অল্প কিছু প্রশ্নের জবাব...
Sayamindu Dasgupta wrote:
There are differences. However, lack of volunteers and resources compel
us to work on a compromise solution which is acceptable to both. This
has worked for us till now - and should work for us in the future as
well.
জিনিসটা এই পর্যায়ে না এনে শংকর্ষন আরও ভালো ভাবে আলোচনা করতে পারতেন। আমি
বলিনি যে আমি ধোয়া তুলসি পাতা, কিন্তু এভাবে এতদূর গড়ানোর কিছু ছিলোনা।
Omi - this is not the first irresponsible comment you have made in a
public forums. If you want to contribute in a meaningful manner, please
show some restraint, and before making such comments, please try to
discuss the matter with others.
Others বলতে কি বুঝবো আমি? জামিল আমাকে বললো যে ফেডোরার অনুবাদ অঙ্কুর থেকে
নেয়া হয়েছিলো, তখন সমস্যা না থাকলে FF নিয়ে আবার কি সমস্যা। RadHet কিন্তু
আমাদের বলেনি যে ওরা পরে কিছু পরিবর্তন করেছে কি-না। আমি কি কাজ করছি বা তুমি
কি কাজ করছো এরকম কথা মনেহয আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকারক। দলিয়করন দিয়ে
কোনো গ্রুপ চলেনা এবং বাঙালীদের যে এরকম একটা সমস্যা আছে, সেটা সমগ্র বিশ্ব
জানে। আর সেজন্যই ভারতেরই অন্যান্য ভাষা থেকে বাংলা এত পেছনে।
তুমি জানো যে কেনো আজ মাইক্রোসফ্ট সবচাইতে ভালো সমাধান দিচ্ছে? কারন আমি যখন
মাইক্রসফ্টের সাথে কাজ করছিলাম, তখন কোনো দল ছিলোনা, ছিলোনা কোনো
প্রতিদ্বন্দিতা... এবং পশ্চিমবঙ্গ উইন্ডোজের যে বাংলা ইন্টারফেস ব্যবহার করবে,
সেটাও যাবে আমার হাত দিয়েই। মাইক্রোসফ্ট-এর জন্য কাজ আমি টাকার বিনিময়ে করিনা,
করি আমার ভাষার উন্নয়নের জন্য। আজকে মাইক্রোসফ্ট আমাকে MVP = Most Valuable
Professional করেছে, সেটা কিন্তু কম পাওয়া না আমার জন্য। কিন্তু অঙ্কুরে কাজ করে
আজকে কি ফল পেলাম!!!
Even yesterday, you uploaded all the pictures of Ankur+BDLUG at
ekushey.org. May I ask - what are pictures of Ankur and BDLUG doing at
ekushey.org? I personally do not mind - but there are plenty of
conspiracy theorists out there, and project hijacking is not unheard of
in the Free/Open Source World.
তোমার কাছে কি মনে হয়েছে যে একুশে অঙ্কুর থেকে কিছু চুরি করেছে? একটা জিনিস
মনেহয় তোমরা জানো না যে একুশে সমাধান দেয় উইন্ডোজের এবং অঙ্কুর দেয় লিনাক্সের।
আর এক ছবি অন্য জায়গাতে রাখলে যদি সমস্যাই হবে, তাহলে তোমরা randomink.org
ব্যবহার করো কেনো?
WHOIS results for randomink.org
Domain Name:RANDOMINK.ORG
Sponsoring Registrar:Melbourne IT, Ltd. dba Internet Names Worldwide
(R52-LROR)
Status:OK
Registrant ID:C107612928649921
Registrant Name:Ankur Bangla Project
Registrant Organization:Ankur Bangla Project
Registrant Street1:129, Ho Chi Minh Sarani
Registrant City:Kolkata
Registrant State/Province:WB
Registrant Postal Code:700008
Registrant Country:IN
Registrant Email:[EMAIL PROTECTED]
Admin ID:C107612928649918
Admin Name:Sankarshan Mukhopadhyay
Admin Organization:Ankur Bangla Project
অঙ্কুর কি কোথাও লিখিত দিয়েছে যে RANDOMINK.ORG থেকে কার্যক্রম চালাবে? এরকম
হাস্যকর কথা বলার কোনো মানে হয়? আমি কিন্তু তোমাকে পিন দিয়ে কথাটা লিখিনি,
জিনিসটা নজরে আনলাম মাত্র।
Well, we had a phone conference meeting today, where most of the Ankur members
made this comments.
I do not know about others, but I was not a part of this meeting. If
"most of the Ankur members" think that I am no longer a member of Ankur
- please state so publicly and directly. I will immediately leave.
মাঝে মাঝে আমি ভূলে যাই যে তুমি আমাদের সাথে আছো। আমি বেশিরভাগ সময়ই তোমাকে
মেইল দিয়ে জবাব পাই না। তাহলে তোমাকে আলোচনায় রাখার আগ্রহ কি থাকবে আমার?
What has disturbed me the most is the fact that this flame war took
place in the bug tracker of a third party project, not inside Ankur's
own list. Guys - this does not put us in a very good light. Please,
please, next time, *think* before going into a flame fest in a public
forum.
এটাও কিন্তু একটা পাবলিক ফোরাম।
**************************************************************************
Lastly, a general comment, which applies to all.
Next time, if anyone wants to register a project *officially* in the
name of Ankur - please, please, please, post a note to
[EMAIL PROTECTED] . Random people cannot simply go out and register
random projects in the name of Ankur. This kind of thing sets a very
dangerous precendent, and a repeat of this must be avoided at all costs.
একবার বলো যে আমাদের ভলেন্টিয়ার নেই, আবার বলো যে কেউ কিছু করতে পারবে না।
আসলে কি বলতে চাইছো তুমি বন্ধু?
PS: You guys made me miss Revenge of the Sith. If this kind of shit
happens again, I will be very, very angry - very angry indeed.
তাতে কি-বা আসে যায়....
-------------------------------------------------------
This SF.Net email is sponsored by Oracle Space Sweepstakes
Want to be the first software developer in space?
Enter now for the Oracle Space Sweepstakes!
http://ads.osdn.com/?ad_id=7412&alloc_id=16344&op=click
_______________________________________________
Bengalinux-core mailing list
Bengalinux-core@lists.sourceforge.net
https://lists.sourceforge.net/lists/listinfo/bengalinux-core