Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-30 Thread maSnun
সফল আয়োজনের জন্য আশিকুন নূর কে অভিনন্দন । তবে আপনার কথাটা একটু বেশিই
হয়ে গেল । ব্যাপার না, ভাল কাজ চালিয়ে যান ।

-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-30 Thread sagir khan
আশিক ভাইয়ের আবেগের প্রকাশটা হয়তোবা একটু বেশী হয়ে গিয়েছে। তবে আশা করি তাকে
সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি আর আশিক ভাইয় প্রায় একই সময় লিনাক্স ব্যবহার করা শুরু করেছি। আমাদের
লিনাক্সে আসাটার সবটুকুই হয়েছে অনলাইনের মাধ্যমে। দুই বছরের মধ্যে মাত্র গত
দুই দিন যাবত আমি সরাসরি মানুষদের দেখতে শুরু করেছি। তবে এখনো আমি সেই
মানুষগুলোকে দেখিনি যাদের হাত ধরে আমার এই পথে আসা। সেই আদনান ভাই, রাসেল ভাই,
জামিল উদ্দিন ভাই।
আমরা বিশেষ করে আমি যখন উবুন্টুতে এসেছে তখন শুরুর দিকের প্রাণবন্ত মানুষগুলো
কাজের চাপে ব্যস্ত। তাই তাদের করা অনুষ্ঠান আমার দেখার সুযোগ হয় না। আর
আগেরগুলোতে আমার পাবার কথা না। তবে দুইএকটা যে অনুষ্ঠানগুলোতে গিয়েছে তাতে
দর্শক আশাব্যঞ্জক ছিল না।

কিন্তু গত শুক্রবারের অনুষ্ঠানটা সত্যিই সুন্দর ছিল। এত মানুষের আগমন আমাদের
মুগ্ধ করেছে। আমি নিজেই বলা শুরু করলাম এত মানুষ আমি আগে দেখিনি। অথচ আমি আর
কয়টা অনুষ্ঠান দেখেছি। কিন্তু তার আগের অনুষ্ঠান সম্পর্কে আমাদের তেমন ধারনা
নেই। কারন এই সম্পর্কে কোথাও কোন কথা হয় না। কিংবা কোথাও ছবি এলবাব দেখিনি।
তাই হয়তোবা আমি আর আশিক ভাই এমন আবেগের কথা বলে ফেলেছি্

আশিকভাইদের মত নতুনরা এগিয়ে আসলেই লিনাক্সের এই জয়যাত্রা অব্যহত থাকবে। আর আশা
করবো ব্যস্ততার মাঝে আমাদের অনুজরা আবার আমাদের মাঝে ফেরে আসবে।

৩০ অক্টোবর, ২০১১ ৬:১৭ pm এ তে, maSnun mas...@gmail.com লিখেছে:

 সফল আয়োজনের জন্য আশিকুন নূর কে অভিনন্দন । তবে আপনার কথাটা একটু বেশিই
 হয়ে গেল । ব্যাপার না, ভাল কাজ চালিয়ে যান ।

 --
 Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
___
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
___
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-30 Thread Md Ashickur Rahman Noor
রাসেল ভাই, এঞ্জেল ভাই, অভ্রনীল ভাই এবং সৌগত দা এদের কে আমি অনেক মিস করি।
তাদের সাহায্য এবং সহযোগীতা ছাড়া আমি মনে হয় আজকে উবুন্টু'র সাথে থাকতামই না।
সেই লিফো'র প্রথম পোস্ট থেকেই তারা আমাকে সাহায্য করেছেন। কিন্তু তাদের একজন
দেশের বাহিরে এবং বাকিরা কাজে ব্যস্ত থাকায় আমাদের সাথে যোগ দিতে পারেন নাই।
আশা করি আগামী আয়োজনগুলোতে তারা আমাদের  সাথে থাকবেন,  যাদের সাহায্য এবং
সহযোগীতায় আজকে আমি উবুন্টুতে সুখে কম্পিউটিং করতে পারছি।

আমার সেই মেইলটির জন্য আমি আবার দুঃখিত। আসুন আমাদের কর্মব্যস্ত জীবনের মাঝেও
সকল ভেদাভেদ ভুলে আবার আমাদের নতুন প্রজন্মদের জন্য কিছু করি। না হলে নতুনরা
আমার মতন আকড়ে ধরে রাখতে পারবে না।
--
Dedicated Linux Forum in
Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550




 --
 ধন্যবাদ
 সগীর হোসাইন খান
 ___
 ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
 ___
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-30 Thread Shahriar Tariq
পুরানো দিনের কথা মনে পড়লো। আমাদের সর্বকালের সেরা রেকর্ড ছিলো ১৫০+
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ৮.১০ এর রিলিজ পার্টি। শামীম ভাইয়ের অতুলনীয়
সহযোগীতা পেয়েছিলাম এখনও মনে পড়লে গুরু বলে ওনার কদমবুসি নিতে ইচ্ছে করে।

ওই অনুষ্ঠানের একটা লিঙ্ক পেলাম আমাদের প্রযুক্তি ফোরামে কিন্তু দুঃখজনকভাবে
ছবির লিঙ্ক ডেড

http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42t=2569

একইরকম সাহায্য পেয়েছিলাম ফেরোরা ১২ (নাকি ১১??) রিলিজ পার্টির সময়ও। শামীম
ভাই রকস


-
শাহরিয়ার
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-30 Thread ZM.Mehdi Hassan
গ্লোরিয়াস অতিত। শেয়ার করার জন্য শাহারিয়ার ভাই কে ধন্যবাদ।

-- 
জেড, এম, মেহেদী হাসান
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-30 Thread sagir khan
ব্যস্ততার মত আনলিমিটেড ভাইরাস এই রক মানুষগুলোকে এই ভাবে খেয়ে ফেললো ভাবতেই
খারাপ লাগে।

৩০ অক্টোবর, ২০১১ ১১:১৪ pm এ তে, Shahriar Tariq shahr...@linux.org.bdলিখেছে:

 পুরানো দিনের কথা মনে পড়লো। আমাদের সর্বকালের সেরা রেকর্ড ছিলো ১৫০+
 প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ৮.১০ এর রিলিজ পার্টি। শামীম ভাইয়ের অতুলনীয়
 সহযোগীতা পেয়েছিলাম এখনও মনে পড়লে গুরু বলে ওনার কদমবুসি নিতে ইচ্ছে করে।

 ওই অনুষ্ঠানের একটা লিঙ্ক পেলাম আমাদের প্রযুক্তি ফোরামে কিন্তু দুঃখজনকভাবে
 ছবির লিঙ্ক ডেড

 http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42t=2569

 একইরকম সাহায্য পেয়েছিলাম ফেরোরা ১২ (নাকি ১১??) রিলিজ পার্টির সময়ও। শামীম
 ভাই রকস


 -
 শাহরিয়ার
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
___
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
___
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-30 Thread Md Ashickur Rahman Noor
ফেডোরা ১১'র টা হবে। ১২ টাতো AUB তে করল। যেখান থেকেই আমার লিনাক্সে আগমন। তখন
অবশ্য এমন ক্রেজি ছিলাম না, একটা অপারেটিং সিস্টেম, চালিয়ে দেখলে ক্ষতি কী?
--
Dedicated Linux Forum in
Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550




2011/10/30 Shahriar Tariq shahr...@linux.org.bd

 পুরানো দিনের কথা মনে পড়লো। আমাদের সর্বকালের সেরা রেকর্ড ছিলো ১৫০+
 প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ৮.১০ এর রিলিজ পার্টি। শামীম ভাইয়ের অতুলনীয়
 সহযোগীতা পেয়েছিলাম এখনও মনে পড়লে গুরু বলে ওনার কদমবুসি নিতে ইচ্ছে করে।

 ওই অনুষ্ঠানের একটা লিঙ্ক পেলাম আমাদের প্রযুক্তি ফোরামে কিন্তু দুঃখজনকভাবে
 ছবির লিঙ্ক ডেড

 http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42t=2569

 একইরকম সাহায্য পেয়েছিলাম ফেরোরা ১২ (নাকি ১১??) রিলিজ পার্টির সময়ও। শামীম
 ভাই রকস


 -
 শাহরিয়ার
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-30 Thread ZM.Mehdi Hassan
আবার জমবে মেলা, বটতলা, হাটখোলা
-- 
জেড, এম, মেহেদী হাসান
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-30 Thread Sagir Hussain Khan

On 10/30/2011 11:27 PM, ZM.Mehdi Hassan wrote:

আবার জমবে মেলা, বটতলা, হাটখোলা

আশা করি আবার জমবে। কারন পুরোনো সেই মানুষগুলো না থাকলে পূর্ণতা আসবে না।

--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-29 Thread Tiger Jalil
এই থ্রেড এর উত্তাপ কমেছে। সকলেই শান্ত হয়েছে।
এই ফাঁকে ঈর্ষা করার মতো একটি ছবি দিয়ে যাই:
http://photos1.meetupstatic.com/photos/event/2/6/b/f/highres_20109919.jpeg

(কৃতজ্ঞতা: আশিকুর নুরের মাধ্যমে পাওয়া ছবি)

2011/10/22 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com

 আমি আছি।
 --
 Dedicated Linux Forum in
 Bangladesh
 http://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
 Thank you
 Md Ashickur Rahman
 Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
 01611151550




 2011/10/22 M. Adnan Quaium adnan.qua...@ubuntu-bd.org

  ৮টা থেকে সাড়ে ১০ টা হলেও উইকডেগুলোতে আসতে পারব কীনা বলতে পারছিনা, তবে
  উইকঅ্যান্ডগুলোতে হয়তো আসা যাবে। :)
 
  2011/10/22 Shahriar Tariq shahr...@linux.org.bd
 
   ২২ অক্টোবর, ২০১১ ১:৩৬ am এ তে, maSnun mas...@gmail.com লিখেছে:
  
আমরা কি একটা নির্দিষ্ট সময় (যেমন রাত ৮টা থেকে ৯টা) নিয়ম করে সবাই  IRC
  তে
আড্ডা মারতে পারি ?
   
  
   আমিও একমত তবে আমার মতো যারা অফিস থেকে ফিরেন দেরীতে তারা প্রস্তাব দিবে
 ৮টা
   থেকে ১০.৩০ :P
  
   আমি থাকবো কাল থেকে, আসা করি আরও দুই তিনজনকে পাবো
   --
   Ubuntu Bangladesh
   https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  
 
 
 
  --
  M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-29 Thread Md Ashickur Rahman Noor
গতকালকের পার্টিতে এ নিয়ে কথা উঠেছিল, আমাদের কমিউনিটির একজন পিচ্চি সদস্য
বলেছিল এরকম কি আমাদের লোকো তে সম্ভব, উত্তর ছিল কেন নয়, অবশ্যই সম্ভব। যার
শুরুটা মনে হয় আমরা গতকাল করলাম। গতকালকের আয়োজনের কিছু ছবি

tinyurl.com/urpbdpic

আশা করি আগামী আয়োজনে আরও জনসমাগম হবে।
--
Dedicated Linux Forum in
Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550




2011/10/29 Tiger Jalil tigerja...@gmail.com

 এই থ্রেড এর উত্তাপ কমেছে। সকলেই শান্ত হয়েছে।
 এই ফাঁকে ঈর্ষা করার মতো একটি ছবি দিয়ে যাই:
 http://photos1.meetupstatic.com/photos/event/2/6/b/f/highres_20109919.jpeg

 (কৃতজ্ঞতা: আশিকুর নুরের মাধ্যমে পাওয়া ছবি)

 2011/10/22 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com

  আমি আছি।
  --
  Dedicated Linux Forum in
  Bangladesh
  http://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
  Thank you
  Md Ashickur Rahman
  Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
  01611151550
 
 
 
 
  2011/10/22 M. Adnan Quaium adnan.qua...@ubuntu-bd.org
 
   ৮টা থেকে সাড়ে ১০ টা হলেও উইকডেগুলোতে আসতে পারব কীনা বলতে পারছিনা, তবে
   উইকঅ্যান্ডগুলোতে হয়তো আসা যাবে। :)
  
   2011/10/22 Shahriar Tariq shahr...@linux.org.bd
  
২২ অক্টোবর, ২০১১ ১:৩৬ am এ তে, maSnun mas...@gmail.com লিখেছে:
   
 আমরা কি একটা নির্দিষ্ট সময় (যেমন রাত ৮টা থেকে ৯টা) নিয়ম করে সবাই
  IRC
   তে
 আড্ডা মারতে পারি ?

   
আমিও একমত তবে আমার মতো যারা অফিস থেকে ফিরেন দেরীতে তারা প্রস্তাব দিবে
  ৮টা
থেকে ১০.৩০ :P
   
আমি থাকবো কাল থেকে, আসা করি আরও দুই তিনজনকে পাবো
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
   
  
  
  
   --
   M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
   --
   Ubuntu Bangladesh
   https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-29 Thread Sazzad Hossain
*nice loco*

2011/10/29 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com

 গতকালকের পার্টিতে এ নিয়ে কথা উঠেছিল, আমাদের কমিউনিটির একজন পিচ্চি সদস্য
 বলেছিল এরকম কি আমাদের লোকো তে সম্ভব, উত্তর ছিল কেন নয়, অবশ্যই সম্ভব। যার
 শুরুটা মনে হয় আমরা গতকাল করলাম। গতকালকের আয়োজনের কিছু ছবি

 tinyurl.com/urpbdpic

 আশা করি আগামী আয়োজনে আরও জনসমাগম হবে।
 --
 Dedicated Linux Forum in
 Bangladesh
 http://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
 Thank you
 Md Ashickur Rahman
 Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
 01611151550




 2011/10/29 Tiger Jalil tigerja...@gmail.com

  এই থ্রেড এর উত্তাপ কমেছে। সকলেই শান্ত হয়েছে।
  এই ফাঁকে ঈর্ষা করার মতো একটি ছবি দিয়ে যাই:
 
 http://photos1.meetupstatic.com/photos/event/2/6/b/f/highres_20109919.jpeg
 
  (কৃতজ্ঞতা: আশিকুর নুরের মাধ্যমে পাওয়া ছবি)
 
  2011/10/22 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com
 
   আমি আছি।
   --
   Dedicated Linux Forum in
   Bangladesh
   http://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
   Thank you
   Md Ashickur Rahman
   Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
   01611151550
  
  
  
  
   2011/10/22 M. Adnan Quaium adnan.qua...@ubuntu-bd.org
  
৮টা থেকে সাড়ে ১০ টা হলেও উইকডেগুলোতে আসতে পারব কীনা বলতে পারছিনা, তবে
উইকঅ্যান্ডগুলোতে হয়তো আসা যাবে। :)
   
2011/10/22 Shahriar Tariq shahr...@linux.org.bd
   
 ২২ অক্টোবর, ২০১১ ১:৩৬ am এ তে, maSnun mas...@gmail.com লিখেছে:

  আমরা কি একটা নির্দিষ্ট সময় (যেমন রাত ৮টা থেকে ৯টা) নিয়ম করে সবাই
   IRC
তে
  আড্ডা মারতে পারি ?
 

 আমিও একমত তবে আমার মতো যারা অফিস থেকে ফিরেন দেরীতে তারা প্রস্তাব
 দিবে
   ৮টা
 থেকে ১০.৩০ :P

 আমি থাকবো কাল থেকে, আসা করি আরও দুই তিনজনকে পাবো
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

   
   
   
--
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
   
   --
   Ubuntu Bangladesh
   https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-29 Thread Russell John
যার শুরুটা মনে হয় আমরা গতকাল করলাম কথাটার মানে কি?  এর আগে কি দেশে
কোন রিলিজ পার্টি / মিট-আপ হয়নি?

2011/10/29 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com:

 গতকালকের পার্টিতে এ নিয়ে কথা উঠেছিল, আমাদের কমিউনিটির একজন পিচ্চি সদস্য
 বলেছিল এরকম কি আমাদের লোকো তে সম্ভব, উত্তর ছিল কেন নয়, অবশ্যই সম্ভব। যার
 শুরুটা মনে হয় আমরা গতকাল করলাম। গতকালকের আয়োজনের কিছু ছবি

 tinyurl.com/urpbdpic

 আশা করি আগামী আয়োজনে আরও জনসমাগম হবে।
 --
 Dedicated Linux Forum in
 Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
 Thank you
 Md Ashickur Rahman
 Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
 01611151550




 2011/10/29 Tiger Jalil tigerja...@gmail.com

 এই থ্রেড এর উত্তাপ কমেছে। সকলেই শান্ত হয়েছে।
 এই ফাঁকে ঈর্ষা করার মতো একটি ছবি দিয়ে যাই:
 http://photos1.meetupstatic.com/photos/event/2/6/b/f/highres_20109919.jpeg

 (কৃতজ্ঞতা: আশিকুর নুরের মাধ্যমে পাওয়া ছবি)

 2011/10/22 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com

  আমি আছি।
  --
  Dedicated Linux Forum in
  Bangladesh
  http://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
  Thank you
  Md Ashickur Rahman
  Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
  01611151550
 
 
 
 
  2011/10/22 M. Adnan Quaium adnan.qua...@ubuntu-bd.org
 
   ৮টা থেকে সাড়ে ১০ টা হলেও উইকডেগুলোতে আসতে পারব কীনা বলতে পারছিনা, তবে
   উইকঅ্যান্ডগুলোতে হয়তো আসা যাবে। :)
  
   2011/10/22 Shahriar Tariq shahr...@linux.org.bd
  
২২ অক্টোবর, ২০১১ ১:৩৬ am এ তে, maSnun mas...@gmail.com লিখেছে:
   
 আমরা কি একটা নির্দিষ্ট সময় (যেমন রাত ৮টা থেকে ৯টা) নিয়ম করে সবাই
  IRC
   তে
 আড্ডা মারতে পারি ?

