উবুন্টু সার্ভার এডিসনে GUI মোড নেই, আপনাকে sudo apt-get install
ubuntu-desktop অথবা sudo apt-get install kubuntu-desktop কমান্ডটি দিয়ে
ডেক্সটপ ইন্সটল করতে হবে। যদিও সার্ভারে ডেক্সটপ এনভাইরমেন্ট ব্যাবহারের
কোন কারন দেখছি না।

আপনার ডাউনলোড করা প্যাকেজগুলো /var/cache/apt/archives এ পাবেন।
Apt-move (sudo apt-get install apt-move) ব্যাবহার করে এক পিসিতে
ডাউনলোড করা প্যাকেজগুলো অন্য পিসিতে নিতে পারবেন।

প্রশ্নের জন্য আপনাকেও ধন্যবাদ।

On 8/2/08, 9el <[EMAIL PROTECTED]> wrote:

> বন্ধুরা,
>  আমি ক্যানোনিক্যাল থেকে ৮টি সিডি পেয়েছিলাম যেগুলো সবই ৩২বিট/৬৪বিট সার্ভার
>  সংস্করণ। তবে এগুলোতে xinit নেই তাই GUI mode এ কাজ করতে পারছিনা। কারো যদি
>  জানা থাকে কিভাবে GUI install করবো জানাবেন। আর সিন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার
>  দিয়ে install করা প্যাকেজগুলো আমি যদি অন্যান্য পিসিতে ব্যবহার করতে চাই তাহলে
>  কি করবো?
>
>  উত্তর দাতাকে আগাম ধন্যবাদ
>
>  বিনীত,
>
>  লেনিন
>
> --
>  ubuntu-bd mailing list
>  ubuntu-bd@lists.ubuntu.com
>  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>

-- 
No Microsoft products were used in the preparation or transmission of
this message.

Russell John | Bangladesh Linux Users Alliance
1024D/91F003D2 | (+88) 0161-Russell | http://russelljohn.info
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to