর্শ দিন।

 আগ্রাসী ব্যানার মনে করে নিন্দা করলেও কিছু করার নাই। দেশের বাইরে এসব কারণে
 প্রচুর অপমানজনক পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। তবে ফেসবুকে দেয়া আপনার
 আইডিয়াটাও মনে ধরেছে :) । মানুষ হিসেবে আমার সীমাবদ্ধতা আছে, কাজেই সবকিছুই
 সঠিক হতে পারে না।

 সাংবাদিক ব্যক্তি আমার পরিচিত নন। কাজেই উনি অনুষ্ঠানস্থলে থাকলেও আমার অজানা।
 এছাড়া, অনুষ্ঠানের মাঝে আমি দুইবার একটু বাইরে গিয়েছিলাম (খাওয়া দাওয়ার জন্য)।
 তবে প্রতি অনুষ্ঠানের পর প্রেস রিলিজ পাঠানো হয়, সেটা আমার জানা ছিল।

 -- শামীম।
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-30 Thread Miah M. Hussainuzzaman
সমন্বয়হীনতার ব্যাপারটা একটু খোলাসা কর ভাই। এতে ভবিষ্যতে আরও সমন্বিত করা যাবে
-- অবশ্য খুব বেশি আশাবাদী নই, কারণ আমাদের সকলের গতি একরকম নয়। তারপরেও জেনে
রাখতে দোষ নেই।

অনলাইন ফর্মে এবং ফেসবুকে আরও অনেক বেশি ব্যক্তি আসবেন বলে *নিশ্চিত* করেছিলেন।
কিন্তু আমরা কনফিউশন এড়াতে অন স্পট সকলের জন্য রেজি: পুরণ করানোর চেষ্টা করেছি।
সেই ফর্মটা আমার বা অনিরূদ্ধের কাছে নাই, আছে অফিসে। রিং ভাই ওটা দেখে বলেছেন
বলে আশা করছি। আর সেখানে লোকজন একত্রে জড়ো হয়নি কখনই। আমরা মোটামুটি ১০ টা সাড়ে
১০টা থেকে ইফতার পর্যন্ত ছিলাম। অনেকেই করিডোরের দুইপাশে লাগানো
ব্যানার-ফেস্টুন দেখেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে, চলে গিয়েছে, রেজি: করেনি। আবার
অনেকেই ডেস্কে এসেছে, কথা বলেছে, রেজি: করেছে। কেউ কেউ সিডি ডিভিডি বা সফট কপি
সংগ্রহ করেছে (রেজি: করেছে)। কাজেই যেহেতু আসা যাওয়ার উপরে ছিল লোকজন, তাই কতজন
মানুষ হয়েছিল বা অংশ নিয়েছিল সেটা ফট করে বলাটা মুশকিল। এক দল লোক দেখে সকলেই
কিন্তু আন্দাজ করতে পারে না যে কতজনের দল। আমার অনুমানও খারাপ, যদিও আমি ক্লাস
নেই - যার আকার ৭ জন থেকে ৬২ জন পর্যন্ত; কিন্তু সেটা হল বসে থাকা ছাত্র।
দাড়িয়ে জটলা পাকানো বা ইতস্তত ঘুরে বেড়ানো দল নয়।

বিনয়ের অভাবের অভিযোগটা মেনে নিচ্ছি। এটা শুধরানোর চেষ্টা অব্যাহত থাকবে, দোয়া
কোরো।

শুভেচ্ছা ও ঈদ মোবারক।
- শামীম।

2011/8/30 Shabab Mustafa sha...@linux.org.bd

 @শামীম ভাই এবং অন্য সবাই,

 আমি খোঁচানোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করি নি। মূলত আমার ক্ষোভ উজবুকীয়
 সাংবাদিকতার প্রতিই ছিল। কিন্তু মহাসচিব সাহেব যেভাবে কনফিডেন্সের সাথে বললেন
 যে সাংবাদিকরা অনুষ্ঠানে ছিলেন এবং তাদের পরিবেশিত খবরে দ্বিধান্বিত হবার কিছু
 নেই, তথ্যগত অমিলের কারণে আমি তখন আরো বেশি খুঁতখুঁতে হয়ে গেলাম এবং আরো কিছু
 অসংগতি নজরে এল।

 মহাসচিব বলছেন, সাংবাদিকদের সংবাদে দ্বিধন্বিত হবার কিছু নেই। এখন শামীম ভাই
 বলছেন, প্রেস রিলিজ দেখে ছাপালে দায় সাংবাদিকদের নিজের। তাহলে আবার প্রশ্ন
 জাগে
 প্রেস রিলিজটা লিখেছেন কে? সেখানে কি 'অতিথি উপস্থিত ছিলেন' লেখা ছিল? ‌

 অনিরুদ্ধ বলছে সে সারাদিন ছিল। অনু্ষ্ঠানের শেষের দিকে তিনজনই এসেছিলেন।
 এইদিকে
 শামীম ভাই বলছেন মুনির হাসান ফোন যোগাযোগ রেখেছিলেন। ডালেম স্যার অসুস্থ হয়ে
 পড়েছিলেন। তিনজনের হিসাবটা তো মিলল না।
 ‌
 মহাসচিব বলছেন ১৩৭ জনের উপস্থিত ছিলেন। লিখিত রেজিস্ট্রেশন ফর্দ আছে। অনিরুদ্ধ
 বলছে ১০০ জনের মত ছিল যাদের সবাই লিনাক্স সম্পর্কে আগ্রহী ছিল না। তাহলে কি
 লোকজন ধরে ধরে এনে জোর করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করানো হয়েছে?