   
আমিও একমত তবে আমার মতো যারা অফিস থেকে ফিরেন দেরীতে তারা প্রস্তাব দিবে
  ৮টা
থেকে ১০.৩০ :P
   
আমি থাকবো কাল থেকে, আসা করি আরও দুই তিনজনকে পাবো
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
   
  
  
  
   --
   M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
   --
   Ubuntu Bangladesh
   https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
No Microsoft products were used in the preparation or transmission of
this message.

Russell John | Bangladesh Linux Users Alliance
1024D/91F003D2 | (+88) 0192-4955-405 | http://www.linux.org.bd
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-29 Thread Md Ashickur Rahman Noor
ভাইয়া আমি মনে হয় বলেছি, আমি এর আগে একটি রিলিজ পার্টি পেয়েছিলাম যেখানে এত
জনসমাগম ছিল না। যাই হোক ভুল বললে ক্ষমা করে দিবেন।
--
Dedicated Linux Forum in
Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550




2011/10/30 Russell John russell.j...@ubuntu.com

 যার শুরুটা মনে হয় আমরা গতকাল করলাম কথাটার মানে কি?  এর আগে কি দেশে
 কোন রিলিজ পার্টি / মিট-আপ হয়নি?

 2011/10/29 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com:

  গতকালকের পার্টিতে এ নিয়ে কথা উঠেছিল, আমাদের কমিউনিটির একজন পিচ্চি সদস্য
  বলেছিল এরকম কি আমাদের লোকো তে সম্ভব, উত্তর ছিল কেন নয়, অবশ্যই সম্ভব। যার
  শুরুটা মনে হয় আমরা গতকাল করলাম। গতকালকের আয়োজনের কিছু ছবি
 
  tinyurl.com/urpbdpic
 
  আশা করি আগামী আয়োজনে আরও জনসমাগম হবে।
  --
  Dedicated Linux Forum in
  Bangladesh
 http://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
  Thank you
  Md Ashickur Rahman
  Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
  01611151550
 
 
 
 
  2011/10/29 Tiger Jalil tigerja...@gmail.com
 
  এই থ্রেড এর উত্তাপ কমেছে। সকলেই শান্ত হয়েছে।
  এই ফাঁকে ঈর্ষা করার মতো একটি ছবি দিয়ে যাই:
 
 http://photos1.meetupstatic.com/photos/event/2/6/b/f/highres_20109919.jpeg
 
  (কৃতজ্ঞতা: আশিকুর নুরের মাধ্যমে পাওয়া ছবি)
 
  2011/10/22 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com
 
   আমি আছি।
   --
   Dedicated Linux Forum in
   Bangladesh
   http://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
   Thank you
   Md Ashickur Rahman
   Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
   01611151550
  
  
  
  
   2011/10/22 M. Adnan Quaium adnan.qua...@ubuntu-bd.org
  
৮টা থেকে সাড়ে ১০ টা হলেও উইকডেগুলোতে আসতে পারব কীনা বলতে পারছিনা,
 তবে
উইকঅ্যান্ডগুলোতে হয়তো আসা যাবে। :)
   
2011/10/22 Shahriar Tariq shahr...@linux.org.bd
   
 ২২ অক্টোবর, ২০১১ ১:৩৬ am এ তে, maSnun mas...@gmail.com লিখেছে:

  আমরা কি একটা নির্দিষ্ট সময় (যেমন রাত ৮টা থেকে ৯টা) নিয়ম করে সবাই
   IRC
তে
  আড্ডা মারতে পারি ?
 

 আমিও একমত তবে আমার মতো যারা অফিস থেকে ফিরেন দেরীতে তারা প্রস্তাব
 দিবে
   ৮টা
 থেকে ১০.৩০ :P

 আমি থাকবো কাল থেকে, আসা করি আরও দুই তিনজনকে পাবো
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

   
   
   
--
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
   
   --
   Ubuntu Bangladesh
   https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



 --
 No Microsoft products were used in the preparation or transmission of
 this message.

 Russell John | Bangladesh Linux Users Alliance
 1024D/91F003D2 | (+88) 0192-4955-405 | http://www.linux.org.bd
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-22 Thread Shahriar Tariq
২২ অক্টোবর, ২০১১ ১:৩৬ am এ তে, maSnun mas...@gmail.com লিখেছে:

 আমরা কি একটা নির্দিষ্ট সময় (যেমন রাত ৮টা থেকে ৯টা) নিয়ম করে সবাই  IRC তে
 আড্ডা মারতে পারি ?


আমিও একমত তবে আমার মতো যারা অফিস থেকে ফিরেন দেরীতে তারা প্রস্তাব দিবে ৮টা
থেকে ১০.৩০ :P

আমি থাকবো কাল থেকে, আসা করি আরও দুই তিনজনকে পাবো
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-22 Thread M. Adnan Quaium
৮টা থেকে সাড়ে ১০ টা হলেও উইকডেগুলোতে আসতে পারব কীনা বলতে পারছিনা, তবে
উইকঅ্যান্ডগুলোতে হয়তো আসা যাবে। :)

2011/10/22 Shahriar Tariq shahr...@linux.org.bd

 ২২ অক্টোবর, ২০১১ ১:৩৬ am এ তে, maSnun mas...@gmail.com লিখেছে:

  আমরা কি একটা নির্দিষ্ট সময় (যেমন রাত ৮টা থেকে ৯টা) নিয়ম করে সবাই  IRC তে
  আড্ডা মারতে পারি ?
 

 আমিও একমত তবে আমার মতো যারা অফিস থেকে ফিরেন দেরীতে তারা প্রস্তাব দিবে ৮টা
 থেকে ১০.৩০ :P

 আমি থাকবো কাল থেকে, আসা করি আরও দুই তিনজনকে পাবো
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-22 Thread Md Ashickur Rahman Noor
আমি আছি।
--
Dedicated Linux Forum in
Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550




2011/10/22 M. Adnan Quaium adnan.qua...@ubuntu-bd.org

 ৮টা থেকে সাড়ে ১০ টা হলেও উইকডেগুলোতে আসতে পারব কীনা বলতে পারছিনা, তবে
 উইকঅ্যান্ডগুলোতে হয়তো আসা যাবে। :)

 2011/10/22 Shahriar Tariq shahr...@linux.org.bd

  ২২ অক্টোবর, ২০১১ ১:৩৬ am এ তে, maSnun mas...@gmail.com লিখেছে:
 
   আমরা কি একটা নির্দিষ্ট সময় (যেমন রাত ৮টা থেকে ৯টা) নিয়ম করে সবাই  IRC
 তে
   আড্ডা মারতে পারি ?
  
 
  আমিও একমত তবে আমার মতো যারা অফিস থেকে ফিরেন দেরীতে তারা প্রস্তাব দিবে ৮টা
  থেকে ১০.৩০ :P
 
  আমি থাকবো কাল থেকে, আসা করি আরও দুই তিনজনকে পাবো
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 



 --
 M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-21 Thread maSnun
Another informative writeup Adnan vai, can you please share the forum and
irc details with us? What is the forum url and irc host and room name?

-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-21 Thread ZM.Mehdi Hassan
অনেকদিন পর আদনান ভাই কে পেয়ে ভাল লাগছে। উবুন্তু লোকো টিমকে রিঅ্যাপ্রুভড যে
শর্তগুলো আপনি দিয়েছেন, তা আমার মনে হয়, মোটেই পাহার সম নয়। আহারে শুধু অজানা
ছিল। আমরা সহজেই এটা ওভার কাম করতে পারি। শুধু প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। আই,
আর, সি চ্যানেলে আমি একবার ট্রাই করেছিলাম। কিন্তু কাজ করতে পারিনাই। কি যেন
সমস্যা হচ্ছিল। আবার ট্রাই করতে হবে।
-- 
জেড, এম, মেহেদী হাসান
সভাপতি
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
Z.M. Mehdi Hassan
Managing Director
Digital Watch Limited
website: www.digitalwatchltd.com
 www.digitalwatchbd.com
email:i...@digitalwatchltd.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-21 Thread ZM.Mehdi Hassan
রিঅ্যাপ্রুভড করতে

2011/10/22 ZM.Mehdi Hassan mehdi...@gmail.com

 অনেকদিন পর আদনান ভাই কে পেয়ে ভাল লাগছে। উবুন্তু লোকো টিমকে রিঅ্যাপ্রুভড যে
 শর্তগুলো আপনি দিয়েছেন, তা আমার মনে হয়, মোটেই পাহার সম নয়। আহারে শুধু অজানা
 ছিল। আমরা সহজেই এটা ওভার কাম করতে পারি। শুধু প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। আই,
 আর, সি চ্যানেলে আমি একবার ট্রাই করেছিলাম। কিন্তু কাজ করতে পারিনাই। কি যেন
 সমস্যা হচ্ছিল। আবার ট্রাই করতে হবে।
 --
 জেড, এম, মেহেদী হাসান
 সভাপতি

 ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
 Z.M. Mehdi Hassan
 Managing Director
 Digital Watch Limited
 website: www.digitalwatchltd.com
  www.digitalwatchbd.com
 email:i...@digitalwatchltd.com




-- 
জেড, এম, মেহেদী হাসান
সভাপতি
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
Z.M. Mehdi Hassan
Managing Director
Digital Watch Limited
website: www.digitalwatchltd.com
 www.digitalwatchbd.com
email:i...@digitalwatchltd.com
 mehdi...@gmail.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-21 Thread maSnun
IRC  তে আমিও ঢু মারলাম কয়েকবার । বট আছে শুধু । কতগুলো নিক দেখলাম কিন্তু
একটিভ মনে হল না ।

2011/10/22 ZM.Mehdi Hassan mehdi...@gmail.com

 রিঅ্যাপ্রুভড করতে

 2011/10/22 ZM.Mehdi Hassan mehdi...@gmail.com

  অনেকদিন পর আদনান ভাই কে পেয়ে ভাল লাগছে। উবুন্তু লোকো টিমকে রিঅ্যাপ্রুভড
 যে
  শর্তগুলো আপনি দিয়েছেন, তা আমার মনে হয়, মোটেই পাহার সম নয়। আহারে শুধু
 অজানা
  ছিল। আমরা সহজেই এটা ওভার কাম করতে পারি। শুধু প্রয়োজন সঠিক দিক নির্দেশনা।
 আই,
  আর, সি চ্যানেলে আমি একবার ট্রাই করেছিলাম। কিন্তু কাজ করতে পারিনাই। কি যেন
  সমস্যা হচ্ছিল। আবার ট্রাই করতে হবে।
  --
  জেড, এম, মেহেদী হাসান
  সভাপতি
 
  ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
  Z.M. Mehdi Hassan
  Managing Director
  Digital Watch Limited
  website: www.digitalwatchltd.com
   www.digitalwatchbd.com
  email:i...@digitalwatchltd.com
 
 


 --
 জেড, এম, মেহেদী হাসান
 সভাপতি
 ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
 Z.M. Mehdi Hassan
 Managing Director
 Digital Watch Limited
 website: www.digitalwatchltd.com
 www.digitalwatchbd.com
 email:i...@digitalwatchltd.com
  mehdi...@gmail.com
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-21 Thread maSnun
আমরা কি একটা নির্দিষ্ট সময় (যেমন রাত ৮টা থেকে ৯টা) নিয়ম করে সবাই  IRC তে
আড্ডা মারতে পারি ?

-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-21 Thread Md Ashickur Rahman Noor
আমি প্রায়ই IRC তে ঢুঁ মারতাম। কিন্তু ফাঁকা থাকে। ২-৩ দিন শাবাব ভাইকে
পেয়েছিলাম।
--
Dedicated Linux Forum in
Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550




2011/10/22 maSnun mas...@gmail.com

 আমরা কি একটা নির্দিষ্ট সময় (যেমন রাত ৮টা থেকে ৯টা) নিয়ম করে সবাই  IRC তে
 আড্ডা মারতে পারি ?

 --
 Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-20 Thread maSnun
 লোকো কাউন্সিলের অনুমোদন হারানোর জন্য কি কি বিষয় গুরুত্বপূর্ন জানেন কি?
 হাসতেই পারেন, তবে বোকার মতো হাসবেন না। কেননা কোন কিছু না জেনে, না বুঝে
 একমাত্র বোকারাই হেসে থাকেন।


You're avoiding the entire point. Hope you know the difference between
Unofficial and Dead. If you don't, please lookup in a dictionary.
It doesn't matter to me why it lost it's status or so.




 আবারো বলতেই হচ্ছে উবুন্টু লোকো কাউন্সিল কেন উবুন্টু বাংলাদেশের লোকোর
 অনুমোদন
 প্রাথমিকভাবে স্থগিত এবং পরে বাতিল করে সেটা নিশ্চয়ই জানেন না? আর একটা ওয়েব
 সাইট যদি একটা সময় থাকে আরে পরে হুট করেই গায়েব হয়ে যায় তো সেটাকে একেবারে
 সাধারনভাবে কি বলা যায়? 'জীবিত' না 'মৃত'? দেশের সরকারের অনুমোদনবিহীন কোন
 প্রতিষ্ঠান, যাঁর একমাত্র স্বীকৃতিই হলো উবুন্টু লোকো কাউন্সিলের অনুমোদন
 সেখানেই যদি অনুমোদন না থাকে তো সেটাকে কি জীবিত বলবেন? অবশ্য বলতেই পারেন
 আপনাদের বাক-স্বাধীনতার ফসলে আপনারা দিনকে রাত আর রাতকে দিন বলতেই পারেন।


Yes, I think Ubuntu BD should have also arranged a few photo sessions and
uploaded the photos in Picasaweb. That'd have saved their status. Sad!



আমি ও তো ভাই সে কথাটাই বললাম। উবুন্টুবিডি'র পথনির্দেশকগণ নিজেরা ব্যস্ততায়
 কাজ করতে পারবেন না আর যদি স্বেচ্ছাসেবীরা কোন উদ্যোগ নেয় সেটাতে সহমত কিংবা
 সহযোগীতাও করবেন না।


I am just laughing. What did you say?

মনকি এই যে নূর বিগত দিন পাঁচেক ধরে সম্পূর্ন নিজ
  উদ্যোগে একটা সামাজিক আয়োজনের বিষয়ে লাফালাফি করছে এটাকে উবুন্টু বাংলাদেশ
  লোকো'র সমন্বয়কদের মধ্যে কেউই উইকিতে যুক্ত করার কোন যৌক্তিকতা দেখেননি।



I explained it's not Ubuntu BD's event, so they shouldn't add it to the
wiki. Now what you're saying?


আমি ও তো ভাই সে কথাটাই বললাম। উবুন্টুবিডি'র পথনির্দেশকগণ নিজেরা ব্যস্ততায়
 কাজ করতে পারবেন না আর যদি স্বেচ্ছাসেবীরা কোন উদ্যোগ নেয় সেটাতে সহমত কিংবা
 সহযোগীতাও করবেন না।


Did you say the exact thing? First you're blaming Ubuntu BD for not listing
the event in the Wiki, now you're blaming them for not helping. Is this the
same thing?

You have huge flaw in perception ability. You might want to consult a
psychiatrist.



  আমি দূর্বল, ছিলাম আছি, থাকতে ভালোবাসি। নিজে কাজ করবোও না, আর কেউ কাজ
 করবে
 সেটাও মেনে নেবো না। -- এরকম সবল হতে চাই না।



Stay weak, but don't manipulate or brainwash others. You pretend your
innocence but behind the scene you eyewash other people with partial
quotation, that makes you a cheat :)



 যে পোষ্টে অনুরোধ করেছিলো শাবাব সেই পোষ্টেই আমি জবাব দিয়েছি এবং আমার
 স্বাক্ষর
 ছোট করেছি। আমার বর্তমান স্বাক্ষর টুকু নিয়ে কাজ করতে গেলে মডারেটরদেরই কারো
 কারো গায়েই আঁচড়টা আগে দিতে হবে। কেননা আমার চাইতেও আরো বড়ো স্বাক্ষর
 মডারেটরদের মাঝেই আছে।



Among the moderators, only Shahriar bro has long signature. I don't know the
exact reason but I suspect he missed the initiatives. He was largely
inactive and out of sync when Shabab vai took the initiatives. You showed
some logic that your signature is okay in many other places why should it
not be allowed here? Because every place can have it's unique rules and
regulations. Just because somewhere else something is allowed, we should not
blindly allow that as well.

With this, you have just proved how much you respect the community. Everyone
changed or trimmed their signature. You're just arrogant like anyone. It
just seems you're SOMEONE and the regulations don't apply to you.

