বন্ধুরা,
আমি ক্যানোনিক্যাল থেকে ৮টি সিডি পেয়েছিলাম যেগুলো সবই ৩২বিট/৬৪বিট সার্ভার
সংস্করণ। তবে এগুলোতে xinit নেই তাই GUI mode এ কাজ করতে পারছিনা। কারো যদি
জানা থাকে কিভাবে GUI install করবো জানাবেন। আর সিন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার
দিয়ে install করা প্যাকেজগুলো আমি যদি অন্যান্য পিসিতে ব্যবহার করতে চাই তাহলে
কি করবো?

উত্তর দাতাকে আগাম ধন্যবাদ

বিনীত,

লেনিন
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to