বাপরে বাপ....oops   আম্মা কত্ত বড় মেইল !!!!

এত পড়তে পড়তে আমার জান হালুয়া টাইট । :-(

আমি ছোট মানুষ আপনাদের এত কথা র যে কি বুজলাম আর কি যে বুজলাম না ; সেটাই
বুজলাম না । :D


2011/10/20 Md Ashickur Rahman Noor <ashickur.n...@gmail.com>

> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Thank you
> Md Ashickur Rahman
> Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
> 01611151550
>
>
>
>
> 2011/10/20 Shabab Mustafa <sha...@linux.org.bd>
>
> > @সাজেদুর রহিম জোয়ারদার,
> >
> > ৪. উবুন্টু বিডির "সাবস্ক্রাইবার" আর "স্বেচ্ছাসেবক" এক কথা নয়। যেভাবে
> > 'ঝাপিয়ে
> > পড়ার' অনুমান করা হয় কার্যত সেটা সেইভাবে হয় না। উদাহরণের জন্য অনেক দূরে
> > যাওয়া
> > লাগবে না। এই মাসের শুরুর দিকেই আমি উবুন্টুর জন্য বাংলা অনুবাদের আহবান
> > জানিয়েছিলাম এই থ্রেডে:
> > https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-October/010017.html
> কিন্তু
> > শেষ পর্যন্ত দেখা গেল এই "তিনশত" লোকের এই থ্রেডে আমার তিনখান মেইল ছাড়া আর
> > কেউই সাড়া দেননি। কয়েকজন যে কিছু কিছু কাজ করার চেষ্টা করেননি তা বলছি না।
> > কিন্তু এই "তিনশ" স্বেচ্ছাসেবক মিলেও আমরা ছয়শ স্ট্রিংও অনুবাদ করতে পারি
> নাই।
> > অতএব, স্বেচ্ছাসেবকরা কাজ পেলেই ঝাঁপিয়ে পড়ছেন বাস্তবে তেমনটা মোটেই হচ্ছে
> না।
> >
> > এর আগে সহায়িকা নিয়ে কাজ করার কথা হয়েছে। জয়ন্তদার সাহায্যে আশিকুর নূরে
> > সহায়িকা থেকে উইকি বুক বানানো হল। সেই উইকি বুক উঁইপোকা কাটার অবস্থা হয়েছে।
> > সম্ভবত ডিজিটাল ফরমেটে আছে বলেই সুবিধা করতে পারছে না।
> >
> > আমার মতে দোষটা কিন্তু লোকো টিমেরই, দুইটা ক্ষেত্রেই। আমাদের উবুন্টু
> বাংলাদেশ
> লোকো টিমের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে এটি তার বড় প্রমান। আমি আগেও বলেছি
> এখন বলছি আমি প্রুফ চেকিং এ বরা বরের মতই কাঁচা তাই আমি আহ্বান করেছিলাম যাতে
> সবাই সহায়িকাটিতে কাজ করে। কিন্তু আমি এবং কয়েকজন ছাড়া মনে হয় কেউ ওটা খুলেও
> দেখে নাই।
>
> > তারপর ভিডিও টিউটোরিয়াল নিয়ে কথা উঠল। আশিকুর নূরের আগ্রহের পরিপ্রেক্ষিতে
> > ভিডিও টিউটোরিয়াল নিয়ে এই মেইলিং লিস্টের বাইরেও তার সাথে আমার কথা হয়েছে।
> > তাকে
> > আমি কিছু দিকনির্দেশনা দেবার চেষ্টা করেছিলাম। কথা হয়েছিল যে প্রাথমিকভাবে
> > (পাইলট প্রজেক্ট) একটা ভিডিও তৈরি করে দেখব যে কেমন হচ্ছে। কোথায় কোথায়
> > উন্নতির
> > সুযোগ রয়েছে। সম্ভবত ব্যস্ততার কারণেই সেই ভিডিওটি আশিকুর নূর আর শেষ করতেও
> > পারে নি আর সেই প্রজেক্টে আলোর মুখও দেখেনি।
> >
> >