 এইরকম আরো অনেক কিছুই আছে যেগুলোর হিসেব মিলছে না।

 দেখুন আমরা সবাই মানুষ এবং কেউই পারফেক্ট নই। ভুল-ত্রুটি আমাদের হতেই পারে।
 কিছু সেটার কথা বলতে গেলে যদি সেটা শোধরাবার উদ্যোগ না নিয়ে যদি সপক্ষে বার
 বার
 জোর করে ঠিক প্রমাণিত করার চেষ্টা করা হতে থাকে তাহলে এইরকম অযথা বিতর্ক একের
 পর এক চলতেই থাকবে। আমরা স্বচ্ছতা চাই। বিভ্রান্তি চাই না।

 এই যেমন ধরুন, এখন এত এত গরম গরম কথাবার্তার সহকারে লম্বা লম্বা মেইল পাওয়া
 যাচ্ছে। কিন্তু গত দুইদিন ধরে আমি যখন একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করছিলাম
 তখনই
 যদি কেউ বলে দিতেন যে ভুলটা সাংবাদিকের এবং অতিথিরা সমস্যার কারণে উপস্থিত হতে
 পারেন নি তবেই ল্যাঠা চুকে যেত, তাই না? এত কথাও তো খরচের কেন প্রয়োজন হত না।

 FOSSBD যে কাজ করছে তা নিশ্চয়ই প্রসংশাযোগ্য। কিন্তু আমার কাছে মনে হয়েছে এর
 অর্জনগুলো যে বড় দুটো দুর্বলতার ফুটো দিয়ে পড়ে যাচ্ছে সে দুটো হল সমন্বয়হীনতা
 এবং পর্যাপ্ত বিনয়ের অভাব। তবে এটা একান্তই আমার নিজস্ব মতামত। আশাকরি
 ভবিষ্যতে
 সংগঠনটি এর দুর্বলতা কাটিয়ে উঠবে এবং কাজ করে যাবে।

 সবাই ঈদের শুভেচ্ছা।
 ---
 Shabab Mustafa
 https://wiki.ubuntu.com/Shabab


-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-29 Thread Shabab Mustafa
2011/8/28 Shabab Mustafa sha...@linux.org.bd

 @ রিং,

 আমার প্রশ্নটা পরিষ্কার করে আবার করি:

 অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? তাদের ছবিগুলো কোথায়
 পাওয়া যাবে?


প্রশ্ন করার ২৪ ঘন্টা পরও কোন উত্তর না পাওয়ায় সন্দেহ হওয়ায় আর্কাইভ পরীক্ষা
করে দেখলাম মেইল তো ঠিকমতই পৌঁছছে [0]। অন্য থ্রেডে রিং-দার উত্তরও দেখলাম।
কিন্তু এই প্রশ্নটার উত্তরটা তো পেলাম না।

---
Shabab Mustafa

[0]  https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-August/009816.html
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-28 Thread Shabab Mustafa

 পত্রিকার সাংবাদিকগণ সকাল থেকেই মানে একেবারে আয়োজনের সাজানো-গোছানো পর্ব
 থেকেই
 আমাদের সাথে ছিলেন। ওই কাজের ফাঁকেই আমার আর মেহেদী ভাইয়ের সাক্ষাৎকার
 নিয়েছেন,
 ছবি সংগ্রহ করেছেন ওনারা। এখানে তো দ্বিধান্বীত হবার কিচ্ছু নাই।


অ্যালবামের ছবিগুলো দেখলাম। ব্যাপারটা কিছুটা পরিষ্কার হল। আপনারা বোধহয় পূর্ব
নির্ধারিত পাবলিক লাইব্রেরি - শাহবাগ - রাজু ভাস্কর্য - শহীদ মিনার - টিএসসি
রুটে না গিয়ে শুধু টিএসসির চত্বরেই ছিলেন। যে বলছিল সে সম্ভবত সেটাই বোঝাতে
চাচ্ছিল যে পুরো পূর্ব নির্ধারিত রুটে র‍্যালি অনুষ্ঠিত হয় নি। সে যাইহোক...

আরেকটা ব্যাপার চোখে পড়ল, আপনার সিগনেচারে পদবি লেখা 'মহাসচিব', আর পত্রিকায়
দেখলাম 'সাধারণ সম্পাদক'।

অ্যালবামে বিশেষ অতিথিদের কারো ছবি দেখালাম না। ওনারা কি কেউ উপস্থিত হতে পারেন
নি?



