সুধী,

আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের নতুন সদস্যপদের
(সাধারণ সদস্য ও সহযোগী সদস্য) আবেদন কার্যক্রম বাংলাদেশ সময় আগামীকাল, ৩১
জুলাই ২০২৩ তারিখ রাত ১১:৫৯-এ শেষ হবে।

যেহেতু আর ১ দিনের মতো সময় আছে, তাই আগ্রহীদের দ্রুত আবেদন করার অনুরোধ।
নতুন সদস্য হতে আগ্রহী সকলের জন্য ফর্ম পূরণ আবশ্যক।

প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করার লিংক (ফর্মটি গুগল পরিষেবা দ্বারা পরিচালিত):
<
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScqDBH7AbN53o5sZRS0YiwA_RbVTSiMemUi22JbZ-m1ZXOPuA/viewform
>
ফর্মের সংক্ষিপ্ত লিংক:
<https://forms.gle/TNEdkQrQRdk8C2Jz9>

আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যপদ নিবন্ধন দুই
ধাপে সম্পন্ন হয়।

১. ফর্ম পূরণের মাধ্যমে সদস্যপদ প্রাপ্তির আগ্রহ প্রকাশ, যা বর্তমান চলমান
২. আবেদন মনোনীত হলে গৃহীত আবেদনকারীদের ই-মেইলে পাঠানো পরবর্তী করণীয় অনুযায়ী
অগ্রসর হওয়া

সবাই ভালো থাকুন। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।

বিনীত,

উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে,
তানভির রহমান

তানভির রহমান

সদস্য, নির্বাহী পরিষদ

উইকিমিডিয়া বাংলাদেশ

tanvir.rah...@wikimedia.org.bd


On Sat, 8 Jul 2023 at 17:10, Tanvir Rahman <tanvir.rah...@wikimedia.org.bd>
wrote:

> সুধী,
>
> আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের নতুন সদস্য
> নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারেও প্রথম ধাপে আগ্রহী নতুন
> সদস্যদের আবেদন গ্রহণ করা হবে।
>
> আগ্রহীরা এখনই আবেদন ফর্ম পূরণ করা শুরু করতে পারেন।
>
> প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করার লিংক (ফর্মটি গুগল পরিষেবা দ্বারা পরিচালিত):
> <
> https://docs.google.com/forms/d/e/1FAIpQLScqDBH7AbN53o5sZRS0YiwA_RbVTSiMemUi22JbZ-m1ZXOPuA/viewform
> >
> ফর্মের সংক্ষিপ্ত লিংক:
> <https://forms.gle/TNEdkQrQRdk8C2Jz9>
>
> আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যপদ নিবন্ধন দুই
> ধাপে সম্পন্ন হয়।
>
> ১. ফর্ম পূরণের মাধ্যমে সদস্যপদ প্রাপ্তির আগ্রহ প্রকাশ, যা বর্তমান চলমান
> ২. আবেদন মনোনীত হলে গৃহীত আবেদনকারীদের ই-মেইলে পাঠানো পরবর্তী করণীয়
> অনুযায়ী অগ্রসর হওয়া
>
> উল্লেখ্য, নতুন সদস্য হতে আগ্রহী সকলের জন্য ফর্ম পূরণ আবশ্যক।
>
> বাংলাদেশ সময় আগামী ৩১ জুলাই ২০২৩ রাত ১১:৫৯ পর্যন্ত আমাদের নতুন সদস্য গ্রহণ
> কার্যক্রম চালু থাকবে। আগ্রহীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন ফর্ম পূরণ করার
> অনুরোধ করছি।
>
> এবার উইকিমিডিয়া বাংলাদেশ সাধারণ সদস্য (Regular Member) ও সহযোগী সদস্য
> (Supporting Member) — এই দুই ধরনের সদস্যপদের জন্য আবেদন গ্রহণ করছে। ২০২৩
> সালের জন্য সাধারণ সদস্যপদের বাৎসরিক ফি ৫০০ টাকা এবং সহযোগী সদস্যপদের
> বাৎসরিক ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
>
> আবেদন ফর্মের শুরুতে বিভিন্ন সদস্যপদের যোগ্যতা ও নিয়মাবলীসহ প্রয়োজনীয়
> তথ্য ও বিস্তারিত লিংক প্রদান করা হয়েছে। এছাড়াও নতুন সদস্য বিষয়ক কোনো
> প্রশ্ন থাকলে members...@wikimedia.org.bd ঠিকানায় ই-মেইল করার অনুরোধ করছি।
>
> সবাই ভালো থাকুন। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
>
> বিনীত,
>
> উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে,
> তানভির রহমান
>
>
> তানভির রহমান
>
> সদস্য, নির্বাহী পরিষদ
>
> উইকিমিডিয়া বাংলাদেশ
>
> tanvir.rah...@wikimedia.org.bd
>
_______________________________________________
Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org

Reply via email to