> আমার কিছু পারিবারিক সমস্যার কারনে আমি কোন কাজ করতে পারছি না। তাই আমার আরও
> কিছু জনসেবামূলক কাজ আটকিয়ে আছে। আশা করছি সমস্যাটি চলে গেলে আমি আবার কাজ
> শুরু
> করতে পারব।
>
> আমার রিলিজ পার্টি করার একটিই উদ্দেশ্য ছিল উবুন্টু বাংলাদেশ লোকো টিম কে
> জাগিয়ে তোলা। যাতে সবাই আবার যারা জানে না যে উবুন্টু বাংলাদেশ লোকো নামে কিছু
> আছে, তারাও কিছুটা হলেও জানবে।
>
> এইরকম পুরানো উদাহরণ টানলে আরো অনেক উদাহরণ টানা যাবে। পুরোনো কাসুন্দি আর
> নতুন
> > করে ঘাঁটা অনর্থক বলে বাদ দিচ্ছি। আসলে প্রজেক্টের কাজের কঠিন সময় আসলেই
> > স্বেচ্ছাসেবকদের হাতেগোনা দু'একজন ছাড়া বাকিরা নিস্ক্রিয় হয়ে পড়েন। যেই
> > দু'একজন
> > নাছোড়বান্দার মত ঝুলে থাকেন তারাও ব্যস্ত হয়ে পড়ায় এইরকম অবস্থা সৃষ্টি
> হয়েছে।
> > ‌
> >
>
>  আসুন আমরা পুরাতন প্যাচাল ক্যাচাল ভুলে যাই, একসাথে কাজ করার মন মানসিকতা
> তৈরি
> করি। যারা কাজ করতে সময় পাচ্ছেন না তাদের উচিৎ যারা করছে তাদের উৎসাহিত করা।
> এই
> উৎসাহ টুকুই আমরা চাই পুরাতন সদস্যদের কাথ থেকে আর বিশেষ কিছু লাগলে আপনারা তো
> আছেনই।
>
> আরও একটি কথা বলতে চাই, এটি পাবলিক লিস্ট। নতুন ব্যবহারকারী এই লিস্টে প্রায়ই
> আসে। আমি নিজেও অনেকেই এই লিস্টে নিয়ে এসেছি। লিস্টে এ রকম কাঁদা ছুড়াছুড়ি বা
> দলাদলি দেখে অনেকেই লিস্ট থেকে চলে গিয়েছেন। আমাদের অনেকের পরিচিত মুক্ত অভি
> বা
> অরণ্যচারী ভাই এই কারনে কমিউনিটি ত্যাগ করেছেন।
>
> @রিং ভাই,শাবাব ভাই,মাসনুন ভাই এবং নির্ঝর ভাই কমিউনিটিতে এবং বাস্তব জীবনে
> আমি
> আপনাদের অভিজ্ঞতার সামনে নিত্যান্তই ছোট। আমিও ইচ্ছা করলে কমিউনিটি ছেড়ে চলে
> যেতে পারতাম। কিন্তু যাই না, একটি কারন, আমি এই কমিউনিটিকে ভালবাসি। আমার চেয়ে
> আপনারা আরও বেশিই ভালবাসেন। তাই বলছি সেই ভালবাসার স্বার্থে বা নতুনদের কথা
> চিন্তা করে লিস্টে এরকম জবাব পাল্টা জবাব দিয়ে কাঁদা ছুড়াছুড়ি বন্ধ করুন। না
> হলে দেখা যাবে যাও কিছু সদস্য এই লিস্টে নিয়মিত তাদেরকেও আমাদের হারাতে হবে।
> ব্যক্তি স্বার্থ কে ছোট করে বৃহৎ স্বার্থে কাজ করুন। সবাই মিলে মিশে কাজ করতে
> না পারলেও যারা কোন কাজ করছে তার গঠন মূলক সমালচনা করুন, কিন্তু খোঁচা মেরে
> কথা
> বলবেন না, এটি একটি অনুরোধ। আর এই কমিউনিটি একজন নগন্য সদস্য হওয়ায় আমি এই
> অনুরোধ করতেই পরি এটি আমার বিশ্বাস।
>
> আমার কথায় কেউ মনক্ষুন্ন হলে আমাকে ক্ষমা করে দিবেন। কয়েক দিন ধরে মেইলিং
> লিস্টে যা চলছে তা দেখে আমার জুনিয়ারের কোন প্রশ্নের উত্তর আমি দিতে ব্যর্থ
> হয়েছি। তাই আজকে মনের অন্তস্থ্য থেকে কথা গুলো লিখে ফেললাম। কোন ভুল করলে
> ক্ষমা
> করবেন।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to