 আশা করি পরিষ্কার হলো। ধন্যবাদ।
 --
 রিং
 +8801671411437

 মহাসচিব
 ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

 প্রধান সমন্বয়ক, পেঙ্গুইন মেলা -
 ২০১১
 http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
 
 ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ http://toshazed.wordpress.com/ ।।
 সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ http://linuxmint-bd.org/about_us ।।
 সদস্য, উবুন্টু
 বাংলাদেশ https://launchpad.net/%7Etoshazed
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-28 Thread maSnun
সকালের খবর পত্রিকায় যে দেখলাম অতিথিরা উপস্থিত ছিলেন । প্রথম আলো অবশ্য এরকম
কিছু লেখেনি । সকাল থেকেই সাংবাদিকরা আপনাদের সাথে থাকার পরও সংবাদ পরিবেশনে
ভুল করে ফেলেছেন । এই হচ্ছে দেশের সাংবাদিকতার অবস্থা । উপস্থিত থেকেই মানুষ
চিনতে পারেনা, উপস্থিত না থেকে যখন রিপোর্ট করে তখন কি অবস্থা হয় আল্লাহ মালুম
।

লিনাক্স ডে উদযাপন সফল হওয়ায় অভিনন্দন আপনাদের । আশা করি পরবর্তী আয়োজনে আরো
লোক সমাগম হবে ।

2011/8/28 Shabab Mustafa sha...@linux.org.bd

 
  পত্রিকার সাংবাদিকগণ সকাল থেকেই মানে একেবারে আয়োজনের সাজানো-গোছানো পর্ব
  থেকেই
  আমাদের সাথে ছিলেন। ওই কাজের ফাঁকেই আমার আর মেহেদী ভাইয়ের সাক্ষাৎকার
  নিয়েছেন,
  ছবি সংগ্রহ করেছেন ওনারা। এখানে তো দ্বিধান্বীত হবার কিচ্ছু নাই।
 

 অ্যালবামের ছবিগুলো দেখলাম। ব্যাপারটা কিছুটা পরিষ্কার হল। আপনারা বোধহয় পূর্ব
 নির্ধারিত পাবলিক লাইব্রেরি - শাহবাগ - রাজু ভাস্কর্য - শহীদ মিনার - টিএসসি
 রুটে না গিয়ে শুধু টিএসসির চত্বরেই ছিলেন। যে বলছিল সে সম্ভবত সেটাই বোঝাতে
 চাচ্ছিল যে পুরো পূর্ব নির্ধারিত রুটে র‍্যালি অনুষ্ঠিত হয় নি। সে যাইহোক...

 আরেকটা ব্যাপার চোখে পড়ল, আপনার সিগনেচারে পদবি লেখা 'মহাসচিব', আর পত্রিকায়
 দেখলাম 'সাধারণ সম্পাদক'।

 অ্যালবামে বিশেষ অতিথিদের কারো ছবি দেখালাম না। ওনারা কি কেউ উপস্থিত হতে
 পারেন
 নি?



  আশা করি পরিষ্কার হলো। ধন্যবাদ।
  --
  রিং
  +8801671411437
 
  মহাসচিব
  ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
 
  প্রধান সমন্বয়ক, পেঙ্গুইন মেলা -
  ২০১১
 
 http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
  
  ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ http://toshazed.wordpress.com/
 ।।
  সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ http://linuxmint-bd.org/about_us ।।
  সদস্য, উবুন্টু
  বাংলাদেশ https://launchpad.net/%7Etoshazed
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-28 Thread সাজেদুর রহিম জোয়ারদার
প্রিয় শাবাব

আরেকটা ব্যাপার চোখে পড়ল, আপনার সিগনেচারে পদবি লেখা 'মহাসচিব', আর পত্রিকায়
 দেখলাম 'সাধারণ সম্পাদক'।


ইংরেজীতে লেখা General Secretary শব্দটাকে এই দুটো অর্থেই ব্যবহার করা যায়।
আমার সাংগঠনিক ভিজিটিং কার্ড থেকে অনুবাদের ক্ষেত্রে এটা হয়েছে বোধ হয়।

প্রিয় মাসনূন

২৮ আগস্ট, ২০১১ ১:৪৮ pm এ তে, maSnun mas...@gmail.com লিখেছে:

 লিনাক্স ডে উদযাপন সফল হওয়ায় অভিনন্দন আপনাদের । আশা করি পরবর্তী আয়োজনে আরো
 লোক সমাগম হবে ।


তোমাকে ধন্যবাদ। সপ্তাহের শেষ কর্মদিবস, রমজান, ঈদের অগ্রীম ছুটি সব মিলিয়ে
উপস্থিতি আমার কাছে খুব কম মনে হয়নি। মোটামুটি ১৩৭ জনের উপস্থিতিতে আয়োজনটা
আমরা সফলই বলবো। [রেজিঃ ফর্মটা অনলাইনে থাকলেও অফলাইন রেজিঃর ব্যবস্থাও রাখা
ছিলো। অনলাইনে যাঁরা রেজিঃ করেছিলেন তাঁদের প্রত্যেককেও অফলাইনে নিজ তথ্য দিতে
হয়েছিলো, তাই ডুপ্লিকেট তথ্যের সম্ভাবনা নাই।] তদুপরি শুধুমাত্র দর্শকও ছিলেন
বেশ কিছু, যাঁদের তথ্য আমাদের কাছে নাই। কেননা যাঁরা লিনাক্স নিয়ে প্রশ্ন
করেছেন কিংবা ডিস্ক বা আইএসও সংগ্রহ করেছেন শুধু তাঁদের তথ্যই এটুকু।

ছবিগুলোর বেশীরভাগই সকালের দিককার, বিকেল বেলার ছবি খুব কম। ইফতার ও তাঁর আগে
উপস্থিত সবার তথ্যগুলো ছবিতে প্রতিভাসিত হয়নি।

আমাদের আগামী আয়োজনে আপনাদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহন কাম্য।

ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, পেঙ্গুইন মেলা -
২০১১http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ http://toshazed.wordpress.com/ ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ http://linuxmint-bd.org/about_us ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ https://launchpad.net/%7Etoshazed
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-28 Thread Shabab Mustafa
@ রিং,

আমার প্রশ্নটা পরিষ্কার করে আবার করি:

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? তাদের ছবিগুলো কোথায়
পাওয়া যাবে?