-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-20 Thread maSnun
বিষয়টা তাহলে এরকম -- মডারেটর/সমন্বয়কের ঘোষনাকৃত আয়োজন == উবুন্টু বাংলাদেশের
 আয়োজন আর উবুন্টু বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের ঘোষনা দেয়া আয়োজন ==
 ব্যক্তিগত
 আয়োজন, সমন্বিত কিছু নয়।



You're also a member of Ubuntu Marketing team, Ubuntu Bangladesh team blah
blah many others. Now, you organized different events from FOSSBD banner.
Should Shabab vai say those were Ubuntu BD's events?

Your logic are sometimes hilarious.

Your question was towards Shabab vai, he shall respond. But to me, the event
announced officially by Ubuntu BD team is arrangement by Ubuntu BD. Others
are private events.




 আপনার মতামত অনুসারেই বিষয়টা পরিষ্কার যে প্রায় তিনশত স্বেচ্ছাসেবক থাকার পরেও
 এই কাজগুলো থমকে থাকে। আপনারা যদি এই মেইলিং লিস্টেও সরাসরি আহবান করতেন
 আমাদের
 যে এই কাজগুলো করার জন্য স্বেচ্ছাসেবক প্রয়োজন তো আশা করি অনেক নবীন সদস্য এই
 কাজে ঝাঁপিয়ে পড়তো।


We have seen many efforts from individuals. Some people have expressed their
interest but at the end of the day, it turned out that even after spoon
feeding they couldn't yield any results. We don't need these young
volunteers. We need people who can make results. Can you show at least 3
people like that from these 300 people?

When a matured and experienced person like you can make a mistake like
non-installable live DVD, how much can we rely on the young volunteers who
need spoon feeding?



-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-20 Thread Shabab Mustafa
@সাজেদুর রহিম জোয়ারদার,

একটা একটা করে বলি:

১.  সংগঠনের একটা কাঠামো থাকে এবং বেশ কিছু নিয়মকানুন থাকে। উবুন্টু বিডি একটা
সংগঠন। উবুন্টু বিডি-র কোন সদস্য নিজ উদ্যোগে কোন অনুষ্ঠান করলে সে করতেই পারে।
সাহায্য চাইলে সাধ্যমত সাহায্য-পরামর্শ দেয়ার চেষ্টা করাও হয়। কিন্তু সেটা যে
অফিসিয়ালি উবুন্টু বিডি-র অনুষ্ঠান হিসেবেই বিবেচ্য হবে সেটা ভাবাটা
যুক্তিসঙ্গত নয়। যেমন, দাড়ি যে কেউই রাখতে পারে। কিন্তু দাড়ি থাকলেই সে মোল্লা
হবে এমন কোন কথা নেই।

২.  'উবুন্টুর লোগো' আর 'উবুন্টু বিডির লোগো' ব্যবহার এক বিষয় নয়। উবুন্টু
উবুন্টু বিডি-র লোগো ব্যবহার করা অর্থ দাঁড়ায় এই সংগঠন ওই কাজের সাথে জড়িত।
অথচ অতীতে অনেকক্ষেত্রে দেখা গেছে সংগঠন জানেই না এমন সব অনুষ্ঠানেও এটা
ব্যবহার করা হয়েছে। অপব্যবহার ঠেকানোর জন্য এই ক্ষেত্রে আপত্তি জানানোটা
অস্বাভাবিক, তাই না? মনে করুন, কতিপয়ব্যক্তি রাস্তায় দাড়িয়ে উবুন্টু বিডির
লোগোওয়ালা ব্যানায় লাগিয়ে অরিজিন্যাল উবুন্টু সিডি প্রতি পিস ৫০০০ টাকা করে
বিক্রি করছে কিংবা ধরুন একদল প্রতারক উবুন্টু বিডির লোগোওয়ালা ভিজিটিং কার্ড -
প্যাড ছাপিয়ে কারো কাছ থেকে ফান্ড হিসেবে টাকাপয়সা নিয়ে হাপিস হয়ে গেল। তখন এই
বদনামটা তো উবুন্টু বিডির ঘাড়েই এসে পড়বে, তাই না? আমি যে একেবারে মনগড়া গপ্পো
বলছি তাও কিন্তু নয়, উবুন্টু বাংলাদেশ লিমিটেড-এর উদাহরণও আমাদের সামনেই আছে।


আর ডিস্টোর লোগো হিসেবে উবুন্টু লোগো-র কোড অব কন্ডাক্টস, সংগঠন উবুন্টু
বিডি লোগো-র উপরে বর্তাবার যুক্তিসঙ্গত কোন কারণ নেই।

৩. উবুন্টু বিডির সার্ভারের সমস্যা দীর্ঘদিনের। এটি যেহেতু সংগঠনের নিজস্ব
পসয়ায় কেনা সার্ভারে চলে না, বরং অনুদানে পাওয়া সার্ভারে চলে, তাই অনুদানে
পাওয়া সার্ভারের মতিগতির উপর পারফরমেন্স পাওয়া যায়। আমরা নতুন সার্ভারের উদ্যোগ
নিতে পারি নি। অন্য সবকাজের মত এটাও থেমে আছে। এইখানে আমাদের কিছুটা গাফেলতি
আছে, সেটা অবশ্যই স্বীকার করছি।

৪. উবুন্টু বিডির সাবস্ক্রাইবার আর স্বেচ্ছাসেবক এক কথা নয়। যেভাবে 'ঝাপিয়ে
পড়ার' অনুমান করা হয় কার্যত সেটা সেইভাবে হয় না। উদাহরণের জন্য অনেক দূরে যাওয়া
লাগবে না। এই মাসের শুরুর দিকেই আমি উবুন্টুর জন্য বাংলা অনুবাদের আহবান
জানিয়েছিলাম এই থ্রেডে:
https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-October/010017.html কিন্তু
শেষ পর্যন্ত দেখা গেল এই তিনশত লোকের এই থ্রেডে আমার তিনখান মেইল ছাড়া আর
কেউই সাড়া দেননি। কয়েকজন যে কিছু কিছু কাজ করার চেষ্টা করেননি তা বলছি না।
কিন্তু এই তিনশ স্বেচ্ছাসেবক মিলেও আমরা ছয়শ স্ট্রিংও অনুবাদ করতে পারি নাই।
অতএব, স্বেচ্ছাসেবকরা কাজ পেলেই ঝাঁপিয়ে পড়ছেন বাস্তবে তেমনটা মোটেই হচ্ছে না।

এর আগে সহায়িকা নিয়ে কাজ করার কথা হয়েছে। জয়ন্তদার সাহায্যে আশিকুর নূরে
সহায়িকা থেকে উইকি বুক বানানো হল। সেই উইকি বুক উঁইপোকা কাটার অবস্থা হয়েছে।
সম্ভবত ডিজিটাল ফরমেটে আছে বলেই সুবিধা করতে পারছে না।

তারপর ভিডিও টিউটোরিয়াল নিয়ে কথা উঠল। আশিকুর নূরের আগ্রহের পরিপ্রেক্ষিতে
ভিডিও টিউটোরিয়াল নিয়ে এই মেইলিং লিস্টের বাইরেও তার সাথে আমার কথা হয়েছে। তাকে
আমি কিছু দিকনির্দেশনা দেবার চেষ্টা করেছিলাম। কথা হয়েছিল যে প্রাথমিকভাবে
(পাইলট প্রজেক্ট) একটা ভিডিও তৈরি করে দেখব যে কেমন হচ্ছে। কোথায় কোথায় উন্নতির
সুযোগ রয়েছে। সম্ভবত ব্যস্ততার কারণেই সেই ভিডিওটি আশিকুর নূর আর শেষ করতেও
পারে নি আর সেই প্রজেক্টে আলোর মুখও দেখেনি।

এইরকম পুরানো উদাহরণ টানলে আরো অনেক উদাহরণ টানা যাবে। পুরোনো কাসুন্দি আর নতুন
করে ঘাঁটা অনর্থক বলে বাদ দিচ্ছি। আসলে প্রজেক্টের কাজের কঠিন সময় আসলেই
স্বেচ্ছাসেবকদের হাতেগোনা দু'একজন ছাড়া বাকিরা নিস্ক্রিয় হয়ে পড়েন। যেই দু'একজন
নাছোড়বান্দার মত ঝুলে থাকেন তারাও ব্যস্ত হয়ে পড়ায় এইরকম অবস্থা সৃষ্টি হয়েছে।

৫. দেখুন ভারতের মত দেশের অনেক কিছুই আমরা করতে পারলে নিশ্চয়ই ভাল হত, কিন্তু
আমাদের বাস্তব পরিস্থিতিও বুঝতে হবে। ভারতে আন্না হাজারী-র মত লোকের অনশন করা
শুরু করলে সেই দেশের সরকার আর বিরোধীদলীয় নেতারা একসাথে এসে তাকে অনশন
ভাঙ্গাবার জন্য তেল মাখে আর আমাদের দেশে স্টক এক্সচেঞ্চের সামনে বসে ফতুর হয়ে
যাওয়া লোকজন অনশন করতে বসে পুলিশের প্যাঁদানিতে 'অনশন' বানানটাও ভুলে যাবার
জোগাড় হয়। অতএব, ভারতের পরিস্থিতি আর আমাদের পরিস্থিতি এক নয়।

তাছাড়া আরো কথা হচ্ছে ভারতে শুধু লোকোটিমই নয় ঘটনা আরো আছে। উবুন্টুর ডেভেলপার
কমিউনিটির একটা উল্লেখযোগ্য অংশ ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত। তারা
সক্রিয়ভাবে উবুন্টুর ডেভেলপমেন্টেও অংশগ্রহণ করছে। সেইসাথে তুলনা করলে আমাদের
অবস্থান খুব প্রীতিজনক কিছু নয়। এটা খালি বাংলাদেশীই নয়, ভারতীয় বাঙালিদের
ক্ষেত্রেও খাটে। কিছু অনুবাদের কাজ করা ছাড়া এইদিকে কোর লেভেলে তেমন কোন কাজই
হয় নি।

আর দিল্লী হাইকোর্ট যখন রেডহ্যাট ব্যবহার করা শুরু করেছে সেই সময় আমরা একটু
নেটের স্পীডের আশায় চাতক পাখির মত বসেছিলাম। আর দিল্লী হাইকোর্ট যে নিজেরা বড়
শখ করে লিনাক্সে গেছে তাও কিন্তু নয়। তারা গেছে আইনের ফাঁকে পড়ে। সেই চিপায় না
পড়লে কি হত সেটা অবশ্য গবেষণা বিষয়! সে যাইহোক, লোকোটিমরাও নিশ্চয়ই কাজ করেছে।
কিন্তু শুধু লোকোটিমরা কাজ করেছে বলেই হাইকোর্টের পিসিতে উবুন্টু উঠেছে সেটা
বললে হয়ত কথাটা ঠিক হবে না।

৬. দেখুন বাণিজ্যের সূত্রাবলি নিয়ে যদি কথা বলা শুরু করি তবে আপনার সাথে এই
নিয়ে সপ্তাহ ভরে বিতর্ক করলেও শেষ হবে না। আমাদের মাঝে বাণিজ্যের ছাত্র কেবল
আমিই নই, আরো অনেকেই আছেন। আমার নিজের মূলবিষয় যেমন হিসাববিজ্ঞান সেইরকম
শাহরিয়ারের মূলবিষয় বিপনণ (মার্কেটিং) ছিল। বাণিজ্যের সূত্র ধরেই প্রমাণ করে
দেয়া সম্ভব যে আমাদের বর্তমানে এইসব উবুন্টু-লিনাক্স-ওপেনসোর্স নিয়ে নাচানাচি
করে 'সময় নষ্ট' না করে মাইক্রোসফটের সাথে যোগ দিলেই সেটা অর্থনৈতিকভাবে অনেক
বেশি 'কল্যাণকর'। যাইহোক সেইসব অযথা কথা বলে লাভ নাই। 'প্রচারেই প্রসার' যেমন
সত্য তেমনি 'অতিপ্রচারে অপপ্রচার' সেটাও ফেলে দিতে পারবেন না। উদাহরণ টানলে
ম্যালা দূরে যাওয়া লাগবে না। টেলিফোন কোম্পানি ওয়ারিদের দিকে 

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-20 Thread সাজেদুর রহিম জোয়ারদার
শাবাব কে ধন্যবাদ বিষয়গুলো সুন্দর করে গুছিয়ে বলার জন্য।

আশা করি আমাদের ভ্রান্তকিছু ধারনা এবার দূরীভুত হবে এবং আগামী দিনে এই উবুন্টু
বাংলাদেশ পরিবার আরো সক্রিয়ভাবে এগিয়ে যাবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে
আমাদের এই পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আয়োজনগুলো নিয়মিতই করা উচিত এবং এতে করে
বাংলাদেশের প্রযুক্তি ব্যবহারকারীরা সচেতন হতে পারবেন।

ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, পেঙ্গুইন মেলা -
২০১১http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ http://toshazed.wordpress.com/ ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ http://linuxmint-bd.org/about_us ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ https://launchpad.net/%7Etoshazed
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-20 Thread Md Ashickur Rahman Noor
--
Dedicated Linux Forum in
Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550




2011/10/20 Shabab Mustafa sha...@linux.org.bd

 @সাজেদুর রহিম জোয়ারদার,

 ৪. উবুন্টু বিডির সাবস্ক্রাইবার আর স্বেচ্ছাসেবক এক কথা নয়। যেভাবে
 'ঝাপিয়ে
 পড়ার' অনুমান করা হয় কার্যত সেটা সেইভাবে হয় না। উদাহরণের জন্য অনেক দূরে
 যাওয়া
 লাগবে না। এই মাসের শুরুর দিকেই আমি উবুন্টুর জন্য বাংলা অনুবাদের আহবান
 জানিয়েছিলাম এই থ্রেডে:
 https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-October/010017.htmlকিন্তু
 শেষ পর্যন্ত দেখা গেল এই তিনশত লোকের এই থ্রেডে আমার তিনখান মেইল ছাড়া আর
 কেউই সাড়া দেননি। কয়েকজন যে কিছু কিছু কাজ করার চেষ্টা করেননি তা বলছি না।
 কিন্তু এই তিনশ স্বেচ্ছাসেবক মিলেও আমরা ছয়শ স্ট্রিংও অনুবাদ করতে পারি নাই।
 অতএব, স্বেচ্ছাসেবকরা কাজ পেলেই ঝাঁপিয়ে পড়ছেন বাস্তবে তেমনটা মোটেই হচ্ছে না।

 এর আগে সহায়িকা নিয়ে কাজ করার কথা হয়েছে। জয়ন্তদার সাহায্যে আশিকুর নূরে
 সহায়িকা থেকে উইকি বুক বানানো হল। সেই উইকি বুক উঁইপোকা কাটার অবস্থা হয়েছে।
 সম্ভবত ডিজিটাল ফরমেটে আছে বলেই সুবিধা করতে পারছে না।

 আমার মতে দোষটা কিন্তু লোকো টিমেরই, দুইটা ক্ষেত্রেই। আমাদের উবুন্টু বাংলাদেশ
লোকো টিমের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে এটি তার বড় প্রমান। আমি আগেও বলেছি
এখন বলছি আমি প্রুফ চেকিং এ বরা বরের মতই কাঁচা তাই আমি আহ্বান করেছিলাম যাতে
সবাই সহায়িকাটিতে কাজ করে। কিন্তু আমি এবং কয়েকজন ছাড়া মনে হয় কেউ ওটা খুলেও
দেখে নাই।

 তারপর ভিডিও টিউটোরিয়াল নিয়ে কথা উঠল। আশিকুর নূরের আগ্রহের পরিপ্রেক্ষিতে
 ভিডিও টিউটোরিয়াল নিয়ে এই মেইলিং লিস্টের বাইরেও তার সাথে আমার কথা হয়েছে।
 তাকে
 আমি কিছু দিকনির্দেশনা দেবার চেষ্টা করেছিলাম। কথা হয়েছিল যে প্রাথমিকভাবে
 (পাইলট প্রজেক্ট) একটা ভিডিও তৈরি করে দেখব যে কেমন হচ্ছে। কোথায় কোথায়
 উন্নতির
 সুযোগ রয়েছে। সম্ভবত ব্যস্ততার কারণেই সেই ভিডিওটি আশিকুর নূর আর শেষ করতেও
 পারে নি আর সেই প্রজেক্টে আলোর মুখও দেখেনি।


আমার কিছু পারিবারিক সমস্যার কারনে আমি কোন কাজ করতে পারছি না। তাই আমার আরও
কিছু জনসেবামূলক কাজ আটকিয়ে আছে। আশা করছি সমস্যাটি চলে গেলে আমি আবার কাজ শুরু
করতে পারব।

আমার রিলিজ পার্টি করার একটিই উদ্দেশ্য ছিল উবুন্টু বাংলাদেশ লোকো টিম কে
জাগিয়ে তোলা। যাতে সবাই আবার যারা জানে না যে উবুন্টু বাংলাদেশ লোকো নামে কিছু
আছে, তারাও কিছুটা হলেও জানবে।

এইরকম পুরানো উদাহরণ টানলে আরো অনেক উদাহরণ টানা যাবে। পুরোনো কাসুন্দি আর নতুন
 করে ঘাঁটা অনর্থক বলে বাদ দিচ্ছি। আসলে প্রজেক্টের কাজের কঠিন সময় আসলেই
 স্বেচ্ছাসেবকদের হাতেগোনা দু'একজন ছাড়া বাকিরা নিস্ক্রিয় হয়ে পড়েন। যেই
 দু'একজন
 নাছোড়বান্দার মত ঝুলে থাকেন তারাও ব্যস্ত হয়ে পড়ায় এইরকম অবস্থা সৃষ্টি হয়েছে।
 ‌


