প্রিয় সবাই

আদনান কাইয়ূম তানিম কে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে তথ্যগুলো উপস্থাপনের জন্য।

তবে আপনার কিছু যুক্তির পেছনে আরো কিছু যুক্তি দিতেই হচ্ছে। যে কারনে আশিকুর
নূর এই উবুন্টু বাংলাদেশ লোকো কে 'মৃতপ্রায়' বলে উল্লেখ করেছে বলে আমি ধারনা
করছি --

১। উল্লেখিত উইকি পৃষ্ঠার তথ্য মতেই --
"
Unfortunately Bangladeshi Ubuntu LoCo <https://wiki.ubuntu.com/LoCo> Team
lost its official status. The Team's LoCo Re-Approval
Application<https://wiki.ubuntu.com/BangladeshiTeam/ReApprovalApplication>contains
the details of our application. Plans are being developed to have
the LoCo <https://wiki.ubuntu.com/LoCo> officially recognised again.
"
২। উবুন্টু বাংলাদেশ এর ওয়েবসাইট নেই (গত ডিসেম্বরেও ছিলো)। বর্তমান লিংকে
ক্লিক করলে .... (এটাকে জীবিত কিংবা মৃত বললে আবার হাস্যরসের উপাদান হতে পারে।)
৩। উবুন্টু বাংলাদেশের আয়োজনগুলো নিয়ে সিনিয়র সদস্যরা এখন কাজ করতে পারছেন না
জীবনের ব্যস্ততার মাঝে সেটা মানা যায়। তবে লোকো কমিউনিটির নিয়মানুযায়ী কাজ করতে
না পারলে "স্টেপ ডাউন" করে নতুনদের কাজ করার সুযোগ দেয়াটাই সমীচিন।
৪। মেইলিং লিস্টটা সক্রিয় হলেও এখানে কমিউনিটির নেতৃত্বের কর্মমুখর/উৎসাহ
প্রদানের অনুপস্থিতিটা বেশ প্রকট। চাইলেই মাসের একটা দিন কিছু আগাম পরিকল্পনা
এখানে শেয়ার করা যায় এবং নবীন সদস্যবৃন্দ কাজটুকুতে উৎসাহ নিয়ে অবদান রাখতেই
পারেন।
৫। উইকি পৃষ্ঠাতে সদস্যদের তালিকাটা অসম্পূর্ণ রয়েছে। আশা করি শীঘ্রই এটা
পূর্নতা পাবে।
৬। পরবর্তী টিম মিটিং দেখাচ্ছে "জুলাই ৭, ২০১১ ইং"। তথ্যে সাম্প্রতিকিকরণ করাটা
জরুরী।
৭। http://loco.ubuntu.com/events/global/1186/detail পৃষ্ঠায় বাংলাদেশ লোকোর
কোন আয়োজনের উল্লেখ নেই। এমনকি এই যে নূর বিগত দিন পাঁচেক ধরে সম্পূর্ন নিজ
উদ্যোগে একটা সামাজিক আয়োজনের বিষয়ে লাফালাফি করছে এটাকে উবুন্টু বাংলাদেশ
লোকো'র সমন্বয়কদের মধ্যে কেউই উইকিতে যুক্ত করার কোন যৌক্তিকতা দেখেননি।
(আরিব্বাস এই সেই দিনকের পুঁচকে ছোঁড়া কিনা আমাদের ডিঙ্গিয়ে আয়োজন করে যাবে আর
আমরা চেয়ে চেয়ে দেখবো?)
৮। একই সাথে বিভিন্ন সমালোচনায় আমাদের টিম কন্টাকস বেশ সক্রিয়। মাঝে মাঝে
নতুনদের নিজের গায়ের/কন্ঠের জোর বোঝাতে বেশ হুমকিমূলক ভাষার প্রয়োগ করে থাকেন।
বেশ মজা পাই যখন দেখি যে, অন্য কোন কমিউনিটি কিভাবে নিজ দেশে সচেতনতামূলক আয়োজন
নিয়ে সক্রিয় হয় আর আমাদের দেশীয় কমিউনিটি কেন থমকে আছে এ প্রশ্নের উত্তরে
"ব্যানারের সামনে দাঁড়িয়ে দাঁত কেলানো ছবি............" টাইপের মন্তব্যে থ্রেড
গরম করে তোলেন আমাদের দিকপালগণ। ভাবটা এই রকম যে, "আমরা কাজ করি আর নাই করি
তাতে 'তুই/তোরা' বলবার কে? আবার যদি প্রশ্ন করেছিস তো জুতিয়ে গায়ের ছাল তুলে
ছাড়িয়ে জুতো বানিয়ে পরে নেবো বুঝলি !!!!"

"চাঁছাছোলা কথা বলা যতটা সহজ, কাজ করা ততটাই কঠিন।" আর সেটা আমার চাইতে ভালো
কেউ জানে না। আর তাই কমিউনিটিতে যতটা সম্ভব শান্ত আর নম্র ভাষার প্রকাশে
মন্তব্য আশা করে মুরুব্বীদের কাছ থেকেই, কপালের চামড়ায় আর গালের পেশীতে শক্তির
প্রবল প্রয়োগ দেখতে কেউ এই স্বেচ্ছাসেবী দলে যোগ দেয় না। আসুন সেটুকুর দিকে নজর
দিতে আমরা সবাই কার্পন্য না করি।

উবুন্টু বাংলাদেশ দলটি সুযোগ্য দিকপালগণের নির্দেশনায়, পরিচালনায়, উৎসাহদানে,
প্রশংসায় আর নবীনদের কর্মচাঞ্চল্যে আগামীতে পূর্ণরূপেই সক্রিয় হবে সে
প্রত্যাশায় রইলাম।

ধন্যবাদ সবাইকে।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • Re: [Ubuntu-BD... Russell John
    • Re: [Ubun... Md Ashickur Rahman Noor
      • Re: [... Russell John
        • R... Md Ashickur Rahman Noor
          • ... maSnun
          • ... Shabab Mustafa
            • ... maSnun
              • ... Md Ashickur Rahman Noor
              • ... M. Adnan Quaium
              • ... maSnun
              • ... সাজেদুর রহিম জোয়ারদার
              • ... maSnun
              • ... Shabab Mustafa
              • ... Md Ashickur Rahman Noor
              • ... সাজেদুর রহিম জোয়ারদার
              • ... maSnun
              • ... Shabab Mustafa
              • ... সাজেদুর রহিম জোয়ারদার
              • ... Md Ashickur Rahman Noor
              • ... Sazzad Hossain
              • ... Shahriar Tariq

Reply via email to