---
Shabab Mustafa
 https://wiki.ubuntu.com/Shabab


2011/8/28 সাজেদুর রহিম জোয়ারদার tosha...@gmail.com

 প্রিয় শাবাব

 আরেকটা ব্যাপার চোখে পড়ল, আপনার সিগনেচারে পদবি লেখা 'মহাসচিব', আর পত্রিকায়
  দেখলাম 'সাধারণ সম্পাদক'।
 

 ইংরেজীতে লেখা General Secretary শব্দটাকে এই দুটো অর্থেই ব্যবহার করা যায়।
 আমার সাংগঠনিক ভিজিটিং কার্ড থেকে অনুবাদের ক্ষেত্রে এটা হয়েছে বোধ হয়।

 প্রিয় মাসনূন

 ২৮ আগস্ট, ২০১১ ১:৪৮ pm এ তে, maSnun mas...@gmail.com লিখেছে:

  লিনাক্স ডে উদযাপন সফল হওয়ায় অভিনন্দন আপনাদের । আশা করি পরবর্তী আয়োজনে
 আরো
  লোক সমাগম হবে ।
 

 তোমাকে ধন্যবাদ। সপ্তাহের শেষ কর্মদিবস, রমজান, ঈদের অগ্রীম ছুটি সব মিলিয়ে
 উপস্থিতি আমার কাছে খুব কম মনে হয়নি। মোটামুটি ১৩৭ জনের উপস্থিতিতে আয়োজনটা
 আমরা সফলই বলবো। [রেজিঃ ফর্মটা অনলাইনে থাকলেও অফলাইন রেজিঃর ব্যবস্থাও রাখা
 ছিলো। অনলাইনে যাঁরা রেজিঃ করেছিলেন তাঁদের প্রত্যেককেও অফলাইনে নিজ তথ্য দিতে
 হয়েছিলো, তাই ডুপ্লিকেট তথ্যের সম্ভাবনা নাই।] তদুপরি শুধুমাত্র দর্শকও ছিলেন
 বেশ কিছু, যাঁদের তথ্য আমাদের কাছে নাই। কেননা যাঁরা লিনাক্স নিয়ে প্রশ্ন
 করেছেন কিংবা ডিস্ক বা আইএসও সংগ্রহ করেছেন শুধু তাঁদের তথ্যই এটুকু।

 ছবিগুলোর বেশীরভাগই সকালের দিককার, বিকেল বেলার ছবি খুব কম। ইফতার ও তাঁর আগে
 উপস্থিত সবার তথ্যগুলো ছবিতে প্রতিভাসিত হয়নি।

 আমাদের আগামী আয়োজনে আপনাদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহন কাম্য।

 ধন্যবাদ।
 --
 রিং
 +8801671411437

 মহাসচিব
 ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

 প্রধান সমন্বয়ক, পেঙ্গুইন মেলা -
 ২০১১
 http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
 
 ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ http://toshazed.wordpress.com/ ।।
 সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ http://linuxmint-bd.org/about_us ।।
 সদস্য, উবুন্টু
 বাংলাদেশ https://launchpad.net/%7Etoshazed
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-27 Thread Shahriar Tariq
সবাইকে শুভেচ্ছা,
লিনাক্স ডে যেদিন হয়েছে সেদিন অফিস ছিলো তাই ইচ্ছে থাকলেও যাওয়া হয়নি।
অনুষ্ঠানের নিশ্চয়ই প্রেস রিলিজ এবং বহু ছবি তোলা হয়েছে? আমরা দেখতে আগ্রহী :)


-- 
Thanking you,
Shahriar Tariq

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd/

Team Contact, Ubuntu Bangladesh https://launchpad.net/%7Eubuntu-bd

Founding Member, Amigos Clothing http://amigosclothing.com/
Personal Blog: আশাবাদীর দিনপঞ্জিকা http://www.ashabadi.com/

Endorsement:
আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/
and
মুক্ত.অর্গ http://mukto.org
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-27 Thread Miah M. Hussainuzzaman
প্রথম আলো:
http://www.prothom-alo.com/detail/date/2011-08-27/news/181349

সকালের খবর:
http://www.shokalerkhabor.com/online/archive_details.php?id=27136%20page_id=%2047issue_date=2011-08-26
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-27 Thread সাজেদুর রহিম জোয়ারদার
প্রিয় শাবাব

২৮ আগস্ট, ২০১১ ৭:১৯ am এ তে, Shabab Mustafa sha...@linux.org.bd লিখেছে:

 ২৫ তারিখ কার যেন টাইমলাইনে দেখলাম সকালের র‍্যালিটি নাকি অনুষ্ঠিত হয় নি?!