 আসুন আমরা পুরাতন প্যাচাল ক্যাচাল ভুলে যাই, একসাথে কাজ করার মন মানসিকতা তৈরি
করি। যারা কাজ করতে সময় পাচ্ছেন না তাদের উচিৎ যারা করছে তাদের উৎসাহিত করা। এই
উৎসাহ টুকুই আমরা চাই পুরাতন সদস্যদের কাথ থেকে আর বিশেষ কিছু লাগলে আপনারা তো
আছেনই।

আরও একটি কথা বলতে চাই, এটি পাবলিক লিস্ট। নতুন ব্যবহারকারী এই লিস্টে প্রায়ই
আসে। আমি নিজেও অনেকেই এই লিস্টে নিয়ে এসেছি। লিস্টে এ রকম কাঁদা ছুড়াছুড়ি বা
দলাদলি দেখে অনেকেই লিস্ট থেকে চলে গিয়েছেন। আমাদের অনেকের পরিচিত মুক্ত অভি বা
অরণ্যচারী ভাই এই কারনে কমিউনিটি ত্যাগ করেছেন।

@রিং ভাই,শাবাব ভাই,মাসনুন ভাই এবং নির্ঝর ভাই কমিউনিটিতে এবং বাস্তব জীবনে আমি
আপনাদের অভিজ্ঞতার সামনে নিত্যান্তই ছোট। আমিও ইচ্ছা করলে কমিউনিটি ছেড়ে চলে
যেতে পারতাম। কিন্তু যাই না, একটি কারন, আমি এই কমিউনিটিকে ভালবাসি। আমার চেয়ে
আপনারা আরও বেশিই ভালবাসেন। তাই বলছি সেই ভালবাসার স্বার্থে বা নতুনদের কথা
চিন্তা করে লিস্টে এরকম জবাব পাল্টা জবাব দিয়ে কাঁদা ছুড়াছুড়ি বন্ধ করুন। না
হলে দেখা যাবে যাও কিছু সদস্য এই লিস্টে নিয়মিত তাদেরকেও আমাদের হারাতে হবে।
ব্যক্তি স্বার্থ কে ছোট করে বৃহৎ স্বার্থে কাজ করুন। সবাই মিলে মিশে কাজ করতে
না পারলেও যারা কোন কাজ করছে তার গঠন মূলক সমালচনা করুন, কিন্তু খোঁচা মেরে কথা
বলবেন না, এটি একটি অনুরোধ। আর এই কমিউনিটি একজন নগন্য সদস্য হওয়ায় আমি এই
অনুরোধ করতেই পরি এটি আমার বিশ্বাস।

আমার কথায় কেউ মনক্ষুন্ন হলে আমাকে ক্ষমা করে দিবেন। কয়েক দিন ধরে মেইলিং
লিস্টে যা চলছে তা দেখে আমার জুনিয়ারের কোন প্রশ্নের উত্তর আমি দিতে ব্যর্থ
হয়েছি। তাই আজকে মনের অন্তস্থ্য থেকে কথা গুলো লিখে ফেললাম। কোন ভুল করলে ক্ষমা
করবেন।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-20 Thread Sazzad Hossain
বাপরে বাপoops   আম্মা কত্ত বড় মেইল 

এত পড়তে পড়তে আমার জান হালুয়া টাইট । :-(

আমি ছোট মানুষ আপনাদের এত কথা র যে কি বুজলাম আর কি যে বুজলাম না ; সেটাই
বুজলাম না । :D


2011/10/20 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com

 --
 Dedicated Linux Forum in
 Bangladesh
 http://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
 Thank you
 Md Ashickur Rahman
 Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
 01611151550




 2011/10/20 Shabab Mustafa sha...@linux.org.bd

  @সাজেদুর রহিম জোয়ারদার,
 
  ৪. উবুন্টু বিডির সাবস্ক্রাইবার আর স্বেচ্ছাসেবক এক কথা নয়। যেভাবে
  'ঝাপিয়ে
  পড়ার' অনুমান করা হয় কার্যত সেটা সেইভাবে হয় না। উদাহরণের জন্য অনেক দূরে
  যাওয়া
  লাগবে না। এই মাসের শুরুর দিকেই আমি উবুন্টুর জন্য বাংলা অনুবাদের আহবান
  জানিয়েছিলাম এই থ্রেডে:
  https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-October/010017.html
 কিন্তু
  শেষ পর্যন্ত দেখা গেল এই তিনশত লোকের এই থ্রেডে আমার তিনখান মেইল ছাড়া আর
  কেউই সাড়া দেননি। কয়েকজন যে কিছু কিছু কাজ করার চেষ্টা করেননি তা বলছি না।
  কিন্তু এই তিনশ স্বেচ্ছাসেবক মিলেও আমরা ছয়শ স্ট্রিংও অনুবাদ করতে পারি
 নাই।
  অতএব, স্বেচ্ছাসেবকরা কাজ পেলেই ঝাঁপিয়ে পড়ছেন বাস্তবে তেমনটা মোটেই হচ্ছে
 না।
 
  এর আগে সহায়িকা নিয়ে কাজ করার কথা হয়েছে। জয়ন্তদার সাহায্যে আশিকুর নূরে
  সহায়িকা থেকে উইকি বুক বানানো হল। সেই উইকি বুক উঁইপোকা কাটার অবস্থা হয়েছে।
  সম্ভবত ডিজিটাল ফরমেটে আছে বলেই সুবিধা করতে পারছে না।
 
  আমার মতে দোষটা কিন্তু লোকো টিমেরই, দুইটা ক্ষেত্রেই। আমাদের উবুন্টু
 বাংলাদেশ
 লোকো টিমের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে এটি তার বড় প্রমান। আমি আগেও বলেছি
 এখন বলছি আমি প্রুফ চেকিং এ বরা বরের মতই কাঁচা তাই আমি আহ্বান করেছিলাম যাতে
 সবাই সহায়িকাটিতে কাজ করে। কিন্তু আমি এবং কয়েকজন ছাড়া মনে হয় কেউ ওটা খুলেও
 দেখে নাই।

  তারপর ভিডিও টিউটোরিয়াল নিয়ে কথা উঠল। আশিকুর নূরের আগ্রহের পরিপ্রেক্ষিতে
  ভিডিও টিউটোরিয়াল নিয়ে এই মেইলিং লিস্টের বাইরেও তার সাথে আমার কথা হয়েছে।
  তাকে
  আমি কিছু দিকনির্দেশনা দেবার চেষ্টা করেছিলাম। কথা হয়েছিল যে প্রাথমিকভাবে
  (পাইলট প্রজেক্ট) একটা ভিডিও তৈরি করে দেখব যে কেমন হচ্ছে। কোথায় কোথায়
  উন্নতির
  সুযোগ রয়েছে। সম্ভবত ব্যস্ততার কারণেই সেই ভিডিওটি আশিকুর নূর আর শেষ করতেও
  পারে নি আর সেই প্রজেক্টে আলোর মুখও দেখেনি।
 
 
 আমার কিছু পারিবারিক সমস্যার কারনে আমি কোন কাজ করতে পারছি না। তাই আমার আরও
 কিছু জনসেবামূলক কাজ আটকিয়ে আছে। আশা করছি সমস্যাটি চলে গেলে আমি আবার কাজ
 শুরু
 করতে পারব।

 আমার রিলিজ পার্টি করার একটিই উদ্দেশ্য ছিল উবুন্টু বাংলাদেশ লোকো টিম কে
 জাগিয়ে তোলা। যাতে সবাই আবার যারা জানে না যে উবুন্টু বাংলাদেশ লোকো নামে কিছু
 আছে, তারাও কিছুটা হলেও জানবে।

 এইরকম পুরানো উদাহরণ টানলে আরো অনেক উদাহরণ টানা যাবে। পুরোনো কাসুন্দি আর
 নতুন
  করে ঘাঁটা অনর্থক বলে বাদ দিচ্ছি। আসলে প্রজেক্টের কাজের কঠিন সময় আসলেই
  স্বেচ্ছাসেবকদের হাতেগোনা দু'একজন ছাড়া বাকিরা নিস্ক্রিয় হয়ে পড়েন। যেই
  দু'একজন
  নাছোড়বান্দার মত ঝুলে থাকেন তারাও ব্যস্ত হয়ে পড়ায় এইরকম অবস্থা সৃষ্টি
 হয়েছে।
  ‌
 

  আসুন আমরা পুরাতন প্যাচাল ক্যাচাল ভুলে যাই, একসাথে কাজ করার মন মানসিকতা
 তৈরি
 করি। যারা কাজ করতে সময় পাচ্ছেন না তাদের উচিৎ যারা করছে তাদের উৎসাহিত করা।
 এই
 উৎসাহ টুকুই আমরা চাই পুরাতন সদস্যদের কাথ থেকে আর বিশেষ কিছু লাগলে আপনারা তো
 আছেনই।

 আরও একটি কথা বলতে চাই, এটি পাবলিক লিস্ট। নতুন ব্যবহারকারী এই লিস্টে প্রায়ই
 আসে। আমি নিজেও অনেকেই এই লিস্টে নিয়ে এসেছি। লিস্টে এ রকম কাঁদা ছুড়াছুড়ি বা
 দলাদলি দেখে অনেকেই লিস্ট থেকে চলে গিয়েছেন। আমাদের অনেকের পরিচিত মুক্ত অভি
 বা
 অরণ্যচারী ভাই এই কারনে কমিউনিটি ত্যাগ করেছেন।

 @রিং ভাই,শাবাব ভাই,মাসনুন ভাই এবং নির্ঝর ভাই কমিউনিটিতে এবং বাস্তব জীবনে
 আমি
 আপনাদের অভিজ্ঞতার সামনে নিত্যান্তই ছোট। আমিও ইচ্ছা করলে কমিউনিটি ছেড়ে চলে
 যেতে পারতাম। কিন্তু যাই না, একটি কারন, আমি এই কমিউনিটিকে ভালবাসি। আমার চেয়ে
 আপনারা আরও বেশিই ভালবাসেন। তাই বলছি সেই ভালবাসার স্বার্থে বা নতুনদের কথা
 চিন্তা করে লিস্টে এরকম জবাব পাল্টা জবাব দিয়ে কাঁদা ছুড়াছুড়ি বন্ধ করুন। না
 হলে দেখা যাবে যাও কিছু সদস্য এই লিস্টে নিয়মিত তাদেরকেও আমাদের হারাতে হবে।
 ব্যক্তি স্বার্থ কে ছোট করে বৃহৎ স্বার্থে কাজ করুন। সবাই মিলে মিশে কাজ করতে
 না পারলেও যারা কোন কাজ করছে তার গঠন মূলক সমালচনা করুন, কিন্তু খোঁচা মেরে
 কথা
 বলবেন না, এটি একটি অনুরোধ। আর এই কমিউনিটি একজন নগন্য সদস্য হওয়ায় আমি এই
 অনুরোধ করতেই পরি এটি আমার বিশ্বাস।

 আমার কথায় কেউ মনক্ষুন্ন হলে আমাকে ক্ষমা করে দিবেন। কয়েক দিন ধরে মেইলিং
 লিস্টে যা চলছে তা দেখে আমার জুনিয়ারের কোন প্রশ্নের উত্তর আমি দিতে ব্যর্থ
 হয়েছি। তাই আজকে মনের অন্তস্থ্য থেকে কথা গুলো লিখে ফেললাম। কোন ভুল করলে
 ক্ষমা
 করবেন।
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-20 Thread Shahriar Tariq
আশিকের মেইলের পরে এই থ্রেডে আসলে জবাব দিয়ে আবার কাঁদা ছুড়োছুড়ি শুরুর মতো
হবে। আগে এই থ্রেড দেখলেও এমন আপত্তিজনক কিছু হয়নি যে কোমড় বেঁধে আমাকে
অংশগ্রহন করতে হবে আর অতীত অভিজ্ঞতা থেকে ঝগড়া ফ্যাসাদ থেকে আমি দূরেই থাকতে
পছন্দ করি। কিন্তু রিং ভাইয়ের পরবর্তী মেইলগুলো এই কিছুক্ষণ আগে দেখলাম আর দেখে
কিছু না বলে থাকতে পারছি না


সবার আগে যে কথা

রিং ভাই আপনার একটি প্রিয় বক্তব্য হলো সবাইকে বল আপনি কি জানেন এটা কেনো হয়
তাহলে পড়ালেখা করে আসুন অমুকখান থেকে। আমি মানি ওনার পড়াশোনা বেশি উনি অনেক
জ্ঞান রাখেন কিন্তু সব বিষয়ে সবকিছু জেনে রাখা কি সম্ভব?
এই থ্রেডেও উনি এমন একটা বক্তব্য রেখেছেন উবুন্টু বিডির অফিসিয়াল স্ট্যাটাস
হারানো বিষয় নিয়ে। আমি ওনার কাছে জানতে ইচ্ছুক উনি কোথায় উবুন্টু বিডি-র
স্ট্যাটাস হারানোর কারণ হিসেবে স্বেচ্ছাচারীতাই এই লোকো কে বসিয়ে দিতে বাধ্য
করেছে উবুন্টুলোকো কাউন্সিলকে এই বক্তব্য দেয়ার মতো তথ্য কোথায় পেয়েছেন?

ভেবেছিলাম রিং ভাইয়ের জবাব পাবার পরেই হয়তো উবুন্টু বিডির স্ট্যাটাস হারানোর
কারণ উল্ল্যেখ করবো, কিন্তু আবার কখন মেইলের জবাব দিতে বসবো জানিনা বলেই
বিষয়গুলো লিখে রাখছি।
কয়েকটি পরপর ঘটে যাওয়া ঘটনা উবুন্টু বাংলাদেশের স্ট্যাটাস হারানোর জন্য দায়ী
(দুঃখিত রেফারেন্স লিঙ্ক দিতে পারছি না, কিন্তু গত বছরের এই সময় নাগাদ উবুন্টু
কাউন্সিলের নিউজগুলো ঘাটাঘাটি করলে পেয়ে যাবার কথা),

১) কিছুদিন আগে উবুন্টু লোকো কাউন্সিলের পলিসি পরিবর্তন হয়, আগে উবুন্টু লোকো
টিম অফিসিয়াল স্পন্সর পাওয়ার পর তা অপরিবর্তিত থাকতো। যদি কখনও কোন
বিরোধ/আপত্তি থাকতো, মৃত টিমের অভিযোগ থাকতো তাহলে লোকো কাউন্সিল রিভিউ করে
নতুন লিডারের অধীনে লোকো টিম ট্রানসফার করতো (অঘোষিতভাবে এ্যাপ্রুভাল সরিয়ে
নিতো না)। কিন্তু পলিসি পরিবর্তন করে এটা করে যে দুই বছর পর পর সব লোকো
কাউন্সিলকে দুই বছর পার হবার পর নির্দিষ্ট কয়েক দিনের মধ্যে আবেদন করতে হবে
অফিসিয়াল স্ট্যাটাস বজায় রাখার জন্য।

২) এই পলিসি পরিবর্তন করার কিছুদিন পর উবুন্টু নতুন প্রজেক্ট শুরু করে উবুন্টু
লোকো টিমের ওয়েব পোর্টাল, যেখানে কিছু বাগ থাকার কারণে সবটিমকেই প্রথমে
আনএ্যাপ্রুভাল দেয়া হয়েছিলো এবং ম্যানুয়ালি সব টিম লিডারকে আবেদন করতে হচ্ছিলো
স্ট্যাটাস আপডেটের জন্য

৩) এই ঘটনাবলী চলার সময় আমাদের তৎকালিন লোকো লিডার ব্যক্তিগত দুর্যোগময় সময়
দিয়ে কাটাচ্ছিলেন এবং এই আবেদনগুলো সময় মতো করা সম্ভব হয়নি (আমি নিজেও এটা
ফলোআপ করতে পারিনি তখন)।‌

৪) আরও দুর্ভাগ্যজনকভাবে লোকো এ্যাপ্রুভালের নতুন পলিসি ইমপ্লিমেন্টের পর পরই
আমাদের উইকি, ওয়েবসাইট, ফোরাম সব একযোগে বন্ধ হয়ে যায় (যেগুলো রিএ্যাপ্রুভালের
জন্য অত্যন্ত জরুরী)।

এই সব কারণেই আমাদের লোকো আনঅফিসিয়াল স্ট্যাটাসে আছে মৃত বা স্বেচ্ছাচারী
এমন অভিযোগ করাটা কি ঠিক? আমার বক্তব্যের বিপক্ষে কিছু বলার থাকলে অবশ্যই
জানাবেন।

দ্বিতীয় কথা

উবুন্টু বাংলাদেশসহ যে কোন স্ট্রাকচার্ড লোকো টিম কিভাবে পরিচালিত হয় এটা
সম্পর্কে কিছু পরিস্কার ধারণা থাকা উচিত

১) টিম লিডার
২) এ্যাডমিনিস্ট্রেটিভ বডি এন্ড এ্যাডভাইজার
৩) এ্যাক্টিভ ভলান্টিয়ার
৪) প্রোমোটার/ডোনার/এ্যাক্টিভিস্ট/মেম্বার

এখানে প্রথম টিম লিডার সামগ্রিক লোকো টিমের প্রতিনিধিত্ব করেন এবং উবুন্টু
কমিউনিটি টিমের সাথে লিয়্যাসো পার্সন হিসেবে কাজ করে। আমাদের টিমে টিম লিডার
আগে ছিলেন রাসেল ভাই, বর্তমানে আমি ও শাবাব ভাই যৌথভাবে,

এ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে টিম লিডার ছাড়াও কয়েকজন ব্যক্তি থাকেন যারা টিম
কিভাবে সামনে আগাবে তার ছক প্রণয়ন করেন। আমাদের আছে আদনান ভাই, শামীম ভাই,
স্বপ্নচারী ভাই (আরও কয়েকজন ছিলেন এখন ঠিক নাম মনে আসছে না আমার ধৃষ্টতা ক্ষমা
করবেন)।

এ্যাক্টিভ ভলান্টিয়ার যারা সরাসরি বিভিন্ন প্রজেক্টে অবদান রাখেন। বিভিন্ন সময়ে
আমরা বিভিন্ন মানুষকে পেয়েছি, রাজু, তারেক ভাই, লেনিন ভাই, ফেরদৌস ভাই, এঞ্জেল,
রিং ভাই আপনি নিজে (আরও অনেকে) বর্তমানে আশিককে নতুন করে পেয়েছি আমরা, আর কারও
নাম এই মূহুর্তে মনে পড়ছে না।

৪র্থ ধাপে রয়েছে উবুন্টু বাংলাদেশের শুভাকাঙ্খি সকলে।


এখন কোন প্রজেক্ট অফিসিয়ালি উবুন্টু লোকো টিমের ব্যানারে করতে গেলে
এ্যাডমিনিস্ট্রেটিভ বডি আগে আলোচনা করে, টিম লিডারকে দিয়ে ঘোষনা দেয় এবং এক্টিভ
ভলান্টিয়ারদের প্রজেক্ট নির্বাহের দায়িত্ব ছেড়ে দেয়। এরপর এ্যাক্টিভ
ভলান্টিয়ারদের সাথে যোগ দেয় বিভিন্ন শুভানুধ্যায়ী আরও অনেকে যারা প্রচার
প্রসারে সহায়তা করেন কখনও কখনও নিজেরাও এ্যাক্টিভ ভলান্টিয়ার হিসেবে যোগ দেন
প্রজেক্টে।

এখন আমাকে জানাবেন কি যেসব অনুষ্ঠানের ব্যানারে উবুন্টু বা উবুন্টু বাংলাদেশ
টিমের লোগো লাগানো নিয়ে আপত্তি জানানো হয়েছে সেগুলোতে এই প্রক্রিয়ার কিছু
অনুসরণ করা হয়েছিলো কিনা? আমাদের এ্যাডমিনিস্ট্রেটিভ সেলে আলোচনায় আসেনি এবং
আমরা প্রত্যক্ষভাবে যেসব আয়োজনে অংশগ্রহণ করতে পারবো না সেগুলোতে আমরা সরাসরি
জড়িত বলে প্রচার করবো কেনো? অথবা সেগুলো কেনো উইকি পেজে ঠাই পাবে?
‌
সেই সাথে অভিযোগ করা হয়েছে আমরা অন্যদের নিরুৎসাহীত করেছি বা অসহযোগীতা করেছি।
আমাকে এমন উদাহরণ দেখাতে পারবেন কি? সমালোচনা করা আর অসহযোগীতা করা এক জিনিস
নয়। বেশি অতীতে যেতে হবে না আশিক যে ২৮ তারিখে অনুষ্ঠান করছে সেখানে আমরা কখন
কোন অসহযোগীতা প্রকাশ করেছি জানালে খুশি থাকবো।

আর এই থ্রেডের বক্তব্য যা ছিলো আমাদের টিম মৃত কিনা

একেকজনের ইন্টারপ্রিটেশন এক এক রকম হতে পারে। আমি স্বীকার করি য়ে আমাদের টিম
মৃতপ্রায় কিন্তু মৃত তো বলতে আমি রাজি নই, আমি এখনও সামনে কিছু পরিবর্তন আসবে
সেই স্বপ্ন দেখি। কিন্তু আমাদের মাঝে কে কখন আমরা কাজ করি আর নাই করি তাতে
'তুই/তোরা' বলবার কে? আবার যদি প্রশ্ন করেছিস তো জুতিয়ে গায়ের ছাল তুলে ছাড়িয়ে
জুতো বানিয়ে পরে নেবো বুঝলি  এমন এ্যাটিটিউড দেখিয়েছেন বুঝাবেন কি? যেই
মাসনুন ভাই এই থ্রেডের শুরু করেছিলেন তাকে তো অফেন্ডেড হতে দেখিনি তাহলে আপনি
এতো অফেন্ডেড হচ্ছেন কেনো বুঝতে পারছি না।




এবার আমি থ্রেডের বিষয়বস্তু নিয়ে আমার কিছু কথা বলি,

১) হ্যাঁ আমাদের 

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-20 Thread Shahriar Tariq
গত মেইলের বানান ও ব্যকরণ ভুলের জন্য ক্ষমাপ্রার্থী
‌‌

আর আরেকটি বিষয় আমার সিগন্যাচার বিষয়ে। এই সিগন্যাচারে ব্যবহৃত প্রতিটি লিঙ্ক
আমার নিজের সাথে এমন করে মিশে আছে যে কোনটাই একেবারে বাদ দিতে কষ্ট লাগে, আমি
খুব বেশি মেইল পাঠাই না আর, তাই যদি আমার মেইল পান এবং ভুলে আমার সিগন্যাচার
বাদ দিতে ভুলে যাই নিজ গুনে ক্ষমা করবেন


-- 
শুভেচ্ছান্তে,‌
শাহরিয়ার
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-20 Thread maSnun
Shahriar Bro,

Thanks for the follow up. I am particularly vocal about the signature
because many of us read mails on hand held devices with very small screen. I
read my mails on the go or in class room on my phone. No offense but it's
very annoying when I have to scroll long snippets which usually don't
contain any useful or new information. I understand your assimilation and
attachment with the links but please consider the issue.

I am sorry if I hurt you.

Cheers!


2011/10/21 Shahriar Tariq shahr...@linux.org.bd

 গত মেইলের বানান ও ব্যকরণ ভুলের জন্য ক্ষমাপ্রার্থী
 ‌‌

 আর আরেকটি বিষয় আমার সিগন্যাচার বিষয়ে। এই সিগন্যাচারে ব্যবহৃত প্রতিটি লিঙ্ক
 আমার নিজের সাথে এমন করে মিশে আছে যে কোনটাই একেবারে বাদ দিতে কষ্ট লাগে, আমি
 খুব বেশি মেইল পাঠাই না আর, তাই যদি আমার মেইল পান এবং ভুলে আমার সিগন্যাচার
 বাদ দিতে ভুলে যাই নিজ গুনে ক্ষমা করবেন


 --
 শুভেচ্ছান্তে,‌
 শাহরিয়ার
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-20 Thread M. Adnan Quaium
ইদানিং ইন্টারনেট ব্যবহার করা কমে গেছে বলে যখন তখন মেইল চেক করা সম্ভব হয়না,
মেইল চেক করলেও সাথে জবাব দেয়াটাও সম্ভব হয়না। তাই সাজেদুর রহিম জোয়ারদার যখন
মেইল করেছেন সেটা আমি পড়েছি দেরীতে, তখন দেখি ইতিমধ্যেই শাবাব ভাই বেশ কিছু
ব্যাপারকে পরিস্কার করে দিয়েছেন। যদিও জবাবটা আমারই দেয়া উচিত ছিল, যেহেতু
সাজেদুর রহিম জোয়ারদার আমাকে ট্যাগ করে জবাবটা দিয়েছিলেন, তাই আমার আগেই জবাব
দেবার জন্য শাবাবভািকে অনেক ধন্যবাদ। উবুন্টুর নতুন পলিসি অনুযায়ী আমাদের লোকো
টিমের আন অ্যাপ্রুভড হয়ে যাবার ব্যাপারটা আরেকটু খোলসা করে লেখার পর পোস্ট
দিতে গিয়ে দেখি শাহরিয়ার ভাই ইতিমধ্যেই সে পোস্ট দিয়ে ফেলেছেন। তাই শাহরিয়ার
ভাইয়েরও ধন্যাবাদ পাওনা রইল।

যাই হোক যা অন্যরা বলেননি এবার সেসব বলি। আমাদের রিঅ্যাপ্রুভড হতে হলে যে
জিনিসগুলো *বেশি বেশি* দরকার তা হল
- সক্রিয় মেইলিং লিস্ট (যেটা আমাদের আছে)
- সক্রিয় আইআরসি চ্যানেল (চ্যানেল আছে কিন্তু সক্রিয়তা নেই)
- সক্রিয় ফোরাম (ফোরামও আছে কিন্তু সক্রিয়তা নেই)
- তথ্যময় উইকি (আমাদের উইকিটা কিন্তু বেশ সুন্দর)
- লঞ্চপ্যাড গ্রুপ (যেটা আমাদের আছে)

গত তিন চারমাস ধরে সব কিছু ধীরে ধীরে গুছিয়ে আনা হচ্ছে। উইকিটাকে নতুন করে
সাজানো হয়েছে, নতুন করে ফোরাম করা হয়েছে। ইনশাল্লাহ বাকীগুলোও সব হয়ে যাবে। তাই
যারা উবুন্টু স্বেচ্ছাসেবক/ব্যবহারকারী/কমিউনিটি সদস্য আছেন তারা যদি প্রথম ধাপ
হিসেবে ফোরাম আর আইআরসি চ্যানেলে বেশি বেশি উপস্থিত হন এবং অন্যদেরও অংশগ্রহনে
উৎসাহিত করেন তবে চ্যানেল ও ফোরাম দুটোই ধীরে ধীরে সক্রিয়তা পাবে। আশাকরি ৩০০
জন সদস্য'র অন্তত অর্ধেককেও আমরা উবুন্টুবিডির ফোরামে সক্রিভাবে দেখতে পাব।

ধন্যবাদ সবাইকে।




-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread Russell John
এইতো এখন দেখা গেল। :)

2011/10/19 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com:

 রাসেল ভাই দেখি, ভাইয়া থাকেন কোথায়, দেখা যায় না?
 --
 Dedicated Linux Forum in
 Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
 Thank you
 Md Ashickur Rahman
 Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.




 2011/10/19 Russell John russell.j...@ubuntu.com

 এক্টিভিটি কম থাকা মানে মৃত্যু নয়। গ্রুপ মৃত হলে এখানে আর ইমেইল চালাচালি হত
 না।

 2011/10/19 maSnun mas...@gmail.com:

  আজকে পিএইচপিএক্সপার্টস গ্রুপে নূর ভাইয়ের একটি পোস্ট (
  http://twitpic.com/72aqiy ) দেখে হটাৎ জানতে ইচ্ছে করল উবুন্টুর
 বাংলাদেশের
  লোকো টীমের কি অবস্থা । আমার প্রশ্নটা আরেকটু পরিষ্কার করে দেই কয়েকটি ছোট
  প্রশ্ন আকারে:
 
  -- বর্তমানে লোকো টীমে কারা আছেন?
  -- কে কোন ভূমিকায় আছেন?
  -- লোকো টীমের কাজ কি কি?
  -- বাংলাদেশে লোকো টীম কি মৃতপ্রায়? এটাকে কিভাবে বাচিয়ে তোলা যায়?
  -- লোকো টিমের সদস্য কারা হন? কিভাবে হন ?
 
 
  প্রশ্নগুলোর উত্তর কেউ জানালে খুশি হব ।
 
 
  --
  Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com 
 http://masnun.com
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


 --
 No Microsoft products were used in the preparation or transmission of
 this message.

 Russell John | Bangladesh Linux Users Alliance
 1024D/91F003D2 | (+88) 0161-7877-355 | http://www.linux.org.bd
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
No Microsoft products were used in the preparation or transmission of
this message.

Russell John | Bangladesh Linux Users Alliance
1024D/91F003D2 | (+88) 0161-7877-355 | http://www.linux.org.bd
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread Md Ashickur Rahman Noor
আশা করি নিয়মিত পাব আপনাকে। আর রিলিজ পার্টিতে আসছেন তো?
--
Dedicated Linux Forum in
Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.




2011/10/19 Russell John russell.j...@ubuntu.com

 এইতো এখন দেখা গেল। :)

 2011/10/19 Md Ashickur Rahman Noor ashickur.n...@gmail.com:

  রাসেল ভাই দেখি, ভাইয়া থাকেন কোথায়, দেখা যায় না?
  --
  Dedicated Linux Forum in
  Bangladesh
 http://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
  Thank you
  Md Ashickur Rahman
  Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
 
 
 
 
  2011/10/19 Russell John russell.j...@ubuntu.com
 
  এক্টিভিটি কম থাকা মানে মৃত্যু নয়। গ্রুপ মৃত হলে এখানে আর ইমেইল চালাচালি
 হত
  না।
 
  2011/10/19 maSnun mas...@gmail.com:
 
   আজকে পিএইচপিএক্সপার্টস গ্রুপে নূর ভাইয়ের একটি পোস্ট (
   http://twitpic.com/72aqiy ) দেখে হটাৎ জানতে ইচ্ছে করল উবুন্টুর
  বাংলাদেশের
   লোকো টীমের কি অবস্থা । আমার প্রশ্নটা আরেকটু পরিষ্কার করে দেই কয়েকটি
 ছোট
   প্রশ্ন আকারে:
  
   -- বর্তমানে লোকো টীমে কারা আছেন?
   -- কে কোন ভূমিকায় আছেন?
   -- লোকো টীমের কাজ কি কি?
   -- বাংলাদেশে লোকো টীম কি মৃতপ্রায়? এটাকে কিভাবে বাচিয়ে তোলা যায়?
   -- লোকো টিমের সদস্য কারা হন? কিভাবে হন ?
  
  
   প্রশ্নগুলোর উত্তর কেউ জানালে খুশি হব ।
  
  
   --
   Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com 
  http://masnun.com
   --
   Ubuntu Bangladesh
   https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 
 
  --
  No Microsoft products were used in the preparation or transmission of
  this message.
 
  Russell John | Bangladesh Linux Users Alliance
  1024D/91F003D2 | (+88) 0161-7877-355 | http://www.linux.org.bd
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


 --
 No Microsoft products were used in the preparation or transmission of
 this message.

 Russell John | Bangladesh Linux Users Alliance
 1024D/91F003D2 | (+88) 0161-7877-355 | http://www.linux.org.bd
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread maSnun
Thanks everyone, I found the member list here:

https://wiki.ubuntu.com/BangladeshiTeam/Membership/Members

Is it up to date?


-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread Shabab Mustafa
কিছুটা বিরক্ত হচ্ছি আবার হাসিও পাচ্ছে। 'মৃত'কে প্রশ্ন করলে সে আবার উত্তরও
দিচ্ছে... তামাশা আর কাকে বলে!

শুধু লম্বা লম্বা ব্যানারের সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে ছবি তুলে ইন্টারনেটে
পোস্ট করা আর পত্রিকার চিপায় চাপায় প্রেস রিলিজ ছাপিয়ে মহাত্ম বয়ান করার
প্রচলিত ধারণাকে যদি জীবিত থাকা বলে তাহলে সেই সংজ্ঞামতে 'dead' ঠিকই আছে। এবং
নিকট ভবিষ্যতে তথাকথিত 'জীবিত' হবার পরিকল্পনা নাই। যেহেতু টিমের বেশিরভাগ লোকই
এখন বেকার বসে নেই, সবাই-ই নিজ নিজ কর্মক্ষেত্রে যথেষ্ঠ ব্যস্ত, তাই মাঠে
ময়দানে অনুষ্ঠান হচ্ছে না। আর অতীতের অনুষ্ঠানগুলোর কারণে মানুষের প্রত্যাশাও
বেশি। অতএব, দায়সারা 'ফটো তোলা কর্মসূচী' মার্কা অনুষ্ঠান করে পঁচানি খাবার
পরিকল্পনা আপাতত নেই।

উবুন্টুর রিলিজ পার্টি যে কেউই পৃথিবীর যে কোন স্থানেই করতে পারে। উবুন্টুর
রিলিজ পার্টিতে স্থানীয় লোকোটিমকে থাকতেই হবে এমন রেগুলেশন কোথাও নাই। পার্টি
চাইলে যে কেউই তার বাড়ির সামনের চায়ের দোকানে বসেও করতে পারে। এবং পৃথিবীর অনেক
শহরেই এইরকম ৫/৭ জনের পার্টি মিটআপ কফি শপগুলোতে হয়ে থাকে।

উবুন্টু বিডি-র সকল শুভাকাঙ্খীদের জানাই ধন্যবাদ। আর সন্দেহজনকভাবে
অতিশুভাকাঙ্খীদের জানাই সর্তকতা।

সকলের মঙ্গল হোক।
---
Shabab Mustafa
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread maSnun
শাবাব ভাই,

কিছুদিন আগে আশিকূন নূর ভাইয়ের সিগনেচারে দেখলাম (
https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-October/010132.html ) এই
অংশটুকু - সদস্য, উবুন্টু বাংলাদেশ লোকো টীম, পরবর্তীতে পিএইচপি এক্সপার্টস
গ্রুপে নূর ভাইয়ের পোস্ট দেখে লোকো টিমের খুটি নাটি জানতে ইচ্ছা হল ।

উবুন্টু বাংলাদেশ কি নতুন সদস্য নিচ্ছে বা নিবে? সদস্য হওয়ার জন্য কি কি করা
লাগে?

আশা করি জানাবেন ।

-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread Md Ashickur Rahman Noor
লঞ্চপ্যাডে একটা পেজ আছে, আমি ওখানে মেম্বার হওয়ার জন্য বলেছিলাম। আর শাহরিয়ার
তারিক ভাইয়ের মতে উবুন্টু বাংলাদেশ লোকো টিমের সবাই সদস্য। অবশ্য আমি এর অর্থটা
ভাল বুঝতে পারি নাই।
--
Dedicated Linux Forum in
Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.




2011/10/19 maSnun mas...@gmail.com

 শাবাব ভাই,

 কিছুদিন আগে আশিকূন নূর ভাইয়ের সিগনেচারে দেখলাম (
 https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-October/010132.html ) এই
 অংশটুকু - সদস্য, উবুন্টু বাংলাদেশ লোকো টীম, পরবর্তীতে পিএইচপি এক্সপার্টস
 গ্রুপে নূর ভাইয়ের পোস্ট দেখে লোকো টিমের খুটি নাটি জানতে ইচ্ছা হল ।

 উবুন্টু বাংলাদেশ কি নতুন সদস্য নিচ্ছে বা নিবে? সদস্য হওয়ার জন্য কি কি করা
 লাগে?

 আশা করি জানাবেন ।

 --
 Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread M. Adnan Quaium
আমার হিসেবে উবুন্টু বিডি'র সাথে 'মৃত' শব্দটি ঠিক খাপ খায়না। ক'মাস আগে
উবুন্টু উইকিটাকে (https://wiki.ubuntu.com/BangladeshiTeam) ঠিকঠাক করা
হয়েছিল। মেইলিং লিস্টে হরদম মেইল আসছে যাচ্ছে। শুধুমাত্র ফোরামটাতে (
http://bd.ubuntuforums.org) সেভাবে কোন কার্যক্রম নেই (অবশ্য মেইলিং লিস্টে
সমস্যা-সমাধান বা অন্যান্য মেইল করাটাই মূলত ফোরামের নীরব থাকার প্রধান কারণ
বলে মনে করি)। লঞ্চপ্যাডে (https://launchpad.net/~ubuntu-bd) প্রতি মাসেই নতুন
কেউনা কেউ যুক্ত হচ্ছেন। এতকিছুর পর 'মৃত' বা 'মৃতপ্রায়' শব্দগুলো উবুন্টু
বিডির সাথে ঠিকমত খাপ খায়না, বড়জোর ' কিছুটা নীরব' বা 'কিছুটা নিশ্চুপ' শব্দটা
ব্যবহার করা যেতে পারে।

উবুন্টু বাংলাদেশের টিমের সাথে যারা প্রথম থেকে জড়িত ছিলেন, যারা আগে বিভিন্ন
অনুষ্ঠানে ছুটে ছুটে বেড়িয়েছেন, যারা উবুন্টুর জন্য খেটেছেন অকাতরে - তারা
সবাই-ই এই মুহুর্তে নিজ নিজ কর্মক্ষেত্রে বেশ ভালোই ব্যস্ত। আগের মত 'প্রচুর'
সময় তাঁদের হাতে নেই, ফলে দেখা যাচ্ছে যে অতি শখের উবুন্টুর জন্য কর্মক্ষেত্রের
বাইরে আলাদা করে সময় বের করাটা বেশ দুরূহ হয়ে পড়েছে। ফলে অফলাইন কর্মকান্ডে
কিছুটা ভাটা যাচ্ছে। কিন্তু অনলাইন কর্মকান্ড বরাবরই উবুন্টু বাংলাদেশের সকল
সদস্যের উপর নির্ভর করে, সেখানে কেবল মাত্র উবুন্টুবিডির অ্যাডমিনিস্ট্রিটিভ
বডির সেরকম কোন ভূমিকা নেই। সদস্য/ব্যবহারকারীরাই যদি সক্রিয় না হয় তবে
অনলাইনেও উবুন্টু'র প্রচার-প্রসার থমকে যাবে। যেমন - উবুন্টু বিডি ফোরামকে (
http://bd.ubuntuforums.org) আরো সক্রিয় করার জন্য সকল ব্যবহারকারীরই উপস্থিতি
ও সহায়তা দরকার। তাই উবুন্টু বিডি'র প্রচার ও প্রসারে সকল সদস্য/ব্যবহারকারীকেই
সচেষ্ট-সক্রিয় হতে হবে, যেটা বছর খানেক আগেও ছিল চোখে পড়ার মত।

বর্তমান লোকো টিমের কে কোন ভূমিকায় আছে তা পাওয়া যাবে এখানে
https://wiki.ubuntu.com/BangladeshiTeam/ContactUs

যারা উবুন্টু বিডির সদস্য হবার উপায় খুঁজছেন তারা দয়া করে নিচের লিংকটি একটু
দেখুন, ৪টা ধাপ পূরণ করে যে কেউই উবুন্টু বাংলাদেশের সদস্য হতে পারবেন-
https://wiki.ubuntu.com/BangladeshiTeam/Membership

নিচের লিংকটি উবুন্টু বাংলাদেশের সদস্যদের নিজেদের প্রজেক্টগুলো ঠাঁই দেবার
জন্য বানানো হয়েছিল, যাতে করে উবুন্টু বাংলাদেশের সদস্য বা বাংলাদেশী উবুন্টু
ব্যবহারকারীরা সহজেই একটা কমনপেজে সকল সফটওয়্যার হাতের কাছে পায়। কিন্তু
ব্যস্ততার কারণে পেজটাকে আর উন্মুক্ত করা হয়নি।
https://wiki.ubuntu.com/BangladeshiTeam/Projects
শ্রদ্ধেয় নাসিম ভাইকে তাঁর বানানো উবুন্টুর ছোটখাট সফটওয়্যারগুলো (ইন্টারনেট
ইউসেজ দেখা ইত্যাদি) এই লিংকে দেবার জন্য অনুরোধ করে একটা মেইল পাঠাবো পাঠাবো
করেও ব্যস্ততার পাঠানো হয়নি। কেউ যদি তাদের প্রজেক্ট উবুন্টু বাংলাদেশের সাথে
শেয়ার করতে চান, তবে ঐ পেজে নিবন্ধন করার আগে দয়া করে মেইলিং লিস্টে সে
সম্পর্কিত একটা মেইল দেবেন। পেজটাতে প্রজেক্টগুলে কিভাবে উপস্থাপিত হবে - সে
প্ল্যানটা আমার মাথাতে আছে কিন্তু কোথাও লেখা নেই, ফলে মেইলিং লিস্টে মেইল দিলে
মাথার পরিকল্পনাটা সবাই-ই জানতে পারবে।

উবুন্টু বিডি'র একটা লিংকডিন পেজ ও ফেসবুক পেজ আছে, যারা যারা যুক্ত হতে চান
দয়া করে যুক্ত হয়ে নিন
http://www.linkedin.com/e/-uhedx-gnzn05h2-2z/vgh/3922391/eml-grp-sub
http://www.facebook.com/group.php?gid=28261357216

উবুন্টু বিডি'র উইকির একটা অংশে উবুন্টু নিয়ে বাংলা ম্যানুয়াল লেখার ইচ্ছা ছিল,
যেটাতে প্রতিটি নতুন রিলিজ যুক্ত হতে থাকবে, অনেকটা
http://ubuntuguide.org/wiki/Ubuntu:Oneiric লিংকের মত। কিন্তু পরে আর লেখার
জন্য সময় করে হয়ে উঠা হয়নি। কেউ যদি আগ্রহী হন তবে দয়া করে মেইলিং লিস্টে মেইল
করুন - এটা নিয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে।

যাই হোক... সবাইকে ধন্যবাদ।



-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread maSnun
Awesome guide Adnan vai :)

2011/10/19 M. Adnan Quaium adnan.qua...@ubuntu-bd.org

 আমার হিসেবে উবুন্টু বিডি'র সাথে 'মৃত' শব্দটি ঠিক খাপ খায়না। ক'মাস আগে
 উবুন্টু উইকিটাকে (https://wiki.ubuntu.com/BangladeshiTeam) ঠিকঠাক করা
 হয়েছিল। মেইলিং লিস্টে হরদম মেইল আসছে যাচ্ছে। শুধুমাত্র ফোরামটাতে (
 http://bd.ubuntuforums.org) সেভাবে কোন কার্যক্রম নেই (অবশ্য মেইলিং লিস্টে
 সমস্যা-সমাধান বা অন্যান্য মেইল করাটাই মূলত ফোরামের নীরব থাকার প্রধান কারণ
 বলে মনে করি)। লঞ্চপ্যাডে (https://launchpad.net/~ubuntu-bd) প্রতি মাসেই
 নতুন
 কেউনা কেউ যুক্ত হচ্ছেন। এতকিছুর পর 'মৃত' বা 'মৃতপ্রায়' শব্দগুলো উবুন্টু
 বিডির সাথে ঠিকমত খাপ খায়না, বড়জোর ' কিছুটা নীরব' বা 'কিছুটা নিশ্চুপ' শব্দটা
 ব্যবহার করা যেতে পারে।

 উবুন্টু বাংলাদেশের টিমের সাথে যারা প্রথম থেকে জড়িত ছিলেন, যারা আগে বিভিন্ন
 অনুষ্ঠানে ছুটে ছুটে বেড়িয়েছেন, যারা উবুন্টুর জন্য খেটেছেন অকাতরে - তারা
 সবাই-ই এই মুহুর্তে নিজ নিজ কর্মক্ষেত্রে বেশ ভালোই ব্যস্ত। আগের মত 'প্রচুর'
 সময় তাঁদের হাতে নেই, ফলে দেখা যাচ্ছে যে অতি শখের উবুন্টুর জন্য
 কর্মক্ষেত্রের
 বাইরে আলাদা করে সময় বের করাটা বেশ দুরূহ হয়ে পড়েছে। ফলে অফলাইন কর্মকান্ডে
 কিছুটা ভাটা যাচ্ছে। কিন্তু অনলাইন কর্মকান্ড বরাবরই উবুন্টু বাংলাদেশের সকল
 সদস্যের উপর নির্ভর করে, সেখানে কেবল মাত্র উবুন্টুবিডির অ্যাডমিনিস্ট্রিটিভ
 বডির সেরকম কোন ভূমিকা নেই। সদস্য/ব্যবহারকারীরাই যদি সক্রিয় না হয় তবে
 অনলাইনেও উবুন্টু'র প্রচার-প্রসার থমকে যাবে। যেমন - উবুন্টু বিডি ফোরামকে (
 http://bd.ubuntuforums.org) আরো সক্রিয় করার জন্য সকল ব্যবহারকারীরই
 উপস্থিতি
 ও সহায়তা দরকার। তাই উবুন্টু বিডি'র প্রচার ও প্রসারে সকল
 সদস্য/ব্যবহারকারীকেই
 সচেষ্ট-সক্রিয় হতে হবে, যেটা বছর খানেক আগেও ছিল চোখে পড়ার মত।

 বর্তমান লোকো টিমের কে কোন ভূমিকায় আছে তা পাওয়া যাবে এখানে
 https://wiki.ubuntu.com/BangladeshiTeam/ContactUs

 যারা উবুন্টু বিডির সদস্য হবার উপায় খুঁজছেন তারা দয়া করে নিচের লিংকটি একটু
 দেখুন, ৪টা ধাপ পূরণ করে যে কেউই উবুন্টু বাংলাদেশের সদস্য হতে পারবেন-
 https://wiki.ubuntu.com/BangladeshiTeam/Membership

 নিচের লিংকটি উবুন্টু বাংলাদেশের সদস্যদের নিজেদের প্রজেক্টগুলো ঠাঁই দেবার
 জন্য বানানো হয়েছিল, যাতে করে উবুন্টু বাংলাদেশের সদস্য বা বাংলাদেশী উবুন্টু
 ব্যবহারকারীরা সহজেই একটা কমনপেজে সকল সফটওয়্যার হাতের কাছে পায়। কিন্তু
 ব্যস্ততার কারণে পেজটাকে আর উন্মুক্ত করা হয়নি।
 https://wiki.ubuntu.com/BangladeshiTeam/Projects
 শ্রদ্ধেয় নাসিম ভাইকে তাঁর বানানো উবুন্টুর ছোটখাট সফটওয়্যারগুলো (ইন্টারনেট
 ইউসেজ দেখা ইত্যাদি) এই লিংকে দেবার জন্য অনুরোধ করে একটা মেইল পাঠাবো পাঠাবো
 করেও ব্যস্ততার পাঠানো হয়নি। কেউ যদি তাদের প্রজেক্ট উবুন্টু বাংলাদেশের সাথে
 শেয়ার করতে চান, তবে ঐ পেজে নিবন্ধন করার আগে দয়া করে মেইলিং লিস্টে সে
 সম্পর্কিত একটা মেইল দেবেন। পেজটাতে প্রজেক্টগুলে কিভাবে উপস্থাপিত হবে - সে
 প্ল্যানটা আমার মাথাতে আছে কিন্তু কোথাও লেখা নেই, ফলে মেইলিং লিস্টে মেইল
 দিলে
 মাথার পরিকল্পনাটা সবাই-ই জানতে পারবে।

 উবুন্টু বিডি'র একটা লিংকডিন পেজ ও ফেসবুক পেজ আছে, যারা যারা যুক্ত হতে চান
 দয়া করে যুক্ত হয়ে নিন
 http://www.linkedin.com/e/-uhedx-gnzn05h2-2z/vgh/3922391/eml-grp-sub
 http://www.facebook.com/group.php?gid=28261357216

 উবুন্টু বিডি'র উইকির একটা অংশে উবুন্টু নিয়ে বাংলা ম্যানুয়াল লেখার ইচ্ছা
 ছিল,
 যেটাতে প্রতিটি নতুন রিলিজ যুক্ত হতে থাকবে, অনেকটা
 http://ubuntuguide.org/wiki/Ubuntu:Oneiric লিংকের মত। কিন্তু পরে আর লেখার
 জন্য সময় করে হয়ে উঠা হয়নি। কেউ যদি আগ্রহী হন তবে দয়া করে মেইলিং লিস্টে মেইল
 করুন - এটা নিয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে।

 যাই হোক... সবাইকে ধন্যবাদ।



 --
 M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread সাজেদুর রহিম জোয়ারদার
প্রিয় সবাই

আদনান কাইয়ূম তানিম কে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে তথ্যগুলো উপস্থাপনের জন্য।

তবে আপনার কিছু যুক্তির পেছনে আরো কিছু যুক্তি দিতেই হচ্ছে। যে কারনে আশিকুর
নূর এই উবুন্টু বাংলাদেশ লোকো কে 'মৃতপ্রায়' বলে উল্লেখ করেছে বলে আমি ধারনা
করছি --

১। উল্লেখিত উইকি পৃষ্ঠার তথ্য মতেই --

Unfortunately Bangladeshi Ubuntu LoCo https://wiki.ubuntu.com/LoCo Team
lost its official status. The Team's LoCo Re-Approval
Applicationhttps://wiki.ubuntu.com/BangladeshiTeam/ReApprovalApplicationcontains
the details of our application. Plans are being developed to have
the LoCo https://wiki.ubuntu.com/LoCo officially recognised again.

২। উবুন্টু বাংলাদেশ এর ওয়েবসাইট নেই (গত ডিসেম্বরেও ছিলো)। বর্তমান লিংকে
ক্লিক করলে  (এটাকে জীবিত কিংবা মৃত বললে আবার হাস্যরসের উপাদান হতে পারে।)
৩। উবুন্টু বাংলাদেশের আয়োজনগুলো নিয়ে সিনিয়র সদস্যরা এখন কাজ করতে পারছেন না
জীবনের ব্যস্ততার মাঝে সেটা মানা যায়। তবে লোকো কমিউনিটির নিয়মানুযায়ী কাজ করতে
না পারলে স্টেপ ডাউন করে নতুনদের কাজ করার সুযোগ দেয়াটাই সমীচিন।
৪। মেইলিং লিস্টটা সক্রিয় হলেও এখানে কমিউনিটির নেতৃত্বের কর্মমুখর/উৎসাহ
প্রদানের অনুপস্থিতিটা বেশ প্রকট। চাইলেই মাসের একটা দিন কিছু আগাম পরিকল্পনা
এখানে শেয়ার করা যায় এবং নবীন সদস্যবৃন্দ কাজটুকুতে উৎসাহ নিয়ে অবদান রাখতেই
পারেন।
৫। উইকি পৃষ্ঠাতে সদস্যদের তালিকাটা অসম্পূর্ণ রয়েছে। আশা করি শীঘ্রই এটা
পূর্নতা পাবে।
৬। পরবর্তী টিম মিটিং দেখাচ্ছে জুলাই ৭, ২০১১ ইং। তথ্যে সাম্প্রতিকিকরণ করাটা
জরুরী।
৭। http://loco.ubuntu.com/events/global/1186/detail পৃষ্ঠায় বাংলাদেশ লোকোর
কোন আয়োজনের উল্লেখ নেই। এমনকি এই যে নূর বিগত দিন পাঁচেক ধরে সম্পূর্ন নিজ
উদ্যোগে একটা সামাজিক আয়োজনের বিষয়ে লাফালাফি করছে এটাকে উবুন্টু বাংলাদেশ
লোকো'র সমন্বয়কদের মধ্যে কেউই উইকিতে যুক্ত করার কোন যৌক্তিকতা দেখেননি।
(আরিব্বাস এই সেই দিনকের পুঁচকে ছোঁড়া কিনা আমাদের ডিঙ্গিয়ে আয়োজন করে যাবে আর
আমরা চেয়ে চেয়ে দেখবো?)
৮। একই সাথে বিভিন্ন সমালোচনায় আমাদের টিম কন্টাকস বেশ সক্রিয়। মাঝে মাঝে
নতুনদের নিজের গায়ের/কন্ঠের জোর বোঝাতে বেশ হুমকিমূলক ভাষার প্রয়োগ করে থাকেন।
বেশ মজা পাই যখন দেখি যে, অন্য কোন কমিউনিটি কিভাবে নিজ দেশে সচেতনতামূলক আয়োজন
নিয়ে সক্রিয় হয় আর আমাদের দেশীয় কমিউনিটি কেন থমকে আছে এ প্রশ্নের উত্তরে
ব্যানারের সামনে দাঁড়িয়ে দাঁত কেলানো ছবি টাইপের মন্তব্যে থ্রেড
গরম করে তোলেন আমাদের দিকপালগণ। ভাবটা এই রকম যে, আমরা কাজ করি আর নাই করি
তাতে 'তুই/তোরা' বলবার কে? আবার যদি প্রশ্ন করেছিস তো জুতিয়ে গায়ের ছাল তুলে
ছাড়িয়ে জুতো বানিয়ে পরে নেবো বুঝলি 

চাঁছাছোলা কথা বলা যতটা সহজ, কাজ করা ততটাই কঠিন। আর সেটা আমার চাইতে ভালো
কেউ জানে না। আর তাই কমিউনিটিতে যতটা সম্ভব শান্ত আর নম্র ভাষার প্রকাশে
মন্তব্য আশা করে মুরুব্বীদের কাছ থেকেই, কপালের চামড়ায় আর গালের পেশীতে শক্তির
প্রবল প্রয়োগ দেখতে কেউ এই স্বেচ্ছাসেবী দলে যোগ দেয় না। আসুন সেটুকুর দিকে নজর
দিতে আমরা সবাই কার্পন্য না করি।

উবুন্টু বাংলাদেশ দলটি সুযোগ্য দিকপালগণের নির্দেশনায়, পরিচালনায়, উৎসাহদানে,
প্রশংসায় আর নবীনদের কর্মচাঞ্চল্যে আগামীতে পূর্ণরূপেই সক্রিয় হবে সে
প্রত্যাশায় রইলাম।

ধন্যবাদ সবাইকে।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, পেঙ্গুইন মেলা -
২০১১http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ http://toshazed.wordpress.com/ ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ http://linuxmint-bd.org/about_us ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ https://launchpad.net/%7Etoshazed
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread maSnun
 ১। উল্লেখিত উইকি পৃষ্ঠার তথ্য মতেই --
 
 Unfortunately Bangladeshi Ubuntu LoCo https://wiki.ubuntu.com/LoCo Team
 lost its official status. The Team's LoCo Re-Approval
 Applicationhttps://wiki.ubuntu.com/BangladeshiTeam/ReApprovalApplication
 contains
 the details of our application. Plans are being developed to have
 the LoCo https://wiki.ubuntu.com/LoCo officially recognised again.
 


I think the message is clear. It has lost it's official status and trying to
regain it. That means it's now unofficial. Does that make it dead? LOL.



 ২। উবুন্টু বাংলাদেশ এর ওয়েবসাইট নেই (গত ডিসেম্বরেও ছিলো)। বর্তমান লিংকে
 ক্লিক করলে  (এটাকে জীবিত কিংবা মৃত বললে আবার হাস্যরসের উপাদান হতে
 পারে।)


Last night Ashikun Nur bro wrote in phpXperts group that in case of software
there is nothing called dead. =)

Even if a loco team doesn't have a website, I don't see if that means it's
dead.

৭। http://loco.ubuntu.com/events/global/1186/detail পৃষ্ঠায় বাংলাদেশ লোকোর
 কোন আয়োজনের উল্লেখ নেই। এমনকি এই যে নূর বিগত দিন পাঁচেক ধরে সম্পূর্ন নিজ
 উদ্যোগে একটা সামাজিক আয়োজনের বিষয়ে লাফালাফি করছে এটাকে উবুন্টু বাংলাদেশ
 লোকো'র সমন্বয়কদের মধ্যে কেউই উইকিতে যুক্ত করার কোন যৌক্তিকতা দেখেননি।
 (আরিব্বাস এই সেই দিনকের পুঁচকে ছোঁড়া কিনা আমাদের ডিঙ্গিয়ে আয়োজন করে যাবে আর
 আমরা চেয়ে চেয়ে দেখবো?)


Is the loco team involved with this event? Why should they add it as an
event of loco team? Isn't that information manipulation or plain lies? Some
people are of course used to calling other events **their events** but I
think Ubuntu BD team shouldn't follow.



 ৮। একই সাথে বিভিন্ন সমালোচনায় আমাদের টিম কন্টাকস বেশ সক্রিয়। মাঝে মাঝে
 নতুনদের নিজের গায়ের/কন্ঠের জোর বোঝাতে বেশ হুমকিমূলক ভাষার প্রয়োগ করে থাকেন।
 বেশ মজা পাই যখন দেখি যে, অন্য কোন কমিউনিটি কিভাবে নিজ দেশে সচেতনতামূলক
 আয়োজন
 নিয়ে সক্রিয় হয় আর আমাদের দেশীয় কমিউনিটি কেন থমকে আছে এ প্রশ্নের উত্তরে
 ব্যানারের সামনে দাঁড়িয়ে দাঁত কেলানো ছবি টাইপের মন্তব্যে থ্রেড
 গরম করে তোলেন আমাদের দিকপালগণ। ভাবটা এই রকম যে, আমরা কাজ করি আর নাই করি
 তাতে 'তুই/তোরা' বলবার কে? আবার যদি প্রশ্ন করেছিস তো জুতিয়ে গায়ের ছাল তুলে
 ছাড়িয়ে জুতো বানিয়ে পরে নেবো বুঝলি 


I am impressed with your perception. I wish your success in fictional
literacy. However, don't quote part of the message. That just proves your
weakness.




 চাঁছাছোলা কথা বলা যতটা সহজ, কাজ করা ততটাই কঠিন। আর সেটা আমার চাইতে ভালো
 কেউ জানে না।


Not everyone is a super hero, nor they have divine gifts. May the Almighty
bless you!


 আর তাই কমিউনিটিতে যতটা সম্ভব শান্ত আর নম্র ভাষার প্রকাশে
 মন্তব্য আশা করে মুরুব্বীদের কাছ থেকেই, কপালের চামড়ায় আর গালের পেশীতে শক্তির
 প্রবল প্রয়োগ দেখতে কেউ এই স্বেচ্ছাসেবী দলে যোগ দেয় না। আসুন সেটুকুর দিকে
 নজর
 দিতে আমরা সবাই কার্পন্য না করি।


Sad, even with all those polite requests and soft messages, your signature
still remains too long. If people are like this, I wonder what the
moderators will do.


-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread Shabab Mustafa
@সাজেদুর রহিম জোয়ারদার,

আশিকুর নূরের মেইল থেকে Quote করি:
===
আগামী ২১শে অক্টবর রোজ শুক্রবার উবুন্টু ১১.১০ রিলিজ পার্টি করতে চাচ্ছি।
স্থ্যান হিসাবে *ধানমন্ডি'র রবীন্দ্রসরোবর* অথবা *ঢাবি'র ছবির হাট* এই দুই
জায়গা মাথায় আছে। এখন কি করলে আয়োজন টি আরো ভাল হবে তা নিয়ে আপনার চিন্তা অথবা
মতামত শেয়ার করুন।
===


এই অংশ থেকে কি আপনি কি বুঝতে পারছেন? আশিকুর নূর নিজে একটি রিলিজ পার্টি করতে
চাচ্ছে এবং সেখানে কি কি করা যেতে পারে সে ব্যাপারে পরামর্শ চাচ্ছে। সেই মেইল
থ্রেডের আগাগোড়া পড়লেই দেখা যাবে উবুন্টু বিডির মুরুব্বীগণ এই আয়োজনকে
এপ্রিসিয়েট করে তাকে পরামর্শ / দিকনির্দেশনা দিয়েছে কি না।

দ্বিতীয় কথা, পরিষ্কার করে বোঝা উচিৎ এটা উবুন্টু বিডির নিজের আয়োজন নয়। আশিকুর
নূরের নিজের উদ্যোগ। এই উদ্যোগের সাফল্য ব্যর্থতার উপর উবুন্টু বিডি বাঁচা মরার
প্রশ্ন কি করে আসছে সেটা বোঝা যাচ্ছে না।

আশিকুর নূরের নিজের উদ্যোগকে হাইজ্যাক করে নিজেদের নামে চালিয়ে দেয়ার মত হীন
মানসিকতা নেই বলেই উবুন্টু বিডির ইভেন্ট লিস্টে এই ইভেন্টের নাম নাই। উল্টো
অতীত অভিজ্ঞতায় জানি কোন কোন অনুষ্ঠানে উবুন্টু বিডির অনুমতি ছাড়াই অনুষ্ঠানের
ব্যানারে অনৈতিকভাবে উবুন্টু বিডির লোগো ব্যবহার করা হয়েছে। সে যাইহোক, সেটা
অন্য প্রসঙ্গ।

উবুন্টু বিডি-র অনেক কিছুই এখনো অগোছালো। অফিসিয়াল রিঅ্যাপ্রুভাল প্রসেস থমকে
আছে। নতুন ওয়েবসাইটের কাজ আধাআধি হয়ে থেমে আছে বলে সেটা লাইভ হচ্ছে না ইত্যাদি
অনেক সমস্যাই আছে। মাঝখানে মূল লোকো পোর্টালের কাজ হচ্ছিল। তখন কিছুদিন তথ্য
আপডেট করা হয় নি। সেখানে কিছু গ্যাপ পড়ে গেছে। যেহেতু এখানে সবাই স্বেচ্ছাসেবক
সেহেতু সবার সবসময়ের ফ্রি টাইম একরকম নয়। আমাদের সীমাবদ্ধতা রয়েছে এবং সেটা
আমরা মোটেই অস্বীকার করি না। করলে উইকি পেইজের প্রথম পাতার উপরেই সেগুলো লেখা
থাকত না। আমরা চাইলেই এইসব খুব সহজেই চেপে যেতে পারতাম।

বাংলাদেশে এমন ভূরি ভূরি সংগঠন রয়েছে যাদের সারা বছরের কার্যক্রম শুধু ছবি
তোলার মধ্যে সীমাবদ্ধ। আমি এমন সংগঠনের খবরও জানি যারা শফিপুর জাতীয় উদ্যানের
শালবনের ছবি তুলে সেটা নিজেদের বনায়ন কার্যক্রম হিসেবে চালিয়ে দিয়েছিল।
'ব্যানারের সামনে দাঁত কেলিয়ে ছবি তোলা' সংক্রান্ত মন্তব্য একটি জেনারালাইজড
মন্তব্য। যারা লোক দেখানো অনুষ্ঠান করার পক্ষে তাদের এই মন্তব্যে পিত্তি
জ্বলতেই পারে। যারা নিজেরা বিশ্বাস করে যে তারা লোক দেখানোর জন্য নয় বরং পূর্ণ
আন্তরিকতার সাথেই অনুষ্ঠান করতে চায়, তাদের তো পিত্তি জ্বলে যাবার কোন কারণ
দেখতে পাচ্ছি না।

যাইহোক, আশাকরি আশিকুর নূরের 'জীবিত-মৃত' সংক্রান্ত কনফিউশনের উত্তর পেয়েছে।
তার অনুষ্ঠানের জন্য আবারও শুভকামনা। আরেকটু চিন্তাভাবনা করে মন্তব্য করলে হয়ত
এইরকম পানি ঘোলার প্রয়োজন হত না।

---
Shabab Mustafa
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread সাজেদুর রহিম জোয়ারদার
প্রিয় মাসনূন

২০ অক্টোবর, ২০১১ ৩:০২ am এ তে, maSnun mas...@gmail.com লিখেছে:

  ১। উল্লেখিত উইকি পৃষ্ঠার তথ্য মতেই --
  
  Unfortunately Bangladeshi Ubuntu LoCo https://wiki.ubuntu.com/LoCo
 Team lost its official status. The Team's LoCo Re-Approval Application
 https://wiki.ubuntu.com/BangladeshiTeam/ReApprovalApplication contains the
 details of our application. Plans are being developed to have the LoCo 
 https://wiki.ubuntu.com/LoCo officially recognised again.
  
 

 I think the message is clear. It has lost it's official status and trying
 to
 regain it. That means it's now unofficial. Does that make it dead? LOL.


লোকো কাউন্সিলের অনুমোদন হারানোর জন্য কি কি বিষয় গুরুত্বপূর্ন জানেন কি?
হাসতেই পারেন, তবে বোকার মতো হাসবেন না। কেননা কোন কিছু না জেনে, না বুঝে
একমাত্র বোকারাই হেসে থাকেন।


   ২। উবুন্টু বাংলাদেশ এর ওয়েবসাইট নেই (গত ডিসেম্বরেও ছিলো)। বর্তমান লিংকে
  ক্লিক করলে  (এটাকে জীবিত কিংবা মৃত বললে আবার হাস্যরসের উপাদান হতে
  পারে।)
 

 Last night Ashikun Nur bro wrote in phpXperts group that in case of
 software
 there is nothing called dead. =)

 Even if a loco team doesn't have a website, I don't see if that means it's
 dead.


আবারো বলতেই হচ্ছে উবুন্টু লোকো কাউন্সিল কেন উবুন্টু বাংলাদেশের লোকোর অনুমোদন
প্রাথমিকভাবে স্থগিত এবং পরে বাতিল করে সেটা নিশ্চয়ই জানেন না? আর একটা ওয়েব
সাইট যদি একটা সময় থাকে আরে পরে হুট করেই গায়েব হয়ে যায় তো সেটাকে একেবারে
সাধারনভাবে কি বলা যায়? 'জীবিত' না 'মৃত'? দেশের সরকারের অনুমোদনবিহীন কোন
প্রতিষ্ঠান, যাঁর একমাত্র স্বীকৃতিই হলো উবুন্টু লোকো কাউন্সিলের অনুমোদন
সেখানেই যদি অনুমোদন না থাকে তো সেটাকে কি জীবিত বলবেন? অবশ্য বলতেই পারেন
আপনাদের বাক-স্বাধীনতার ফসলে আপনারা দিনকে রাত আর রাতকে দিন বলতেই পারেন।


 ৭। http://loco.ubuntu.com/events/global/1186/detail পৃষ্ঠায় বাংলাদেশ লোকোর
 কোন আয়োজনের উল্লেখ নেই। এমনকি এই যে নূর বিগত দিন পাঁচেক ধরে সম্পূর্ন নিজ
 উদ্যোগে একটা সামাজিক আয়োজনের বিষয়ে লাফালাফি করছে এটাকে উবুন্টু বাংলাদেশ
 লোকো'র সমন্বয়কদের মধ্যে কেউই উইকিতে যুক্ত করার কোন যৌক্তিকতা দেখেননি।
 (আরিব্বাস এই সেই দিনকের পুঁচকে ছোঁড়া কিনা আমাদের ডিঙ্গিয়ে আয়োজন করে যাবে আর
 আমরা চেয়ে চেয়ে দেখবো?)
 

 Is the loco team involved with this event? Why should they add it as an
 event of loco team? Isn't that information manipulation or plain lies? Some
 people are of course used to calling other events **their events** but I
 think Ubuntu BD team shouldn't follow.


আমি ও তো ভাই সে কথাটাই বললাম। উবুন্টুবিডি'র পথনির্দেশকগণ নিজেরা ব্যস্ততায়
কাজ করতে পারবেন না আর যদি স্বেচ্ছাসেবীরা কোন উদ্যোগ নেয় সেটাতে সহমত কিংবা
সহযোগীতাও করবেন না।


   ৮। একই সাথে বিভিন্ন সমালোচনায় আমাদের টিম কন্টাকস বেশ সক্রিয়। মাঝে মাঝে
  নতুনদের নিজের গায়ের/কন্ঠের জোর বোঝাতে বেশ হুমকিমূলক ভাষার প্রয়োগ করে
 থাকেন।
  বেশ মজা পাই যখন দেখি যে, অন্য কোন কমিউনিটি কিভাবে নিজ দেশে সচেতনতামূলক
  আয়োজন
  নিয়ে সক্রিয় হয় আর আমাদের দেশীয় কমিউনিটি কেন থমকে আছে এ প্রশ্নের উত্তরে
  ব্যানারের সামনে দাঁড়িয়ে দাঁত কেলানো ছবি টাইপের মন্তব্যে
 থ্রেড
  গরম করে তোলেন আমাদের দিকপালগণ। ভাবটা এই রকম যে, আমরা কাজ করি আর নাই করি
  তাতে 'তুই/তোরা' বলবার কে? আবার যদি প্রশ্ন করেছিস তো জুতিয়ে গায়ের ছাল তুলে
  ছাড়িয়ে জুতো বানিয়ে পরে নেবো বুঝলি 
 

 I am impressed with your perception. I wish your success in fictional
 literacy. However, don't quote part of the message. That just proves your
 weakness.


আমি দূর্বল, ছিলাম আছি, থাকতে ভালোবাসি। নিজে কাজ করবোও না, আর কেউ কাজ করবে
সেটাও মেনে নেবো না। -- এরকম সবল হতে চাই না।


 
  চাঁছাছোলা কথা বলা যতটা সহজ, কাজ করা ততটাই কঠিন। আর সেটা আমার চাইতে ভালো
 কেউ জানে না।

 Not everyone is a super hero, nor they have divine gifts. May the Almighty
 bless you!


আপনাকেও।


   আর তাই কমিউনিটিতে যতটা সম্ভব শান্ত আর নম্র ভাষার প্রকাশে মন্তব্য আশা করে
 মুরুব্বীদের কাছ থেকেই, কপালের চামড়ায় আর গালের পেশীতে শক্তির প্রবল প্রয়োগ
 দেখতে কেউ এই স্বেচ্ছাসেবী দলে যোগ দেয় না। আসুন সেটুকুর দিকে নজর দিতে আমরা
 সবাই কার্পন্য না করি।
 

 Sad, even with all those polite requests and soft messages, your signature
 still remains too long. If people are like this, I wonder what the
 moderators will do.


যে পোষ্টে অনুরোধ করেছিলো শাবাব সেই পোষ্টেই আমি জবাব দিয়েছি এবং আমার স্বাক্ষর
ছোট করেছি। আমার বর্তমান স্বাক্ষর টুকু নিয়ে কাজ করতে গেলে মডারেটরদেরই কারো
কারো গায়েই আঁচড়টা আগে দিতে হবে। কেননা আমার চাইতেও আরো বড়ো স্বাক্ষর
মডারেটরদের মাঝেই আছে।

ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, পেঙ্গুইন মেলা -
২০১১http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ http://toshazed.wordpress.com/ ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ http://linuxmint-bd.org/about_us ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ https://launchpad.net/%7Etoshazed
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread Md Ashickur Rahman Noor
প্রশ্নটি আমার ছিল না, মাসনুন ভাইয়ের ছিল। আর শাহরিয়ার ভাই কি উবুন্টু বিডি'র
অংশ নয়?
--
Dedicated Linux Forum in
Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.




2011/10/20 Shabab Mustafa sha...@linux.org.bd


 যাইহোক, আশাকরি আশিকুর নূরের 'জীবিত-মৃত' সংক্রান্ত কনফিউশনের উত্তর পেয়েছে।
 তার অনুষ্ঠানের জন্য আবারও শুভকামনা। আরেকটু চিন্তাভাবনা করে মন্তব্য করলে হয়ত
 এইরকম পানি ঘোলার প্রয়োজন হত না।

 ---
 Shabab Mustafa
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-19 Thread সাজেদুর রহিম জোয়ারদার
প্রিয় শাবাব

২০ অক্টোবর, ২০১১ ৮:৫৫ am এ তে, Shabab Mustafa sha...@linux.org.bd লিখেছে:

 @সাজেদুর রহিম জোয়ারদার,

 আশিকুর নূরের মেইল থেকে Quote করি:
 ===
 আগামী ২১শে অক্টবর রোজ শুক্রবার উবুন্টু ১১.১০ রিলিজ পার্টি করতে চাচ্ছি।
 স্থ্যান হিসাবে *ধানমন্ডি'র রবীন্দ্রসরোবর* অথবা *ঢাবি'র ছবির হাট* এই দুই
 জায়গা মাথায় আছে। এখন কি করলে আয়োজন টি আরো ভাল হবে তা নিয়ে আপনার চিন্তা অথবা
 মতামত শেয়ার করুন।
 ===

 এই অংশ থেকে কি আপনি কি বুঝতে পারছেন? আশিকুর নূর নিজে একটি রিলিজ পার্টি করতে
 চাচ্ছে এবং সেখানে কি কি করা যেতে পারে সে ব্যাপারে পরামর্শ চাচ্ছে। সেই মেইল
 থ্রেডের আগাগোড়া পড়লেই দেখা যাবে উবুন্টু বিডির মুরুব্বীগণ এই আয়োজনকে
 এপ্রিসিয়েট করে তাকে পরামর্শ / দিকনির্দেশনা দিয়েছে কি না।

 দ্বিতীয় কথা, পরিষ্কার করে বোঝা উচিৎ এটা উবুন্টু বিডির নিজের আয়োজন নয়।
 আশিকুর নূরের নিজের উদ্যোগ। এই উদ্যোগের সাফল্য ব্যর্থতার উপর উবুন্টু বিডি
 বাঁচা মরার প্রশ্ন কি করে আসছে সেটা বোঝা যাচ্ছে না।

 আশিকুর নূরের নিজের উদ্যোগকে হাইজ্যাক করে নিজেদের নামে চালিয়ে দেয়ার মত
 হীনমানসিকতা নেই বলেই উবুন্টু বিডির ইভেন্ট লিস্টে এই ইভেন্টের নাম নাই।


বিষয়টা তাহলে এরকম -- মডারেটর/সমন্বয়কের ঘোষনাকৃত আয়োজন == উবুন্টু বাংলাদেশের
আয়োজন আর উবুন্টু বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের ঘোষনা দেয়া আয়োজন == ব্যক্তিগত
আয়োজন, সমন্বিত কিছু নয়।


 উল্টো অতীত অভিজ্ঞতায় জানি কোন কোন অনুষ্ঠানে উবুন্টু বিডির অনুমতি ছাড়াই
 অনুষ্ঠানের ব্যানারে অনৈতিকভাবে উবুন্টু বিডির লোগো ব্যবহার করা হয়েছে। সে
 যাইহোক, সেটা অন্য প্রসঙ্গ।


কোন নীতিমালার কোন ধারা লংঘনের কারনে কাজটা অনৈতিক হয়েছে বলে আপনার মনে হয়েছে
জানাবেন। উবুন্টু মার্কেটিং টিম এবং উবুন্টু কোড অব কন্ডাক্টস এর কোন নীতিমালাই
আপনাদের এরকম গায়ের জোরে করা অভিযোগকে সমর্থন দেয় না। উল্লেখ্য আমি উবুন্টু
মার্কেটিং টিমের একজন সদস্য এবং সেটা এই লোকো টিমে যোগদানের পূর্বে থেকেই।

উবুন্টু বিডি-র অনেক কিছুই এখনো অগোছালো। অফিসিয়াল রিঅ্যাপ্রুভাল প্রসেস থমকে
 আছে।


কেন থমকে আছে? কেন পেন্ডিং লিস্টে পড়ে আছে চার বছরেরও বেশি সময় যাবৎ? কেন লোকোর
অফিসিয়াল সাইট একটা সাব-ডোমেইনে ইচ্ছেমতো সরিয়ে নেয়া হলো যেটা কিনা দুম করেই
বসে পড়ে।


 নতুন ওয়েবসাইটের কাজ আধাআধি হয়ে থেমে আছে বলে সেটা লাইভ হচ্ছে না ইত্যাদি অনেক
 সমস্যাই আছে। মাঝখানে মূল লোকো পোর্টালের কাজ হচ্ছিল। তখন কিছুদিন তথ্য আপডেট
 করা হয় নি। সেখানে কিছু গ্যাপ পড়ে গেছে। যেহেতু এখানে সবাই স্বেচ্ছাসেবক সেহেতু
 সবার সবসময়ের ফ্রি টাইম একরকম নয়। আমাদের সীমাবদ্ধতা রয়েছে এবং সেটা আমরা মোটেই
 অস্বীকার করি না। করলে উইকি পেইজের প্রথম পাতার উপরেই সেগুলো লেখা থাকত না।
 আমরা চাইলেই এইসব খুব সহজেই চেপে যেতে পারতাম।


আপনার মতামত অনুসারেই বিষয়টা পরিষ্কার যে প্রায় তিনশত স্বেচ্ছাসেবক থাকার পরেও
এই কাজগুলো থমকে থাকে। আপনারা যদি এই মেইলিং লিস্টেও সরাসরি আহবান করতেন আমাদের
যে এই কাজগুলো করার জন্য স্বেচ্ছাসেবক প্রয়োজন তো আশা করি অনেক নবীন সদস্য এই
কাজে ঝাঁপিয়ে পড়তো।

ইচ্ছেমতো ডোমেইন পরিবর্তন করা, ফোরাম বসিয়ে রাখা এগুলো তো এডমিন মহোদয় নিজ
ক্ষমতাবলেই করতেন তাই না? স্বেচ্ছাচারীতাই এই লোকো কে বসিয়ে দিতে বাধ্য করেছে
উবুন্টুলোকো কাউন্সিলকে।

বাংলাদেশে এমন ভূরি ভূরি সংগঠন রয়েছে যাদের সারা বছরের কার্যক্রম শুধু ছবি
 তোলার মধ্যে সীমাবদ্ধ। আমি এমন সংগঠনের খবরও জানি যারা শফিপুর জাতীয় উদ্যানের
 শালবনের ছবি তুলে সেটা নিজেদের বনায়ন কার্যক্রম হিসেবে চালিয়ে দিয়েছিল।
 'ব্যানারের সামনে দাঁত কেলিয়ে ছবি তোলা' সংক্রান্ত মন্তব্য একটি জেনারালাইজড
 মন্তব্য। যারা লোক দেখানো অনুষ্ঠান করার পক্ষে তাদের এই মন্তব্যে পিত্তি
 জ্বলতেই পারে। যারা নিজেরা বিশ্বাস করে যে তারা লোক দেখানোর জন্য নয় বরং পূর্ণ
 আন্তরিকতার সাথেই অনুষ্ঠান করতে চায়, তাদের তো পিত্তি জ্বলে যাবার কোন কারণ
 দেখতে পাচ্ছি না।


প্রসংগটা পিত্তি জ্বলা সংক্রান্ত না। প্রসংগটা কর্মমূখী হওয়া সংক্রান্ত।
অন্যান্য দেশের লোকো গুলোর কর্মকান্ড তো অনলাইনেই আছে তাই না। আর তাঁর ফলকতটা
সূদুর প্রসারী হচ্ছে সেটাও তো সবাই অনলাইনেই জানতে পারছে।

দিল্লী হাইকোর্ট উবুন্টু নিয়ে এতটা মাতামাতি করলো এই যে কিছুদিন আগে তাঁর পেছনে
গনজাগরন, সচেতনা তৈরী ইত্যাদি কাজগুলো করেছে কারা? ভারতীয় লোকো টিম গুলো।
আমাদের লোকো টিম সেই অনুসারে কোন কাজ করতেই অপারগ বিষয়টা ভাবতে আপনার কষ্ট না
লাগতে পারে আমার লাগছে।

বানিজ্য বিভাগের শিক্ষার্থী হিসেবে আপনার তো জানা থাকার কথা যে, প্রচারেই
প্রসার। অতএব দেশকে এগিয়ে নিতে হলে আপনাদেরকে/এই লোকো টিমটাকে সক্রিয় হতেই
হবে।


 যাইহোক, আশাকরি আশিকুর নূরের 'জীবিত-মৃত' সংক্রান্ত কনফিউশনের উত্তর পেয়েছে।
 তার অনুষ্ঠানের জন্য আবারও শুভকামনা। আরেকটু চিন্তাভাবনা করে মন্তব্য করলে হয়ত
 এইরকম পানি ঘোলার প্রয়োজন হত না।


উবুন্টু বাংলাদেশ চলে তাঁর সমন্বয়ক/পথনির্দেশক/নেতৃত্বের জোরে, স্বেচ্ছাসেবকদের
শ্রমে আর ভালোবাসায় নয়। আর তাই এই দলের নেতৃত্বদানকারীরা স্বেচ্ছাসেবকদের পাশে
দাঁড়াতে, উৎসাহ দিতে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে নারাজ সেটা এই
মন্তব্যেই পুনঃপ্রকাশিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, পেঙ্গুইন মেলা -
২০১১http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ http://toshazed.wordpress.com/ ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ http://linuxmint-bd.org/about_us ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ https://launchpad.net/%7Etoshazed
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-18 Thread Khandakar Mujahidul Islam
উবুন্টুর সাইটে খোঁজাখুজি করে এই উবুন্টু বাংলাদেশ লোকো টিম এর লিঙ্কটা পেলাম
http://loco.ubuntu.com/teams/ubuntu-bd

সুজন


2011/10/18 maSnun mas...@gmail.com:
 আজকে পিএইচপিএক্সপার্টস গ্রুপে নূর ভাইয়ের একটি পোস্ট (
 http://twitpic.com/72aqiy ) দেখে হটাৎ জানতে ইচ্ছে করল উবুন্টুর বাংলাদেশের
 লোকো টীমের কি অবস্থা । আমার প্রশ্নটা আরেকটু পরিষ্কার করে দেই কয়েকটি ছোট
 প্রশ্ন আকারে:

 -- বর্তমানে লোকো টীমে কারা আছেন?
 -- কে কোন ভূমিকায় আছেন?
 -- লোকো টীমের কাজ কি কি?
 -- বাংলাদেশে লোকো টীম কি মৃতপ্রায়? এটাকে কিভাবে বাচিয়ে তোলা যায়?
 -- লোকো টিমের সদস্য কারা হন? কিভাবে হন ?


 প্রশ্নগুলোর উত্তর কেউ জানালে খুশি হব ।


 --
 Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-18 Thread Russell John
এক্টিভিটি কম থাকা মানে মৃত্যু নয়। গ্রুপ মৃত হলে এখানে আর ইমেইল চালাচালি হত না।

2011/10/19 maSnun mas...@gmail.com:

 আজকে পিএইচপিএক্সপার্টস গ্রুপে নূর ভাইয়ের একটি পোস্ট (
 http://twitpic.com/72aqiy ) দেখে হটাৎ জানতে ইচ্ছে করল উবুন্টুর বাংলাদেশের
 লোকো টীমের কি অবস্থা । আমার প্রশ্নটা আরেকটু পরিষ্কার করে দেই কয়েকটি ছোট
 প্রশ্ন আকারে:

 -- বর্তমানে লোকো টীমে কারা আছেন?
 -- কে কোন ভূমিকায় আছেন?
 -- লোকো টীমের কাজ কি কি?
 -- বাংলাদেশে লোকো টীম কি মৃতপ্রায়? এটাকে কিভাবে বাচিয়ে তোলা যায়?
 -- লোকো টিমের সদস্য কারা হন? কিভাবে হন ?


 প্রশ্নগুলোর উত্তর কেউ জানালে খুশি হব ।


 --
 Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com http://masnun.com
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
No Microsoft products were used in the preparation or transmission of
this message.

Russell John | Bangladesh Linux Users Alliance
1024D/91F003D2 | (+88) 0161-7877-355 | http://www.linux.org.bd
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Re: [Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

2011-10-18 Thread Md Ashickur Rahman Noor
রাসেল ভাই দেখি, ভাইয়া থাকেন কোথায়, দেখা যায় না?
--
Dedicated Linux Forum in
Bangladeshhttp://forums.linuxdesh.com/member.php?action=registerreferrer=3%20
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.




2011/10/19 Russell John russell.j...@ubuntu.com

 এক্টিভিটি কম থাকা মানে মৃত্যু নয়। গ্রুপ মৃত হলে এখানে আর ইমেইল চালাচালি হত
 না।

 2011/10/19 maSnun mas...@gmail.com:

  আজকে পিএইচপিএক্সপার্টস গ্রুপে নূর ভাইয়ের একটি পোস্ট (
  http://twitpic.com/72aqiy ) দেখে হটাৎ জানতে ইচ্ছে করল উবুন্টুর
 বাংলাদেশের
  লোকো টীমের কি অবস্থা । আমার প্রশ্নটা আরেকটু পরিষ্কার করে দেই কয়েকটি ছোট
  প্রশ্ন আকারে:
 
  -- বর্তমানে লোকো টীমে কারা আছেন?
  -- কে কোন ভূমিকায় আছেন?
  -- লোকো টীমের কাজ কি কি?
  -- বাংলাদেশে লোকো টীম কি মৃতপ্রায়? এটাকে কিভাবে বাচিয়ে তোলা যায়?
  -- লোকো টিমের সদস্য কারা হন? কিভাবে হন ?
 
 
  প্রশ্নগুলোর উত্তর কেউ জানালে খুশি হব ।
 
 
  --
  Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com 
 http://masnun.com
  --
  Ubuntu Bangladesh
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


 --
 No Microsoft products were used in the preparation or transmission of
 this message.

 Russell John | Bangladesh Linux Users Alliance
 1024D/91F003D2 | (+88) 0161-7877-355 | http://www.linux.org.bd
 --
 Ubuntu Bangladesh
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd