Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-10 Thread sagir khan
একটু আগে উবুন্টুকে রিকভারি মুডে চালাতে সফল হয়েছিলাম। এর পর সেখান থেকে nvidia-current ইনস্টল দিলাম। রিস্টার্ট করার পর সেই আগের মতই সমস‌্যা দেখা দিচ্ছে। মনিটর সম্পূর্ণ লাল হয়ে থাকে। আর কোন কিছুই আসে না। মনে হয় আমার পিসিআই-ই উবুন্টুর ইউনিটির জন্য কার্যকর নয়। এই মুহূর্তে আর কারো কোন পরামর্শ?

Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-10 Thread Miah M. Hussainuzzaman
প্রিয় সগীর ভাই, কিছু মনে না করলে একটা কথা বলি: আমার জরুরী সব কাজ (বাসায় এবং অফিসে) আমি সবই লিনাক্সে করি (উবুন্টুতে)। এজন্য প্রতি নতুন রিলিজে ইনস্টল করার বিলাসিতা দেখাই না। এছাড়া ইনস্টল করলেও সেটা রিলিজ হওয়ার ১ থেকে ২ মাস পরে করি। কারণ রিলিজ হওয়ার পরও বিভিন্ন রকম প্যাচ আপডেট আসে - এই সময়ের মধ্য।

Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-10 Thread sagir khan
ভাই আপনার পরামর্শটা অনেক সুন্দর। আমিও এমন চিন্তা করেই এক বছর পর্যন্ত উবুন্টু ১০.০৪ ব্যবহার করেছি। কিন্তু মনে হল একটু আগানো দরকার তাই উবুন্টু ১১.০৪ এ চলে আসলাম। আপাতত সমস্যার একটা সমাধান হল উবুন্টু ক্লাসিক ব্যবহার করছি। আমার অফিসিয়াল, আনঅফিসিয়াল সব কাজই উবুন্টুতে হয়। ১১ মে, ২০১১ ৭:০৮ am এ তে,

Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-09 Thread sagir khan
আমি রিকভারি মুডে চালানোর চেস্টা করেছি। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। কি সব কাজ করতে বলে আমি বুঝতে পারছিনা। তাছাড়া আমি উবুন্টুতে ঢুকতেই পারছিনা। কিভাবে রিপোতে যাবো। দেখি কোন ভাবে আপনাদের পরামর্শগুলো কাজে লাগালো যায় নাকি। ৯ মে, ২০১১ ১:১০ pm এ তে, Abhi arup...@gmail.com লিখেছে: আরেকটা সমাধান হলো

Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-09 Thread jayanta nath
আপনি এই থ্রেডটা দেখবেন? http://ubuntuforums.org/showthread.php?t=1743451 With Warm Regards, *Jayanta Nath* Calcutta,West Bengal -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-09 Thread sagir khan
@ Shabab Mustafa ভাই। এক বছর আগে থেকে উবুন্টু ব্যবহার করছি। এর মধ্যে কমছেকম হাজারটা সমস্যায় পরেছিলাম। কিন্তু ভুলেও উবুন্টু ছাড়িনাই। প্রথমবার উবুন্টু ইনস্টল করতে প্রায় ১৬ কার সেটআপ দিতে হয়েছে। আবার হার্ডডিস্কের সব ডাটা নাই হয়েছে শেষ পর্যন্ত হার্ড ডিস্ক মারা গিয়েছে কিন্তু তার পরও নতুন হার্ডডিস্ক

Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-09 Thread sagir khan
অনেক চেস্টার পরও কোন ভাবেই উবুন্টু খুলতে পারলাম না যে ইউনিটির জন্য কিছু একটা করবো। এখন আমার কি করনীয় কেউকি জানাবেন? ৯ মে, ২০১১ ৬:৫৪ pm এ তে, sagir khan sagi...@gmail.com লিখেছে: @ Shabab Mustafa ভাই। এক বছর আগে থেকে উবুন্টু ব্যবহার করছি। এর মধ্যে কমছেকম হাজারটা সমস্যায় পরেছিলাম। কিন্তু ভুলেও

Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-09 Thread sagir khan
সিডি দিযে লাইভ উবুন্টু চালু করে কি এই সমস্যার সামাধান করা সম্ভব? ৯ মে, ২০১১ ৩:৪৪ pm এ তে, sagir khan sagi...@gmail.com লিখেছে: অনেক চেস্টার পরও কোন ভাবেই উবুন্টু খুলতে পারলাম না যে ইউনিটির জন্য কিছু একটা করবো। এখন আমার কি করনীয় কেউকি জানাবেন? ৯ মে, ২০১১ ৬:৫৪ pm এ তে, sagir khan

Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-09 Thread Abhi
আপনি কনসোলে লগ-ইন করে নিচের কমান্ডের আউটপুট দিন- lspci এবার নিচের কমান্ডটি চালিয়ে চেক করুন এনভিডিয়ার রেস্ট্রিক্টেড ড্রাইভার কোনটি ইন্সটল আছে- dpkg --get-selections | grep nvidia যদি- nvidia-current ইন্সটল থাকে তাহলে সেটি রিমুভ করে দেখুন (অর্থাৎ বিল্ট-ইন ড্রাইভার nouveau তে ফিরে যান, যেটি দিয়ে

Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-09 Thread sagir khan
Abhi আপনার মেইলটা আসতে দেরি হয়ে গেছে। তার আগেই আমি আরেকবার উবুন্টু ইনস্টল করেছি। উবুন্টু ১১.০৪ ই করেছি। এখনো আমি আমার ড্রাইভার ইনস্টল করিনি। আমার ড্রাইভার ইনস্টল করতে কি করা উচিত কেউকি পরামর্শ দিবেন? ১০ মে, ২০১১ ১২:১৯ am এ তে, Abhi arup...@gmail.com লিখেছে: আপনি কনসোলে লগ-ইন করে নিচের কমান্ডের

Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-09 Thread Abhi
আপনি এনভিডিয়া রেস্ট্রিক্টেড ড্রাইভার ইন্সটলের আগে উবুন্টুতে যদি কোন আপডেট দরকার থাকে তাহলে সেগুলো করে নিন, এরপর রেস্ট্রিক্টেড ড্রাইভার ইন্সটলের আগে একবার এনভিডিয়া ওপেনসোর্স 3D ড্রাইভার টেস্ট করে দেখুন- sudo apt-get install libgl1-mesa-dri-experimental এটি ইন্সটলের পর দেখুন কি হয়, 3D সাপোর্ট এনাবল

Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-08 Thread sagir khan
Abhi ভাই পারলে একটু তারাতারি সমাধান দেন। আমি কি করবো বুঝতে পারতেছিনা। আমি NVIDIA এর PCI-E ‌ব্যবহার করছি। আমার মডেল হল GF 9500 GT 550M 1GB DDR2 TV DVI PCI-E ৮ মে, ২০১১ ১১:০৩ pm এ তে, Abhi arup...@gmail.com লিখেছে: ইউনিটি হলো ক্যানোনিকাল কর্তৃক ডেভেলপ করা নতুন একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট যেটি মূলত

Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-08 Thread sagir khan
কেউ কি সমস্যাটার সমাধান দিতে পারলো না? ৮ মে, ২০১১ ১১:৫৩ pm এ তে, sagir khan sagi...@gmail.com লিখেছে: Abhi ভাই পারলে একটু তারাতারি সমাধান দেন। আমি কি করবো বুঝতে পারতেছিনা। আমি NVIDIA এর PCI-E ‌ব্যবহার করছি। আমার মডেল হল GF 9500 GT 550M 1GB DDR2 TV DVI PCI-E ৮ মে, ২০১১ ১১:০৩ pm এ তে, Abhi

Re: [Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

2011-05-08 Thread M. Adnan Quaium
আপনি উবুন্টুকে রিকভারি মোডে চালু করুন। এনভিডিয়ার নতুন ড্রাইভার প্যাকের ভার্সন হচ্ছে Nvidia 270.41.06। আপনার সফটওয়্যার রিপোতে গিয়ে nvidia-current লিখে দেখুন যে আপনার ইন্সটলকৃত ভার্সনটি একই কী না। 2011/5/9 sagir khan sagi...@gmail.com কেউ কি সমস্যাটার সমাধান দিতে পারলো না? -- ধন্যবাদ সগীর