এই সুত্রটি ভুল সংবাদ দিয়েছে।


 পত্রিকায় তো আবার দেখছি শোভাযাত্রার খবর দেয়া হয়েছে। একটু কনফিউজ হয়ে গেলাম।


পত্রিকার সাংবাদিকগণ সকাল থেকেই মানে একেবারে আয়োজনের সাজানো-গোছানো পর্ব থেকেই
আমাদের সাথে ছিলেন। ওই কাজের ফাঁকেই আমার আর মেহেদী ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছেন,
ছবি সংগ্রহ করেছেন ওনারা। এখানে তো দ্বিধান্বীত হবার কিচ্ছু নাই।

আশা করি পরিষ্কার হলো। ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, পেঙ্গুইন মেলা -
২০১১http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ http://toshazed.wordpress.com/ ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ http://linuxmint-bd.org/about_us ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ https://launchpad.net/%7Etoshazed
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-27 Thread ZM.Mehdi Hassan
শাহরিয়ার তারেক ভাই

সালাম

আপনার শুভেচ্ছা আমরা স্বাদরে গ্রহন করলাম। আপনি আসতে চেয়েছিলেন জেনে আমরা
অনুপ্রানীত। ভাল থাকুন। অগ্রীম ঈদের শুভেচ্ছা।

-- 
শ্যামলিমা
+8801678702533

সভাপতি
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-27 Thread ZM.Mehdi Hassan
শাবাব ভাই

সালাম

আপনাকে ও উবুন্তু বিডি মেইলিং লিস্টের সকল সদস্যকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম
শুভেচ্ছা। ধন্যবাদ।


-- 
শ্যামলিমা
+8801678702533

সভাপতি
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-21 Thread Sazzad Hossain
নিবন্ধন ছাড়া আমি কি কাওকে নিয়ে আসতে পারব?
I am not sure about some of my frnds ,they might come.

2011/8/21 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com:
 ভাই নিবন্ধন করে নিয়েন।
 --
 Dedicated Linux Forum in
 Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
 Thank you
 Md Ashickur Rahman
 Volunteer, Foundation for Open Source Solution Bangladesh.




 2011/8/21 Arif Uddin arif...@gmail.com

 আশা করছি দেখা হবে।


 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-21 Thread সাজেদুর রহিম জোয়ারদার
প্রিয় সাজ্জাদ হোসাইন ভাই

২১ আগস্ট, ২০১১ ১:৩৭ pm এ তে, Sazzad Hossain sazzad...@gmail.com লিখেছে:

 নিবন্ধন ছাড়া আমি কি কাওকে নিয়ে আসতে পারব?
 I am not sure about some of my frnds ,they might come.


আপনি নিবন্ধন করেছেন আর সাথে করে আপনার বন্ধুদেরকে নিয়ে আসুন বা আসতে বলুন।
সমস্যা হবে না। যাঁরা এই অনলাইন রেজিষ্ট্রেশন করতে পারেননি তাঁরা ঐ দিন
আয়োজনস্থলে রেজিষ্ট্রেশনের সুযোগ নিয়ে আয়োজনে অংশ নিতে পারবেন।

ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, পেঙ্গুইন মেলা -
২০১১http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ http://toshazed.wordpress.com/ ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ http://linuxmint-bd.org/about_us ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ https://launchpad.net/%7Etoshazed
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-21 Thread Sazzad Hossain
ধন্যবাদ রিং ভাইয়া

2011/8/21 সাজেদুর রহিম জোয়ারদার tosha...@gmail.com:
 প্রিয় সাজ্জাদ হোসাইন ভাই

 ২১ আগস্ট, ২০১১ ১:৩৭ pm এ তে, Sazzad Hossain sazzad...@gmail.com লিখেছে:

 নিবন্ধন ছাড়া আমি কি কাওকে নিয়ে আসতে পারব?
 I am not sure about some of my frnds ,they might come.


 আপনি নিবন্ধন করেছেন আর সাথে করে আপনার বন্ধুদেরকে নিয়ে আসুন বা আসতে বলুন।
 সমস্যা হবে না। যাঁরা এই অনলাইন রেজিষ্ট্রেশন করতে পারেননি তাঁরা ঐ দিন
 আয়োজনস্থলে রেজিষ্ট্রেশনের সুযোগ নিয়ে আয়োজনে অংশ নিতে পারবেন।

 ধন্যবাদ।
 --
 রিং
 +8801671411437

 মহাসচিব
 ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

 প্রধান সমন্বয়ক, পেঙ্গুইন মেলা -
 ২০১১http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
 ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ http://toshazed.wordpress.com/ ।।
 সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ http://linuxmint-bd.org/about_us ।।
 সদস্য, উবুন্টু
 বাংলাদেশ https://launchpad.net/%7Etoshazed
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-20 Thread Sazzad Hossain
ইনশাআল্লাহ্‌ আমি আসবো ।


2011/8/20 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com

 ১৯৯১ সালের ২৫শে আগস্ট, হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির এক ছাত্র
 লিনুস টরভ্যাল্ডস ঘোষনা দেন উন্মুক্ত সোর্স ভিত্তিক কার্নেল “লিনাক্স”
 রিলিজের।
 সেই থেকে আজ অবধি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম সারা বিশ্বের সার্ভারের
 জগৎটা দাপিয়েই বেড়াচ্ছে। কিন্তু লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলো এখন আর
 শুধুই সার্ভারের জগতেই সীমাবদ্ধ নয়। এই বিষয়টা প্রযুক্তিপ্রেমী সব বাংলাদেশী
 কে
 জানাতে, বোঝাতে এবং ডেক্সটপ দুনিয়ায় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের
 বীরত্বপূর্ণ সাফল্য গাঁথার কিছু ইতিহাস সবার সামনে তুলে ধরার লক্ষ্যে
 ফাউন্ডেশন
 ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (Foundation for Open Source Solutions
 Bangladesh) বা সংক্ষেপে এফওএসএস বাংলাদেশ (FOSS Bangladesh) এবছরে লিনাক্সের
 ২০ তম জন্মবার্ষিকীতে “লিনাক্স ডে – ২০১১” উদযাপন করতে যাচ্ছে। আপনি যদি
 প্রযুক্তিপ্রেমী হোন এবং লিনাক্স সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তো চলে আসুন
 আমাদের এ আয়োজনে।

 আয়োজনের তারিখ ও সময়: ২৫শে আগস্ট ২০১১ইং, বৃস্পতিবার। সকাল ১০টা থেকে শুরু হবে
 এ আয়োজন।
 আয়োজন স্থল: ছাত্র-শিক্ষক কেন্দ্র বা টিএসসি (লবি ও গেমস রুম), ঢাকা
 বিশ্ববিদ্যালয়।
 আয়োজনের বিস্তারিত সূচী:
 ১। সকাল ১০টায়  ব্যানার-ফেস্টুন সহ পদযাত্রা/শোভাযাত্রা শাহবাগের পাবলিক
 লাইব্রেরীর সামনে থেকে শুরু হয়ে, রাজু ভাস্কর্য, শহীদ মিনার হয়ে ঢাকা
 বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র পাখি চত্বরে এসে শেষ হবে।
 ২। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী টিএসসির করিডোর আর লবিতে বিভিন্ন
 ধরনের লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে
 প্রদর্শনী চলবে এবং এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
 ৩। আরো থাকছে ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে আমাদের এবং দেশী-বিদেশী বিভিন্ন
 সংগঠনের সেবামূলক কাজকর্মের ভিডিও চিত্র প্রদর্শনী, দিনব্যাপী।
 ৪। বিকাল ৪টা থেকে শুরু হবে আমন্ত্রিত অতিথি ও দশর্কদের মাঝে মত বিনিময় এবং
 আলোচনা অনুষ্ঠান।
 ৫। এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা
 পছন্দের মিডিয়াতে অথবা সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা থাকবে।


 আয়োজনে আপনার যোগদান নিশ্চিত করতে এই ফর্মে আপনার তথ্য যুক্ত করে
 দিন
 https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dHVzbjVKWlJ0MEwwTVc1eG9STEJFYUE6MQ
 
 --
 আশিকুর নূর
 সহকারী সমন্বয়ক, অান্তর্জালিক প্রকাশনা
 “লিনাক্স ডে - ২০১১” উদযাপন পরিষদ
 ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

 --
 Dedicated Linux Forum in
 Bangladesh
 http://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
 Thank you
 Md Ashickur Rahman
 Volunteer, Foundation for Open Source Solution Bangladesh.
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-20 Thread sagir khan
নিবন্ধন করলাম।

২০ আগস্ট, ২০১১ ৭:২৯ pm এ তে, Sazzad Hossain sazzad...@gmail.com লিখেছে:

 ইনশাআল্লাহ্‌ আমি আসবো ।


 2011/8/20 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com

  ১৯৯১ সালের ২৫শে আগস্ট, হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির এক ছাত্র
  লিনুস টরভ্যাল্ডস ঘোষনা দেন উন্মুক্ত সোর্স ভিত্তিক কার্নেল “লিনাক্স”
  রিলিজের।
  সেই থেকে আজ অবধি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম সারা বিশ্বের সার্ভারের
  জগৎটা দাপিয়েই বেড়াচ্ছে। কিন্তু লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলো এখন
 আর
  শুধুই সার্ভারের জগতেই সীমাবদ্ধ নয়। এই বিষয়টা প্রযুক্তিপ্রেমী সব বাংলাদেশী
  কে
  জানাতে, বোঝাতে এবং ডেক্সটপ দুনিয়ায় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের
  বীরত্বপূর্ণ সাফল্য গাঁথার কিছু ইতিহাস সবার সামনে তুলে ধরার লক্ষ্যে
  ফাউন্ডেশন
  ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (Foundation for Open Source Solutions
  Bangladesh) বা সংক্ষেপে এফওএসএস বাংলাদেশ (FOSS Bangladesh) এবছরে
 লিনাক্সের
  ২০ তম জন্মবার্ষিকীতে “লিনাক্স ডে – ২০১১” উদযাপন করতে যাচ্ছে। আপনি যদি
  প্রযুক্তিপ্রেমী হোন এবং লিনাক্স সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তো চলে আসুন
  আমাদের এ আয়োজনে।
 
  আয়োজনের তারিখ ও সময়: ২৫শে আগস্ট ২০১১ইং, বৃস্পতিবার। সকাল ১০টা থেকে শুরু
 হবে
  এ আয়োজন।
  আয়োজন স্থল: ছাত্র-শিক্ষক কেন্দ্র বা টিএসসি (লবি ও গেমস রুম), ঢাকা
  বিশ্ববিদ্যালয়।
  আয়োজনের বিস্তারিত সূচী:
  ১। সকাল ১০টায়  ব্যানার-ফেস্টুন সহ পদযাত্রা/শোভাযাত্রা শাহবাগের পাবলিক
  লাইব্রেরীর সামনে থেকে শুরু হয়ে, রাজু ভাস্কর্য, শহীদ মিনার হয়ে ঢাকা
  বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র পাখি চত্বরে এসে শেষ হবে।
  ২। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী টিএসসির করিডোর আর লবিতে বিভিন্ন
  ধরনের লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে
  প্রদর্শনী চলবে এবং এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
  ৩। আরো থাকছে ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে আমাদের এবং দেশী-বিদেশী বিভিন্ন
  সংগঠনের সেবামূলক কাজকর্মের ভিডিও চিত্র প্রদর্শনী, দিনব্যাপী।
  ৪। বিকাল ৪টা থেকে শুরু হবে আমন্ত্রিত অতিথি ও দশর্কদের মাঝে মত বিনিময় এবং
  আলোচনা অনুষ্ঠান।
  ৫। এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা
  পছন্দের মিডিয়াতে অথবা সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা থাকবে।
 
 
  আয়োজনে আপনার যোগদান নিশ্চিত করতে এই ফর্মে আপনার তথ্য যুক্ত করে
  দিন
 
 https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dHVzbjVKWlJ0MEwwTVc1eG9STEJFYUE6MQ
  
  --
  আশিকুর নূর
  সহকারী সমন্বয়ক, অান্তর্জালিক প্রকাশনা
  “লিনাক্স ডে - ২০১১” উদযাপন পরিষদ
  ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
 
  --
  Dedicated Linux Forum in
  Bangladesh
  http://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
  Thank you
  Md Ashickur Rahman
  Volunteer, Foundation for Open Source Solution Bangladesh.
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




 --
 Sazzad Hossain
 https://www.moneybookers.com/app/?rid=19852903
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
___
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
___
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-20 Thread Md. Saef ullah Miah
Registered myself :D

2011/8/20 sagir khan sagi...@gmail.com

 নিবন্ধন করলাম।

 ২০ আগস্ট, ২০১১ ৭:২৯ pm এ তে, Sazzad Hossain sazzad...@gmail.com লিখেছে:

  ইনশাআল্লাহ্‌ আমি আসবো ।
 
 
  2011/8/20 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com
 
   ১৯৯১ সালের ২৫শে আগস্ট, হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির এক
 ছাত্র
   লিনুস টরভ্যাল্ডস ঘোষনা দেন উন্মুক্ত সোর্স ভিত্তিক কার্নেল “লিনাক্স”
   রিলিজের।
   সেই থেকে আজ অবধি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম সারা বিশ্বের
 সার্ভারের
   জগৎটা দাপিয়েই বেড়াচ্ছে। কিন্তু লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলো এখন
  আর
   শুধুই সার্ভারের জগতেই সীমাবদ্ধ নয়। এই বিষয়টা প্রযুক্তিপ্রেমী সব
 বাংলাদেশী
   কে
   জানাতে, বোঝাতে এবং ডেক্সটপ দুনিয়ায় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের
   বীরত্বপূর্ণ সাফল্য গাঁথার কিছু ইতিহাস সবার সামনে তুলে ধরার লক্ষ্যে
   ফাউন্ডেশন
   ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (Foundation for Open Source Solutions
   Bangladesh) বা সংক্ষেপে এফওএসএস বাংলাদেশ (FOSS Bangladesh) এবছরে
  লিনাক্সের
   ২০ তম জন্মবার্ষিকীতে “লিনাক্স ডে – ২০১১” উদযাপন করতে যাচ্ছে। আপনি যদি
   প্রযুক্তিপ্রেমী হোন এবং লিনাক্স সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তো চলে আসুন
   আমাদের এ আয়োজনে।
  
   আয়োজনের তারিখ ও সময়: ২৫শে আগস্ট ২০১১ইং, বৃস্পতিবার। সকাল ১০টা থেকে শুরু
  হবে
   এ আয়োজন।
   আয়োজন স্থল: ছাত্র-শিক্ষক কেন্দ্র বা টিএসসি (লবি ও গেমস রুম), ঢাকা
   বিশ্ববিদ্যালয়।
   আয়োজনের বিস্তারিত সূচী:
   ১। সকাল ১০টায়  ব্যানার-ফেস্টুন সহ পদযাত্রা/শোভাযাত্রা শাহবাগের পাবলিক
   লাইব্রেরীর সামনে থেকে শুরু হয়ে, রাজু ভাস্কর্য, শহীদ মিনার হয়ে ঢাকা
   বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র পাখি চত্বরে এসে শেষ হবে।
   ২। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী টিএসসির করিডোর আর লবিতে
 বিভিন্ন
   ধরনের লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে
   প্রদর্শনী চলবে এবং এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
   ৩। আরো থাকছে ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে আমাদের এবং দেশী-বিদেশী বিভিন্ন
   সংগঠনের সেবামূলক কাজকর্মের ভিডিও চিত্র প্রদর্শনী, দিনব্যাপী।
   ৪। বিকাল ৪টা থেকে শুরু হবে আমন্ত্রিত অতিথি ও দশর্কদের মাঝে মত বিনিময়
 এবং
   আলোচনা অনুষ্ঠান।
   ৫। এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা
   পছন্দের মিডিয়াতে অথবা সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা থাকবে।
  
  
   আয়োজনে আপনার যোগদান নিশ্চিত করতে এই ফর্মে আপনার তথ্য যুক্ত করে
   দিন
  
 
 https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dHVzbjVKWlJ0MEwwTVc1eG9STEJFYUE6MQ
   
   --
   আশিকুর নূর
   সহকারী সমন্বয়ক, অান্তর্জালিক প্রকাশনা
   “লিনাক্স ডে - ২০১১” উদযাপন পরিষদ
   ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
  
   --
   Dedicated Linux Forum in
   Bangladesh
   http://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
   Thank you
   Md Ashickur Rahman
   Volunteer, Foundation for Open Source Solution Bangladesh.
   --
   Ubuntu Bangladesh
   https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 
 
 
 
  --
  Sazzad Hossain
  https://www.moneybookers.com/app/?rid=19852903
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 



 --
 ধন্যবাদ
 সগীর হোসাইন খান
 ___
 ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
 ___
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
http://www.mylivefeeds.blogspot.comMe on
Wordpresshttp://ping543f.wordpress.com/
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-20 Thread Arif Uddin
আশা করছি দেখা হবে।

*---
Md. Arif Uddin *
Dhaka, Bangladesh
Mobile: +88 017 15 865458
E-mail: arif...@gmail.com
http://www.sobkichu.com
http://www.ankursoftbd.com/arif


2011/8/20 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com

 ১৯৯১ সালের ২৫শে আগস্ট, হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তির এক ছাত্র
 লিনুস টরভ্যাল্ডস ঘোষনা দেন উন্মুক্ত সোর্স ভিত্তিক কার্নেল “লিনাক্স”
 রিলিজের।
 সেই থেকে আজ অবধি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম সারা বিশ্বের সার্ভারের
 জগৎটা দাপিয়েই বেড়াচ্ছে। কিন্তু লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলো এখন আর
 শুধুই সার্ভারের জগতেই সীমাবদ্ধ নয়। এই বিষয়টা প্রযুক্তিপ্রেমী সব বাংলাদেশী
 কে
 জানাতে, বোঝাতে এবং ডেক্সটপ দুনিয়ায় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের
 বীরত্বপূর্ণ সাফল্য গাঁথার কিছু ইতিহাস সবার সামনে তুলে ধরার লক্ষ্যে
 ফাউন্ডেশন
 ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (Foundation for Open Source Solutions
 Bangladesh) বা সংক্ষেপে এফওএসএস বাংলাদেশ (FOSS Bangladesh) এবছরে লিনাক্সের
 ২০ তম জন্মবার্ষিকীতে “লিনাক্স ডে – ২০১১” উদযাপন করতে যাচ্ছে। আপনি যদি
 প্রযুক্তিপ্রেমী হোন এবং লিনাক্স সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তো চলে আসুন
 আমাদের এ আয়োজনে।

 আয়োজনের তারিখ ও সময়: ২৫শে আগস্ট ২০১১ইং, বৃস্পতিবার। সকাল ১০টা থেকে শুরু হবে
 এ আয়োজন।
 আয়োজন স্থল: ছাত্র-শিক্ষক কেন্দ্র বা টিএসসি (লবি ও গেমস রুম), ঢাকা
 বিশ্ববিদ্যালয়।
 আয়োজনের বিস্তারিত সূচী:
 ১। সকাল ১০টায়  ব্যানার-ফেস্টুন সহ পদযাত্রা/শোভাযাত্রা শাহবাগের পাবলিক
 লাইব্রেরীর সামনে থেকে শুরু হয়ে, রাজু ভাস্কর্য, শহীদ মিনার হয়ে ঢাকা
 বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র পাখি চত্বরে এসে শেষ হবে।
 ২। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী টিএসসির করিডোর আর লবিতে বিভিন্ন
 ধরনের লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে
 প্রদর্শনী চলবে এবং এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
 ৩। আরো থাকছে ওপেন সোর্স এবং লিনাক্স নিয়ে আমাদের এবং দেশী-বিদেশী বিভিন্ন
 সংগঠনের সেবামূলক কাজকর্মের ভিডিও চিত্র প্রদর্শনী, দিনব্যাপী।
 ৪। বিকাল ৪টা থেকে শুরু হবে আমন্ত্রিত অতিথি ও দশর্কদের মাঝে মত বিনিময় এবং
 আলোচনা অনুষ্ঠান।
 ৫। এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা
 পছন্দের মিডিয়াতে অথবা সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা থাকবে।


 আয়োজনে আপনার যোগদান নিশ্চিত করতে এই ফর্মে আপনার তথ্য যুক্ত করে
 দিন
 https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dHVzbjVKWlJ0MEwwTVc1eG9STEJFYUE6MQ
 
 --
 আশিকুর নূর
 সহকারী সমন্বয়ক, অান্তর্জালিক প্রকাশনা
 “লিনাক্স ডে - ২০১১” উদযাপন পরিষদ
 ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

 --
 Dedicated Linux Forum in
 Bangladesh
 http://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
 Thank you
 Md Ashickur Rahman
 Volunteer, Foundation for Open Source Solution Bangladesh.
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] লিনাক্স ডে - ২০১১ - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

2011-08-20 Thread Md Ashickur Rahman Noor
ভাই নিবন্ধন করে নিয়েন।
--
Dedicated Linux Forum in
Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solution Bangladesh.




2011/8/21 Arif Uddin arif...@gmail.com

 আশা করছি দেখা হবে।


-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd